কেমুসাস বইমেলা ক্বেরাত প্রতিযোগিতার উদ্বোধন



শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, ক্বিরাত প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। পবিত্র করুআনের সুরেলা তিলাওয়াত আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, সমাজকে শান্তির পথে পরিচালিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কেমুসাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং অংশগ্রহণকারীদের জন্য দোয়া করি, তারা কুরআনের শিক্ষাকে অন্তরে ধারণ করে সুন্দর জীবনের পথে অগ্রসর হোক।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলার পঞ্চম দিনে ক্বেরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কেমুসাস প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং বিচারকদের পক্ষ থেকে কারী শামসীর হারুনুর রশিদ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দারুননাজাত মডেল মাদরাসার শিক্ষার্থী মারওয়ান আহমদ। বিচারক হিসেবে ছিলেন কারী মাজহারুল ইসলাম জয়নাল, কারী শামসীর হারুনুর রশিদ, কারী ওমর ফারুক ও কারী আব্দুল বাছিত। ক্বেরাত প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্বেরাত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্লে থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা, ‘খ’ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ‘গ’ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ও ‘ঘ’ গ্রুপে কলেজ/বিশ্ববিদ্যালয় সমমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বইমেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ১৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টা—গান প্রতিযোগিতা, ১৪ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩টা—হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা—শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর (সোমবার) বিকেল ৩টা—আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা—বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান। সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখর ৯ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন