
জীবনের বেঁচে থাকার কঠিন লড়াইয়ে হসপিটালের বেডে শুয়ে যিনি বাঁচার স্বপ্ন দেখতেন। সেইসব দিনগুলো নিয়ে সাংবাদিক কাউসার চৌধুরীর 'দ্বিতীয় জীবনের গল্প' গ্রন্থ প্রকাশিত।
সাংবাদিক ও লেখক কাউসার চৌধুরীর নতুন বই 'দ্বিতীয় জীবনের গল্প' প্রকাশিত হয়েছে। আত্মজৈবনিক এ বইটি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার গল্প। ২০১৬ সালে সাংবাদিক কাউসার চৌধুরীর লিভার ও কিডনি বিকল হয়ে গেল। ব্যয়বহুল চিকিৎসা, নতুবা মৃত্যু- জীবন ও মৃত্যুর কঠিন সমীক্ষা। সেই সময়ে পাশে দাঁড়ান দেশ-বিদেশের সুহৃদরা।
বিস্তারিত বর্ননাসহ বিরল ঘটনাটি মৃত্যুর মুখ থেকে ফেরা সাংবাদিক তুলে ধরেছেন 'দ্বিতীয় জীবনের গল্প' গ্রন্থে। বইটির পাঠক জনপ্রিয়তা ভরে ওঠুক। অনেক শুভ কামনা ও ভালোবাসা সাংবাদিক লেখক প্রিয় কাউসার ভাই।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net