নির্বাচন, দলীয় শৃঙ্খলা ও জনগণের আস্থা

শাহাদত বখ্ত শাহেদ:

ইদানীং নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দলে প্রার্থীতা নিয়ে যে বিরোধ ও কাদা ছোড়াছুড়ি লক্ষ্য করা যাচ্ছে, তা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত উদ্বেগজনক। দলীয় নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা ও শৃঙ্খলাভঙ্গের ফলে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণ যাদের উপর আস্থা রেখে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছে, সেই নেতাদের মধ্যে এমন অনৈক্য ও ব্যক্তিস্বার্থের প্রকাশ জনগণের বিশ্বাসকে নড়বড়ে করে তুলছে।

রাজনীতির মূল ভিত্তি হলো জনসেবা ও নৈতিকতা। কিন্তু যখন ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার লড়াই সামনে চলে আসে, তখন দলীয় ঐক্য ভেঙে পড়ে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক দুর্বল হয়ে যায়। এ অবস্থায় উচ্চ পর্যায়ের নেতৃত্ব বা হাই কমান্ডের নীরবতা আরও হতাশাজনক। তারা যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তবে দলের প্রতি জনগণের আস্থা হারানোর ঝুঁকি বাড়বে।

সচেতন মহল মনে করে, এখনই সময় দলীয় শৃঙ্খলা পুনরুদ্ধারের। আন্তরিক সংলাপ, ন্যায্য প্রার্থী বাছাই এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দলকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। অন্যথায় জনগণ ও দলের মধ্যে দূরত্ব ক্রমেই বেড়ে যাবে, যা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।

১০ নভেম্বর ২০২৫

সিলেট

শেয়ার করুন