মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বিশিষ্ট সংগঠক সঞ্জয় দেব সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর ট্রাস্টি হয়েছেন। সাইক্লোন, সিলেট এর প্রাক্তন সভাপতি ও সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর প্রথম ট্রাস্টি বিশিষ্ট সাংবাদিক ও রম্য লেখক হারান কান্তি সেনের নিকট ট্রাস্টি ফি দশ হাজার টাকা দিয়ে ট্রাস্টি পদ গ্রহণ করেন। সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর সভাপতি দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়াল এবং সাধারণ সম্পাদক ব্যাংকার ও লেখক জাবেদ আহমদ সাংবাদিক সংগঠক সঞ্জয় দেব সাইক্লোন লেখক ট্রাস্টের ট্রাস্টি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সঞ্জয় দেব ১৯৮২ সালের ৩১ ডিসেম্বর মৌলবীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা শ্রী অমরেশ চন্দ্র দেব (গোপাল) পেশায় শিক্ষক ছিলেন আর মাতা ঊষা রানী দেব গৃহিনী, দাদু প্রয়াত অবনী কান্ত দেব ভূতপূর্ব সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা পিজিডি ,এমবিএ (ইউকে )। সঞ্জয় দেব সম্পাদক ও প্রকাশক : ইউএস-বাংলা ডায়েরি; সাধারণ সম্পাদক : বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ; সাধারণ সম্পাদক : মিশিগান বাংলা থিয়েটার; সাধারণ সম্পাদক : কলম আন্তর্জাতিক সাহিত্য পরিষদ; সভাপতি: সপ্তসুরের রাগিনী( আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন); সহ-সাধারণ সম্পাদক : বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ; সাবেক সমন্বয়কারী : ইয়েস ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি ,সিলেট l সাবেক সমন্বয়কারী : গণনাট্য দল , টিআইবি ,সিলেট;প্রতিষ্ঠাতা সভাপতি : ইন্দেশ্বর নাট্যগুষ্টি; সাবেক সাংগঠনিক সম্পাদক : কবিতা পরিষদ ,কেন্দ্রীয় কমিটি l সঞ্জয় দেবের স্ত্রী শর্মিলা দেব একজন কুশলী সংগীত শিল্পী ও প্রশিক্ষক এবং পেশায় স্কুল শিক্ষিকা।দুই সন্তান কন্য সৃজিতা ও পুত্র শ্রীহানকে নিয়ে আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে এই সুখি পরিবারের স্হায়ী নিবাস।