
জাবেদ আহমদ :
আজ (১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বাংলা, ৮ রবিউস সানী ১৪৪৭ হিজরি) হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি। প্রফেসর মোহাম্মদ ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গত বছর থেকে দূর্গাপূজায় দুদিন সরকারি ছুটি ঘোষণা করে। এবছর ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি, সাথে রয়েছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ছুটিতে সিলেট থাকায় আজ রাতে সিলেটের পূর্ব শাহী ঈদগাহের জেলা শিল্পকলা একাডেমীর শীততাপ নিয়ন্ত্রিত মিলনায়তনে কবি, বাচিক শিল্পী, গীতিকার, কলামিস্ট ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরুর ৬৫ তম জন্মবার্ষিকী ও মাধবীলতার সংসার কবিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে পরিবার সদস্যদের (সহধর্মিণী নুরজাহান পারভীন চৌধুরী, পার্টনার উনদাল কিং কাবাব ও রয়্যাল শেফ চাইনিজ রেস্টুরেন্ট, বড় মেয়ে স্থপতি চৌধুরী নায়িমা বুশরা আহমদ ও বড় ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চৌধুরী সামিন ইয়াসার আহমদ) নিয়ে অংশ নেই। শিল্পকলা একাডেমীতে আজ আমাদের প্রথম যাওয়া হলো। সাইক্লোন সিলেট এর আয়োজনে ৩২৮ তম সাপ্তাহিক সাহিত্য আসরটি কবির জন্মবার্ষিকী ও বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যমুনা অয়েল কোম্পানির ডিরেক্টর, বার্থ ডে বয় কবি সালেহ আহমদ খসরু, কবি পত্নী খন্দকার রোমেনা আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. সাজেদুল করিম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, সিলেটের প্রধান কবি অধ্যক্ষ কালাম আজাদ, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লেখক কলামিস্ট আবু সালেহ, বারাকা পাওয়ার লিঃ এর এমডি ফাহিম আহমদ চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তামিম আহমদ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সাইক্লোন সভাপতি মোয়াজ আফসার, সাধারণ সম্পাদক কবীর ইশরাক জাহান জেলি, এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক মুহিত চৌধুরী, সুমনকুমার দাশ, নুর আহমদ, এম,এ ওয়াহিদ, কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি মামুন সুলতান, কবি শামসীর হারুনুর রশিদ, সাজন আহমদ সাজু, রাহনামা শাব্বির চৌধুরী, সেনুয়ারা আক্তার চিনু, এখলাছুর রহমান, রিপন মিয়া, বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহীন (কবি সালেহ আহমদ খসরুর ছোট ভাই), প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার কবীর আহমদ, মাধবীলতার সংসার বইয়ের প্রকাশক লুৎফুর রহমান তোফায়েলসহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। এ উপলক্ষে সিলেট থেকে প্রকাশিত দৈনিক সুরমা মেইল বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বিশেষ ক্রোড়পত্রে কবিকে নিয়ে লিখেছেন সাংবাদিক ও কবি মুহিত চৌধুরী, মোয়াজ আফসার, কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, ইশরাক জাহান জেলি, নার্গিস জাহান, কবি পত্নী খন্দকার রোমানা আহমদ, কবি কন্যা নুসরাত জাহান নিশি, তাসনিয়া আহমদ লিলি ও কবি পুত্র আরমান আহমদ আফ্রিদি। কবি সালেহ আহমদ খসরুর স্বহস্তে লেখা কবিতাও ক্রোড়পত্রে ছাপা হয়। একজন কবির সম্মানে সুরমা মেইলে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র সুধীমহলে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে সালেহ আহমদ খসরুর লেখা ও সুদীপ চক্রবর্তীর সুর করা গান পরিবেশন করেন অয়ন দে।
২ ও ৩ অক্টোবর ২০২৫ আরব আমিরাতের শারজাহে টি২০ ক্রিকেটে বাংলাদেশ সহজে আফগানিস্তানকে হারায়। ৩ অক্টোবর ২০২৫ বিকালে অনেক দিন পর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে যাই। শাহী ঈদগাহ একটি মোগল স্থাপত্য, ১৭০০ সালের প্রথম দিকে ফৌজদার ফরহাদ খাঁ এটি নির্মাণ করেন। সিলেটের প্রধান ঈদের জামাত শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। শাহী ঈদগাহের মুল চত্বরে ২২টি সিঁড়ি ও ১৫টি গম্বুজ, সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ঈদগাহে একটি পুকুর ও ছোট বড় ১০টি গেট রয়েছে। ঐতিহাসিক নানান ঘটনার স্বাক্ষী শাহী ঈদগাহ। ১৭৮২ খৃষ্টাব্দে সিলেটের দুই সহোদর সৈয়দ মোহাম্মদ হাদী ও সৈয়দ মোহাম্মদ মাহদীর নেতৃত্বে শাহী ঈদগাহ ময়দান থেকে ইংরেজ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকসহ অনেক বরেণ্য নেতা শাহী ঈদগাহ মাঠে আগমন করেন। অতীতে বড় জনসভার জন্য সিলেটের শাহী ঈদগাহ ময়দানকে বেছে নেয়া হত। সন্ধ্যায় সস্ত্রীক সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি খালাতো বোন আনোয়ারা বেগম চৌধুরী (নেওয়া আপা) কে দেখতে যাই। আমার মায়ের সমবয়সী খালাতো বোন বাধ্যক্ষজনিত নানান রোগে এখন শয্যাশায়ী।
৪ অক্টোবর ২০২৫ রাতের ট্রেনে ঢাকা ফিরি। সিলেট ঢাকা যোগাযোগ ব্যবস্থা এখন খুবই করুন। রেলের টিকিট কালোবাজারির দখলে, মহাসড়কে ছয় লেনের কাজ ধীরগতিতে চলমান থাকায় জনদুর্ভোগ চরমে। বিমানে টিকেটের মূল্য আকাশচুম্বী। জাতীয় পর্যায়ে সিলেটের হয়ে এখন কথা বলার তেমন কেহ নেই। ৫ অক্টোবর ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) বিভাগের কাজ পরিচালনা করি। বিভাগের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ অবসরে চলে গেলে অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করতে হচ্ছে। শারজাহে শেষ ম্যাচেও বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে ৩-০ তে টি-২০ সিরিজ জয়লাভ করে। বাংলাদেশ ব্যাংক ডরমিটরির ডাইনিং রুমে আমি ও সহকর্মী জিয়াউল হায়দার একসাথে বসে ম্যাচটি উপভোগ করি। আজ আমাদের সহকর্মী মোঃ ইকবাল হাসান এর বড় মেয়ে এডভোকেট সাদিয়ার বিবাহ ইউকের লন্ডন সিটিতে সম্পন্ন হয়। সাদিয়া লন্ডনে বার এট ল পড়ছে, তাঁর স্বামীও সেখানে পড়াশোনা করছে।
আজ (৬ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ ফয়েজ আহমেদ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পক্ষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার।
সহকারী পরিচালক মোঃ হালিম উদ্দিন ও মোহাম্মদ আবু ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার কে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা বেগম, নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক শিরীন আক্তার ও বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক আসমা খানম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, অতিরিক্ত পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, বিদায়ী অতিথির সহোদর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হেলাল উদ্দিন, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক শারমিন সুলতানা, উপ-সহকারী পরিচালক জাবালে রহমত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর নুরুন নাহার বিদায়ী অতিথি মোঃ ফয়েজ আহমেদ এর প্রশংসা করে বলেন তাঁর কাজই সহকর্মীদের নিকট স্মরণীয় করে রাখবে। সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন সততা, দক্ষতা ও একনিষ্ঠতার সাথে মোঃ ফয়েজ আহমেদ কাজ করে গেছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন মোঃ ফয়েজ আহমেদ অফিসের কাজের পাশাপাশি ঢাকা কোঅপারেটিভ ও অফিসার্স কাউন্সিলে নেতৃত্ব দিয়েছেন। মানুষের সেবায় তিনি সর্বদা নিবেদিত ছিলেন। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাবেদ আহমদ বলেন পরিচালক মোঃ ফয়েজ আহমেদ খুবই সাধারণভাবে চলাফেরা করতেন। সকলের সাথেই তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। অবসর জীবনে তিনি দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমে রাজনীতিতে কাজে সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন। বিদায়ী অতিথির বক্তব্যে পরিচালক মোঃ ফয়েজ আহমেদ সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কানাই লাল সরকার, মোঃ আমির হোসেন, আব্দুর রাজ্জাক-২, মোঃ আবুল কালাম, এম,এম সাইফুল্লাহ, গৌরাঙ্গ রায়, মোঃ আকতার হোসেন, মোঃ আব্দুল মতিন মোল্লা, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস চেয়ারম্যান আবুল বাশার আব্দুল ওয়াহিদ, সহ সম্পাদক আজহারুল ইসলাম, পরিচালক রত্না বিশ্বাস, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, সাবেক পরিচালক আব্দুল্লাহিল বাকি সরকার, ভোগ্যপণ্যের সাধারণ সম্পাদক রশিদুল হাসান খান কারিব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডেপুটি গভর্নর নুরুন নাহার বিদায়ী অতিথি পরিচালক মোঃ ফয়েজ আহমেদ কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার দেন। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সহকর্মীরাও বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
আজ (৭ অক্টোবর ২০২৫) দুপুরে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে আসেন। আলোচনা, চা চক্রের পর তাঁকে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি'উপহার দেই। পরে তাঁকে নিয়ে মাননীয় নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এর চেম্বারে যাই। বন্ধু মোঃ নজরুল ইসলাম আজ প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এসে খুবই উৎফুল্ল।
উল্লেখ্য মোঃ নজরুল ইসলাম আমাদের এসএসসি চুরাশিয়ান সিলেট এর একজন সংগঠক ও বন্ধু। বিশিষ্ট ব্যাংকার মোঃ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব সিলেটসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত। আজ সন্ধ্যায় ছোট ছেলে হাসিন ইয়াসার কে উদ্ভাস কোচিং এর সাপ্তাহিক পরীক্ষায় মতিঝিলের পোস্ট অফিস স্কুল এন্ড কলেজে দিয়ে পদব্রজে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম 'অতিথি.কম এর ২ নয়াপল্টন, ঢাকার রূপায়ন এফপিএবি টাওয়ারে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যাই। উদ্বোধন করেন অতিথি.কম এর চিফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আশির দশকের তুখোড় নায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)। প্রিয় নায়ক সোহেল রানা কে কয়েক ফুট দূর থেকে দেখা ও কথা শোনা হলো। নয়াপল্টন মসজিদে মাগরিবের নামাজ পড়ে মসজিদ গলি দিয়ে হেঁটে ১০ নয়াপল্টন বাসার সামনে দিয়ে ২ নয়াপল্টনের রূপায়ন এফপিএবি টাওয়ারে যাই। নয়াপল্টন ১০ নম্বর বাসায় আমাদের নাতিন দেওয়ান তাসনিম আইজা চৌধুরী, তার মাতা শারমিন আক্তার চৌধুরী ও বাবা দেওয়ান তানভীর আহমদ বসবাস করেছেন, সিলেটের আমাদের অনেক স্বজন এ বাসায় এসেছেন। দেওয়ান তানভীর এফপিএবিতে চাকুরি করতেন। চার বছরের প্রিয়দর্শিনী নাতিন এখন পিতা মাতার সাথে যুক্তরাজ্যে বসবাস ও ব্রিটেনের স্কুলে যাওয়া শুরু করেছে। ৬ সেপ্টেম্বর ২০২৫ নাতনি আইজার ভাই (Baby boy) দেওয়ান মুনীর শুয়াইব চৌধুরী যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মলাভ করেছে। আমরা আদর করে নাতিকে 'মনু মিয়া' ডাকি। গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল দু'দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ, দৈনিক সুরমা মেইল পত্রিকার প্রধান সম্পাদকসহ এখন তিনি অনেক দায়িত্ব পালন করছেন। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেলিম আউয়াল সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা নিয়েই পুরোদমে ব্যস্ত রয়েছেন। ইতোপূর্বে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন। ঢাকায় এসেছেন বাংলাদেশ টেলিভিশনে একটি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে। দু'দফায় তাঁর সাথে মোবাইলে কথা বলা হলেও দেখা হয় নি, ফকিরেরপুলে একটি আবাসিক হোটেলে সীট নিলেও কাজ শেষে তিনি স্বজনদের বাসায় বেড়াচ্ছেন, মধ্যরাতের বাসে সিলেট চলে যাবেন। আজ বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক হিসেবে রেজিয়া খাতুনকে পদায়ন করা হয়েছে। আজ (৮ অক্টোবর ২০২৫) ইএমডি -২ এর যুগ্ম পরিচালক দূর এ আফজা (মিতা) কে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার দেই। আমরা একই বছর (১৯৮৪) এসএসসি পরীক্ষা দেই, এসএসসি চুরাশিয়ান। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর মোহাম্মদ আতাউল হক তাঁর চাচা।
আজ (৯ অক্টোবর ২০২৫) দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কাজেমি সেন্টারে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আমি আমন্ত্রিত হয়ে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকশন্স এর একটি সভায় যোগদান করি। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর ও গভর্নর মহোদয়ের পরামর্শক আল্লাহ মালিক কাজেমির স্মরণে বাংলাদেশ ব্যাংক প্রধান ভবনের চতুর্থ তলায় অত্যন্ত নান্দনিকভাবে 'কাজেমি সেন্টার' নির্মিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলি জাহান আহমদ ম্যাডামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকশন্স (ডিসিপি) এর পরিচালক সাঈদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের অধ্যাপক আনিসুজ্জামান, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সহকারী পরিচালক (পাবলিকেশন) মোঃ দেলোয়ার হোসেন, ডিসিপির অতিরিক্ত পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি প্রকাশনার কাজে সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সভা শেষে নির্বাহী পরিচালক কাকলি জাহান আহমদ আমরা তিনজন আমন্ত্রিত সদস্যদের 'বাংলাদেশ ব্যাংক- এর শিল্পকলা সংগ্রহ' শীর্ষক মূল্যবান বইটি উপহার দেন। বইটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মর্তুজা বশীর, কাইয়ুম চৌধুরী, রশীদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী, কাজী আব্দুল বাসেত, মুস্তফা মনোয়ার, নিতুন কুন্ডু, সৈয়দ জাহাঙ্গীর, আবু তাহের, শামসুল ইসলাম নিজামী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলামসহ দেশের ৬৫ জন শিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে। মুনতাসির মামুন ও হাশেম খানের সম্পাদনায় এপ্রিল ২০১৩ গ্রন্থটি প্রকাশিত হয়, মূল্য ৫ হাজার টাকা/১২০ ইউএস ডলার। গ্রন্থে তিনটি প্রবন্ধ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এর 'বাংলাদেশের চিত্রকলার ধারা', সৈয়দ মঞ্জুরুল ইসলামের 'বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ: শিল্পের অঞ্চলে সংক্ষিপ্ত ভ্রমণ' এবং মুনতাসির মামুন এর 'বাংলাদেশ ব্যাংকের সংগ্রহ'। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ৬৪ জন শিল্পীর ৯৩ টি শিল্পকর্ম, ১৪ জন শিল্পীর ১৬ টি ম্যুরাল, শিল্পী হামিদুজ্জামান খান এর ৩০ ফুট উচ্চতার ভাস্কর্য 'Unity বা একতা'র ছবি গ্রন্থটিতে ছাপা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনের সামনে এটি দাঁড়িয়ে আছে।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের কক্ষে দেখা হয় সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যারের সাথে। তিনি ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের আয়োজনে মাননীয় গভর্নর ও ডেপুটি গভর্নর মহোদয়গনের উপস্থিতিতে জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আজ বিকালে একটি সভায় যোগদান করতে সকালের ফ্লাইটে সিলেট থেকে এসেছেন, সভা শেষে রাতের ফ্লাইটে সিলেট ফিরে যাবেন।
আজ রাতে সিলেটের সন্তান ইংলিশ লীগের ফুটবলার আমাদের স্বজন দেওয়ান হামজা চৌধুরী তথা বাংলাদেশ জাতীয় দলের ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে দেখার জন্য আটশত টাকার টিকিট মুলামুলি করে এক হাজার দুইশত টাকায় কিনে বাপ পুয়া (ছোট ছেলে হাসিন সহ) জাতীয় স্টেডিয়ামে খেলা দেখলাম। সাত গোলের অসাধারণ ম্যাচটির ফলাফল বাংলাদেশ (৩) হংকং (৪)। শুভকামনা বাংলাদেশ, জয় পরাজয় যাই হোক সবসময় রয়েছি দেশের পাশে। অনলাইনে টিকিট পাওয়া না গেলেও সন্ধ্যার পর সাহস করে মতিঝিল আরকে মিশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি থেকে পায়ে হেঁটে জাতীয় স্টেডিয়াম অভিমুখে রওনা দেই। দিলখুশায় বঙ্গভবনের প্রধান ফটকের সামনে পৌঁছালে ছোট ছেলে হাসিন বঙ্গভবন সড়কে দাঁড়িয়ে ছবি তুলে। স্টেডিয়ামের ৩ নম্বর গেটের কাছাকাছি গেলেই টিকিট কালোবাজারির তৎপরতা চোখে পড়ে। গ্যালারির ৪০০ টাকার টিকিট ১০০০ টাকা হাকাচ্ছে। জাতীয় স্টেডিয়ামের অতি কাছে থেকে খেলা দেখতে না পারলে ছেলের মন খারাপ হবে, এজন্য চেষ্টা করতে থাকি। খেলা শুরু হবে রাত ৮টায়, ৭টার দিকে একজন দর্শকের কাছে থাকা অতিরিক্ত দুটি টিকিট পেয়ে যাই, তিনিও অতিরিক্ত দাম চান, অনেক কথা বলে এক হাজার দুইশত টাকা দেই। গ্যালারিতে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে খেলা দেখা, বেশি দামে ফাস্টফুড খাওয়া, দশ টাকায় এক গ্লাস পানি দু'জনে ভাগ করে পান করা, লাইন ধরে বাথরুমে যাওয়া সবই উপভোগ্য ছিল। ভাল খেলে বাংলাদেশ দলের পরাজয় খারাপ লাগলেও দেওয়ান হামজা, জামাল ভূঁইয়া, ফাহমিদুল, সমিত সোম, জায়ানসহ বাংলাদেশ দলের ফুটবল খেলায় স্টেডিয়াম পরিপূর্ণ দর্শক উপস্থিতি দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশ ৩-৪ গোলে হংকং এর কাছে হারলেও এজন্য স্পেনিশ কোচ হাভিয়ের কাবরেরা'র একাদশ গঠনকে বোদ্ধারা দায়ি করেছেন।
আজ (১০ অক্টোবর ২০২৫) ফজরের নামাজের পর আমরা (মোঃ ফজলার রহমান, মোহাম্মদ আলী আকতার ও আমি) সিদ্ধান্ত নেই আফতাবনগর জহুরুল ইসলাম সিটিতে গিয়ে হাঁটব। সকালবেলা হাঁটার সাথে এলাকা দেখা হবে, যেই কথা সেই কাজ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভোরে কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত করে মুরি, কলা খেয়ে তৈরি হয়ে বের হই। দক্ষিণ কমলাপুরে উদ্বোধনের অপেক্ষায় থাকা আন্ডারপাসের উপর দিয়ে হেঁটে বিশ্বরোডে আসি, বাসে চড়ে রামপুরা হয়ে আফতাবনগর জহুরুল ইসলাম সিটির সামনে নামি। শুরু হলো হাঁটা, বিরামহীন হাঁটা। শুরুতেই প্রধান সড়ক লাগোয়া আট একরের ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ২০০৯ সালে উদ্বোধন করেন প্রাক্তন অর্থ মন্ত্রি আবুল মাল আবদুল মুহিত। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম ভিসি। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এর নামে একটি সুন্দর ভবন রয়েছে। সকালবেলা আফতাবনগর জহুরুল ইসলাম সিটির বিশাল প্রধান সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা 'আড্ডার মোড়ে' পৌছি। ফেসবুকে আমাদের হাঁটার সচিত্র খবর দেখে আমাদের স্বজন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রকৌশলী মোঃ আব্দুল হাই তাঁর এম ব্লকের বাসায় যাওয়ার অনুরোধ করেন। 'আড্ডার মোড়' এ সকালবেলা অস্থায়ী বাজার বসে। মুদি মাল, আশপাশের গ্রাম থেকে নিয়ে আসা দুধ, ফলফলাদি, মোরগ, মাছ, তরকারি এমনকি রেস্টুরেন্টও রয়েছে আড্ডার মোড়ে। সেখানে দেখা হয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ খোর্শেদ আলমের সাথে। পাশের জি ব্লকে বাংলাদেশ ব্যাংকের সহকর্মীদের একটি বিশাল টাওয়ার, সবাই চিনে বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং হিসেবে। সেখানে থাকেন আমাদের অগ্রজ বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক আহমদ। তাঁর সহধর্মিণী বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের যুগ্ম পরিচালক ফরিদা পারভীন। আফতাবনগরে আমাদের আগমন শুনে তাঁরা আমাদের বাসায় যাবার অনুরোধ করেন। আমরা তিনজনই তাঁদের পূর্ব পরিচিত। সিলেটের সন্তান রফিক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ১৯৯১ সাল থেকে। তিনি আমাদের সময়ের (১৯৯৩) সিবিএর সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। করোনা মহামরিতে (২০২০) শহীদ মোঃ আশরাফ আলী, সিবিএ সভাপতি মরহুম মোঃ হাবিবুর রহমান-৪ , মোঃ হাবিবুর রহমান -৩, রফিক আহমদ, মোঃ হাসিম ইকবাল, মোঃ ফয়েজ আহমেদ, শম্ভুনাথ দে, মাকসুদুর রহমান খান, মোঃ ইকবাল হাসান, হোসেন মিয়া, মোঃ মুজিবুর রহমান -৯, মোঃ আব্দুল মতিন মোল্লা আরও কত অগ্রজ ও বন্ধুদের সাথে রয়েছে অনেক স্মৃতি। আফতাবনগরে আজ রফিক ভাইয়ের বাসায় এসে বেশ কিছু সময় অবস্থান, সাপ্তাহিক বন্ধের দিনে স্বজনদের আগমনে ঘুম থেকে ওঠে উন্নত নাস্তা পরিবেশনের প্রাণান্তকর চেষ্টা আমাদের খুবই বিব্রত করলেও ভালো লাগে ঢাকায় বসে প্রিয়জনদের সাথে ডাইনিং এ বসে নাস্তা করা। সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান স্যার তাঁর সহকর্মীর বাসায় এসে খুবই উৎফুল্ল, মোহাম্মদ আলী আকতারও তাঁর বড় বোন ফরিদা আপার নতুন বাসায় প্রথম এসেছেন, বললেন আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাসে আগের বাসায় তিনি অনেক দিন গিয়েছেন। সবমিলিয়ে আজকের সকালটা উৎসবমুখর ছিল। হেভি নাস্তা করে (হাঁটার চাইতে বেশি) আমরা আবার হাঁটতে হাঁটতে এ ব্লকে আসি। সেখানে থাকে পরিচালক মোঃ ফজলার রহমানের ভাতিজা সালমান সাকিব (দীপ)। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে সে গত মাসে ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসই তে ভর্তি হয়েছে, থাকে এ ব্লকের ২ রোডের ২৬ নম্বর চৌধুরী ভিলার অত্যাধুনিক মেসবাড়িতে। পুরো বিল্ডিং নিয়ে করা হয়েছে মেসবাড়ি। তিনজনের রুমে সীট ভাড়া, খাবারসহ মাসিক খরচ ৮ হাজার টাকা। ভাতিজার সাথে মিলিত হওয়ার পাশাপাশি মেসবাড়ির ব্যবস্থাপনা দেখে খুবই ভালো লাগলো। আফতাবনগর জহুরুল ইসলাম সিটির সামনের সড়ক দিয়ে রাইদা পরিবহনে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় আমরা একই পথে কমলাপুর সংলগ্ন টিটিপাড়ায় (আন্ডারপাস) নেমে গুঁড়ি বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে পৌঁছ। আজ সকালে আমাদের গ্রুপ সিক্সের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে পাঁচজনের (শেখ জাহাঙ্গীর হোসেন, এহেসানুল হক চৌধুরী, মোঃ ফজলার রহমান, মোঃ ইকবাল হাসান ও আমি) কথা হলো। শেখ জাহাঙ্গীর স্যার সপরিবারে পঞ্চগড় সফরে, এহেসানুল হক চৌধুরী চট্টগ্রামে, ইকবাল হাসান মামা মতিঝিল অফিসার্স ডরমিটরিতে ঘুমে, মোঃ ফজলার রহমান ও আমি আফতাবনগর থেকে বাসে ফিরছি, গ্রুপের অন্য সদস্য মোঃ আব্দুল আহাদও ঢাকায়, নিবাস জামে মসজিদে ফজরের নামাজ পড়ে পরিবার সদস্যদের রিসিভ করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়েছেন, চিকিৎসক ও বিচারক দুই ভায়রা ভাইয়ের পরিবারসহ আজ তাঁদের পদ্মা সেতু দেখতে মাওয়া ও ভাঙ্গা যাওয়ার কথা। আজ দুপুর থেকে মতিঝিল এলাকায় প্রবল বর্ষণ হয়, অতি বৃষ্টির জন্য একতলা টিনশেডের মসজিদে ঠাসাঠাসি করে মুসল্লিদের পবিত্র জুমার নামাজ আদায় করতে হয়।
আজ সন্ধ্যা ৭ টার বাংলাদেশ বিমানের ফ্লাইটে ছোট ছেলে হাসিন ইয়াসার সিলেট চলে যায়। সিলেট ঢাকা মহাসড়কের করুন দশা এবং রেলের টিকিট কালোবাজারির দখলে চলে যাওয়ায় অনেকটা বাধ্য হয়েই তার বিমানে সিলেট যাত্রা। আগেরদিন (বৃহস্পতিবার) সহজ.কম থেকে ৪৫৯১ টাকা দিয়ে অনলাইনে টিকিটটি কাটা হয়েছে। মতিঝিল থেকে সময়মতো বিমানবন্দরে যাওয়া একটা চ্যালেঞ্জের। রেলে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশন, মেট্রোরেলে মতিঝিল থেকে উত্তরা উত্তর নেমে রিকশা বা সিএনজি তে বিমানবন্দর, মেট্রোরেলে নেমে ফার্মগেট স্টেশনে নেমে ভিআইপি পরিবহনের বাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিমানবন্দর তিন অপশন মাথায় রাখি। সাথে মালামাল বেশি থাকায় শেষে রুমমেট মোঃ সাইফুল ইসলামের পরামর্শে উবার সিএনজিতে ৪০০টাকা ভাড়ায় মাত্র ৫০ মিনিটে মতিঝিল মধুমিতা সিনেমা হলের পিছনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ বহির্গমন টার্মিনালে বিকাল সোয়া পাঁচটায় নির্বিঘ্নে ও নিরাপদে পৌঁছে যাই। বোর্ডিং করে সাড়ে ৫টায় হাসিন বিমানে ওঠার জন্য ভিতরে চলে যায়, সেখানে সে আসর মাগরিবের নামাজ পড়ে। আমি টার্মিনাল থেকে বের হয়ে ওয়েটিং রুমে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করি। ঢাকা বিমানবন্দর এলাকায় তখন বৃষ্টি হচ্ছিল, সাথে ছাতা থাকায় নামাজ শেষে হাঁটতে হাঁটতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাই, ঢাকা অভিমুখে সন্ধ্যায় কোন ট্রেন নেই, আমার উদ্দেশ্য সময় অতিবাহিত করা। সন্ধ্যা সাড়ে ৬ টায় হাসিন ইয়াসার জানায় বিমানে তোলার জন্য তাদের লাইন ধরানো হয়েছে, আমিও দ্রুত মতিঝিলগামি বলাকা পরিবহনে ওঠে পড়ি। একসময় সে আমাকে বিমানের সাথে সেলফি তুলে পাঠায়, চলন্ত গাড়িতে বসে আমি দেখি, আমাদের ফ্যামিলি গ্রুপে দিয়ে দেই, প্রযুক্তির কল্যাণে সবাই সবকিছু দেখছি। সিলেটের বাসা থেকে হাসিনকে গাড়িতে করে বিমানবন্দর থেকে রিসিভ করা হবে, সাপ্তাহিক ছুটির দিন হলেও গাড়িচালক মোহাম্মদ শহীদ সন্ধ্যায় বাসায় আসবেন। সন্ধ্যায় চা নাস্তা করে বাসা থেকে রাত সাড়ে সাতটায় বিমানবন্দর পৌঁছে আমাকে ফোনে জানানো হয়। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু পরিবারের কনিষ্ঠ সদস্য ঢাকা থেকে সিলেট যাচ্ছে, সে নির্বিকার থাকলেও যত টেনশন আমাদের, সিলেট থেকে বলা হচ্ছে বিমান ফ্লাই না করা পর্যন্ত বিমানবন্দর ত্যাগ না করতে। আমি আগেভাগে বিমানবন্দর ত্যাগ করে বাসে চেপে বসলেও ভাবসাব দেখাচ্ছি সেখানে বসে রয়েছি। বিমান সন্ধ্যা ৭.৩৯ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে হাসিন হোয়াটসঅ্যাপে জানায়, সে সহযাত্রী বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের সাথে সেলফি তুলে, আমিও তখন মতিঝিলের কাছাকাছি। বাসে বসে মেসেঞ্জারে কথা হয় বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সহকর্মী সুলেখক একেএম গোলাম বহলুলের সাথে, বসের সাথে আজ রাতে হাঁসের মাংস খেতে পূর্বাচলের নীলা মার্কেটে যাওয়ার কথা ছিল, বললেন বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক একটি সমস্যা হওয়ায় আজকের পরিবর্তে কাল (শনিবার) রাতে যাওয়া হবে। সারাদিন ব্যস্ত থাকায় রাত দশটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আজ (১১ অক্টোবর ২০২৫) সকালে ফজরের নামাজের পর তেলাওয়াত করে বৃষ্টির জন্য সকালের হাঁটা হয়নি, সাপ্তাহিক ছুটির দিন সকালবেলার দ্বিতীয় পর্বের ঘুম শেষে সকাল ৯টায় রোকেয়া খালার পরিবেশিত সাদা রুটি, মুগ ডাল, ডিম ভাজা দিয়ে সকালের নাস্তা শেষে ফেসবুকে ঢু মেরে দেখলাম গতকালের হাসিনের রাজসিক অভ্যর্থনার সচিত্র সংবাদ। আমি ছাড়া পরিবারের সবাই এসেছিলেন বিমানবন্দরে। ফেরার পথে বিমানবন্দর সড়কে গাড়ি থামিয়ে আপ্যায়ন পর্ব হয়। ৯ অক্টোবর ও ১১ অক্টোবর আমাদের পরিবারের দুই সদস্যের (সায়িমা ও হাসিন) জন্মদিন। বেশ কয়েক বছর ধরে আমাদের ঘরে জন্মদিনের অনুষ্ঠান পালন হয়না। তবে গতকাল ১০ অক্টোবর এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হাসিনের ঢাকা থেকে বিমানে সিলেট আগমন উপলক্ষে অনেকটা সারপ্রাইজ দিতে উৎসবের মেজাজে বরণ করা হয়। ছবিগুলো দেখে মনে হলো হাসিনের সাথে আমিও সিলেট চলে গেলে আনন্দে অংশ নিতে পারতাম।
‘সুশাসনের জন্য নাগরিক – সুজন’ সিলেট বিভাগের সভাপতি, সিলেট চেম্বারের সাবেক প্রশাসক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক মাহমুদ চৌধুরী (৬৭) নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে স্থানীয় সময় ৯ অক্টোবর দুপুর ১টায় (বাংলাদেশ সময় ১০ অক্টোবর দিবাগত রাতে) মৃত্যুবরণ করেন। জানাজা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (৭৫) ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকাল ৫টায় ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা ও বিকাল চারটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সিলেটের কৃতি সন্তান ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শ্রদ্ধা নিবেদন ও জানাজায় জালালাবাদ এসোসিয়েশন ঢাকার নেতৃবৃন্দ অংশ নেন। ঢাকায় আজ প্রবল বর্ষণ হয়, তদুপরি মানুষের উপস্থিতি ছিল খুবই বেশি।
আজ (১২ অক্টোবর ২০২৫) সকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিআরএল) মোঃ আব্দুল জলিল -৯ আমার অফিস কক্ষে আসেন। চা পানের সময় তিনি বললেন আফতাবনগরে শুক্রবার যে টাওয়ারে আমি গিয়েছিলাম তাঁর ফ্ল্যাটও সেখানে। তিনি ফেসবুকে আমার লেখা পড়েছেন বলে জানালেন। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ জামাল উদ্দিন চৌধুরী স্যারের সাথে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের মেডিকেল সেন্টারে দেখা হলো। স্যারের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামে। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে ১৯৯৪-১৯৯৬ সালে কাজ করেছেন, প্রশাসন বিভাগে যুগ্ম পরিচালক ছিলেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট এর নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী তখন সিলেট অফিসে সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। আন্ত: ব্যাংক ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট অফিসের বিরাট দল নিয়ে তিনি অংশ নিয়েছিলেন। তাঁর সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জনাব একেএম নুরুন্নবী, অবসরপ্রাপ্ত ডিজিএম (ক্যাশ) পদে রংপুর অফিস থেকে অবসরে গিয়েছেন। জামাল উদ্দিন চৌধুরী স্যারের সাথে মেডিকেল সেন্টারে বসে অনেক্ষণ কথা হলো, তাঁর বাসাবোর বাসায় যাওয়ার দাওয়াত দিলেন। সিলেটের অনেকের খোঁজ নিলেন। স্যারের একমাত্র ছেলে ব্রিটিশ সিটিজেন, কাজ করেন সৌদিআরব। সৌদি বিজনেস ডেলিগেট টিমের সাথে সদ্য বাংলাদেশ সফর করে গেছেন। স্যার বললেন ছেলের সুবাদে সৌদিআরব যেতে তাঁদের ভিসার প্রয়োজন হয় না।
আজ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি থেকে পরিচালক রেজিয়া খাতুন রিলিজ হয়েছেন, আগামীকাল তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ যোগদান করবেন। ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে আমি নতুন ডিরেক্টর এর চেম্বারের নামফলক তৈরির নির্দেশনা আগেই দেই, আজ চেম্বারে নামফলক লাগানো হয়েছে। ছবি তুলে ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপে দিলে তিনি অভিভূত হন। নতুন পরিচালক আসার পর নোটিং দিয়ে এটা সাধারণত করা হয়, দুএকদিন কাগজে প্রিন্ট করা নাম লাগানো থাকে, যা দৃষ্টিকটু লাগে। অতিরিক্ত পরিচালক একেএম গোলাম বহলুল স্যার গরম লাল চা পান করতে দুপুরে বা বিকালে বাংলাদেশ ব্যাংক কেন্টিনে নামেন। আমাকে মাঝেমধ্যে ফোন করেন, প্রতিদিন সাথে থাকেন বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোঃ জহুরুল হক। আজ কেন্টিনে গিয়ে ঢু মেরে তাঁদের না পেয়ে ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন এর কক্ষে গিয়ে বসি, সেখানে দেখা হয় অতিরিক্ত পরিচালক মোঃ আরিফুল ইসলামের সাথে। চা পান করার সময় আবার ফোন আসলে কেন্টিনে যাই। পরে অগ্রজ গোলাম বহলুলের সাথে এনেক্স বিল্ডিং এর অষ্টম তলায় ব্যাংক রিসলিউশন ডিপার্টমেন্টে যাই, নতুন বিভাগটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। বিভাগের পরিচালক মোঃ আসাদুজ্জামান খান স্যারের চেম্বারে আমরা বসি, সেখানে দেখা হয় সিলেট অফিস থেকে বদলি হয়ে আসা পরিচালক মোঃ আবুল হাশেম স্যারের সাথে। আপ্যায়নের সময় নানান বিষয়ে আলোচনা হয়, এসময় বিভাগের যুগ্ম পরিচালক মনসুর রহমান জ্যোতি উপস্থিত ছিলেন।
আজ (১৩ অক্টোবর ২০২৫) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক হিসেবে রেজিয়া খাতুন যোগদান করেন। যোগদানের সময় তিনি সহকর্মীদের জন্য গাড়িতে করে মিষ্টি নিয়ে আসেন। আমাকে ফোন করে অরনেট সহায়কদের পাঠাতে বললেন। আমিও তখন এইচআরডির নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম স্যারের চেম্বারে ছিলাম। কফি পান করে নিচে নামলে ৩০ তলা ভবনের নিচে নতুন ডিরেক্টর ম্যাডামের সাথে দেখা হয়, আমরা একসাথে লিফটে ওঠি। বিভাগের সকলকে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানাই। বিভাগে নতুন ডিরেক্টর এর আগমনে সবাই উৎফুল্ল, ইএমডি -২ এ রেজিয়া খাতুন প্রথম লেডি ডিরেক্টর। সকলকে মিষ্টান্নে আপ্যায়িত করা হয়। আজ বিকালে আমরা (মোঃ ইকবাল হাসান ও আমি) জরুরি একটি কাজে ডেপুটি গভর্নর মোঃ কবির আহাম্মদ পিএইচডি স্যারের সাথে দেখা করতে থার্ড ফ্লোরে তাঁর চেম্বারে যাই। অনেক ব্যস্ততার মাঝেও স্যার আমাদের কথা আন্তরিকভাবে শুনেন, আপ্যায়ন করান। আজ (১৪ অক্টোবর ২০২৫ বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মসজিদ কমিটি, মতিঝিল ঢাকার আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভায় অংশ নেই। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। মহানবী (সা:) জীবনের নানা দিক নিয়ে সোয়া ঘণ্টা বক্তব্য রাখেন আস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন শুধু নামাজ রোজা হজ্ব যাকাত আর জিকিরের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখলে হবে না। ইবাদতের আগে হালাল রিজিক অর্থাৎ বৈধ আয় করতে হবে। ঘুষ দূর্নীতি পরিহার করতে হবে। তিনি বলেন পবিত্র কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল হয়েছে লেনদেন বিষয়ে। বয়ানের পর আসরের নামাজে ইমামতি ও শেষে দোয়া করেন শায়খ আহমাদুল্লাহ। স্বেচ্ছাসেবকরা সুশৃংখলভাবে পুরুষ ও মহিলাদের মাঝে তবারক বিতরণ করেন। আয়োজকরা জানান ১৮০০ প্যাকেট শিরনির ব্যবস্থা করা হলেও বিশাল উপস্থিতির জন্য কিছু মুসল্লি বঞ্চিত হন। মসজিদ কমিটির সভাপতি মোঃ আনিচুর রহমান সিরাতুন্নবী (সা:) এর আয়োজন সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মাহফিল শেষে ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী ও প্রধান আলোচক শায়খ আহমাদুল্লাহ'র সাথে দেখা করি। আজ রাতে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে আসেন অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম। তিনি একটি কাজে ঢাকায় এসে ডিআইটি রোডে আবাসিক হোটেলে উঠেছেন। আরকে মিশন রোডের অফিসার্স ডরমিটরির ৪০৩ নম্বর কক্ষে মিনি সিলেট সমাবেশ হয়ে যায়। ডরমিটরির বাসিন্দা মুহম্মদ নূরুল আমিন, মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল হাফিজ, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী আকতার ও আমি ছিলাম এ সমাবেশে। নানান বিষয়ে আন্তরিক আলোচনায় রাত দশটা বেজে যায়। বন্ধু মোঃ আব্দুল কাইয়ুম ও তার সাথে আসা সহকারী পরিচালক মোঃ আলমগীরকে নিয়ে আমরা সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করি। ঢাকায় একদল সিলেটীদের সরব কথাবার্তা ডরমিটরির অন্যান্যরা উপভোগ করেন। ডিনার শেষে মোঃ আব্দুল কাইয়ুম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করতে ৩০৬ নম্বর কক্ষে যান।
আজ (১৫ অক্টোবর ২০২৫) বিকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর দ্বিমাসিক বিভাগীয় সভায় অংশ নেই। নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিভাগের পরিচালক রেজিয়া খাতুন, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আজ বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকতে দাওয়াত দিয়েছিলেন পরিচালক মোঃ ফজলার রহমান স্যার ও অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আহাদ। দুপুরে ঢাকার মতিঝিল থেকে সদরঘাট যাওয়া আসা বেশ সময়সাপেক্ষ। অফিসের কাজে যেতে না পারায় সন্ধ্যায় তাঁরা শিরনির (কাচ্চি) কয়েকটি প্যাকেট নিয়ে আসেন। রাতের ডিনারে আমরা (মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী আকতার ও আমি) ডাইনিং টেবিলে বসে একসাথে খাই। প্রিয়জনেরা সদরঘাট অফিসের দায়িত্বে থাকায় মিলাদ মাহফিলে না গিয়েও শিরনি থেকে বঞ্চিত হতে হল না, ঘরে বসেই সদরঘাটের শিরনির স্বাদ পাওয়া গেল। আজ (১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার) দেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, সবকটি শিক্ষা বোর্ডে এবার ফল বিপর্যয় ঘটে। সিলেট শিক্ষা বিভাগে পাশের হার ৫১.৮৬%। বিজ্ঞান বিভাগে ৭৫.৯৫%, মানবিকে ৪৫.৫৯%, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.১৮% পাশ করে। সিলেট শিক্ষা বোর্ডে গত বছর পাশের হার ছিল ৮৫.৩৯%। এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের পাশের গড় হার ৫৮.৮৩%, জিপিএ-৫ পেয়েছে ৬৯০৯৭ জন, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ -৫ পেয়েছে ১৬০২ জন। দেশের অন্য ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশের শতকরা হার ঢাকা ৬৪.৬২, বরিশাল ৬২.৫৭, রাজশাহী ৫৯.৪৯, দিনাজপুর ৫৭.৪৯, চট্টগ্রাম ৫২.৫৭, সিলেট ৫১.৮৬, ময়মনসিংহ ৫১.৫৪, যশোর ৫০.২০ ও কুমিল্লা ৪৮.৮৬। আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছেলে চৌধুরী হাসিন ইয়াসার আহমদ এবছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায়ও সে জিপিএ -৫ পেয়েছিল। হাসিন ইয়াসার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা নিয়ে দেশের সেবা করতে চায়। এখন ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। পরিবারের কনিষ্ঠ সদস্যের ভাল ফলাফলে সবাই খুবই খুশি। স্বজনেরা নানাভাবে তাকে অভিনন্দন জানাচ্ছেন। আনন্দে সামিল হতে আমি ঢাকা থেকে ট্রেনে চেপে রাতেই সিলেট পৌঁছি। রাগীব রাবেয়া মেডিকেলে ওয়ার্ডের ডিউটি শেষে ছাত্রী হোস্টেলে না থেকে রাত সাড়ে ১০টায় কেক নিয়ে রিকশা চড়ে বাসায় পৌঁছে সারপ্রাইজ দিতে এসে বকা খেয়েছে ছোট মেয়ে চৌধুরী সায়িমা হুমায়রা। মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের পরীক্ষার জন্য সে খুবই ব্যস্ত, হোস্টেলে থাকছে। রাতেই ঘরোয়াভাবে কেক কেটে জিপিএ-৫ এর আনন্দ উদযাপন করি, ফ্যামিলি ছবি তুলি। সিলেটে শুক্রবার ব্যস্ত দিন গেছে, আজও যাবে। শুক্রবার সকালে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার বদল করে ২০২০ এর জানুয়ারির প্রথম সপ্তাহে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এর উদ্যোগে আমার পঞ্চাশ বছর পূর্তিতে তোলা ছবিটি দিলে দেশে বিদেশে বন্ধুদের কাছে ব্যাপক সমাদৃত হয়। সিলেট ফোটোগ্রাফিক সোসাইটি (এসপিএস)'র সাবেক সভাপতি বন্ধু মোঃ আব্দুল মোনায়েম এর পরামর্শে সিলেট নগরীর জিন্দাবাজারের মিলিনিয়াম মার্কেটের একটি মডেলিং স্টুডিওতে পাঁচশত টাকা দিয়ে ছবিটি তোলা হয়েছিল। ছবিটি তুলতে আমাকে ১৫/২০ মিনিট স্টুডিওতে ক্যামেরার সামনে থাকতে হয়েছিল। আজ ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস এর উপস্থিতিতে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হলো। বিএনপি, জামায়াতসহ ২৪ টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্ট আইনি ভিত্তি না থাকার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে। ডাকসু জাকসুর পর চাকসু (ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিবসহ ২৪ জন) ও রাকসু ( ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে এস এম সালমান সাব্বিরসহ ২০ জন) নির্বাচনেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়যাত্রা অব্যাহত রয়েছে। চাকসুতে এজিএস পদে জাতীয়তাবাদী ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এবং রাকসুতে জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়লাভ করে।
আজ শনিবার বিকালে লন্ডনী মামাতো বোন গুলজাহানারা বেগম চৌধুরী জেলি আপাকে দেখতে সিলেট নগরীর ইসলামপুর মুগিরপাড়ার বাসায় যাই।আমার বাসার সন্নিকটে দর্জিপাড়া এলাকায় তাঁদের পুরনো চারতলা বাসা। মুগিরপাড়ায় দুলাভাই সদ্য প্রয়াত হাজী মোঃ জমশেদ আলী বিশাল প্রপার্টি গড়ে তুলেছেন। পিতার মৃত্যুর পর বিলেত থেকে সন্তানরা মায়ের সাথে এসেছেন। জেলি আপার সাথে অনেক্ষণ বসে আলাপ আলোচনা হলো। দেখা হলো একই মহল্লায় থাকা মামী (মরহুম মিনহাজ চৌধুরীর মাতা), মামাতো বোন পারভীন আপা, মামাতো ভাই জাহাঙ্গীর হোসেন চৌধুরী জাহেদ এর সাথে। সমবয়সী মামাতো ভাই মরহুম মিনহাজ চৌধুরীর ছেলে চৌধুরী এইচএসসি পরীক্ষায় এ গ্রেডে উত্তির্ণ হয়েছে। রাতের ট্রেনে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত আমরা পাঁচজন ( মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, রাজেশ আচার্য্য ও আমি) সিলেট থেকে ঢাকায় ফিরছি। আজ (১৯ অক্টোবর ২০২৫) কমলাপুর রেলওয়ে স্টেশনে উপবন ট্রেন সকাল ৭টায় পৌঁছেছে। ঢাকায় ফিরে সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সহকর্মীদের মিষ্টিমুখ করাই। ছোট ছেলে চৌধুরী হাসিন ইয়াসার এর এইচএসসির সাফল্যে ছিল আয়োজনটি। অরনেট সহকর্মী জীবন মিয়াকে সাথে করে মতিঝিলের হীরাঝিল হোটেলের সিঙ্গাড়া ও কালোজাম মিষ্টি নিয়ে আসি। আমরা যাবার আগেই সকাল সাড়ে ১০টায় হীরাঝিলে সমসা শেষ হয়ে যায়। ফ্রেস বানানো জিনিস দুটি খেয়ে সবাই প্রশংসা করেন, নিজে বাজার করতে পারলে আলাদা প্রশান্তি পাওয়া যায়। আমাদের ছোট আনন্দ অনুষ্ঠানে ইএমডি-১ ও ইএমডি-২ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যার উপস্থিত হয়ে সমৃদ্ধ করেন। পরিচালক রেজিয়া খাতুন নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারকে স্বাগত জানান। ইএমডি-১ এর পরিচালক মোস্তফা আজাদ কামালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইএমডি-২ এর অতিরিক্ত পরিচালকগণ পরিচালক ম্যাডামের চেম্বারে বসে নির্বাহী পরিচালক স্যারের সাথে আপ্যায়ন করেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক পরে এসে মিষ্টিমুখ অনুষ্ঠানে শরীক হন। আজ বিকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার ব্যক্তিগত কাজে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক রেজিয়া খাতুন এর অফিস কক্ষে আসেন। তাঁরা উভয়ে একে অপরের আত্মীয়। পরিচালক ম্যাডামের চেম্বারে পরিচয় হয় বিশিষ্ট চর্ম ও যৌনরোগ, অ্যালার্জি এবং কসমেটিক বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার এর সাথে। তিনি একজন ভ্রমণপ্রিয় লোক। এশিয়া, ইউরোপ আমেরিকা, আফ্রিকার নানান দেশে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। স্বল্প সময়ে অনেক আলোচনা হলো। পরে পরিচালক রেজিয়া খাতুন ম্যাডামকে সাথে নিয়ে গুণীজনের হাতে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার তুলে দেই। আজ বিকালে বিটিভিতে নতুন কুঁড়ির প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় আসা সহকর্মী মোহাম্মদ আলী আকতার এর পুত্র ওয়াসফি পিতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকসুর জিএস এস, এম ফরহাদের সাথে কথা বলে ছবি তুলেছে। এখন তার ইচ্ছা ভিপি সাদিক কায়েমের সাক্ষাৎ পাওয়া।
আজ ২০ অক্টোবর ২০২৫ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ পরিচালক রেজিয়া খাতুনের সভাপতিত্বে বিভাগের মাসিক সভা আমি সঞ্চালনা করি। সভায় অতিরিক্ত পরিচালক কানাই লাল সরকার, মোঃ আমির হোসেন, আঞ্জুমান আরা বেগম, মোঃ ছায়ফুল্লাহ, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, গৌরাঙ্গ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে মধ্যাহ্ন ভোজে গিয়ে সকলকে মিষ্টিমুখ করাই। আমার ছেলে হাসিন কোচিং করতে ঢাকায় মাস দেড়েক ডরমিটরিতে বসবাস করে। বাংলাদেশ ব্যাংকের ইএমডি-২ ও আরকে মিশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরির অনেকেই তাকে চেনেন। তাঁর সাফল্যে সকলেই আনন্দিত। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক অতীব সজ্জন ব্যক্তি মোঃ ছিদ্দিকুর রহমান আজ কর্মদিবস শেষে পিআরএল গমণ করলেন। পদোন্নতির জন্য অপেক্ষমান তালিকা তৈরি করতে বিলম্ব হওয়ায় পরিচালক পদে তাঁর সম্ভাব্য পদোন্নতি আর হলো না।
আজ ২১ অক্টোবর ২০২৫ সকালে রংপুর থেকে দু'দিন ছুটি কাটিয়ে ফিরেছেন পরিচালক মোঃ ফজলার রহমান। সকালে ফ্রিজে রাখা মিষ্টি তাঁকে খাওয়াই। তাঁর কনিষ্ঠ কন্যা ফাবিহা মাহ্জাবিন বর্ণী এবছর এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তিনিও আজ ডরমিটরির সকলকে মিষ্টিমুখ করাতে চান, আমার পরামর্শ নেন। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ে লিফটে লেভেল ৮ এ চলে যাই, সাথে ছিলেন আবুল বাশার আব্দুল ওয়াহিদ খান মুন্না, অতিরিক্ত পরিচালক, একাউন্টস বাজেটিং ডিপার্টমেন্ট। আমার বিভাগ লেভেল ৭। ঢাকা কোঅপারেটিভ এর ভাইস-চেয়ারম্যান ওয়াহিদ খান তাঁর চেম্বারে নিয়ে গেলেন, চিনা বাদাম খাওয়ালেন, বললেন একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টে সবাই চিনা বাদাম খেতে পছন্দ করেন। আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরে ডাইনিং রুমে টিভিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে খেলা দেখতে বসেছি। আমাদের গ্রুপ সিক্সের মোঃ আব্দুল আহাদ ফোন করে বললেন ইকবাল হাসান মামাকে নিয়ে মতিঝিল হীরাঝিল হোটেলে যেতে। তিনি আরও বললেন রোকেয়া খালাকে বলেন আমরা চারজন রাতে খাব না। আমরা দ্রুততম সময়ে যথাস্থানে পৌঁছি। হীরাঝিলের দোতালায় বসে বাটার পরোটা, গরুর গোশত দিয়ে রাতের খাবার হলো, শেষে ছিল বোরহানি। বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক ও আমাদের গ্রুপ সিক্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলার রহমান তাঁর মেয়ে বর্ণীর সাফল্যে মিষ্টি কিনতে এসে আমাদের চারজনকে (মোঃ ফজলার রহমান, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল আহাদ ও আমি) নৈশভোজ করান। মো: ইকবাল হাসান মামা দুঃখ করে বললেন এখন আর আগের মতো খেতে পারি না! নব্বইয়ের দশকে মতিঝিলের ক্যাফে মাওলায় অনায়াসে ১৭/১৮ টি পরোটা খেতে পারতাম। আমরা তাঁকে শাহ আব্দুল করিমের 'আগের বাহাদুরি এখন গেল কই' গানের কয়েক চরন শুনাই। ফেসবুকে ইকবাল মামার কম খাওয়ার আক্ষেপ দেখে দেশে বিদেশে থাকা পরিচিতজনেরা সমবেদনা প্রকাশ করছেন, অনেকে অতীত স্মৃতিচারণ করেছেন। সহকর্মী মোঃ ইকবাল হাসান একজন ভোজনরসিক, ছোট থেকে ঢাকায় থেকেছেন, ভাল খাবার কোথায় পাওয়া যায় তা জানেন। খাওয়া দাওয়া করে মিষ্টি নিয়ে আমরা ডরমিটরিতে ফিরে সকলের মধ্যে (রোকেয়া খালা, শরীফা খালাসহ) বিলি করি। আবার টিভিরুমে বসে উত্তেজনাকর ম্যাচটি দেখি। ভুলে ভরা ম্যাচে শেষতক সুপার ওভারে বাংলাদেশ হারে। শেষে আমরা চারজন ( মোঃ ফজলার রহমান, মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান ও আমি) মোঃ আব্দুল আহাদের আমন্ত্রণে তাঁর রুমে গিয়ে পাকা পেঁপে খাই। আমাদের খাওয়া বেশি হাঁটা কম হচ্ছে, শরীরে নানান সমস্যা দেখা দিচ্ছে। সামনের সপ্তাহ থেকে রমনা পার্কে নিয়মিত যেতে সবাই একমত হন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক রেজিয়া খাতুন আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তাঁর বড় মেয়ের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি দেশে ফিরে আগামী ১৭ নভেম্বর ২০২৫ অফিসে যোগদান করবেন। সেজন্য আগামীকাল (২২ অক্টোবর ২০২৫) থেকে আমাকে আবারও এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসাবে কাজ করতে হবে। অফিসার্স ডরমিটরিতে অনেকেই আমাকে পরিচালক (চ.দা) বলে ডাকে, ভালোই লাগে। মনের অজান্তেই পরিচালক পরিচালক একটা ভাব চলে আসে। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে 'কুমার দাস' টাইটেলের একজন লোক কাজ করতেন। সাথীরা সংক্ষেপে কু.দা বাবু বলে ডাকলে তিনি ক্ষুব্ধ হয়ে গালাগাল দিতেন।
আজ (২২ অক্টোবর ২০২৫) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আজ পুরো দিন খুবই ব্যস্ততার মাঝে কেটেছে। প্রধান কার্যালয়ের ৬০ টির অধিক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির বিবিধ কাজের বিল, চার সহস্রাধিক কর্মকর্তা কর্মচারীদের নানাবিধ বিল পরিশোধ, গভর্নর, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পরিচালক স্যারগণ এবং সভা সেমিনারে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা এ বিভাগের অধীনেই হয়ে থাকে। আজ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে আসেন সিলেটের লেখক, গবেষক, সংগঠক ও ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী। বন্দরনগরী চট্টগ্রাম ঘুরে তিনি এখন রাজধানী ঢাকায়। গবেষণাধর্মী বই 'সিলটি কথ্য ভাষার অভিধান' বইটি তিনশত কপি ছাপিয়েছেন, বেছে বেছে কপি উপহার দিচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের ও লাইব্রেরিতে বই দিয়েছেন। তিনি আজ আমাকে একটি বই উপহার দিলেন, বললেন এটি আমাকে দেয়ার জন্য নির্ধারণ করে রেখেছেন। আমিও তাঁর হাতে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' তুলে দেই, এটা যেন বইয়ের অদলবদল। ঢাকায় ব্যস্ত সূচির মধ্যেও মতিঝিলে এসে দেখা করা লেখক গবেষক মোশতাক চৌধুরী ওয়ান ব্যাংক পিএলসির ম্যানেজার, ব্যাংকার্স ক্লাব সিলেট এর কর্মকর্তা। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাটে। আজ (২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার) ট্রেনে সিলেট যাচ্ছি। অনলাইনে সহকর্মী মোঃ ইকবাল হাসান ও আমি একসাথে অনলাইনে দুটি টিকিট কিনি, ঢাকায় কাজ থাকায় ইকবাল হাসান আজ সিলেট যাবেন না। একসাথে টিকিট কেনায় রিফান্ড করা যায় নি। কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে বাহিরের কাউন্টারে দাঁড়িয়ে আমি একটি সীট বিক্রির চেষ্টা করি, লাইনে তখন আরেকজন টিকিট বিক্রির চেষ্টায় ছিলেন। ভিতরে ঢুকে ট্রেন ছাড়তে বিলম্ব দেখে আবারও বের হয়ে কাউন্টারে আসি, দেখা হয় পীর ইয়েমেনী মার্কেটের তৃতীয় তলার স্বদেশী আড়ং পাঞ্জাবি দোকানের স্বত্বাধিকারী মোঃ শামীম হোসাইনের সাথে। তিনি সস্ত্রীক সিলেট বেড়ানোর জন্য দুটি ননএসি টিকিট কিনেছিলেন, স্ত্রী না যাওয়ায় একটি টিকিট বিক্রি করতে চান। আমরা দুজন ব্যর্থ হয়ে প্ল্যাটফর্মে ঢোকার সময় সনাতন ধর্মের এক কাপল সিলেটি বাসায় কথা বলে দ্রুত হাঁটতে ছিল। আমি তাকে সিলেটের টিকিট লাগবে কি না জিজ্ঞেস করলে তার মধ্যে প্রশান্তির হাসি ফুটে, সে দুটি টিকিট কিনতে চায়। আমার সাথে থাকা পাঞ্জাবি দোকানি শামীমের শোভন চেয়ারের দুটি টিকিট আটশত টাকায় তাঁকে দিয়ে দেই, শামীমকে এসিতে আমার সাথে নিয়ে নেই। ৭৩৯ টাকার টিকিট তাঁকে ৭০০ টাকায় দিয়ে দেই, খুবই খুশি হয়। রেলের এটেনডেন্টরা এসি বগির টিকিট এক হাজার টাকা নেয়। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সহকর্মী অতিরিক্ত পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরীর বড় মেয়ে ডাঃ মেহজাবিন জমজম চৌধুরী মাহির বিয়েতে অংশ নিতে এ সপ্তাহে সিলেট যেতে হচ্ছে। জামাল উদ্দিন চৌধুরী বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের হলুদ দলের সভাপতি। শনিবার বিয়ের অনুষ্ঠানে অনেক দিন পর বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সহকর্মীদের সাথে দেখা হবে।
বৃহস্পতিবার রাতে সিলেট আসলে শুক্রবার ও শনিবার দ্রুত চলে যায়। শনিবার রাতে ঢাকার পথে ছুটতে হয়। দু'দিনে বাসার বাজার সদাই এবং অতীব প্রয়োজনীয় সামাজিক কাজে অংশ নিতে হয়। ঢাকায় অবস্থান করার কারণে ব্যাংকিং সমস্যায় পড়া লোকজন দেখা করে কথা বলতে চায়।
আজ (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় উনদাল কিং কাবাবে দু'জন অতিথির সাথে দেখা করে বাসার বাজার করতে সিলেটে ন্যায্যমূল্যে মুদি মালামাল বিক্রির উদ্ভাবক প্রতিষ্ঠান 'শাহী ঈদগাহের মতিন এন্ড সন্সে' যাই। শাহমীর মাজার মসজিদের বিপরীতে পূবালী ব্যাংক পিএলসির বুথে টাকা তোলার জন্য বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ঢাকা কোঅপারেটিভ এর ডাচ বাংলা ব্যাংকের সরবরাহ করা টাকা পে কার্ডের পরিবর্তে এমটিভির ক্রেডিট কার্ড ঢুকালে ভুল পাসওয়ার্ড বলে মেশিন তা আটকে দেয়। আমি বিষয়টি না বুঝে সাথে সাথে ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সাথে আলাপ করি, তিনি ঢাকায় ফিরলে ডুপ্লিকেট কার্ড দেয়ার ব্যবস্থা করবেন বলে জানান। পকেটে থাকা নগদ টাকায় বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে নিজের বোকামি বুঝতে পারি। শাহী ঈদগাহ ডাচ বাংলার বুথ থেকে কার্ড দিয়ে কিছু টাকা তুলি। বাসায় ফিরে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার লেখক সাংবাদিক রাজু আহমদ কে বিষয়টি জানালে তিনি রবিবার কার্ডটি সংগ্রহ করে আমাকে পৌঁছে দিবেন বলে আশ্বস্ত করেন। রাজু আহমদ ও আমি একসময় সিলেটের জনপ্রিয় দৈনিক সিলেটের ডাক এ কাজ করেছি।
আজ (২৫ অক্টোবর ২০২৫) সকাল থেকে আমার সিলেটের খারপাড়ার বাসায় পানির ফিল্টারিং কাজ করাই, আয়রনযুক্ত পানিকে আয়রনমুক্ত করতে ফিল্টার করতে হয়, এ এক বিরাট সমস্যা। অনেকটা সাগরের পানির মতো, এত এত পানি, সবই লোনা, মিঠা পানি নেই। প্লাম্বার মিলন আহমদ চারজন সহযোগি নিয়ে সারাদিনে কাজটি করে দেন। বাসায় মাস দুয়েক ধরে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বন্ধ রয়েছে, গতকাল শুক্রবার জুমার নামাজে পানির অভাবে আরজদ আলী জামে মসজিদের মাইকে মুসল্লিদের ঘর থেকে অজু করে যেতে বলা হয়।
আজ দুপুরে সিলেট নগরীর আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী বড় মেয়ে ডাঃ মেহজাবিন জমজম চৌধুরী রাহির বিয়ের অনুষ্ঠানে যোগদান করি। রাহির বর ডাঃ শেখ লাবিব নেওয়াজ। আমাদের ছোট মেয়ে চৌধুরী সায়িমা হুমায়রা জানাল বর রাগীব রাবেয়া মেডিকেল কলেজের তাদের শিক্ষক। পরীক্ষা থাকায় সে বিয়েতে যেতে পারে নি। বিয়ের অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, পরিচালক শাহজাহান মজুমদার, পরিচালক (অব.) মোঃ হারুনুর রশিদ, কালিপদ রায়, অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মন্নান, মোঃ আব্দুল হাফিজ, প্রসুন কান্তি সামন্ত, সুধাংশু রঞ্জন দেব, ধরণী কান্ত দাস, সুব্রত তালুকদার, হেমেন্দ্র কুমার তালুকদার, মোহাম্মদ শফিকুল ইসলাম, শুভেন্দু কুমার দেব, বিপ্লব চন্দ্র দত্ত, মোহাম্মদ আলী আকতার, অতিরিক্ত পরিচালক (অব.) আতিকুর রহমান, মোঃ কমর উদ্দিন, মোঃ ওয়ারিছ উদ্দিন, সুভাষ চন্দ্র আচার্য্য, যুগ্ম পরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, সিন্ধু ভূষণ পাল, ছালেহ আহমদ, সুব্রত দত্ত, কাজী করিমুজ্জামান, রান্টু চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ, মোঃ আব্দুল কাইয়ুম, বিনয় ভূষণ রায়, মোঃ নুর আহমদ, মোঃ মঈন উদ্দিন, শামীম আহমদ, হলুদ দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ ফাহিম মিয়াসহ সিলেট অফিসের অনেক সহকর্মীর সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। এসএসসি চুরাশিয়ান বন্ধু শেখ আজাদ (পানশী রেস্টুরেন্টের পার্টনার), ব্যাংকার, লেখক ও গবেষক মোশতাক চৌধুরী, আহমেদুর রহমান খান হিনুসহ পরিচিত অনেকের সাথে দেখা হলো। ব্যস্ত নগর জীবনে বিয়ে ও জানাজায় গেলে পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যায়। অতীব ব্যস্ততার মাঝেও বন্ধু জামাল চৌধুরী একাধিকবার খোঁজ নিলেন। খাওয়া দাওয়া ভালো হলো। লাঞ্চের শেষে বরকনের সাথে ফটোসেশন হয়। আজ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফোরম্যান (ড্রাইভার) ইন্তেকাল করেন।
আজ বিকাল চারটায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে বিশিষ্ট শিক্ষাবিদ শাহ খুররম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেন।
আজ রাতের উপবন ট্রেনে ঢাকা ফিরি, সিলেটের ডিসি সারোয়ার আলমের নির্দেশনা মতে টিকিটের সাথে যাত্রির আইডি কার্ড মিলিয়ে রেল স্টেশনে যাত্রীদের ঢুকতে দেয়া হচ্ছে। আজ ১৫ মিনিট বিলম্বে রাত ১২ টায় ঢাকার পথে যাত্রা শুরু করেছে। আর এক মিনিট দেরি করলে (১২.০১) আজকের পরিবর্তে আগামীকাল ঢাকা যাত্রা করতে হত। মজার বিষয় হলো উপবন ট্রেনে সিলেট থেকে ২৫ অক্টোবর রাত ১১.৪৫ ছাড়লেও পরের স্টেশন মাইজগাও থেকে ছাড়ে ২৬ অক্টোবর রাত ১২.২৫। তারিখ বিভ্রাটে দু'জন যাত্রির এক সীটকে দাবি করা নিয়ে বিবাদ লেগেই থাকে।
আজ (২৬ অক্টোবর ২০২৫) ভোরে ইঞ্জিন বিকল হয়ে গাজীপুরের আড়িখোলা স্টেশনে আটকে গেছে সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেন। ইঞ্জিন বিকল যেন এ রোডের নিয়মিত ঘটনা।
গাজীপুর জেলার আড়িখোলা স্টেশন সংলগ্ন এলাকার লোকজন খুবই ভালো। বড় বড় সাগরকলার বাগান রয়েছে এলাকায়। অবিশ্বাস্য হলেও সত্য ছোট সাগরকলার হালি দশ টাকা, লোক বেশি দেখেও দামে কোন তারতম্য নেই। এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলনের ধানের শীষের ব্যানার সাঁটানো রয়েছে। অনেক অপেক্ষা করে ২০টাকায় টিকিট কেটে চট্টগ্রাম মেইল ট্রেনে ঢাকা ফিরছি। অনেকে বলেছেন টিকিট লাগবে না, আমি লোকাল মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজ থেকে টিকিট কিনতে গিয়ে পুরনো দিনের কথা মনে পড়ে।
আজ অনেক অনেক বছর পর মেইল ট্রেনে গাদাগাদি করে দাঁড়িয়ে ঢাকা ফিরছি, শরীর ঘামে জবুথবু। আড়িখোলা স্টেশন থেকে সকাল সোয়া ৭টায় ছেড়ে চট্টগ্রাম মেইল টঙ্গী, বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে থেমে সকাল ৮.৪০ কমলাপুর পৌঁছে। মেইল ট্রেনের গতি বেশ ভালো ছিল, বিমানবন্দর স্টেশন থেকে সীট পেয়ে বসে পড়ায় ও বগি ফাঁকা হয়ে যাওয়ায় মেইলে ইন্টারসিটির সেবা পেয়ে বেশ ভালো লাগে। বিশ টাকায় গাজীপুর থেকে ঢাকায় দেড় ঘণ্টার নিরাপদ ট্রেন জার্নি সত্যিই অসাধারণ ছিল।
আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার সাথে দেখা করতে আসেন বিশিষ্ট কবি, লিটল ম্যাগ ভাস্কর সম্পাদক পুলিন রায়। তিনি একটি কবি সভায় সিলেট থেকে রংপুর গিয়েছিলেন। ঢাকা হয়ে সিলেট ফিরতে নয় ঘন্টার বিরতিতে আমার সাথে দেখা করেন। নব্বইয়ের দশকে আমরা একসাথে দৈনিক সিলেটের ডাক পত্রিকার নিউজরুমে রাত জেগে কাজ করতাম। বাংলাদেশ ব্যাংক কেন্টিনে বসে আমরা চা নাস্তা করি। ব্যস্ততার জন্য তিনি আমার অফিস কক্ষে যেতে পারেন নি। তাঁর সাথে ছিলেন কবি আলাউদ্দিন তালুকদার। আজ রাতে ডিনার শেষে অফিসার্স ডরমিটরির ৪০৮ নম্বর কক্ষে সহকর্মী মোঃ ইকবাল হাসান আমাদেরকে (ফজলার রহমান, এমডি আবুল কালাম আজাদ, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী আকতার ও আমি) ডেজার্ট খাওয়ার দাওয়াত দেন। কুমিল্লা থেকে বিশেষ ব্যবস্থাপনায় রসমালাই এনেছেন। কুমিল্লা শহরের মনোহরপুরের বিখ্যাত মাতৃভান্ডার থেকে রসমালাই আনা হয়েছে। আমাদের ক্যাটারার রোকেয়া খালা, শরীফা খালা ও শাহনুর খালাকেও রসমালাই দেয়া হয়। আকস্মিক রসমালাই খাওয়ানোর কারণ ইকবাল মামা বলেন নি, আমরাও জানতে চাই নি। মামার মিষ্টিপ্রীতি অতি পুরনো, তরুণ বয়সে তিনি একবৈঠকে কেজির বেশি মিষ্টি খেতে পারতেন।
আজ (২৭ অক্টোবর ২০২৫) সকালে অনেক দিন পর রমনা পার্কে হাঁটতে গিয়ে দু'জন প্রিয় মানুষ শিল্পপতি ফয়সল ভাই (নারিন্দা, ঢাকা) ও কবির চৌধুরী (সেগুনবাগিচা, ঢাকা) এর সাথে দেখা হয়ে গেল। আমার সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আহাদ। ফয়সল ভাই সিলেটের জামাতা, কবির চৌধুরীর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। রমনায় ২৫ মিনিটে এক চক্কর দিয়ে মৎস্য ভবনের দিকে বের হয়ে মোঃ আব্দুল আহাদ এর সৌজন্যে কচি ডাবের পানি পান করি। আজ সকালে গাবতলী পরিবহনে (৮ নম্বর বাস) অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটি যেন চোরদের নিরাপদ গাড়ি। মতিঝিল থেকে শাহবাগ যাবার সময় ফাঁকা গাড়িতে পাশে বসা যাত্রিবেশি পকেটমার পঁচিশ হাজার টাকা নিয়ে হাইকোর্টের কাছে নেমে পড়ে। এ গাড়িতে ভীড়ে আমারও একবার গোপন পকেট কেটে ফেলে। টাকা নিতে না পারলেও পরিধেয় প্যান্টের বেহাল দশা ঘটায়, অনেক কষ্টে মানসম্মান নিয়ে বাসায় ফিরতে হয়। সকাল ৯ টায় অনলাইনে ঢাকা - সিলেট এর ৬ নভেম্বরের টিকিট কাটা সম্ভব হয়েছে। দেশে বিদেশে সিলেটের লোকদের আন্দোলন এবং সিলেটের ডিসি সারোয়ার আলমের দৃঢ় ভূমিকায় কালোবাজারে টিকিট বিক্রি কমেছে। ঢাকা - সিলেট মহাসড়কেও শৃঙ্খলা আসতে শুরু করেছে।
আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে এসেছিলেন শ্রদ্ধাভাজন দু'জন অগ্রজ অবসরপ্রাপ্ত ডিজিএম জনাব মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক জনাব মোঃ মওদুদ উর রব ইমরান। জামাল উদ্দিন চৌধুরী স্যার ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ছেলের নিয়ে আসা সৌদি খেজুর আমাকে উপহার দিলেন। মওদুদ উর রব ইমরান স্যারের তিন চিকিৎসক কন্যা সপরিবারে ঢাকায় থাকেন, তাঁকে সিলেট - ঢাকা আসা যাওয়া করতে হয়। দু'জনকেই আজ আমার বই উপহার দেই।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার (অব.) অফিসিয়াল কাজে আমাদের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ আসেন। পরিচালক (চলতি দায়িত্ব) থাকায় আমার অফিস কক্ষে বসে কথা বলেন।
দেশ বিদেশে বেড়ানো ও বই পড়া তাঁর শখ। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন থাকাবস্থায় তিনি জালালাবাদ ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নিয়েছেন, সিলেটের মানুষদের নিয়ে তাঁর উচ্চ ধারণা প্রকাশ করলেন। তাঁর বাড়ি শরিয়তপুর জেলায়। সংক্ষিপ্ত সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে কথা বললেন।
আলোচনা শেষে একজন বইপড়ুয়া নির্বাহীকে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার দিলে তিনি সানন্দে গ্রহণ করেন। এসময় বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন, আঞ্জুমান আরা বেগম ও যুগ্ম পরিচালক শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
আজ বিকালে ইএমডি -২ এর অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা বেগম (মানি) এর জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে সহকর্মীদের সাথে অংশ নেই। অতীব সুন্দর ও সুস্বাদু কেক বার্থ ডে গার্ল না সহকর্মীরা আনলেন ও কততম জন্মদিন তা জানতে চাই নি। আমাদের সিলেট অফিসের প্রাক্তন সিনিয়র সহকর্মী বিকাশ রঞ্জন বিশ্বাস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোঃ আশক আলী প্রমুখকে আমরা বিভিন্ন সময় সম্বর্ধনা দিতাম, খুশি হয়ে তাঁরা সমুদয় খরচ বহন করতেন।
আজ রাতে খুলনা থেকে ফোন করেন নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন। বললেন গৃহকর্মের নানাবিধ কাজে তিনি খুবই ব্যস্ত সময় পার করছেন, অবসরে গিয়েও অলস সময় কাটাতে পারছেন না। খুশি হয়ে সহধর্মিণী তাঁকে সপ্তাহ অন্তর দেশের দর্শনীয় স্থানে নিয়ে যাচ্ছেন। আজ থেকে চট্টগ্রামে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ক্রিকেট সিরিজ শুরু হয়েছে। বাংলাদেশ ১৬ রানে হেরেছে (১৬৬/১৪৯)।
আজ (২৮ অক্টোবর ২০২৫) সকালে রমনা পার্কে হাঁটা হলো। মতিঝিল থেকে সকালে রমনায় গিয়ে হাঁটা এক বিরাট চ্যালেঞ্জ। ভোরে জামাতের সাথে ফজরের নামাজের পর চোখে ঘুম চলে আসে। কাল যাব বলেই আর যাওয়া হয় না, প্রায়শই ডরমিটরির ছাদে আধা ঘন্টা হেঁটে ঘুমিয়ে পড়ি। টিমমেটদের উৎসাহ ধরে রাখতে ফটোসেশন করি, ফেসবুকে দেই। আজ আমাদের টিমের পাঁচজন (মোঃ ফজলার রহমান, মোঃ আব্দুল মতিন মোল্লা, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী আকতার ও আমি) ছিলেন। রমনা প্রভাতীর টেন্টে আজ দেখা হয় সাংবাদিক মোঃ আবুল কালামের সাথে। সিলেটের সন্তান আবুল কালাম দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার, সাংবাদিক ইউনিয়নের নেতা, দেশ বিদেশে ঘুরে বেড়ান। ১৯৯৯ সালে সিলেট নগরীতে প্রতিষ্ঠিত জমজম বহুমুখী সমবায় সমিতির (জমজম মিট হাউস) বিশ জন সদস্যের মধ্যে অনেক বিশিষ্টজনের সাথে আবুল কালাম ও আমি ছিলাম। সাংবাদিক মোঃ আবুল কালাম আমাদের সহকর্মী মোহাম্মদ আলী আকতারের সহপাঠী, তাঁর পত্রিকা অফিস ১, আরকে মিশন মানিক মিয়া ফাউন্ডেশন (একসময়ের ইত্তেফাক ভবনে) ভবনের তৃতীয় তলায়, আমাদের বাসার অতি নিকটে। একদিন পত্রিকা অফিসে যাবার দাওয়াত দিলেন।
আজ রমনায় আবারও দেখা হলো আমাদের প্রশিক্ষক কবির চৌধুরীর সাথে, তিনি নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিলেন। হাঁটা ব্যায়াম শেষে আমরা বাসে বঙ্গভবনের সামনের গেটে নেমে হেঁটে সকাল সাড়ে ৭ টার মধ্যে ডরমিটরিতে ফিরে আসি। একজন কৃষিবিদের পরামর্শে মতিন মোল্লা সবুজ ঘাসে খালি পায়ে কিছুক্ষণ হাঁটবে বলে রমনায় থেকে যায়।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে অফিসের একটি গুরুত্বপূর্ণ কাজে বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের সাথে ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী স্যারের সাথে দেখা করি।
আজ (২৯ অক্টোবর ২০২৫) সকালে সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সংগ্রাম এর সিলেট ব্যুরো চীফ জনাব কবির আহমদ তাঁর একমাত্র পুত্র রিদওয়ান আহমদকে নিয়ে ঢাকা সফরে এসে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে আসেন। ঢাকায় এসে অতীব ব্যস্ততার মাঝেও আমাকে দেখে যাওয়ায় তাঁকে ধন্যবাদ দেই। ভাতিজা রিদওয়ান এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার জন্য অনেক শুভকামনা। আলোচনা চা চক্র শেষে তাঁর হাতে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার তুলে দেই।
আজ দুপুরে অফিসিয়াল কাজে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ঘুরে এলাম। সচিবালয় দেশের গুরুত্বপূর্ণ স্থাপন, মন্ত্রী/উপদেষ্টারা এখানে বসে অফিস করেন, সরকারি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সচিবালয়ে প্রবেশে আগাম পাস নিতে হয়। আমরা দুজন যাব, আগেরদিন অনলাইনে পাস পাওয়া গেছে একজনের, আমার পাস না পাওয়ায় যাওয়া ছিল অনিশ্চিত। সকালে সহকর্মী এনামুল ইসলাম আমার ভিজিটিং কার্ডের ছবি তুলে সচিবালয়ের একজন কর্মকর্তার কাছে পাঠালেন, বললেন মোবাইলে ওটিপি আসবে। কিছুক্ষণ পর ফোনে নিরাপত্তার দায়িত্বে একজন জানালেন আমার বিষয়ে তাঁকে জানানো হয়েছে, সচিবালয়ের গেটে এসে ফোন দিলে প্রবেশের ব্যবস্থা করবেন। বাংলাদেশ ব্যাংকের পরিবহন পুলের গাড়ি নিয়ে আমরা রওয়ানা দিয়ে সচিবালয়ে নির্বিঘ্নে ঢুকে পড়ি। নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারের সাথে আমার দেখা হয় নি, তিনি ফোন করে আমার খোঁজ নেন, ধন্যবাদ তাঁকে। সচিবালয়ে লিফটে ওঠার সময় আমার পাশ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় দ্রুতই আমাদের কাজ শেষ হয়, কফি ও হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন করান। কাজ শেষে সহকর্মী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ এনামুল ইসলাম সচিবালয়ের বিভিন্ন এলাকা আমাকে দেখান। তিনি একসময় পশু সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করতেন, সচিবালয়ের সব তাঁর জানাশোনা তিনি আমাকে লেভেল ১৯ এ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে তাঁর সহপাঠী বন্ধু মাহফুজুর রহমানের কাছে নিয়ে যান। বিমান মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব অনুপ কুমার তালুকদার এর সাথে তাঁর অফিস কক্ষে আলোচনা হয়। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কমন সার্ভিস ডিপার্টমেন্টের পরিচালক জনাব স্বপন কুমার গোস্বামীর ভায়রা ভাই। চা চক্রের সময় আমি সিলেট-ঢাকা বিমানের অস্বাভাবিক ভাড়া প্রসঙ্গ উত্থাপন করি, তিনি বলেন মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিষয়টি দেখছে। তিনি আরও বলেন সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বিমান মন্ত্রণালয়ে তাঁর বস (অতিরিক্ত সচিব) ছিলেন। ২০২৪ এর ৫ আগস্টের পর সচিবালয়ের ভোগ্যপণ্যের দোকান ও ক্যান্টিন বন্ধ রয়েছে। বিভিন্ন কর্নারে উন্মুক্ত ভ্রাম্যমাণ কেন্টিন রয়েছে। প্যাকেটে করা খিচুড়ি ৭০ টাকা ও মোরগ পোলাও ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের মসজিদটি অতীব সুন্দর, জোহরের নামাজের সময় হলেও নামাজ পড়তে পারিনি, নামাজ পড়ার জন্য হলেও আরেকদিন যেতে হবে।
আজ (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে সহকর্মী অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেনকে নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এ অতিরিক্ত পরিচালক মোঃ গোলাম মোস্তফার চেম্বারে গেলে তিনি ভোগ্যপণ্যের পিঠা, চা ও বিস্কুট দিয়ে আপ্যায়ন করান। মোঃ গোলাম মোস্তফা সাবেক কৃতি ফুটবলার, খুবই অমায়িক লোক। ইএমডি-১ এর পরিচালক মোস্তফা আজাদ কামাল ও সিলেট অফিস থেকে বদলি হয়ে আসা পরিচালক মোঃ শাহজাহান মজুমদারের সাথে। ইএমডি -২ এর পরিচালক (পিআরএল) মোঃ ফয়েজ আহমেদ অনেক দিন পর আজ বিভাগে আসেন। আজ বিকালে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সভা সেমিনারে আগত অতিথিদের কাঁচের বোতল ও গ্লাসে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা করার জন্য জরুরি ভিত্তিতে কমিটির মাধ্যমে এসব ক্রয়ের ব্যবস্থা করি। সিলেটে বাড়ি যাওয়ার তাড়া না থাকায় সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিভাগে থেকে গুরুত্বপূর্ণ কাজ করি, মাসের শেষ কর্মদিবস থাকায় কাজের চাপও ছিল। আজ সিলেটে গেছেন ডরমিটরির আমার রুমমেট মোঃ সাইফুল আলম, তিনি পনের দিনের শ্রান্তি বিনোদন ছুটিও নিয়েছেন। সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার সময় আবার দেখা হয় পরিচালক মোস্তফা আজাদ কামাল স্যারের সাথে। তিনি আমাকে মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্টে নান রুটি আর চিকেন চাপ দিয়ে নাস্তা করালেন, ভয়াবহ নাস্তায় রাতের খাবারের আর দরকার হলো না, শুধু সালাদ আর টকদই খাই। শুক্রবার ও শনিবার দুদিন আমার ঢাকায় অবস্থান জানতে পেরে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ জামাল উদ্দিন চৌধুরী স্যার ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (১৯৯১-১৯৯৪ সময়ে সিলেটের কাজী ইলিয়াস এলাকায় মেসবাড়ির বন্ধু) আজ ফোন করে তাঁদের বাসায় দাওয়াত দিয়েছেন।
আজ (৩০ অক্টোবর ২০২৫ শুক্রবার) ঢাকায় খুবই ব্যস্ত সময় কাটলো। সকালে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মতিন মোল্লা ও কৃষিবিদ সৈয়দ মোতাহার হোসেনের সাথে রমনা পার্কে হাঁটতে যাই। রমনায় শুক্রবার মানুষের ঢল নামে, মেজাজই থাকে আলাদা। কৃষিবিদ সৈয়দ মোতাহার সুফিবাদ দর্শনে বিশ্বাসী। রমনার লাগোয়া মৎস্য ভবনে তাঁর অফিস। রমনায় আজও সাংবাদিক আবুল কালামের সাথে দেখা হয়।
আজ সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের সৌজন্যে আমরা (অতিরিক্ত পরিচালক নূরুল আমিন, জাবেদ আহমদ, আব্দুল হাফিজ, রাজেশ আচার্য ও আলী আকতার) মতিঝিলের খলিল হোটেলে নাস্তা করি । নাস্তার পর আমরা তিনজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত মোঃ আমিনুল ইসলাম স্যারের মেয়ে সাবিহার সাথে সাক্ষাৎ করতে সাভার যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। গুলিস্তান থেকে সাভার পরিবহনে জনপ্রতি ৭০ টাকা ভাড়ায় প্রায় ২ ঘন্টায় আমরা জাবি গেইটে পৌঁছাই। গাড়িতে পকেটমারের উৎপাত লেগেই আছে। আজও একজন যাত্রির পকেট কেটে ৬ হাজার টাকা নিয়ে যায়। যাত্রিবেশে সংঘবদ্ধ পকেটমারের একজন বমি করলে বচসা শুরু হয়, সে সুযোগে পকেট মারা সেরে দ্রুত নেমে যায় চোরেরা। পরে যাত্রি দেখেন তার পকেট কাটা।
বিশ্ববিদ্যালয় গেটে নেমেই খাওয়া হলো আখের রস। তারপর ভাতিজি সাবিহার জাহানারা ইমাম হলে যেতে দেখা হলো বেশ কয়েকটি ছাত্রী হল। সবিহার হলের গেস্ট রুমে বসে তার পরিবেশনায় কফি পান শেষে দুপুর ১২ টায় আমরা এক ঘন্টার জন্য পায়ে চালিত ভ্যানগাড়ি ভাড়া করে ক্যাম্পাস ঘুরে দেখে প্রধান গেইটে কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিন চালিত অটো রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। জুমার নামাজের পর বটতলায় গরমাগরম মাছ ভাজা, ভর্তা ইত্যাদি দ্বারা মধ্যাহ্নভোজ শেষে জাকসু ভবন, বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রশাসনিক ভবন ও অতিথি পাখির অভয়ারণ্য অবলোকন শেষে দ্বিতীয় গেইটে আসি। সহযাত্রী মোহাম্মদ আলী আকতার'র গলায় মাছের কাঁটা বিঁধে। আমার পরিচিত শিব্বির আহমদ এর ফোন নম্বর হারিয়ে ফেলায় তাৎক্ষণিক টোটকা করতে পারি নি, তাঁকে ফোন দিতে পারলেই কাঁটা চলে যেত। রাতে মতিঝিলে ফিরে তিনি হ্যোমিপ্যাথ ঔষধ সেবন করেন।
আজ সকালের শেষ থেকে বিকাল পর্যন্ত আমরা তিনজন (বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার ও আমি) ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফেসবুকে দেখে লন্ডন থেকে ফোন করেন খালাতো বোন গুলজাহানারা বেগম চৌধুরী জেলি। সাভারে তাঁর বাসা অতি নিকটে, সেখানে আরও কয়েকটি বাসায় আমাদের স্বজনরা থাকেন, দেখা করে যেতে অনুরোধ করেন। অতি কাছে এসে স্বজনদের না দেখে যাই কি করে? বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সামনের সড়ক দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল পাড়ি দিয়ে গেরুয়া এলাকা দিয়ে সীমানা গেইট পেরিয়ে ব্যাটারি চালিত অটোতে চড়ে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব জামসিং চৌরাস্তা সংলগ্ন (জামসিং সেন্ট্রাল স্কুলের পাশে আমাদের এক আত্মীয়ের বাসা ঘুরে এলাম। সিলেটের জকিগঞ্জ উপজেলার বালাউটের খালাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুহেল আহমদ চৌধুরী, খালাতো বোন সিরাজুন্নাহার চৌধুরী নাস্তা আপা ও বোন জামাই সবাই অসুস্থ, জীবনের প্রথম তাঁদের সাথে দেখা, খুবই খুশি হলেন, দেখা হলো তাঁদের পরিবারের সদস্যদের সাথেও। মায়ের দিকের আত্মীয়, মায়ের চাচাতো বোনের ছেলে মেয়ে। আমার ও সুহেল ভাইয়ের নানার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার উজানঢাকি গ্রামের একই বাড়িতে। বয়োঃবৃদ্ধ খালাতো বোন বার বার আমার মরহুম মাতার (তাহেরা চৌধুরী তয়জুন) নাম নিচ্ছেন, বলছেন ছোটকালে খালা আমাকে কোলে নিয়েছেন। মায়ের নাম শোনে খুবই ভালো লাগলো। তাঁদের পাশের বাসা যুক্তরাজ্য প্রবাসী খালাতো বোন গুলজাহানারা বেগম চৌধুরী ও ভগ্নিপতি জামশেদ আলী চৌধুরীর। তালাবদ্ধ বাসা বাহির থেকে দেখে আসলাম।
আত্মীয়ের বাসায় বৈকালিক চা পান শেষে ব্যাটারির অটোতে জনপ্রতি দশ টাকা ভাড়ায় সাভার রেডিওর মোড়ে আসি। বিকেল ৪:২৫ এ ঢাকার উদ্দেশ্যে নীলাচল পরিবহনে ওঠি। রাত সোয়া ৭টায় ফ্লাইওভারে ওঠার আগে চানখাঁরপুলে আমাদের নামিয়ে দেয়। বাসে বসে আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য অগনিত সুউচ্চ ফ্ল্যাট চোখে পড়ে। রিকশায় চড়ে রাত সাড়ে ৭টায় আমরা আরকে মিশন রোডের অফিসার্স ডরমিটরিতে পৌঁছি। চট্টগ্রামে আজ শেষ টি-২০ তেও স্বাগতিক বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ (৩-০) সিরিজ জিতেছে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net