হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ক্বিরাত ও আযান প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) কেমুসাসের শহীদ সোলেমান হল ও সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২টি বিষয়ে ৬টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপকমিটির আহ্বায়ক রুহুল ফারুকের সভাপতিত্বে ও কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সঞ্চাচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের জেনারেল সেক্রেটারি জনাব মুফতী মোহাম্মদ হাসান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল কাদির, স্বাগত বক্তব্য দেন হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপকমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ তাহের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) সিলেট বিজয়ের ৭২২তম বর্ষ-২০২৫ উদযাপন উপকমিটির সদস্য মুহাম্মদ ফয়জুল হক। এছাড়া প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ের সম্মানিত বিচারক ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ২৫ অক্টোবর শনিবার বিকাল ৩টায় ক্বিরাত, আযান, স্বরচিত প্রবন্ধ, কবিতা, ছড়া, গান ও নাশিদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সেমিনার ও সমাপনী অনুষ্ঠান কেমুসাসের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net