
কবি দিলওয়ার ছিলেন গণমানুষের কবি। তিনি কবিতায় তুলে ধরেছেন নিপীড়িত, শোষিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাঁর রচনায় সমাজ ও সময়ের বাস্তবচিত্র, প্রতিবাদ এবং মানবতাবাদী দর্শন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
গণমানুষের কবি দিলওয়ারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেমুসাসের ১২৫০তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী এসব কথা বলেন।
১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে গণমানুষের কবি দিলওয়ারকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক নাঈমা চৌধুরী। আলোচনায় অংশ নেন কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু।
সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবির আশরাফ। আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন মো. ফয়জুল হক, লোকমান আহমদ, মো. আশরাফ হোসেন, কবির আশরাফ, আব্দুল্লাহ আল জুনাইদ, এস. এম ফাহিম, মো. নুরুল ইসলাম রাফি, জুবের আহমদ সার্জন, মো. রুহুল আমীন, মকসুদ আহমদ লাল, খুর্শিদা জাহান, জাকওয়ান মোহাম্মদ সালেহ, মো. মাহবুবুর রহমান মাহবুব, এম এ ওয়াহিদ চৌধুরী, সৈয়দ আছলাম হোসেন, কামাল আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, লিলু মিয়া প্রমুখ। আসরে সেরালেখক মনোনীত হন সাজ্জাদ আহমদ সাজু।