না ফেরার দেশে তিন গোয়েন্দার লেখক রকিব হাসান

পাঠকপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার লেখক, অনুবাদক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)

রকিব হাসানের (৭৫) মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। আজ ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শেয়ার করুন