তাসলিমা খানম বীথি :
আমাদের পাড়ার গেইটে প্রবেশ করার আগে কয়টি সবজিওয়ালা বসে। প্রবীণ সবজিওয়ালা কাছ থেকে সবজি কিনতে গিয়ে দেখি মনের সুখে সিগারেট টানছেন। সিগারেটের গন্ধ সবজি কেনার ইচ্ছাটা হাওয়া হয়ে গেলো। সিগারেট আর পানসুপারি খাওয়া দেখলেই রাগ হয়। কেন মানুষ নিজের সুস্থতা কথা ভাবে না। সবজি যেহেতু কিনব না তাই বয়স্ক লোকটিকে সিগারেট নিয়ে কথা বলি। এই বয়সে এসব খেলে নিজের ক্ষতি করছেন। ধুমপানে মুখে ঘা ও ক্যান্সার হয়। যে কদিন বাঁচেন সুস্থতার সাথে বাঁচেন। টাকা খরচ করে ধুমপান করে নিজের শরীর রোগের বাসা বানাচ্ছেন। আপনার কাছ থেকে আর কখনো সবজি কিনব না বলে চলে আসি।
২. বেশ কদিন পর আবার সবজিওয়ালার সাথে দেখা। আমাকে দেখে ডাকছেন সবজি কিনতে। আমি না করতেই বলল তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। সবজি কিনতে অনুরোধ করল। চারপাশে কোন ধুমপানে গন্ধও নেই। তাহলে কেনা যায়। যাই হোক, যারা খুব আনন্দেচিত্তে ধুমপান করছেন শেষ বয়সে নিজেদের ক্ষতি করছেন। জীবনকে ভালোবাসুন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net