জাবেদ আহমদ :
আজ (১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) সিলেটসহ সারাদেশে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ৩৫.৫ ডিগ্রী।
আজ দুপুরে সিলেটের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও পর্যটন উদ্যোক্তা ডাক্তার জাকারিয়া হোসেইন এর জানাজায় অংশ নিতে সিলেট সদর উপজেলার পরগনাবাজার তালেপাড়া এলাকায় যাই, সাথে ছিল বড় ছেলে চৌধুরী সামিন ইয়াসার। যাত্রাপথে চামেলিবাগ জামে মসজিদে জোহরের নামাজ আদায় করি। বেলা দুইটায় তালেপাড়া নোয়াগাঁও বায়তুল মা'মুর জামে মসজিদ ও গোরস্থানের খালি মাঠে জানাজা শেষে পাশ্ববর্তী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ডাক্তার জাকারিয়া হোসেইন এর পূর্ব পুরুষদের দান করা আট কেদার জমির উপর মসজিদ, কবরস্থানের পরও অনেক খালি জায়গা রয়েছে। জানাজায় অংশ নিয়ে শহরতলীর খুবই মনোরম সবুজ পরিবেশ অবলোকন করা হলো। ডাঃ জাকারিয়া রোটারির সাথে সম্পৃক্ত থাকায় অনেক রোটারিয়ান জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন শেষে ফেরার সময় দেখা হয় প্রাইম ব্যাংক পিএলসির ম্যানেজার সুহেল আহমদ এর সাথে, তিনি ডাঃ জাকারিয়ার গোত্রের এবং বাড়িও একই গ্রামে। সুহেল আহমদ আমাদের ডাক্তার জাকারিয়ার সুরম্য তিন তলার বাড়িতে নিয়ে যান। নতুন ভবনের সাথে পুরনো একতলা ঘরও সুন্দর পরিপাটি। আমাদের তিনি নিজে তত্বাবধান করে গরুর মাংসের আখনি (গরুর মাংসের তেহারি) খাওয়ালেন। সুহেল আহমদ এর বাড়ি একশত শতক এরিয়া নিয়ে, অন্য একদিন আসব বলে বিদায় নিয়ে আসি।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক সুভাষ চন্দ্র আচার্য্য ও যুগ্ম পরিচালক(ক্যাশ) মোঃ শামীম আহমদ এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেই। সিলেট অফিসের প্রশিক্ষণ হলে আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক খালেদ আহমদ ও বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ শাহজাহান মজুমদার। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান স্যারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুভাষ চন্দ্র আচার্য্য ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে চাকরিতে যোগদান করে, জিন্দাবাজার কাজী ইলিয়াস এলাকায় আমার ভাড়া করা বাসায় (মেস বাড়ি) ওঠে। প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মতিন মোল্লাও তাঁর সাথে সিলেট অফিসে যোগদান করেন, আমরা তিনজন একত্রে মেস বাড়িতে বসবাস করি। শামীম আহমদ আমার ব্যাচমেট (সিএনই ১৯৯১), শামীম বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামে এবং আমি সিলেট অফিসে যোগদান করি। অনেক দিন পর আজ সিলেট অফিসের সমবেত কর্মকর্তা কর্মচারীদের সামনে কিছু কথা বলি, সিলেট অফিসের বিদায় সংবর্ধনা সার্বজনীনভাবে আয়োজন করা হয়। খুবই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয়, শেষে অফিসের গাড়িতে করে বিদায়ী অতিথি ও তাঁর পরিবারকে বাসায় পৌঁছে দেয়া হয়। অনুষ্ঠানে ভাল নাস্তা পরিবেশন করা হয়। আসর ও মাগরিবের নামাজ বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস প্রাঙ্গণ মসজিদে আদায় করি। রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ৪৫ বছরের পুরনো সামাজিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এর সাপ্তাহিক সাহিত্য আসরে অংশ নেই। সাইক্লোন সিলেট এর ৩২৪তম সাহিত্য আসর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিবেদন করা হয়। লেখক কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, অধ্যক্ষ সাব্বির আহমদ, সাইক্লোন সভাপতি দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি প্রমুখ উপস্থিত ছিলেন। সাহিত্য আসর শেষে ফেরার পথে সাংবাদিক ও গল্পকার দৈনিক সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়ালের সাথে কেমুসাস চত্বরে দেখা হয়।
আজ (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যাই। পরিচালক (প্রশাসন ও পরিদর্শন) মোঃ আবুল হাসেম, চীফ মেডিকেল অফিসার ডা: উম্মে কুলসুম, অতিরিক্ত পরিচালক ধরনী কান্ত দাস, মোঃ শফিকুল ইসলামসহ অনেকের সাথে এর সাথে দেখা হয়, কয়েক দফা চা পান করতে হয়। ধরনী কান্ত দাস সপরিবারে এক মাসের জন্য কানাডা ও আমেরিকায় বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ভ্রমণের নানান বিষয়ে সবিস্তারে আলাপ হলো। ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকালে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এসএসসি চুরাশিয়ান বন্ধু মোহাম্মদ আলী আকবর এর সাথে তাঁর অফিস কক্ষে গিয়ে দেখা করি। ৪২ টি ওয়ার্ড নিয়ে বিশাল সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম তদারকি করতে বন্ধু খুবই ব্যস্ত সময় পার করছে। একান্তে অনেক কথা বেশ কিছুদিন পর সাক্ষাতে। প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর খুবই বন্ধু বৎসল এবং পরোপকারী। এসএসসি চুরাশিয়ান বন্ধুদের জন্য পরম আস্থার নাম আলী আকবর। ছুটিতে সিলেট থাকায় বাসার কয়েকটি ফ্ল্যাটে রংকরণের কাজ চলমান থাকায় দ্রুত বাসায় ফিরে আসি। ৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় আমাদের পারিবারিক রেস্টুরেন্ট উনদাল কিং কাবাবে গেলে অনেক দিন পর দেখা হয় চাচাতো বোন কানিজ তামান্না ও লাকী জামান ভাবির সাথে। ৫ সেপ্টেম্বর ২০২৫ সকালে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গেলে দেখা প্রবীণ ফিটনেস কর্মী দেলোয়ার হোসেন এর সাথে। দেলোয়ার হোসেন প্রতিদিন ভোরে কাঁধে বিশাল ব্যাগে ব্যায়ামের সরঞ্জাম নিয়ে সাইকেল চালিয়ে ক্রীড়া কমপ্লেক্সে আসেন। নতুন সদস্যদের প্রশিক্ষণ দেন। তাঁকে "টাইগার" দেলোয়ার নামে পরিচিত জনেরা ডাকেন এবং তিনিও পজিটিভ সাড়া দেন।
উল্লেখ্য সিলেটের তরুণ প্রজন্মের ভবিষ্যত চিন্তা করে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম, সাইফুর রহমান নতুন স্টেডিয়ামের জন্য এ জমি অধিগ্রহণ করেন। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ ক্রীড়া কমপ্লেক্স ১৩ নভেম্বর ২০১৪ প্রথমে 'সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স' নামে চালু হলেও ১৬ জুন ২০১৫ নাম পরিবর্তন করে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স নামকরণ করা হয়।
আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ সিলেটবাসীর গর্বিত সন্তান আধুনিক সিলেট গড়ার কারিগর জননেতা এম, সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আজ দুপুর ১২ টায় জয়ন্তিকা এক্সপ্রেসে ছোট ছেলে হাসিনকে নিয়ে ঢাকায় রওয়ানা হই, ট্রেন আজমপুর স্টেশনে পৌঁছালে আবারও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জননেতা এম সাইফুর রহমানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ হয়। ২০০২ এর পূর্বে সিলেট থেকে ঢাকায় রেলে যেতে আখাউড়া জংশনে গিয়ে ইঞ্জিন ঘুরাতে হত। সে ছিল এক বিভীষিকাময় অপেক্ষা। আজমপুর রেল স্টেশন হয়ে ঢাকা আসায় এক ঘন্টার সময় এবং স্থায়ী ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন এ রুটে চলাচলকারী লোকজন। জননেতা এম সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) উদ্ভাস এর ঢাকার আরামবাগ (মতিঝিল) শাখায় ছোট ছেলে হাসিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং শুরু করে। ৭ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করি। বিভাগের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আমাকে এ দায়িত্ব পালন করতে হবে। ৮ সেপ্টেম্বর ২০২৫ বিকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ম্যাডামের সাথে বিভাগের একটি জরুরী কাজে দেখা করি। সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন ও উপ সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন। ৯ সেপ্টেম্বর ২০২৫ সকালে রমনা পার্কের প্রভাতীর টেন্টে বর্ষিয়ান কোচ কবির চৌধুরী আমাকে ও শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নতুন দুটি ব্যয়াম শিখিয়ে দিলেন। রমনায় আমার ছোট ছেলে চৌধুরী হাসিন ইয়াসারও সাথে ছিল। রমনায় আসার আগে সকালে বাংলাদেশ ব্যাংক নিবাস, আরকে মিশন রোড, ঢাকার সবুজ ঘাসের খেলার মাঠে এক চক্কর হাঁটি। মাঠে তখন পাশ্ববর্তী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল অনুশীলন শুরুর প্রস্তুতি চলছিল। ব্রাদার্স ইউনিয়নের চল্লিশ বছরের পুরনো লোক দাদা ভাইয়ের সাথে দেখা ও স্বল্প সময়ে অনেক কথা হলো। তিনি জানালেন এ বছর ব্রাদার্স ইউনিয়ন শক্তিশালী দল গঠন করেছে। পুরনো বিদেশি কোচের সাথে নতুন আর্জেন্টাইন ট্রেইনার আনা হয়েছে। ব্রাদার্স ইউনিয়নের কিংবদন্তিতুল্য সংগঠক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা তাঁকে ক্লাবের কার্যক্রমে সম্পৃক্ত করান বলে জানালেন দাদা ভাই, বললেন তাঁকে সবাই 'দাদা ভাই' নামেই চিনে। এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন ও আমার ছোট ছেলে হাসিন ইয়াসার সাথে ছিলেন। আজ দুপুরে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পক্ষ থেকে বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম এর সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইএমডি -২ এর পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ জাবেদ আহমদ, অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন, আঞ্জুমান আরা, মোঃ আব্দুর রাজ্জাক, গৌরাঙ্গ রায়, যুগ্ম পরিচালক দূর এ আফজা, এনামুল ইসলাম, উপ-পরিচালক মোঃ হাসানুজ্জামান, মোঃ রবিউল হোসেন, মোঃ নাছির উদ্দিনসহ বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আজ (৯ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এটা ৩৮ তম ডাকসু নির্বাচন। রাজনীতি সচেতন সারাদেশের মানুষের চোখ ছিল এ নির্বাচনে। আজ রাতে মতিঝিলের খলিল হোটেলে নৈশভোজে অংশ নেই। সহকর্মী বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসান সম্প্রতি ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন, তাঁর সৌজন্যে এ আয়োজনে আমরা ১১জন অংশ নেই। ডিনারের সময় সহকর্মী মোঃ সাইফুল আলম ও মোঃ আব্দুল আহাদ জানালেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) এর হেড জনাব এ এফ এম শাহীনুল ইসলাম এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সরকারি প্রজ্ঞাপন হয়েছে। পদটি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদার। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে আজ অনেকেই গভীর রাত পর্যন্ত জেগে সবাই ডাকসুর ফলাফল পর্যবেক্ষণ করেন, জামায়াত শিবির সমর্থকদের উচ্ছাস ও ভিন্ন ধারার সমর্থকদের হতাশা প্রকাশ পায়। ডাকসুর ভোটগ্রহণ শেষে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের ভিপি প্রার্থী উমামা ফাতেমা পৃথক সংবাদ সম্মেলনে নানান অনিয়মের অভিযোগ তুলে ডাকসু নির্বাচন বর্জন করেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদেরও ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেন। ১০ সেপ্টেম্বর ২০২৫ সকাল থেকে ডাকসুর চুড়ান্ত ফলাফল ঘোষণা শুরু হয়। ২৮ টি পদের ২৩টিতেই (ভিপি, জি,এস ও এজিএসসহ) ইসলামী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়।
ডাকসুর ভিপি পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাদিক কায়েম (প্রাপ্ত ভোট ১৪০৪২) নির্বাচিত হন। অন্য ভিপি প্রার্থীরা আবিদুল ইসলাম খান, ছাত্রদল (৫৭০৮), স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (৩৮৮৩), উমামা ফাতেমা (৩৩৮৯) ও আব্দুল কাদের, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (১১০৩) ভোট পান। জিএস পদে ইসলামী ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে শেখ তানভীর বারী হামিম, জাতীয়তাবাদী ছাত্রদল (৫২৮৩), মেঘমল্লার বসু, বামপন্থী প্রতিরোধ পর্ষদ (৪৯৪৯), আরাফাত চৌধুরী, স্বতন্ত্র (৪০৪৪), আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (২১৩১) ভোট পান। এজিএম পদে ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দিন খান ১১৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তানভীর আল হাদী মায়েদ, ছাত্রদল (৫০৬৪), তামীম আল মুদাসসীর চৌধুরী, স্বতন্ত্র (৩০০৮), জাবির আহমেদ জুয়েল, বামপন্থী প্রতিরোধ পর্ষদ (১৫১১) ও মহিউদ্দিন রনি, স্বতন্ত্র (১১৩৭) ভোট পান। সম্পাদকীয় ৯টি পদে ছাত্রশিবিরের বিজয়ীরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: ফাতেমা তাসনিম (১০৬৩১), নিকটতম আরিফুল ইসলাম, ছাত্রদল (২৪৭০), বিজ্ঞান ও প্রযুক্তি: ইকবাল হায়দার (৭৮৩৩), নিকটতম আহাদ বিন ইসলাম শোয়েব, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (৪২৭৩), কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া: উম্মে ছালমা, নিকটতম সুর্মী চাকমা, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য (৪৪৮২), আন্তর্জাতিক: জসীম উদ্দিন খান (৯৭০৬), নিকটতম মোহাম্মদ সাকিব, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (৩৯২২), ক্রীড়া: আরমান হোসেন (৭২৫৫), নিকটতম মোঃ আল আমিন সরকার, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (৩৮৩১), ছাত্র পরিবহন: আসিফ আব্দুল্লাহ (৯০৬১), নিকটতম রাফিজ খান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য (৪৫০৫), ক্যারিয়ার উন্নয়ন: মাজহারুল ইসলাম (৯৩৪৪), নিকটতম রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য (৪১২৩), স্বাস্থ্য ও পরিবেশ: এম, এন, আল মিনহাজ (৭০৩৮), নিকটতম শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ বিদ্রোহী (২৯৬৫), মানবাধিকার ও আইন: মোঃ জাকারিয়া (১১৭৪৭), নিকটতম আনিকা তাহমিনা, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ (৩৪২৭)। ডাকসুর সদস্য পদে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সাবিকুন নাহার তামান্না (১০০৮৪), সর্বমিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসাইন (৬২৫৬), মোছাঃ আফসানা আক্তার (৫৭৪৭), তাজিনুর রহমান (৫৬৯০), রায়হান উদ্দিন (৫০৮২), মোঃ মিফতাহুল হোসাইন আল মারুফ (৫০১৫), আনাস ইবনে মুনির (৫০১৫), মোঃ বেলাল হোসেন অপু (৪৮৬৫), মোঃ রাইসুল ইসলাম (৪৫৩৫) ও মোঃ শাহিনুর রহমান (৪৩৯০)। সম্পাদকীয় পদে বিজয়ী তিনজন স্বতন্ত্র প্রার্থীরা হলেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী এবং দুটি সদস্য পদে বামপন্থী প্রতিরোধ পর্ষদ থেকে হেমা চাকমা (৪৯০৮) ও স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাবিয়া (৪২০৯)।
ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূমিধ্বস বিজয়ে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদ আজ দুপুরে বিভাগের ৬০ জন সহকর্মীকে মিষ্টিমুখ করান। তিনি শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় ডাকসুর ভোটের দিন বিশ্ববিদ্যালয় এলাকার সন্নিকটে জামায়াতের টীমের সাথে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের এবং সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের পরামর্শদাতা জনাব ফারহানুল গণি চৌধুরী এর সাথে আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে তাঁর অফিস কক্ষে দেখা করি। তাঁর বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামিরে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী তাঁর চাচা। স্যারের সাথে পরিচয় শেষে একান্তে কিছু সময় কথা হলো। এসময় তাঁকে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার দেই। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম এর সাথে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ ও ২ এর পরিচালক মোস্তফা আজাদ কামাল ও মোঃ ফয়েজ আহমেদ এর উপস্থিতিতে বিভাগের জরুরি বিষয়ে আলোচনা করি। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের এবং সম্পদ পুনরুদ্ধার টাস্কফোর্সের পরামর্শদাতা জনাব ফারহানুল গণি চৌধুরীর সাথে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে তাঁর অফিস কক্ষে দেখা করি। তাঁর বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামিরে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী তাঁর চাচা। স্যারের সাথে পরিচয় শেষে একান্তে কিছু সময় কথা হলো। এসময় তাঁকে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার দেই।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীর জুলাই যোদ্ধা মোঃ নজরুল ইসলাম এর লেভেল ২৪ এর অফিস চেম্বারে আমরা সমমনারা বসি, বিএফআইইউ হেড এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় স্বস্তি প্রকাশ করা হয়। আজ রাতে মতিঝিলের খলিল হোটেলে গ্রুপ সিক্সের সদস্যরা নৈশভোজে অংশ নেই। শেখ জাহাঙ্গীর হোসেন ও এহেসানুল হক চৌধুরী ঢাকায় না থাকায় অনুপস্থিত ছিলেন। মোঃ ইকবাল হাসান এর পুত্র ইসতিয়াক আহমদ যে ও আমার ছোট ছেলে চৌধুরী হাসিন ইয়াসারও ভোজে ছিল। খলিলের সুস্বাদু গরুর মাংসের কারি প্রতি কেজির মূল্য ১১০০টাকা, ৪/৫ জন অনায়াসে খাওয়া যায়। আজ (১১ সেপ্টেম্বর ২০২৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক হাতে আঘাত পাওয়া স্থান ড্রেসিং করার বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারে গেলে সেখানে আমি ও একেএম বহলুল স্যার যাই। সেখান থেকে আমরা তিনজন এইচআরডিতে বহলুল স্যারের ব্যাচমেট ফিরোজ মাহমুদ স্যারের চেম্বারে যাই। চিনা বাদাম ও লিপ্টন চা দিয়ে আমাদের আপ্যায়ন করা হয়। পরে আমরা স্যারের আরেক ব্যাচমেট সদরুল মুক্তাদির স্যারের চেম্বারে যাই, আবারও গ্রীণ টি খাই। বহলুল স্যার গরম চা পানে আসক্ত, তিনি চা পানের জন্য ৩০ তলা ভবনের লেভেল ২৪ থেকে নিচে কেন্টিনে যান।
আজ (১২ সেপ্টেম্বর ২০২৫) আছরের নামাজ পড়ে ঢাকার আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস থেকে ফ্লোরমেট বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান ও আমি বৈকালিক হাঁটায় বের হই। পাশ্ববর্তী সোনালী ব্যাংকের নিবাসের বিপরীত বড় রাস্তা দিয়ে ঢুকে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সীমানা দেয়ালের পিছনের সরু গলি দিয়ে হেঁটে মতিঝিল (ওয়াকফ) মসজিদে বের হই। মতিঝিলের খলিল হোটেল, আনসার বিল্ডিং (একসময় বাংলাদেশ ব্যাংকের ভাড়া ভবন), হাসান কোর্ট হয়ে নৌকায় পাঁচ টাকা দিয়ে মতিঝিল পাড়ি দেই। এককালের বিরাট মতিঝিল ভরাট দখলের পর এখন অতীব ক্ষুদ্র পরিসরে স্মৃতিচিহ্ন হয়ে টিকে রয়েছে। ঝিল পাড়ি দিয়ে দেওয়ানবাগীর উটের খামার ও বাংলাদেশ ব্যাংকের সীমানার মাঝামাঝি সড়ক দিয়ে হেঁটে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের নীচ দিয়ে উত্তর কমলাপুর যাই, মেট্রোরেল লাইনে কাজের জন্য কিছু জায়গা পাশ্ববর্তী বাসা বাড়ির ভিতর দিয়ে যেতে হয়। কাস্টমস হাউস আইসিডির ভিতরের বিশাল চত্বর দিয়ে হেঁটে কমলাপুর শহরতলী প্ল্যাটফর্মে যাই। এক ঘন্টা হাঁটার পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যাটারি রিকশা চড়ে মতিঝিল আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাসে ফিরি। মাগরিবের নামাজ পড়ে আমরা আরকে মিশন রোডের বিক্রমপুর সিরাজী রেস্টুরেন্টে হালিম ও ডালপুরি দিয়ে নাস্তা করি।
আজ (১৩ সেপ্টেম্বর ২০২৫) শনিবার সাপ্তাহিক ছুটির দিন বিকালে বেরসিক বৃষ্টির জন্য অফিসার্স ডরমিটরির বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারকে নিয়ে রমনা পার্কে হাঁটতে যাওয়া হলো না। আজ ভোটগ্রহণের ৪৮ ঘন্টা পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সংসদের আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম নির্বাচিত হন।আজ রাতে যুক্তরাজ্য থেকে ফোন করে আম্বরখানা কলোনি মোহামেডান ফ্যান ক্লাবের প্রাক্তন কর্মকর্তা অনুজ মোহাম্মদ আবুল হাসনাত। সে সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর ট্রাস্টি হওয়ার জন্য আমার বিকাশে দশ হাজার টাকা পাঠায়। উল্লেখ্য সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর সঞ্চয়ী হিসাব শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিলেট শাখায় খোলা হয়েছে, ট্রাস্টের নামে এক লক্ষ টাকার এফডিআর করা হয়েছে। উল্লেখ্য বাংলাদেশে বসবাসকারীরা ৫ হাজার এবং বিদেশে বসবাসকারীরা ১০ হাজার এককালীন অনুদান দিয়ে সাইক্লোন লেখক ট্রাস্ট সিলেট এর ট্রাস্টি হতে পারবেন।
১৪ সেপ্টেম্বর ২০২৫ খুলনা থেকে আসা নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে তাঁর প্রাইভেট কারে রমনায় যাওয়া হলো। ডরমিটরির সামনে পার্ক করা বন্ধ গাড়ি চালানোর পাশাপাশি রমনায় আধা ঘন্টা হাঁটা হলো। স্যারের পরিচিত ড্রাইভার মোহাম্মদ জুবায়ের সকালে এসে গাড়ি পরিষ্কার করে আমাদের নিয়ে যায়। জুবায়ের খুবই দক্ষ গাড়িচালক এবং রাজনীতি সচেতন, বাড়ি চট্টগ্রামে।জাতীয় রাজনীতির অনেক খবর তাঁর জানা। ডাকসু নির্বাচনের পর জুবায়ের আজ খোশমেজাজে। ফেরার পথে স্যারের সৌজন্যে পল্টনের সৌখিন রেস্টুরেন্টে গরুর নেহারি ও তান্দুর রুটি দিয়ে নাস্তা করি। সিলেটের আশক আলী ফিটনেস ক্লাবের সদস্যরা এটাকে 'হাঁটার বিনিময়ে খাদ্য (হাবিখা)' বলে। সৌখিন রেস্টুরেন্ট জাহাঙ্গীর স্যারের পরিচিত, আইবিবির সচিবের দায়িত্বে থাকাকালে এখানে লাঞ্চ করতেন। ১৫ সেপ্টেম্বর ২০২৫ ফজরের নামাজের পর আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরির সুবিশাল ছাদে আমরা (শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফজলার রহমান, মোহাম্মদ আলী আকতার) আধা ঘন্টা হাঁটা ও ফিজিক্যাল করি। আলী আকতার এর ৪০১ নম্বর কক্ষে চা নাস্তা করি। নাস্তায় সিলেট থেকে বিমানে নিয়ে আসা গরুর গোশতের কিমার পিঠা ও বিস্কুট। ফজলার রহমান ছানার সন্দেশ পরিবেশন করেন।
আজ (১৬ সেপ্টেম্বর ২০২৫) মসজিদে ফজরের নামাজ পড়ে ছাদে হাঁটাহাঁটি, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার এর কক্ষে চা নাস্তা করে সকালের শুরু। সকালে অফিসার্স ডরমিটরির পড়শী পরিচালক মামুনুর রহমান স্যারের সাথে দেখা হয়, তিনি চট্টগ্রামে অফিসিয়াল ভিজিট করে ফিরেছেন। আমাকে এক প্যাকেট 'হাইওয়ে স্পেশাল বেলা বিস্কুট' দেন। দুপুরে দুই যুগেরও অধিক সময় পর ঢাকায় দেখা হলো এক বন্ধুর সাথে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই অফিসার ( ট্র্যান্সপোর্ট অফিসারের অতিরিক্ত দায়িত্বে) জনাব মিজানুর রহমান স্মরণ আজ দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে আসেন। ১৯৯১ - ১৯৯৫ তিনি সিলেট সিভিল সার্জন অফিসে কর্মরত ছিলেন। সিলেটের জিন্দাবাজার কাজী ইলিয়াস এলাকায় (পলাশী-২৬) হাজী মোঃ মস্তকিন আলীর বাসায় (ব্যাচেলর মেসে) আমরা বসবাস করতাম। সিলেট অবস্থানকালে মিজানুর রহমান 'আমরা মোহামেডান' সিলেট জেলা শাখার সদস্য ছিলেন, আমি ছিলাম সভাপতি ও আহমেদ সোয়েব চৌধুরী সাব্বির (যুক্তরাজ্য প্রবাসী) সাধারণ সম্পাদক। ১৯৯৫ সালে তিনি বদলি হয়ে ঢাকায় চলে আসেন। মাঝে একবার সিলেট বেড়াতে গেলে দেখা হয়েছিল, আজ তিনি ঢাকা সেনানিবাস সংলগ্ন কাফরুল এলাকায় তাঁর বাসায় যাবার আমন্ত্রণ দিয়ে গেলেন। তরুণ বয়সে একসাথে থাকা, চলাফেরা করা একজন প্রিয়জন ঢাকায় আমার অফিসে এসে দেখা করায় খুবই ভালো লাগলো। আমাদের কাজী ইলিয়াস মেসবাড়ির প্রয়াত প্রদীপ কুমার সিনহা (জনতা ইন্সুরেন্স), প্রদীপ কুমার দাশ (সিভিল সার্জন), আব্দুল মতিন মোল্লা, মোঃ ইকবাল হাসান, সুভাষ চন্দ্র আচার্য্য (বাংলাদেশ ব্যাংক), দীপক রায়, কনোজ কান্তির (ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স) কথা আলোচনায় উঠে আসে। স্বল্প সময়ে অনেক কথা হলো। বিদায়বেলায় তাঁকে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' উপহার দেই।
বিকালে ২২ কাওরানবাজার জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিলে মতিঝিল থেকে মেট্রোরেল চড়ে অংশ নেই। সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার। জালালাবাদ ভবনের ই এ চৌধুরী মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি সি,এম কয়েস সামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডাঃ সি,এম দিলওয়ার রানা, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য এডভোকেট তবারক হোসেইন, এডভোকেট আবেদ রাজা, এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাবেক সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক এম, কুতুব উদ্দিন সোহেল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ প্রমুখ। বক্তারা বলেন মরহুম মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরী এনাম ছিলেন জালালাবাদ এর একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়েছিলেন। ঢাকায় সিলেট বিভাগের লোকজনের সুখে দুঃখে তিনি সবসময় এগিয়ে আসতেন। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তিনি ঢাকায় ইন্তেকাল করেন, পরদিন সিলেটে দরগাহে হযরত শাহজালাল (রহ.) সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আজ বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের বিশেষ সভায় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের খসড়া অনুমোদন করায়। ১৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার আয়োজনে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেই।
আজ (১৮ সেপ্টেম্বর ২০২৫) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'মানবতার মুক্তির দূত: হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)' শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী হয় আমার দ্বিতীয় কন্যা এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রী চৌধুরী সায়িমা হুমায়রা আহমদ। তাকে পুরস্কার প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। দৈনিক সিলেটের ডাক এ সচিত্র সংবাদ ছাপা হয়। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার মতিঝিলে ভাইরাল হওয়া 'খলিল হোটেলে' সকালের নাস্তার আগে হোটেল মালিক খলিল ভাই আমাদের সাথে সেলফি তুলেন। তিনি ঢাকার বিখ্যাত খলিলের গোশতের দোকানেরও মালিক। বীর চট্টলার কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিআরএল) এহেসানুল হক চৌধুরী ঢাকায় আসায় তাঁর সৌজন্যে ছিল আয়োজন। খলিল হোটেলে রান্না করা গরুর কারির কেজি ১১০০ টাকা। ৪/৫/৬ জনে খাওয়া যায়। গরুর গোশত খেতে খলিলে সকাল দুপুর সন্ধ্যায় থাকে উপচে পড়া ভিড়। আজ বাদ আসর ঢাকার মগবাজারে ছোটদের পত্রিকা কানামাছি'র সম্পাদক কবি মঈন মুরসালিনের মাতার জানাজায় প্রস্তুতি নিয়েও ঘুমিয়ে পড়ায় যেতে পারিনি। আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ সকালে ছোট ছেলে চৌধুরী হাসিন ইয়াসার কে আরামবাগের কোচিং সেন্টার থেকে ফেরার পথে মতিঝিল ক্লাবপাড়ায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব দেখিয়ে নিয়ে আসলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিমের নেট প্র্যাকটিস কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আমার কৈশোর তারুণ্যের সময় (১৯৮৪-১৯৯৯) কেটেছে সিলেট শহরের মোহামেডান সমর্থকদের নিয়ে, ঢাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিজয়ে আমরা সিলেটে মিছিল করতাম। মোহামেডান - আবাহনীর ফুটবল নিয়ে কি যে উন্মাদনা ছিল আমাদের সময়ের লোকজন ছাড়া বুঝতে পারবে না। আজ রাতে দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে শুভ সূচনা করেছে।
আজ (২১ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টায় নিউইয়র্ক থেকে মেসেঞ্জারে একটি কল আসলে ঘুম থেকে উঠি। এমনিতেই জেগে ছিলাম ফজরের নামাজ শুরু হবে ৫.১৫। ফোনের অপর প্রান্ত থেকে বলছেন আমি নিউইয়র্ক থেকে বলছি বাবরুল হোসেন বাবুল। স্বাধীনতা উত্তর সিলেট পৌরসভার তিনি প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মহান মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল খুবই দাপুটে জনপ্রতিনিধি ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ছিলেন। আমরা কয়েক মিনিট কথা বললাম। তিনি আমার গ্রামের বাড়ির ঠিকানা জানলেন, তাঁর বাড়ি বিয়ানীবাজার দেউলগ্রাম বললেন। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে তাঁর সুপারিশে যোগদান করা বাগেরহাট জেলার একজন মানুষের খোঁজ করলেন। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের জমি অধিগ্রহণে তাঁর সাথে তৎকালীন অফিস প্রধান এ,টি আহমদ চৌধুরীর যোগাযোগের কথা স্মরণ করলেন। ডিসেম্বরে তিনি দেশে আসছেন, আমাকে তাঁর বাসায় যাবার আমন্ত্রণ জানালেন। জননেতা বাবরুল হোসেন বাবুলকে আমি বললাম ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আম্বরখানা সরকারি কলোনির আমরা একঝাঁক তরুণ আপনার 'বাসগাড়ি' প্রতিকের কর্মী ছিলাম। নির্বাচনে এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী বিজয়ী, আপনি স্বতন্ত্র প্রার্থী বাবরুল হোসেন বাবুল দ্বিতীয় ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সামাদ আজাদ তৃতীয় হয়েছিলেন। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সে নির্বাচন বর্জন করেছিল। অবহেলিত সিলেটের দাবি দাওয়া আদায়ে 'জাগো সিলেট' আন্দোলনের প্রবক্তা বাবরুল হোসেন বাবুল একজন রাজনৈতিক বিশ্লেষক। সবসময়ই বাংলাদেশ এবং বিশেষকরে সিলেটের উন্নয়নের চিন্তা ভাবনা করেন।
সিলেট পৌরসভা ২০০২ থেকে সিলেট সিটি কর্পোরেশন। ৪২ ওয়ার্ডের বিশাল পরিব্যাপ্তি। জননেতা বাবরুল হোসেন বাবুলের পর ২০১৩ - ২০২৩ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরী আধুনিক নগর বিনির্মাণে ব্যাপক উন্নয়ন কাজ করেন।
আজ বিকালে বাংলাদেশ ব্যাংক স্কলারশিপ এর আওতায় University of Glasgow, UK তে মাস্টার্স কোর্সে অধ্যায়নের জন্য জনাব Saugata Shovan Haider যুক্তরাজ্য গমণ উপলক্ষে তাঁকে বাংলাদেশ ব্যাংক হলুদ দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হলুদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ, স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সদস্য জাবেদ আহমদ, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ খান মুন্না, জয়নাল আবেদীন, সহ সম্পাদক আসাদুজ্জামান খান তানিন ও আজহারুল ইসলাম, পরিচালক মোহাম্মদ উজ্জ্বল মিয়া, অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, ভোগ্যপণ্যের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান খান কারিব প্রমুখ। আমরা তাঁকে অভিনন্দন জানাই এবং তাঁর উত্তরোত্তর সফল্য কামনা করি।
আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) ফজরের নামাজের পর ঘোর অন্ধকারে ছাদে হাঁটার সময়ই বৃষ্টি শুরু, ঘন্টাখানেক ঢাকার মতিঝিলে প্রবল বর্ষণে সড়কের বিভিন্ন জায়গায় ও নীচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে যায়। সকাল সাড়ে সাতটায় মতিঝিল থেকে আরামবাগ উদ্ভাস কোচিং সেন্টারে যেতে পানির দখল পোহাতে হয়। কোচিং সেন্টারে আজ মাত্র দু'জন ছাত্র উপস্থিত হলেও পড়াশোনা ঠিকই হয়, পাশের নটরডেম কলেজে অতি বৃষ্টির জন্য আজ ক্লাস হয়নি। দুপুরের দিকে সূর্যের দেখা মিলে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি এবং কৃষি ঋণ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের দায়িত্ব লাভ করার জনাব মো: সালাহ উদ্দীন ও নির্বাহী পরিচালক পদে পদোন্নতি ও বিএফআইইউর দায়িত্ব লাভ করায় জনাব মোঃ মফিজুর রহমান খান চৌধুরীকে বাংলাদেশ ব্যাংক হলুদ দলের পক্ষ থেকে আজ (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ফুলেল শুভেচ্ছা জানাই। হলুদ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ ও সেক্রেটারি জেনারেল ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর নেতৃত্বে হলুদ নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন অফিসিয়াল প্রশিক্ষণে থাইল্যান্ড যাওয়ায় আজ ছিলেন না।
আজ রাতে খলিল হোটেলে বিদায় সংবর্ধনা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে বিদায় সংবর্ধনা জানানো হয়।আগামীকাল (২৩ সেপ্টেম্বর ২০২৫) খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি আরকে মিশন রোড ঢাকায় ৩০৬ নম্বর কক্ষে বসবাস করতেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিআরএল) এহেসানুল হক চৌধুরীর সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পরিচালক মোঃ জাকির হোসেন চৌধুরী, অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুল হাফিজ, মোঃ আনোয়ার হোসেন, রাজেশ আচার্য্য, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী আকতার প্রমুখ। উপস্থিত সকলেই বিদায়ী অতিথির অবসরকালীন জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এশার নামাজের পর ডরমিটরির ৩০৭ নম্বর কক্ষে নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের সাথে আমরা ৫জন ( মতিউর রহমান সরকার, মোঃ আব্দুল হাফিজ, রাজেশ আচার্য্য, মোহাম্মদ আলী আকতার ও আমি) দেখা করি।
আজ (২৩ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি, আরকে মিশন রোড ৩০৬ নম্বর কক্ষের বাসিন্দা নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন স্যার আজ দুপুরে নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো -গ-৩৪-৯৪৯০) চড়ে খুলনায় নিজ বাসায় চলে গেলেন। অতীব সামাজিক ব্যক্তিত্ব শেখ জাহাঙ্গীর স্যার ঢাকায় রেখে গেলেন অনেক স্মৃতি। ডরমিটরির সকলের সাথে তাঁর ছিল গভীর সম্পর্ক, মসজিদের নামাজি, সকালবেলা রমনা পার্কে, ডরমিটরির ছাদে হাঁটাহাঁটি। নিজে রান্না করে খেতেন, পাক্কা রাঁধুনী, বেশ কয়েকদিন আমাকে সুস্বাদু তরকারি দিয়েছেন। তাঁর গাড়িতে আইবিবির গাড়িচালক জুবায়ের সপ্তাহে একদিন রমনায় নিয়ে যেতেন, ফেরার পথে পল্টনের সৌখিন রেস্টুরেন্টে গরুর পায়া দিয়ে তান্দুর রুটি খেয়েছি অনেকদিন, আমার ছেলে মেয়েও খেয়েছে, চেষ্টা করেও বিল দিতে পারিনি। ডরমিটরিতে আমরা দুজন সিজনে নিয়মিত কাঁঠাল খেয়েছি। আমাদের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর ৬০ জনকে আম কাঁঠাল খাইয়েছেন স্যার। আরকে মিশন রোডের বিক্রমপুর সিরাজী রেস্টুরেন্টে স্যার খেতে পছন্দ করতেন, আমাদের অনেক দিন হালিম তান্দুর রুটি খাইয়েছেন। গ্রুপ সিক্সের হীরাঝিল, খলিল হোটেল, ঘরোয়া রেস্টুরেন্ট, রিজিক, চুইলঙ্কা রেস্টুরেন্টে একসাথে বসে খাবার ও মজার আড্ডার স্মৃতি হয়ে থাকবে অনেক দিন। শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফজলার রহমান, এহেসানুল হক চৌধুরী, মোঃ জাবেদ আহমদ, মোঃ ইকবাল হাসান ও মোঃ আব্দুল আহাদ আমাদের গ্রুপ সিক্সের স্থায়ী সদস্য। মাঝেমধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন মামুনুর রহমান, এমডি আবুল কালাম আজাদ, মোঃ নুরুল আলম, মোহাম্মদ আলী আকতার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল হাফিজ প্রমুখ। নিবাস মসজিদের মুসল্লি ও স্বেচ্ছাশ্রম দেয়া বাগেরহাটের বয়োবৃদ্ধ মোঃ আবু বকর কে স্যার খুবই ভালবাসতেন, সহায়তা করতেন। ৪ আগস্ট ২০২৫ বাংলাদেশ ব্যাংকে ছিল তাঁর শেষ কর্মদিবস। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জাহাঙ্গীর হোসেন স্যারের শারীরিক নানা সমস্যা দেখা দেয় (জ্বর কাশি), বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়। বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারে কয়েকদিন নেবুলাইজার নেন। চরম অসুস্থতার মধ্যেই ৪ আগস্ট বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ডেপুটি গভর্নর নুরুন নাহার ম্যাডাম উপস্থিত থেকে স্যারকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। সকলেই স্যারের সুস্থতা কামনা করেন। ৫ আগস্ট ২০২৫ তিনি খুলনায় পরিবারের কাছে যান। পিআরএল'র এ কয়েকদিন খুলনা - ঢাকায় যাওয়া আসার মধ্যে ছিলেন। আজ (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১.৪০ মিনিটে সকলের মায়ার বন্ধন পিছনে ফেলে স্বাভাবিক নিয়মে খুলনায় নিজ বাসার পথে ঢাকা অফিসার্স ডরমিটরি থেকে নিজের প্রাইভেট কার চড়ে রওয়ানা হয়ে বিকাল ৫.১৫ বাসায় পৌঁছেন। ঢাকা থেকে সড়কপথে খুলনায় যেতে মাত্র ৩ ঘন্টা, অবিশ্বাস্য হলেও সত্য। শেষ দুদফায় পাঁচ বছরের অধিক সময় ঢাকার মতিঝিল আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাসে তাঁর ডরমিটরি জীবন। নিবাস মসজিদের মুসল্লি, আশপাশের ব্যবসায়ীরা সবাই স্যারকে চিনে, সম্মান করে। স্যারের সহধর্মিণী খুলনা মহানগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মহিমা হেরা আগেই আমাকে সপরিবারে খুলনা সফরের দাওয়াত দিয়েছেন, সময় সুযোগ করে সফরের ইচ্ছা আছে। আজ রাতে অফিসিয়াল ভিজিটে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ঘুরে ঢাকায় ফিরেছেন সহকর্মী মোঃ ইকবাল হাসান। তিনি নাটোরের জয় কালীবাড়ি মিষ্টির দোকান 'দ্বারিক ভান্ডার' থেকে কাঁচাগোল্লা নিয়ে আসেন। রাতের খাবারের আমরা একসাথে বসে খাই। কাঁচাগোল্লা নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন, দুধ থেকে তৈরি কাঁচা ছানা দিয়ে বানানো হয়। এটি জিআই (Geographical Indication) পণ্য। দ্বারিক ভান্ডার, অবস্থান জয়কালীবাড়ি মন্দিরের গলিতে, লালবাজার, নাটোর। প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নম্বর 01714308583. প্রতি কেজি কাঁচাগোল্লার দাম ছয়শত টাকা। আজ দৈনিক শ্যামল সিলেট এর বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ ইন্তেকাল করেন। তাঁর সাথে আমার দীর্ঘদিনের চেনা জানা। দৈনিক সিলেটের ডাকে আমি সাংবাদিকতা করার সময় (১৯৯২-১৯৯৯) তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের প্রেস রিলিজ নিয়ে আসতেন।
আজ (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে লন্ডন থেকে মামাতো বোন গুলজাহানারা বেগম চৌধুরী জেলি আপা ও সিলেট থেকে মামাতো ভাই জাহাঙ্গীর হোসেন চৌধুরী জাহেদ ফোন করে জানালেন মামাতো ভাই আসাদ চৌধুরীর বড় ছেলে সাদেক আহমদ চৌধুরী ঢাকার মগবাজারে রেলের ধাক্কায় গতকাল মারা গেছে। মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুবই ব্যথিত হই, আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আজ সকাল ১০টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার রাজাবাজারের উজানঢাকি গ্রামে জানাজা ও দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সহকারী পরিচালক ফারজানা খানম মুক্তার ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টে বদলি উপলক্ষে আজ (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিভাগে যোগদান করা অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা বেগম, উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপ সহকারী পরিচালক সালাউদ্দিন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম এর সাথে তাঁর চেম্বারে দেখা করি। এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সাবেক কৃতি এ্যাথলেট আন্জুমান আরা ও প্রিন্টিং এন্ড পাবলিকশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আজিজা বেগমের সাথে দেখা হয়। দুপুরে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার আহবানে কাউন্সিলের কক্ষে একটা সর্বদলীয় সভায় যোগদান করি। বিকালে মতিঝিল থেকে মেট্রোরেলে ঢাকা বিশ্ববিদ্যালয় যাই। মেট্রোরেল প্রথম চড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আকস্মিকভাবে ডাকসুর নির্বাচিত ভিপি মোঃ আবু সাদিক (সাদিক কায়েম) এর সাথে দেখা, কথা বলা ও ছবি তুলে আনন্দের বিকাল পার করলো ছোট ছেলে হাসিন ইয়াসার। সে ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং করতে ঢাকায় অবস্থান করছে।
আমরা মতিঝিল থেকে মেট্রোরেল চড়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবর জিয়ারত, মধুর ক্যান্টিনে বৈকালিক নাস্তা, কলাভবন, রাজু চত্বর, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে আবার মেট্রোরেলে মতিঝিল ফিরে আসি। দিলখুশা সড়কের বঙ্গভবন কর্মচারী নিবাস মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। রাতে অফিসার্স ডরমিটরিতে এশিয়া কাপ ক্রিকেটের বাংলাদেশ পাকিস্তানের অলিখিত ফাইনাল ম্যাচ দেখি। ২০ ওভারে পাকিস্তানের স্কোর ১৩৫/৮। সহজ জয়কে কঠিন করে শেষ পর্যন্ত (২০ ওভারে ১২৪/৯) বাংলাদেশ ১১ রানে হেরে রাত জাগা দর্শকদের হতাশ করে এশিয়া কাপ থেকে বিদায় নেয়।
আজ সন্ধ্যায় আমাদের পরিবারের সদস্যরা (বড় ভাই সুহেদ আহমদ চৌধুরী, ভাবী সুহেদা নার্গিস চৌধুরী, সহধর্মিণী নুরজাহান পারভীন চৌধুরী, ছোট মেয়ে চৌধুরী সায়িমা হুমায়রা) বিয়ানীবাজার উপজেলার রামধাবাজার উজানঢাকি গ্রামে যান। উজানঢাকির নানা বাড়ি আমাদের শৈশবের স্মৃতিবিজড়িত, মায়ের সাথে কত যাওয়া হয়েছে। নানা আমিন উদ্দিন চৌধুরী, ময়না মিয়া চৌধুরী আমাদের বড় মামা, ছোট মামা আব্দুল মালিক চৌধুরী (মলিক মিয়া), মেজ মামার নাম টেখই মিয়া চৌধুরী। মেজ মামার ছেলে আসাদ চৌধুরীর বড় ছেলে সাদেক আহমদ চৌধুরী ঢাকার মগবাজারে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে, স্ত্রী ও ছোট দুই সন্তান সে রেখে গেছে। শোকার্ত স্বজনদের দেখতে এবং পরিবার সদস্যদের সমবেদনা জানাতে আজ তাঁরা গিয়েছিলেন।
আজ (২৬ আগস্ট ২০২৫) সকালে অফিসার্স ডরমিটরির বাসিন্দা মোহাম্মদ আলী আকতার এর সৌজন্যে আমরা (মুহম্মদ নূরুল আমিন, মোঃ ইকবাল হাসান, মোহাম্মদ আলী আকতার, চৌধুরী হাসিন ইয়াসার ও আমি) মতিঝিলের খলিল হোটেলে গরুর গোশত, মোরগের স্যুপ ও পরোটা দিয়ে নাস্তা করি।
আজ বিকালে বসুন্ধরা আবাসিক এলাকা ঘুরে সন্ধ্যায় মাদানী এভিনিউর 'শেফ টেবিল' এ নাস্তা করি। বাংলাদেশ ব্যাংকের প্রিয় দুই সহকর্মী জয়নাল আবেদীন ও মোঃ আবুল কালাম আজাদ প্রতি শুক্রবার বসুন্ধরায় ঘুরতে যান, ফেসবুকে ছবি দেখি। আজ তাঁদের সাথে আমিও চলে আসলাম। জুমার পর বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন ফোন করে বসুন্ধরায় যাবার আমন্ত্রণ জানালেন, বললেন টিকাটুলি থেকে আমাদের এক সহকর্মী তাঁর গাড়িতে করে আমাকে নিয়ে আসবেন। প্রাইভেট গাড়িতে যাওয়ায় '৩৬ জুলাই এলিভেটেড এক্সপ্রেসওয়ে' দিয়ে আমরা দ্রুততম সময়ে কুড়িল হয়ে বসুন্ধরায় পৌঁছে যাই। বসুন্ধরা এন ব্লকে সেন্ট্রাল মসজিদের কাছাকাছি এলাকায় আমরা একত্রিত হই। সন্ধ্যায় জয়নাল আবেদীনের অত্যাধুনিক গাড়ি চড়ে আমরা আফতাবনগর আসি। স্বদেশ প্রোপার্টিজের বিশাল প্রকল্পের মধ্যে দিয়ে আমরা যাই, গাড়িতে সাথে ছিলেন আরেক সহকর্মী মোঃ আবুল কালাম আজাদ। জয়নাল আবেদীন ও আবুল কালাম আজাদ তাঁদের আফতাবনগর অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দ্বিতীয় তলা ঘুরে দেখান। সমমনা বেশ কয়েকজন বন্ধু মিলে তাঁরা এটি নির্মাণ করছেন। আফতাবনগর থেকে ফেরার সময় সহকর্মী মোঃ আবুল কালাম আজাদ নিজের গাড়ি ড্রাইভ করে আমাকে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে নামিয়ে দিয়ে যান।
২৭ সেপ্টেম্বর ২০২৫ আকস্মিকভাবে আমার মোবাইল ফোন বিকল হয়ে যায়। মোবাইলে আমার অনেক মূল্যবান সম্পদ আটকে যায়। হোয়াটসঅ্যাপে সেপ্টেম্বর মাসের ঢাকার ডায়েরির লেখা, গুরুত্বপূর্ণ ছবি, ডকুমেন্টারি, বিকাশের লেনদেন সবই মোবাইল বিকলে আটকে গেছে। ফেসবুক ব্যবহার পুরোপুরি বন্ধ রয়েছে। ছোট ছেলে হাসিনের সেটে সীম ঢুকিয়ে বিকল্পভাবে জরুরি যোগাযোগ করছি। ২৮ সেপ্টেম্বর ২০২৫ ভোরে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী ঢাকার শ্যামলির বাসভবনে ইন্তেকাল করেন।তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। আজ রাতে মতিঝিলের খলিল হোটেলে আমরা চারজন (মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল আহাদ, আমি ও আমার ছেলে হাসিন) নৈশভোজ করি। ইদানিং বাহিরে খাবারের ক্ষেত্রে প্রথম পছন্দ থাকছে খলিল হোটেল। খলিলের গরুর মাংসের কারি খুবই সুস্বাদু, ইকবাল হাসান মামার বিশেষ পছন্দের। এছাড়াও রয়েছে পায়া, কলিজা, কালো ভুনা, কাচ্চিসহ নানান আইটেম। রাতে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা লাভ করে। এশিয়া কাপে ভারত তিনবার পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক করে। ফাইনালে ভাল খেলেও পাকিস্তান হেরে যায়। ২৯ সেপ্টেম্বর ২০২৫ রেলের টিকিট না পেয়ে সড়কপথে আমরা পিতাপুত্র সড়কপথে ঢাকা থেকে গ্রীনলাইন পরিবহনে রওয়ানা দেই। ঢাকা সিলেট মহাসড়কে ছয়লেনের কাজ চলমান থাকায় সড়কের বেহাল দশা। কখন কে গন্তব্যে পৌঁছাবে তার নিশ্চয়তা পরিবহন কোম্পানি দিতে পারছে না। গত বৃহস্পতিবার রাতে আমাদের সহকর্মী মোঃ সাইফুল আলম রাত সাড়ে ৩টায় স্লিপার বাসে ঢাকা থেকে রওয়ানা দিয়ে পরদিন শুক্রবার রাত সাড়ে ৯ টায় (১৮ ঘন্টা) সিলেট পৌঁছান। খুবই আতংকের মধ্যে সড়কপথে রওয়ানা দিয়ে ৯ ঘন্টায় আমরা সিলেট পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলি। সিলেট ঢাকার রেলের টিকিট এখন প্রায় শতভাগ অসাধুদের দখলে। দশদিন আগে অনলাইনে ঢুকে এখন আর কেহ টিকেট কাটতে পারছেন না। ঢাকায় পরিচিত মোবাইল ইঞ্জিনিয়ার না থাকায় অপেক্ষাই করতে হয়। ৩০ সেপ্টেম্বর ২০২৫ সিলেটের করিমউল্লাহ মার্কেটে মা মনি টেলিকমের সত্বাধিকারী তোফায়েল আহমদ এর কাছে গেলে যত্ন নিয়ে দ্রুত মোবাইল সচল করে দিলে সবকিছু ফিরে পাই। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিস এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখায় গিয়ে জরুরি কিছু কাজ সারি। সিলেটে আজ ভয়াবহ তাপদাহ। আজ কর্মদিবস শেষে পিআরএল এ চলে গেলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, বিশিষ্ট সংগঠক ও সমবায়ী জনাব মোঃ ফয়েজ আহমেদ। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পক্ষ থেকে আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় মতিঝিল অফিসের কনফারেন্স রুমে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হবে। রাতে আয়কর উপদেষ্টা মোহাম্মদ আলী খোকন এর নতুন চেম্বার রহিম টাওয়ারে যাই, দেখা হলো সহকর্মী মোঃ আব্দুল হাফিজ এর সাথে। আয়কর উপদেষ্টার সহকারী মোহাম্মদ তামিম আমার ও সহধর্মিণীর মোবাইল ফোন আয়করের জন্য রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন। নভেম্বর ২০২৫ এর মধ্যে আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। রাতে আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান উনদাল রেস্টুরেন্ট পূর্ব জিন্দাবাজারে যাই, চাচাতো ভাই জাহেদুজ্জামান চৌধুরী ও সালাহউদ্দিন চৌধুরীর সাথে দেখা ও জরুরি কিছু কথা বলি। আজ রাতে প্রবল বাতাস ও স্বস্তির বৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কে যানজট। গাড়িতে বা পায়ে হেঁটে তাঁরা এক মন্দির থেকে আরেক মন্দির ঘুরে বেড়াচ্ছেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net