সিলেট সরকারি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, ‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবনদর্শনই মানবতার মুক্তির পথ। তাঁর চরিত্র ও আদর্শকে ধারণ করলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত আলোচনাসভা এবং নাতে রাসুল (সা.), কেরাত, ক্যালিগ্রাফি এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০ সেপ্টেম্বর শনিবার নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের শহীদ সোলেমান হলে মাহে রবিউল আউয়াল উদযাপন উপকমিটির আহবায়ক মাওলানা শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীরাত উদযাপন উপকমিটির সদস্য সচিব প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সহসভাপতি আফতাব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, সীরাত উপকমিটির সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত ও কবি বাছিত ইবনে হাবীব। ‘মহানবী সা.-এর জীবনচরিত : বিশ্ব মুসলিমের পথ ও পাথেয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শামসীর হারুনুর রশীদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীরাত উদযাপন উপকমিটির সদস্য ডা. মুহাম্মদ ফয়জুল হক, ইমদাদুল হক নোমানী, কেমুসাস কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।
প্রধান অতিথি প্রফেসর মাহমুদুল হাসান আরও বলেন, রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।
অনুষ্ঠানে ১৩টি গ্রুপে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ক্বেরাত ‘ক’ গ্রুপে এহসান আল হাসান ১ম, মো. আব্দুল্লাহ ২য়, তাহির ও আফজাল আহমদ যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। ক্বেরাত ‘খ’ গ্রুপে আদনান তাহমিদ ১ম, আব্দুল্লাহ হাদি ২য়, সায়মা সিদ্দিকা ৩য় স্থান অর্জন করে। ক্বেরাত ‘গ’ গ্রুপে সাবিকুন নাহার খান ১ম, লামিমা জান্নাত ২য় এবং সামামা বিনতে আকতার ও সামিনা নুর মুনাতাহা যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। নাতে রাসূল (সা.) ‘ক’ গ্রুপে মাহতারিন জান্নাত মাহরিন ১ম, আফসান আব্দুল্লাহ লাবিব ২য়, সৈয়দ আমান আব্দুল্লাহ ৩য় স্থান অর্জন করে। নাতে রাসূল (সা.) ‘খ’ গ্রুপ রিয়াসা জাহান নুহা ১ম, ইমাম হাসান আল বান্না ২য়, সৈয়দা মরিয়ম রিদা ৩য় স্থান অর্জন করে। নাতে রাসূল (সা.) ‘গ’ গ্রুপে শাহ আলম মামুন ১ম, মাশহুদ আহমদ ২য় এবং মাশহুদা আক্তার সায়মা ৩য় স্থান অর্জন করে।
ক্যালিগ্রাফি ‘ক’ গ্রুপে সাময়া জালাল রাফা ১ম, হাদিয়া ফিরদাউস নাজিফা ২য়, চৌধুরী ছিদরাতুল মুনতারিন ৩য় স্থান অর্জন করে। ক্যালিগ্রাফি ‘খ’ গ্রুপে সাইদ আরাফাত ১ম, ফাতেহা আহমেদ ইপা ২য়, মাহমুদুল হাসান ৩য় স্থান অর্জন করে। ক্যালিগ্রাফি ‘গ’ গ্রুপে নুযহাত ফিরদাউস নাবিলা ১ম, সামিহা সাওদা ২য় ও মো. জুবায়ের আহমদ ৩য় স্থান অর্জন করে। রচনা ‘ক’ গ্রুপে আবু তালহা ১ম, আদিবা ওয়াসী শুহরাত ২য়, তানজিবা তৌফিক চৌধুরী ৩য় অর্জন করে। রচনা ‘খ’ গ্রুপে তাহলিদা ইয়াসমিন ১ম, মোঃ আজহারুল ইসলাম ২য়, শুয়াইব আহমদ ইয়াহিয়া ৩য় অর্জন করে। রচনা ‘গ’ গ্রুপ জান্নাতুল ফেরদৌস তাশফিয়া ১ম, তাহসিনা তাবাসসুম লাবিবাহ ২য়, মাহফুজা জান্নাত তাকী ৩য় অর্জন করে এবং ‘ঘ’ গ্রুপে আবদুল আহাদ কাউসার ১ম, তাহেরা ফোয়ারা চৌধুরী ২য় ও কানিজ আমেনা ৩য় স্থান অর্জন করেন।
বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতার সম্মানিত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, শিল্পী সুজাউল কবির শামিম, শিল্পী ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী রাজিব, শিল্পী ইঞ্জিনিয়ার তারেক আহমদ, শিল্পী জাহিদ হাসান, শিল্পী রাশেদুল হাসান রাসেল, শিল্পী মুহাম্মদ কামরুজ্জামান, ক্বারী আবুল হাসনাত বেলাল, ক্বারী মাযহারুল ইসলাম জয়নাল, কারী মাওলানা মাসুদ আহমদ, কারী দিলোয়ার হোসেন, কারী ওমর ফারুক, কারী জহুর মুনিম, ক্যালিগ্রাফার সামিয়া খাতুন ও ইলহাম সাদি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net