
‘আমাদের হৃদয়ে ধারন করতে হবে রসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা। রসুল (সা.)-এর আদর্শ আমাদের নিজেদের জীবন ও সমাজে প্রতিষ্ঠা করতে পারলেই দুনিয়া-আখেরাতে মুক্তি সম্ভব।
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত কেরাত, নাতে রাসূল (সা.), রচনা ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান একথা বলেন। আজ (শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল তিনটায় কেমুসাসের সীরাত প্রতিযোগিতায় ৪টি বিষয়ে ১৩টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সীরাতুন্নবী (সা.) উদযাপন উপকমিটির আহ্বায়ক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে ও আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সীরাতুন্নবী (সা.) উদযাপন উপকমিটির সদস্য সচিব প্রবন্ধিক মো. জাহেদুর রহমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, কার্যকরী পরিষদের সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট কামাল তৈয়ব, ডা. ফয়জুল হক, সৈয়দ মোহাম্মদ তাহের।
এছাড়া প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ের সম্মানিত বিচারক ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টায় সীরাত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।