‘কালিক ঘন্টাধ্বণি’

ডা. মো. মাশুকুর রহমান

‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ – প্রাচ্যের ঐতিহ্য, সগৌরবে

সমুন্নত শিরে, তুমি দাঁড়াবে আবার, ভাবনার

এমনি মুহূর্ত এসে দাঁড়িয়েছে, ঠিক, সত্যিকার

ঠেকাতে পারেনি কেউ – নবীন মেতেছে উৎসবে!

পরিবর্তনের ঢেউ, দোলা দেয়, পাটাতনে যবে

খসে পড়ে, অনিকেত যতো,খুঁজে গাছের কোটর

ওরা নিশাচর, তাই আঁধারের প্রতীক, দোসর

সুবহ সাদিক দেখো, জেগে ওঠে, সুরে কলরবে!

সমাগত সত্য যদি, মুখরিত, জনপদ করে

কর্কশ আঁধার কালো হারাবেই, অস্তিত্ব তাহার

চিরন্তন সত্যে শুনি, অমৃতের সত্য ঝংকার

উৎসুক মন খোঁজে – শতফুল, তাহারেই বরে!

প্রাচ্যের এ বিদ্যাপীঠ, ধুলিম্লান পৃথ্বিতল থেকে

সগৌরবে তুলে মাথা, নবধারা, ইতিহাস লেখে!

শেয়ার করুন