
জাবেদ আহমদ :
আজ ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৬ সফর ১৪৪৭ হিজরি শুক্রবার। আগস্ট বাংলাদেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ খ্রিস্টাব্দের ৫ আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে দেড় যুগের অধিক সময়ে চেপে বসা আওয়ামী লীগ সরকারের পতন হয়। এজন্য হাজার হাজার ছাত্র জনতা নিহত আহত হন।
আজ সকালে অনেক দিন পর রমনায় হাঁটতে গেলাম।সকাল সোয়া ৭টায় অফিসার্স ডরমিটরি থেকে আমি ও শেখ জাহাঙ্গীর হোসেন স্যার ৮ নম্বর গাবতলী পরিবহনে রওয়ানা দিলাম, ভাড়া জনপ্রতি দশ টাকা। পূর্বের কথামতো সকাল আটটায় রমনায় বাংলাদেশ ব্যাংকের দু’জন সহকর্মী লেখক গোলাম বহলুল ও বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হকের সাথে দেখা হওয়ার কথা। মৎস্য ভবনের সামনে নেমে আমরা রমনা পার্কে প্রবেশ করে সোজা হেঁটে যমুনার গেটের সন্নিকটে রমনা প্রভাতীর টেন্টে চলে যাই। সেখানে অনেক দিন পর আমাদের কোচ বর্ষিয়ান কবির চৌধুরীর সাথে একান্তে কিছু কথা বলি। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সকালে পুনরায় জ্বর দেখা দিয়েছে, উপেক্ষা করে রমনা চলে আসার পর শরীর খারাপ লাগছে। রমনার কোর্স সংক্ষিপ্ত করে বাসায় ফেরার সিদ্ধান্ত নেই। ফিরার পথে রমনায় আচমকা দেখা হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুল হাছিব স্যারের সাথে। তিনি সিলেট থেকে ঢাকা সেগুনবাগিচায় এসেছিলেন অসুস্থ বড় ভাইকে দেখতে। সকালবেলা রমনায় হাঁটা তাঁর পছন্দের, আমাদের পেয়ে বেজায় খুশি। গোলাম বহলুল স্যারও আজ জ্বর নিয়েই দৌড়াচ্ছেন, তিনি প্রতি শুক্রবার সকাল আটটায় এসে রমনায় দুই চক্কর দৌড় দেন। মোঃ জহুরুল হক দেরি করে এসে বহলুল স্যারের সাথে যোগ দিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের পাঁচজন একসাথে ছবি তুলে একটু আগে বিদায় নেই। রমনা থেকে যাত্রাবাড়ির বাসে ইত্তেফাক মোড় নেমে রেস্টুরেন্টে নাস্তা করে আমরা হেঁটে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে পৌঁছি।
আজ দুপুরে ঢাকা সেনানিবাসের আশালতা অফিসার্স কোয়ার্টারে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম জিয়া পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেট এর প্রাক্তন সভাপতি সৈয়দ তৈয়বুর রহমান স্যার আমাকে দাওয়াত দিয়েছেন। স্যারের মেয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দা রেবেকা সুলতানা (মাসুমা) ও জামাতা চক্ষু রোগ (রেটিনা) বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডাঃ বিল্লাল হোসেন এর বাসা আশালতা ভবনে। আশালতা, স্বর্ণলতা ও বণলতা নামের চৌদ্দতলার তিনটি ভবনকে একত্রে ‘ত্রিলতা’ বলা হয় এবং ত্রিলতা নামে একটি দোকানও রয়েছে অভ্যন্তরে। মতিঝিল থেকে গাজীপুর পরিবহনে রওয়ানা দিয়ে চল্লিশ টাকা ভাড়ায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের কাছে দুপুর ১২টায় নামি। বৃষ্টি থাকায় তৈয়বুর রহমান স্যার ছাতাসহ সেখানে এসে আমাকে নিয়ে যান। বাসায় পৌঁছার পর স্যারের সহধর্মিণী রত্নগর্ভা মা আসমা আক্তার চৌধুরী আমার পরিবারের কুশলাদি জিজ্ঞেস করেন। চা নাস্তা শেষে বৃষ্টি কমে আসলে স্যার আমাকে নিয়ে সুউচ্চ ভবনের ছাদে নিয়ে সেনানিবাস এলাকার সৌন্দর্য্য দেখান। স্যারের জামাতা ও নাতি আজ সকালে একটি ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। জুমার নামাজ আমরা ত্রিলতা ভবনের সুবিশাল মসজিদে আদায় করি। মসজিদে আজ জুমার খুতবার বিষয় ছিল ‘শিরক কী? এর কুফল’। মাল্টিমিডিয়ার মাধ্যমে খতীব সাহেব বলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহপাকের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে অংশীদার বলে বিশ্বাস করাই ‘শিরক’ । তিনি বলেন শিরক হলো সকল গোনাহের মা। শিরককারী কখনও বেহেশতে প্রবেশ করতে পারবে না। খুতবার বাংলা তরজমাও ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়। জুমার নামাজ শেষে বাসায় ফিরে জামাতা লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার বিল্লাল হোসেন ও ভাতিজি ডাক্তার সৈয়দা রেবেকা সুলতানার সাথে দেখা হয়। হেভি লাঞ্চ করে আমরা ফলফলাদি খাওয়ার সময় নানান বিষয়ে কথা বলি। বিকাল চারটায় বাসা থেকে বিদায় নিয়ে সৈয়দ তৈয়বুর রহমান স্যারের সাথে ঢাকা সেনানিবাসের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পায়ে হেঁটে দেখার চেষ্টা করি। তৈয়বুর স্যার প্রতিদিন সকালে এসব সড়কে হেঁটে বেড়ান, সবই তাঁর নখদর্পণে। শহীদ রমিজউদ্দিন পার্কের ভিতর দিয়ে রেললাইন ক্রস করে আমরা যাত্রা শুরু করি, পার্কে চমৎকার লেক। বিশাল আয়তনের ঢাকা ক্যান্টনমেন্টে অনেক লেক রয়েছে, এগুলো মাছে ভরপুর। আমরা সেনা সদর, নৌবাহিনী প্রধানের বাসভবন, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেনাবাহিনীর দরবার হল ‘সেনাপ্রাঙ্গণ’, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), সেনা সেন্ট্রাল জামে মসজিদ, নির্ঝর আবাসিক এলাকা, নির্ঝর লেক, লেকে ভাসমান ত্রিবেণী রেস্টুরেন্ট, আর্মি অফিসার্স ক্লাব, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব, নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকা ঘুরে দেখি। ঢাকা সেনানিবাসের মুক্তিযুদ্ধ জাদুঘরে সিলেট বিভাগের তেলিয়াপাড়ার সম্মেলন, মাধবপুরের যুদ্ধ, ছাতকের অপারেশন, গোয়াইনঘাটের যুদ্ধ, কানাইঘাটের যুদ্ধ ও আটগ্রাম দখলের যুদ্ধের ছবি ও ইতিহাস স্থান পেয়েছে। নান্দনিক সৌন্দর্যের সুবিশাল সেনা সেন্ট্রাল জামে মসজিদে আসরের নামাজ আদায় করি। সেনানিবাসের মসজিদগুলো একতলার বড় পরিসরে নির্মিত। দুই ঘণ্টা একসাথে হেঁটে প্রিয় সৈয়দ তৈয়বুর রহমান স্যারের কাছ থেকে বিদায় নিয়ে লেগুনায় চড়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটে এসে বিজয় স্মরণি মেট্রোরেল স্টেশন যাই।
আজ দুপুরে ঢাকার মাসিক বঙ্গবীর পত্রিকার সম্পাদক এম, এ, রকীব সিলেট বিভাগীয় সমিতি উত্তরা, ঢাকার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পাঠান। অনুষ্ঠান আজ রাত সাড়ে ৭টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের হোয়াইট হল কমিউনিটি সেন্টারে, আসলে ঢাকায় বসবাসরত সিলেটের লোকজনের সাথে দেখা হবে জানিয়ে আমাকে অংশ নেয়ার জন্য জনাব রকীব অনুরোধ করেন। আমি খুবই পরিশ্রান্ত ছিলাম, অনুরোধের ঢেঁকি গিলতে বললাম মেট্রোরেলে আসছি, দেখা করে আবার মেট্রোরেলে মতিঝিল চলে যাব। বিজয় স্মরণি থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে গিয়ে রিকশায় চড়ে সন্ধ্যা পৌনে আটটায় হোয়াইট হল কমিউনিটি সেন্টারে পৌঁছি। সাংবাদিক এম, এ রকীব আমাকে স্বাগত জানান। সেখানে দেখা ও কথা হয় সমিতির নতুন সভাপতি শিল্পপতি মাসুম চৌধুরীর সাথে, তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ভাদেশ্বরে। আরও দেখা হয় জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও ভাগ্নে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক সোয়েব মালিকসহ উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরে বসবাসরত সিলেটের লোকজনের সাথে। অনুষ্ঠানের শুভকামনা জানিয়ে আব্দুর রকীব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে মেট্রোরেল চড়ে রাত ৯টায় মতিঝিল ফিরে আসি। আজ প্রথম মেট্রোরেলের প্রথম থেকে শেষ স্টেশন (উত্তরা উত্তর টু মতিঝিল) চড়া হলো।
আজ (২ আগস্ট ২০২৫) সারাদিন ঢাকায় অফিসার্স ডরমিটরিতে ঘুম আর খাওয়া দাওয়া করে গেল। আরকে মিশন বাংলাদেশ ব্যাংক নিবাস জামে মসজিদে আসরের নামাজ আদায় করে আমরা (আমি ও মোঃ ইকবাল হাসান) রিকশা চড়ে বায়তুল মোকাররম যাই। ইউরোপ সফরে যাওয়া মোঃ ইকবাল হাসানের জন্য একটি লাগেজ কেনার জন্য আমাদের যাওয়া। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গৌরাঙ্গ রায় জানালেন বায়তুল মোকাররমে ‘প্রেসিডেন্ট’ এর শোরুমে একদামে লাগেজসহ নানান ধরণের ব্যাগ কিনা যায়। আমরা বায়তুল মোকাররম পৌঁছে লাগেজের সবকটি শোরুমে ডিলার: প্রেসিডেন্ট লেখা দেখতে পাই, কয়েকটি ডিলারের দোকানে ঢুকে প্রেসিডেন্টসহ অন্যান্য ব্র্যান্ডের লাগেজ দেখি। একসময় প্রেসিডেন্ট এর শোরুমে যাই, লাগেজ দেখি, ডিলার ডিসকাউন্ট দিলেও শোরুমে কোন ডিসকাউন্ট নাই। দরদাম করে ডিলার থেকে ভিন্ন ব্র্যান্ডের লাগেজ কিনে আমরা বায়তুল মোকাররমের উত্তর গেটে একশত টাকা দিয়ে মজাদার দুই প্লেট চটপটি খাই। পাশের টং দোকান থেকে চা পান করে রিকশায় চড়ে ডরমিটরিতে ফিরে মাগরিবের নামাজ আদায় করি।
আজ (৩ আগস্ট ২০২৫) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ ব্যাংকে তারুণ্যের উৎসবের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চত্বরে বৃক্ষরোপণ করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (৪ আগস্ট ২০২৫) খুবই ব্যস্ত দিন কাটে। সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাল ব্যাজ ধারণ করি, কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেই। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী, মোঃ কবির আহাম্মদ পিএইচডি, বিআইএফইউ হেড এএফএম শাহীনুল ইসলাম এর উপস্থিতি জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা রক্তদান কর্মসূচি ঘুরে দেখেন। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন এর পিআরএল গমণ উপলক্ষে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ ও ২ এর উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইএমডি -২ এর পরিচালক জনাব মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মোস্তফা আজাদ কামাল। অনুষ্ঠানে বিদায়ী অতিথি নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। সহকারী পরিচালক মিঠুন দাস এর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, সনীত কুমার আচার্যী, আবু সাঈদ শিকদার ও যুগ্ম পরিচালক শারমিন সুলতানা প্রমুখ।
বিকালে ব্যাংকিং হলে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৌখিকভাবে চাকুরি ছেড়ে জুলাই বিপ্লবে প্রকাশ্যে সমর্থন করা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় বক্তব্য রাখেন এবং বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দাবি করেন।
৫ আগস্ট ২০২৫ ছাত্র গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দুপুরে সিলেট প্রেসক্লাব ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমজেইউ) এর আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখি ও দোয়ায় শরীক হই। সিলেট প্রেসক্লাবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সভা পরিচালনা করেন সিলেট প্রতিনিধি সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমজেইউ) এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজ বেলা আড়াইটায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল। এসএমইউজের সিনিয়র সদস্য দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো চীফ খালেদ আহমদ এর পরিচালনায় নিউইয়র্কের সাংবাদিক এমদাদ হোসেন দিপু, সাংবাদিকগণ এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণঅভ্যুত্থান দিবসে সরকারি বেসরকারি অফিস আদালত ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সিলেটের কিনব্রিজের উভয় দিকে প্লে কার্ড, ফেস্টুন, আলোকসজ্জায় বিশেষ সাজে সজ্জিত করা হয়। তারুণ্যের উৎসবে সারাদেশে বৃক্ষরোপণ করা হয়।
আজ (৬ আগস্ট ২০২৫) সিলেট থেকে সরাসরি লন্ডন (ইউকে) যান চাচী জমজম খানম আহমদ ও চাচাতো বোন জেলওয়া সুলতানা এবং একইদিন ইস্তাম্বুল (তুরস্ক) সফর করে লন্ডন ঢুকে চাচাতো ভাই ব্র্যাক ব্যাংকের ম্যানেজার শাফি উদ্দীন চৌধুরী (শিপলু)। তিনজনই স্বল্প সময়ের জন্য বেড়াতে গেছেন, ইউকেতে আমাদের অনেক স্বজন, বেড়াতে গেলে সিলেট থেকে বেশি সমাদর মিলে।
আজ সকালে এমসি কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছোট ছেলেকে নামিয়ে ফেরার পথে নার্সারি থেকে কয়েকটি গাছ কিনে বাসার খালি জায়গায় রোপণ করি। বিকালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে গিয়ে পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করি। আজ তাঁর নির্বাহী পরিচালক পদে আজ হওয়ার কথা ছিল, অজ্ঞাত কারণে হলো না।
আজ (৭ আগস্ট ২০২৫) দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে গিয়ে পরিচালক (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম স্যারের কক্ষে দেখা হলো নির্বাহী পরিচালক খালেদ আহমদ ও পরিচালক (ব্যাংকি়ং) শাহজাহান মজুমদার এর সাথে। ক্যাশ বিভাগের অতিরিক্ত পরিচালক আবু তাহির মোঃ হাবিবুল্লাহ’র কক্ষে গিয়ে দেখা হয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মতিন’র সাথে। অফিস থেকে বাসায় ফেরার পথে নিচে দেখা হয় দু’জন অগ্রজ অবসরপ্রাপ্ত সেন্ট্রাল ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা সরোজ কুমার ভট্টাচার্য্য ও মওদুদ উর রব ইমরান স্যারের সাথে।
আজ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ডিবিআই -৯ এ যোগদান করেন মোহাম্মদ আলী আকতার। সিলেট অফিস বদলি হয়ে প্রধান কার্যালয়ে যোগদানের জন্য আগেরদিন বিমান চড়ে ঢাকায় আসেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার।
আজ (৮ আগস্ট ২০২৫) শুক্রবার সিলেটের হেতিমগঞ্জের আমিন কনভেনশন হলে চাচাতো বোন হাবিবা আক্তার চৌধুরী সেবিন ও মোঃ ফয়ছল আহমদ এর বড় মেয়ে ফাতেমা খানম এর শুভ বিবাহ অনুষ্ঠানে সস্ত্রীক গিয়ে অনেকদিন পর প্রিয় স্বজনদের সাথে দেখা হলো।
সেবিন আমাদের চাচা মরহুম মোঃ আব্দুল মতিন চৌধুরীর চতুর্থ মেয়ে। বিবাহ অনুষ্ঠানে চাচাতো বোন নাজমিন, জেবিন, সেবিন ও রুবিন, চাচাতো বড় বোন মরহুমা পারভীন আপার মেয়ের সাথে দেখা হয়। ইচ্ছে ছিল ফেরার সময় ১২ কিলোমিটার দূরে পারিবারিক কবর জিয়ারত করে বাড়ি হয়ে আসা, বৃষ্টির জন্য আর হলো না।
আজ (৯ আগস্ট ২০২৫) সকালে ঢাকা থেকে মাদ্রিদের পথে উড়াল দিলেন সহকর্মী মোঃ ইকবাল হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মোঃ আব্দুল হাফিজ ও মোহাম্মদ আলী আকতার। বিকালে সিলেট নগরী থেকে প্রকাশিতব্য নতুন দৈনিক সুরমা মেইল পত্রিকার
শেষ মুহূর্তের কাজ দেখতে বিকাল থেকে সন্ধ্যা অবধি ঘন্টা দুয়েক আম্বরখানা ইস্টার্ন প্লাজায় সিলেট এক্সপ্রেসের অফিসে টীম সুরমার সাথে ছিলাম। সুরমা মেইলের প্রধান সম্পাদক সেলিম আউয়াল, সম্পাদক আব্দুল মুহিত দিদার, সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম ও একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন সেসময়। ইস্টার্ন প্লাজা মসজিদে মাগরিবের নামাজ পড়ে পত্রিকা অফিসে আমরা চা বিস্কুট খাই। সকলকে নিয়ে সুরমা মেইলের শুভকামনার জন্য আমি মোনাজাত পরিচালনা করি। সিলেট থেকে প্রকাশিতব্য ‘দৈনিক সুরমা মেইল’ এর যাত্রা শুরুর ক্ষণে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগলো। রাতে উপবন ট্রেনে ঢাকা চলে আসি। সহযাত্রী ছিলেন সহকর্মী মোঃ সাইফুল আলম ও ছোটভাই পুলিশ ইন্সপেক্টর জুবেদ আহমদ।
আজ (১০ আগস্ট ২০২৫)
দৈনিক ‘সুরমা মেইল’ বাজারে এসেছে সিলেটের পাঠকদের হাতে হাতে পৌঁছেছে। প্রথম সংখ্যায় আমার লেখাও ছাপা হয়েছে। বাদ আসর সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল হয়েছে। সুরমা মেইল পত্রিকার সাথে আমার সরাসরি কোন সম্পৃক্ততা নেই, তবে আত্মিক এক সম্পর্ক রয়েছে। এ যেন নিজের না হলেও নিজের মনে হয়। আজ ছাড় দিয়ে উদ্ভাস-উন্মেষ কোচিং এ ভর্তির শেষ দিন ছিল। ছোট ছেলে হাসিন ঢাকায় কোচিং করতে চায়। বিকালে সহকর্মী বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হককে নিয়ে আরামবাগের ইডেন মার্কেটে গিয়ে ছেলের ভর্তি সম্পন্ন করি। সন্ধ্যায় নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে যাই। ১১ আগস্ট ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সভা কক্ষে আমার সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র দাসের বিদায় সংবর্ধনা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিকালে সিলেট থেকে অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বন্ধু মোঃ আব্দুল কাইয়ুম ও তরুণ ব্যবসায়ী সিলেটের এইচ আর হার্ডওয়ার এর সত্বাধিকারী কয়সর আলী কয়েস আমার অফিস কক্ষে আসেন।
বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিনের সহকর্মী ও আন্দোলন সংগ্রামের প্রাক্তন সহযোদ্ধা বন্ধু আব্দুল কাইয়ুম কে নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাফিজ, রাজেশ ভট্টাচার্য্য, মোঃ আলী আকতার প্রমুখকে নিয়ে ফটোসেশন করি, আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’উপহার দেই। আমাদের গ্রুপ সিক্সের লিডার বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান স্যার পনের দিন শ্রান্তি বিনোদন ছুটি শেষে আজ ঢাকায় ফিরেছেন। ইউরোপ সফরে থাকা আমাদের গ্রুপ সিক্সের সদস্য মোঃ ইকবাল হাসান আজ মাদ্রিদ থেকে বুলেট ট্রেনে বার্সেলোনা যাত্রার ছবি পোস্ট করেন।
আজ (১২ আগস্ট ২০২৫) দুপুরে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর সাথে নির্বাহী পরিচালক মোহাম্মদ খসরু পারভেজ স্যারের সাথে তাঁর অফিস কক্ষে গিয়ে দেখা করি। বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা করি। বিকালে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের অফিস সেক্রেটারী শিব্বির আহমদ ও তাঁর ভাই প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার কবির আহমদ আমার অফিস কক্ষে আসেন। আলোচনা শেষে তাঁদেরকে আমার বই উপহার দেই। আজ সন্ধ্যায় আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে আমাদের গ্রুপ সিক্সের সদস্য পরিচালক (এলপিআর) এহেসানুল হক চৌধুরীর সাথে দেখা হয়। ইউরোপ সফরে থাকা ইকবাল হাসান এফবি লাইভে জানালেন বার্সিলোনা (স্পেন) থেকে বিমানে লিসবন (পর্তুগাল) যাচ্ছেন।
১৩ আগস্ট ২০২৫ সকালে মতিঝিলের খলিল হোটেলে সকালের নাস্তা করি। বীর চট্টলার কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ এহেসানুল হক চৌধুরীর সৌজন্যে হেভি নাস্তায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ ফজলার রহমান, মোঃ নুরুল আলম, অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম ও মোঃ আব্দুল আহাদ।
আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনের লেভেল ১১ তে বিএফআইইউর সভা কক্ষে বাংলাদেশ ব্যাংকের সর্বদলীয় সভায় অংশ নেই। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে হলুদ, নীল ও সবুজ দলের নেতাদের উপস্থিতিতে এ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেলা দুইটায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের সপ্তম তলায় বাংলাদেশ ব্যাংকের সাহিত্যমোদীদের সংগঠন ‘অধিকোষ’ এর বিদায় সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজে অংশ নেই। অধিকোষ এর কোষাধ্যক্ষ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি ফরিদা বেগম এর পিআরএল গমণ উপলক্ষে ছিল এ আয়োজন। অধিকোষ সভাপতি লিজা ফাহমিদা, সহ-সভাপতি ফাতেমা তাসনিম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক সৈয়দ নুরুল আলম, লায়ন মোঃ আবুল হাশেম, হামিদুল আলম সখা প্রমুখ উপস্থিত ছিলেন। আমাকে ও দুলাল গাঙ্গুলীকে আজকের সভায় নতুন আজীবন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। বিকালে বাংলাদেশ ব্যাংক কেন্টিনে দেখা হয় পরিচালক (পিআরএল) এহেসানুল হক চৌধুরীর সাথে। আমরা চিকেন চাপ ও পুরি খাই। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, সাংবাদিক সালেহ আহমদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আমরা ঢাকা কোঅপারেটিভ এর সহ সম্পাদক হলুদ দলের নেতা মোঃ আজহারুল ইসলামের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত হই। বাংলাদেশ ব্যাংক হলুদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে হলুদ দলের স্টিয়ারিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ খান, জয়নাল আবেদীন, ডাইরেক্টর রত্না বিশ্বাস, মোহাম্মদ উজ্জ্বল মিয়া, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার শামস, সিনিয়র নেতা মোঃ আব্দুল ওয়াহাব, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ইকবাল বাহার সুজন, ভোগ্যপণ্যের সাধারণ সম্পাদক রশিদুল হাসান খান কারিব, হলুদ দলের নেতা আলিফ আল নাঈম ভূঁইয়া, ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সন্ধ্যায় পূর্ব গোলাপবাগ এলাকায় মনোয়ারা ডায়েগনিস্টিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর রোকনুজ্জামান ভূঞা’র চেম্বারে যাই। ডরমিটরিতে ফিরে এসে বাংলাদেশ ব্যাংক ক্লাবে কিছুক্ষণ টেবিল টেনিস খেলে ঘাম ঝরাই। কলেজে পড়ার সময় (১৯৮৪-১৯৮৮) সিলেটের মদন মোহন কলেজের ছাত্র মিলনায়তনের টেবিল টেনিস বোর্ডের দখল নিতে মরিয়া হয়ে অপেক্ষায় থাকতাম।
আজ (১৪ আগস্ট ২০২৫) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। আজ সকাল ৯.২০ বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়াল দিয়ে সকাল ১০.১০ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। প্রাইভেট কারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দুপুর ১২.০৬ তিনি মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পৌঁছালে তাঁকে রিসিভ করে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মোঃ জবদুল ইসলাম স্যারের কক্ষে নিয়ে যাই। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে মোহাম্মদ আহমদ আলী স্যারের পর নির্বাহী পরিচালক পদে যোগদান করছেন সিলেটের সন্তান মোঃ আমিনুল ইসলাম, তাই আলাদা একটা আবেগ কাজ করছে। হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক বাংলাদেশ ব্যাংক জালালাবাদ কল্যাণ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া স্যারের যোগদানসহ যাবতীয় কাজে আন্তরিকতার সাথে সহায়তা করেন। যোগদান পত্র নিয়ে মোঃ আমিনুল ইসলাম স্যার থার্ড ফ্লোরে গিয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী স্যারের সাথে দেখা করেন। পরে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম স্যারের সাথে দেখা করেন। জোহর ও আসরের নামাজ আমরা বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মসজিদে এবং মাগরিব ও এশা আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস জামে মসজিদে আদায় করি। প্রথম দিনে আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে স্যারকে নিয়ে বিভিন্ন বিভাগে যাই। নির্বাহী পরিচালক মোঃ ওসমান গনি, মোঃ নিয়ামুল কবির, পরিচালক নাসিমা সুলতানা, তাসনীম ফাতেমা, মোঃ ফয়েজ আহমেদ এর সাথে আজ তাঁর দেখা ও কথা হয়। বাংলাদেশ ব্যাংক জালালাবাদ কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সিনিয়র সদস্য মোঃ হাবিবুর রহমানের সাথে দেখা হয়। ৩২ বছরের ক্যারিয়ারে বদলি হয়ে প্রথম প্রধান কার্যালয়ে এসেছেন, দুই বছর ময়মনসিংহ অফিসে ছিলেন, আর পুরোটা কেটেছে সিলেট অফিসে। আজ বিকালবেলা ঢাকা কোঅপারেটিভে হিসাব খোলার জন্য গেলে চা চক্র শেষে সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট এর প্রাক্তন সাধারণ সম্পাদক আলিফ আল নাঈম ভূঁইয়া স্যারের সাথে ছবি তুলেন। পাঁচ দিনের ছুটি নিয়ে রাতের ট্রেনে তিনি সিলেট ফিরে যান। নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম স্যার সন্ধ্যায় অফিসার্স ডরমিটরিতে আসলে তাঁর ব্যাচমেট বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান স্বাগত জানান। তাঁর ৪১০ কক্ষে বসে সান্ধ্যকালীন নাস্তা ও আলোচনা চলে। রাত সাড়ে আটটায় ডাইনিং টেবিলে বসে আমরা তিনজন (মোঃ আমিনুল ইসলাম, মোঃ ফজলার রহমান ও আমি) ডিনার করি। মেন্যু ছিল চিকেন কারি, মিক্সড ভেজিটেবল ও ডাল। বৃহস্পতিবার রাতে ডরমিটরিতে লোক খুবই কম, সবাই বাড়িতে চলে গেছে। রাতে রোকেয়া খালা একাই খাবার রান্না ও পরিবেশ করে, দুই সহযোগী শরীফা খালা ও সাইনুর খালা আসেনি। রাত পৌনে দশটায় ডরমিটরির ২০২ নম্বরের বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ এহেসানুল হক চৌধুরী ফোন করে বললেন রাতে বাইরে খেতে চান, দ্রুত তৈরি হতে বলেন। আমি ও ফজলার রহমান স্যার খেয়ে ফেলেছি, আমার রুমমেট মোঃ সাইফুল আলম এখনও খাননি। আমরা তিনজন নিচে নামলাম। সেখানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিবুল্লাহ আজাদের সাথে দেখা, তিনি তাঁর বনশ্রীর অফিসে দাওয়াত দিলেন। আমরা চারজন খলিল হোটেলে যাই, মোঃ এহেসানুল হক চৌধুরী ও মোঃ সাইফুল আলম ডিনার করেন, আমরা দুজন রসগোল্লা ও বোরহানি খাই। খাওয়া দাওয়ার চেয়ে আড্ডা আলোচনা হয় বেশি, মধ্যমনি ছিলেন বীর চট্টলার এহসান চৌধুরী। তিনি মানুষকে খাওয়াতে পারলে খুশি হন। তাঁর ঢাকা আসা মানেই আমাদের ভুরিভোজ লেগেই থাকা। আজ গভর্নর ড. আহসান এইচ মনসুর স্যারের বাংলাদেশ ব্যাংকে যোগদানের প্রথম বর্ষপূর্তিতে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও পদস্থ কর্মকর্তারা দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান।
আজ ১৫ আগস্ট ২০২৫ সকালে হাঁটাহাঁটি ও পপুলারে স্বাস্থ্য পরীক্ষা শেষে ধানমন্ডি স্টার হোটেলে নাস্তায় লোকসমাগম প্রচুর, বসার সীট মিলছে না। দোতলায় গিয়েও ভীড়, চারজনের টেবিলে একজন বসে আছেন, হাতের ইশারায় আমাদের (বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক ফজলার রহমান ও আমি) বসতে বললেন। অর্ডার দেয়ার পর ফুড আসতে দেরি হচ্ছে, আমরা বসে রয়েছি। আগে থেকে বসা ফয়সাল ভাই বললেন শুক্রবার ও শনিবার স্টারে ভীড় অত্যধিক থাকে।। ফয়সাল ভাই পুরাতন ঢাকার নারিন্দার আদি বাসিন্দা। তাঁর বাবা পাকিস্তান আমলের শিল্পপতি ও ঠিকাদার মরহুম হাজী মোঃ আবুল বাশার একজন সৎ ব্যবসায়ী হিসেবে অতীব পরিচিত ও সমাদৃত ছিলেন। দেশ স্বাধীনের পর ১৯৭৭/৭৮ সাল থেকে ঠিকাদারি ব্যবসা বাদ দিয়ে দেন।
পারিবারিক বিশাল ভূসম্পত্তি ডেভেলপের পাশাপাশি তাঁর লৌহ জাতীয় সামগ্রীর ফ্যাক্টরি রয়েছে। এখন থাকেন এলিফ্যান্ট রোডে নিজের ফ্ল্যাটে। ফয়সাল ভাই বিয়ে করেছেন সিলেটের মেয়ে। খুব কম সময়ে আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে গেলাম, আমরা দুজন সমবয়সী (জন্ম ১৯৬৯), ফজলার রহমান ও ফয়সাল ভাইয়ের দুই মেয়ে। খাবার শেষে হোটেল বয়কে বললেন বিল একত্রে দেয়ার জন্য। ধানমন্ডি ২ নম্বর থেকে হেঁটে হেঁটে আমরা এলিফ্যান্ট রোডে প্রিন্স টাওয়ারে যাই, এটি তাঁর বড় বোনের । নিজের কেনা ফ্ল্যাটে থাকেন, দুই মেয়ে কানাডা ও ইংল্যান্ডে পড়াশোনা করছে।
ফয়সাল ভাই বিগত চারদলীয় জোট সরকারের আমলে (২০০১-২০০৬) পুরনো ঢাকা থেকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করেছিলেন।
ভালোই সময় কাটলো শুক্রবারের সকাল। ঢাকায় নতুন একজন বন্ধুর সাথে পরিচয় হলো, শুভকামনা সকলের জন্য।
আজ দুপুরে ঢাকার বনশ্রী ব্লক-এম রামপুরার আমুলিয়া রোডে হক টাওয়ারে এহেসানুল হক চৌধুরী ও মোঃ ফজলার রহমান স্যারের সাথে এক স্বজনের ফ্ল্যাটে যাই। এটি দক্ষিণ বনশ্রীর শতবর্ষী মেরাদিয়া বাজারের সন্নিকটে, খুবই সুন্দর আবাসিক এলাকা। রাজধানীর ঐতিহ্যবাহি সাপ্তাহিক হাট মেরাদিয়া প্রতি বুধবার বসে।
জুমার নামাজ কাছাকাছি একটি অস্থায়ী মসজিদে আদায় করি। মুসল্লিরা দুটি ফ্ল্যাটের পার্কিং ও রাস্তায় চাটাই বিছিয়ে নামাজ পড়ছেন। জুমার খুতবা শুরুর আগে কমিটির পক্ষ থেকে জানানো হলো দুই কোটি টাকা দর সাব্যস্ত করে মসজিদের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে, ৫০ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। এলাকায় বেশ কয়েকটি সুউচ্চ ভবন নির্মাণাধীন রয়েছে, সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ জায়গা ক্রয়সহ মসজিদ ভবন নির্মিত হবে। নামাজ আদায় শেষে আমরা স্বজনের ফ্ল্যাটে দুপুরের খাবার খাই। খাবারের ম্যানুতে বাগেরহাটের সামুদ্রিক মাছের আধিক্য ছিল। ডিমওয়ালা ইলিশ, চিংড়ি, লটিয়া, বালিয়া, লাছ মাছ সাথে ছিল গরুর মাংসের কারি। শেষে ছিল ডেজার্ট। বিকালে উবারে চড়ে আমরা বনশ্রীর আমতলা রোড থেকে মতিঝিল ফিরি। সন্ধ্যায় মতিঝিল ঘরোয়া রেস্টুরেন্টে চা নাস্তা করি। আজ রাতের বাসে এহসানুল হক চৌধুরী চট্টগ্রাম চলে গেলেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ছিল ৫০তম মৃত্যুবার্ষিকী। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়ন করায় আজ দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে শোক দিবস পালিত হয় নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। ঢাকার ধানমন্ডি ৩২ সড়কের বঙ্গবন্ধু ভবন আওয়ামী বিরোধী নেতা কর্মীদের দখলে ছিল।
আজ (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যায় পদব্রজে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরি থেকে পূর্ব গোলাপবাগ মনোয়ারা অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে রিপোর্ট দেখিয়ে আসি। সাথে ছিলেন নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ছিল ৫০তম মৃত্যুবার্ষিকী। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়ন করায় আজ দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে শোক দিবস পালিত হয় নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। ঢাকার ধানমন্ডি ৩২ সড়কের বঙ্গবন্ধু ভবন আওয়ামী বিরোধী নেতা কর্মীদের দখলে ছিল।
আজ (১৬ আগস্ট ২০২৫) সন্ধ্যায় পদব্রজে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরি থেকে পূর্ব গোলাপবাগ মনোয়ারা অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে রিপোর্ট দেখিয়ে আসি। সাথে ছিলেন নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন।
কর্মসংস্থান ব্যাংক বিশ্বনাথ শাখা, সিলেট এর ম্যানেজার(এসপিও) জনাব মাহমুদুল হক খান (জুয়েল) এর সাথে ঢাকায় আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস অফিসার্স ডরমিটরিতে আজ দেখা হলো। তিনি আমার রুমমেট বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম এর বন্ধু। একজন মেধাবী সজ্জন ব্যাংকারের সাথে নানান বিষয়ে আলোচনা হলো। তাঁর বাসা সিলেট নগরীর গৌড় গোবিন্দ টিলার নীচে নিলয় আবাসিক এলাকায়। বিদায়বেলায় তাঁকে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই।
আজ (১৭ আগস্ট ২০২৫) রাতে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের পিআরএল সেলিব্রেশন করতে আমরা গ্রুপ সিক্সের চারজন সদস্য পূর্বাচলের নীলা মার্কেটে যাই। শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের এক্সিও করোলা গাড়িতে চড়ে মতিঝিল থেকে সড়ক ফ্লাইওভার হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, দেশগ্রাম রোড (শেখ হাসিনা স্মরণি) হয়ে ২১.৫ কিলোমিটার দূরের পূর্বাচল নীলা মার্কেটে যেতে ভীড় ঠেলে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা, আসার সময় লাগে ৪০ মিনিট। নীলা মার্কেট সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে আমরা চারজন জামাতের সাথে এশার নামাজ আদায় করি। নীলা মার্কেটে ছোট বড় অনেক রেস্টুরেন্ট। সকলের প্রধান আকর্ষণ হাঁসের মাংস। সাথে থাকে রুমালি রুটি, ছিটা রুটি ও ভাত। গরুর মাংস, চিকেন, মাছও রয়েছে হরেক রকমের। আমাদের গাড়িচালক একটি সংস্থায় কাজ করেন। তিনি তার প্রধান নির্বাহীকে নিয়ে প্রায়ই নীলা মার্কেটে আসেন, সবই তার পরিচিত। তিনি আমাদের নিয়ে সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে ঢুকেন। রাত সাড়ে ৯টায় রেস্টুরেন্টে ছিল প্রচুর ভীড়। অনেক্ষণ অপেক্ষার করে হাঁসের মাংস ভুনা, রুমালী রুটি ও ছিটা রুটি আমাদের টেবিলে পরিবেশন করা হলে সকলের মুখে হাসি ফুটে। চার পিস স্ট্যন্ডার্ড সাইজের হাঁসের মাংস সাথে পর্যাপ্ত ঝুল, লাকড়ি দিয়ে রান্না করা কারি খুবই সুস্বাদু ছিল। হাঁসের মাংসের কারি প্রতি প্লেট ২৫০ টাকা। রুটি প্রতি পিস ২৫ ও ৩০ টাকা। পেটভরে রাতের খাবার খেয়ে আমরা ভিতরের দিক ঘুরে আসি। মালাই চা (প্রতি মাটির পেয়ালা ৫০ টাকা) পান করি, তবে স্বাদে কারো মন ভরে নি। পরে আমরা সুস্বাদু টক মিষ্টি দই ও রসগোল্লা খাই। সবশেষে পান খেয়ে ঠোঁট লাল করে রাত ১১.০২ গাড়িতে চেপে মতিঝিলের পথে রওয়ানা দেই। ১১.৪২ গাড়ি মতিঝিল আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে পৌঁছে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেনও আজ রাতে পরিবার (জাপানে পিএইচডি অধ্যয়নরত মেয়েসহ) নিয়ে ভাইরাল হওয়া নীলা মার্কেটে হাঁসের মাংস খেয়ে আসেন। কাকতালীয় বিষয় তাঁরাও সকাল সন্ধ্যা হরতাল খান, তবে আমাদের সাথে তাঁদের দেখা হয় নি।
আজ (১৮ আগস্ট ২০২৫) বিকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন এর সাথে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে দেখা হলো। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ ফয়েজ আহমেদ এর ছোট ভাই।
জনাব মোঃ হেলাল উদ্দিন চাকরির সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে তিন বছর কর্মরত ছিলেন এবং এনডিসি’র দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জননেতা এম সাইফুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন এনডিসি হিসেবে মৌলভীবাজার সার্কিট হাউস, বাহার মর্দনে মন্ত্রীর বাড়িসহ বিভিন্ন জায়গায় খুবই কাছাকাছি থেকে তাঁকে দেখার ও সেবা প্রদানের সুযোগ হয়েছিল। সিলেটের মানুষজন মরহুম এম সাইফুর রহমানকে খুবই ভালবাসতেন। চাকরির শুরুর প্রথম তিন বছর মৌলভীবাজারের সুখময় দিনগুলো তাঁর খুবই মনে পড়ে। শ্রীমঙ্গলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য তাঁকে এখনও টানে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর কক্ষে আলোচনা ও চা চক্রের পর তাঁর হাতে তুলে দেই আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’।
আজ (১৯ আগস্ট ২০২৫) ফজরের নামাজের পর বৃষ্টির আশংকায় আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরির ছাদে আধা ঘন্টা হাঁটা হলো। সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক জনাব মোঃ ফজলার রহমান।
আজ দুপুরে বিআইএফইউ হেড এ,এফ,এম শাহীনুল ইসলাম এর বাধ্যতামূলক ছুটিসহ জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর মহোদয়ের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করি। বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অতিরিক্ত পরিচালক বীর জুলাই যোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে অতিরিক্ত পরিচালক মোঃ রোকনুজ্জামান, মোঃ ফারুক, এ,কে,এম গোলাম বহলুল, মোঃ জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোকাদ্দেম আহমেদ, মোঃ শহীদুল ইসলাম, শামস তিবরিজ ভূঁইয়া, মোঃ মনসুর রহমান জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।
গভর্নর মহোদয় প্রতিনিধি দলের বক্তব্য মনযোগ সহকারে শুনেন। গভর্নর মহোদয় বলেন সরকারের গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছেন, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি সবাইকে অফিসের কর্ম পরিবেশ শান্ত রাখার পরামর্শ দেন।
ঢাকায় আজ আবহাওয়া অস্থির ছিল। কড়া রোদ, ভারী বর্ষণ বিরতি দিয়ে পরিবর্তন হয়। ঢাকার মতিঝিলে আজ ‘এই রোদ এই বৃষ্টির’ দিন ছিল।
আজ (২০ আগস্ট ২০২৫) সকালে বার দিনের ইউরোপ (স্পেন, পর্তুগাল ও ফ্রান্স) সফর শেষে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সহকর্মী মোঃ ইকবাল হাসান, ডমেস্টিক ফ্লাইটে তিনি সিলেট চলে যান।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব মোঃ নিয়ামুল কবির এর কক্ষে কানাডায় বসবাসরত বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সৈয়দ শোয়েবুর রহমানের সাথে দুপুরে দেখা হলো। তিনি সপরিবারে পবিত্র উমরাহ পালন করে গতকাল ঢাকায় এসেছেন। ক্ষণিকের জন্য নিয়ামুল কবির স্যারের অফিস কক্ষ যেন মিনি সিলেট অফিসে পরিণত হয়েছিল। এসময় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাফিজ ও মোহাম্মদ সাজ্জাদুল রহমান উপস্থিত ছিলেন।
সৈয়দ শোয়েবুর রহমান ১৯৮৫ সালে সিএনই পদে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেট ও ব্যাংকার্স ক্লাব, সিলেট এর একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ ও মোঃ সাব্বিরুল আলম চৌধুরী স্যারদ্বয়ের সাথে ইএমডি-২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদসহ আজ দুপুরে দেখা করি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্ত অমান্য করে বিএফআইইউ হেড আজ অফিসে আসলে উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ কর্মকর্তারা এক্সিকিউটিভ ফ্লোরে গেলে এইচআর এর দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী তাঁদের শান্ত করেন এবং তিনি বিষয়টি দেখছেন বলে আশ্বস্ত করেন। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এ ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি করেছে।
আজ রাতের খাবারের পর বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে ৪০৮ নম্বর কক্ষে পরিচালক এমডি আবুল কালাম আজাদ এর সাথে অনেক্ষণ নানান বিষয়ে আলোচনা হলো। ইএমডি-২ এর অরনেট এমএলএসএস জীবন মিয়া আজ ফোন করে জানাল গতকাল (১৯ আগস্ট ২০২৫) তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, মা পুত্র সুস্থ আছে।
আজ (২১ আগস্ট ২০২৫) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র দাস এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেই। ইএমডি-২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক জনাব মোঃ খসরু পারভেজ। অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন ও সহকারী পরিচালক মোঃ হালিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আবুল কালাম, যুগ্ম পরিচালক মোহাম্মদ এনামুল ইসলাম, উপ-পরিচালক মোঃ রবিউল হোসেন, উপ সহকারী পরিচালক জাবালে রহমত প্রমুখ। বিদায় সংবর্ধনা উপলক্ষে বিভাগের সকলকে হানিফ বিরিয়ানির সুস্বাদু স্পেশাল মাটন বিরিয়ানি (প্যাকেট ৩২০ টাকা) দিয়ে আপ্যায়ন করানো হয়। বিদায়ী অতিথিকে উপহার দেয়া হয়। বিকালের ট্রেনে সিলেটের পথে ঢাকা ছাড়ি।
আজ (২৩ আগস্ট ২০২৫) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় বৃক্ষমেলা দেখতে যাই। পছন্দের গাছ কেনার জন্যই মেলায় যাওয়া। মেলার। সবকটি নার্সারি ঘুরে দেখে সবুজ বন নার্সারি থেকে রেড লেডি জাতের পেঁপে, কলমের আতাফল ও কমলালেবুর গাছ কিনি। মেলায় দেখা ও কুশল বিনিময় হয় আমাদের এসএসসি চুরাশিয়ান বন্ধু সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী স্টার প্যাসিফিক হোটেলের ম্যানেজিং ডিরেক্টর ফালাহ উদ্দিন আলী আহমদ এর সাথে। সিলেটের খারপাড়ার বাসার পিছনে ও খালি প্লটে গাছগুলো রোপণ করি, রোপনে সহায়তা করেন আমাদের গাড়িচালক মোঃ আব্দুস শহীদ। বিকালে জিন্দাবাজার রাজা ম্যানশন যাই। লিটল ম্যাগ সম্পাদক লেখক,কলামিস্ট ও সমালোচক মোহাম্মদ লুৎফুর রহমান সম্পাদিত “গাগরা” জুলাই গণঅভ্যুত্থান সংখ্যায় ২০২৫ এ আমার লেখা ‘কোটা আন্দোলন থেকে সরকার পতন’ ছাপা হয়েছে। আজ বিকালে সম্পাদকের গ্রাফিক্স ইউনিভার্সাল রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেটের অফিস থেকে লেখক কপি হাতে পেলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম (প্রশাসন) মোহাম্মদ জসিম উদ্দিন ও দিরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছির চৌধুরী। সন্ধ্যায় সিলেটে বেড়াতে আসা প্রিয়জন মিসেস তুলতুল তামিয়া (বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম এহসান স্যারের সহধর্মিণী) ফোন করেন। তিনি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান উনদাল কিং কাবাব এ খেতে এসেছেন, সাথে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক বায়না নাওমি। সন্ধ্যার পর ডাক্তারের এপয়েন্টমেন্ট থাকায় এবং রাতেই ঢাকা ফেরার তাড়ায় তাঁর সাথে আর দেখা করা হয়নি। সিলেটে আজ দিনে রোদ, সন্ধ্যায় বৃষ্টি ছিল। ঢাকায়ও রাতে বৃষ্টি হচ্ছে জানালেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
আজ (২৪ আগস্ট ২০২৫) বিকালে ডরমিটরিতে ফেরার সময় মতিঝিলের ফল বিক্রেতা ইকবাল মিয়ার নিকট থেকে রেড লেডি জাতের পাকা পেঁপে কিনি, রাতে ঢাকায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে বসবাসরত নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম, পরিচালক মোঃ ফজলার রহমান ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতারসহ একসাথে বসে সুস্বাদু পেঁপে খাই, পরে তাঁদের নিকট লিটল ম্যাগ “গাগরা” ১ম জুলাই গণঅভ্যুত্থান দিবস সংখ্যা ২০২৫ শুভেচ্ছা মূল্যে বিক্রি করি। লেখক, সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ লুৎফুর রহমান সম্পাদিত গাগরা’র চলতি সংখ্যায় চব্বিশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখক কবি সাহিত্যিক রাজনীতিবিদদের লেখা স্থান পেয়েছে। আমার লেখা ‘কোটা আন্দোলন থেকে সরকার পতন’ রয়েছে লিটল ম্যাগাজিন গাগরায়।
আজ (২৫ আগস্ট ২০২৫)
মতিঝিলের ইকবাল মিয়ার নিকট থেকে ২২০ টাকা দিয়ে একটি কাঁঠাল ক্রয় করি। তিনি এখন পাকা পেঁপে বেশি বিক্রি করেন। ‘রেড লেডি’ জাতের পাকা পেঁপে খুবই সুস্বাদু, প্রতি কেজি একশত টাকা। সাথে থাকে অল্প আনারস। কয়েকটি কাঁঠালও ভ্যানে দেখা যাচ্ছে। কাঁঠাল দেখলেই মাথা নষ্ট হয়ে যায়! ভ্যানের সামনে দাঁড়াই। ইকবাল ভাই মুচকি হাসে, আমি তাঁর কর্পোরেট কাস্টমার (মুলামুলি ছাড়া ক্রেতা)। অনেক দেখে আমাকে একটি ডালের কাঁঠাল দিয়ে বললেন, ভাল পেলে সিজনের শেষ পর্যন্ত নিয়ে আসবেন।
আজ (২৬ আগস্ট ২০২৫) দুপুরে বাংলাদেশ প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক সর্বজনাব মোঃ খসরু পারভেজ, মোঃ সাব্বিরুল আলম চৌধুরী ও মোঃ আমিনুল ইসলাম এর সাথে দেখা, আলোচনা ও কফি নাস্তা করি। বিকালে লেভেল ২৫ এ অতিরিক্ত পরিচালক একেএম গোলাম বহলুল এর চেম্বারে এক বিশেষ সভায় অংশ নেই। মাসখানেক পর আজ বিকালে আমার নতুন কম্পিউটার ও মনিটর পেয়েছি, শেষ সময়ে সহায়তার জন্য অতিরিক্ত পরিচালক (আইসিটি) মুহম্মদ নূরুল আমিন স্যারকে ধন্যবাদ। আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হলে নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন স্যার আমাকে মতিঝিলের খলিল হোটেলে নিয়ে যান, নান রুটির সাথে ছিল গরুর মাংসের কিলোভূনা। লুঙ্গি পরিহিত অবস্থায় একাই ছিলাম রেস্টুরেন্টে, পরিচিত কেহ সামনে না আসায় বিড়ম্বনায় পড়তে হয়নি। রাতে বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকায় টেবিল টেনিস খেলে অনেক ঘাম ঝরাই। রাতের খাবারের পর চতুর্থ তলার ডাইনিং এ সিলেটের আমরা আটজন ( মোঃ আমিনুল ইসলাম, মুহম্মদ নূরুল আমিন, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, রাজেশ আচার্য্য ও মোহাম্মদ আলী আকতার) বসে কিছুক্ষণ একান্তে আলাপ করি, অফিসার্স ডরমিটরির নানান সমস্যা, আগামী দিনে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য উদ্যোগ নেয়ার প্রসঙ্গ আসে। ঘুমানোর আগে পরিচালক এমডি আবুল কালাম আজাদ এর কক্ষে ও করিডোরে আড্ডা আলোচনায় নির্বাহী পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক (পিআরএল) শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মামুনুর রহমান, এমডি আবুল কালাম আজাদ, মোঃ ইকবাল হাসান ও আমি ছিলাম।
আজ (২৭ আগস্ট ২০২৫) দুপুরে জরুরি কাজে ঢাকা কোঅপারেটিভে গিয়ে সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন ও ভাইস-চেয়ারম্যান জয়নাল আবেদীন এর সাথে দেখা হয়। দ্রুততার সাথে কাজ শেষ হলেও সম্পাদক ও ভিপির অনুরোধে একসাথে বসে লাঞ্চ করতে হয়। অফিসের কম্পিউটারের সমস্যার জন্য সকালে প্রিয় সহকর্মী জিহাদ মান্নান এবং বিকালে আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নূরুল আমিনকে অবহিত করি। ত্বড়িৎ সমাধানও হয়। আজ সিলেটের অগ্রজ মোঃ আতিকুর রহমানের (অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক) তৃতীয় মেয়ের জার্মানির স্টুডেন্ট ভিসা হয়েছে। আতিক ভাই আজ ঢাকায় সকালে এসে জার্মান এম্বেসি থেকে পাসপোর্ট সংগ্রহ করে বিকালের বাসে সিলেট ফিরে গেছেন, আমাদের জন্য ডরমিটরিতে মিষ্টি দিয়ে গেছেন। আজ রাতে বাংলাদেশ ব্যাংক আরকে মিশন রোড অফিসার্স ডরমিটরিতে নবাগত সদস্য নির্বাহী পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলামকে তাঁর ডরমিটরির ৩০৭ নম্বর কক্ষে গিয়ে ফুলেল জানাই। আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের পরিচালক এমডি আবুল কালাম আজাদ, পরিচালক মোঃ ইকবাল হোসেন, পরিচালক মোঃ নুরুল আলম, অতিরিক্ত পরিচালক মুহম্মদ নূরুল আমিন, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, মোহাম্মদ জিয়াউল হায়দার, রাজেশ আচার্য্য, মোহাম্মদ আলী আকতার প্রমুখ ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরি কল্যাণ সমিতির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি ডরমিটরির সদস্যদের সুবিধা অসুবিধা দেখার জন্য কল্যাণ সমিতির কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সবশেষে উপস্থিত সদস্যদের মিষ্টান্নে আপ্যায়ন করা হয়।
আজ (২৮ আগস্ট ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ স্যারের চেম্বারে দ্বিমাসিক বিভাগীয় সভায় অংশ নেই। ইএমডি -২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এবং বিভাগের অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ তাঁর তিন দশকের অধিক সময়ে সেন্ট্রাল ব্যাংকে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নানান পরামর্শ দেন। দুপুরে বাংলাদেশ ব্যাংকের দু’জন নির্বাহী পরিচালক একেএম এহসান ও মোঃ সাব্বিরুল আলম চৌধুরী স্যারদের সাথে বিদায়ী সাক্ষাৎ করি, সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার। তাঁরা দু’জন ২৮ ও ৩১ আগস্ট ২০২৫ কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমন করবেন। বিকালে ঢাকা থেকে কালনী এক্সপ্রেসে সিলেট যাই, ঢাকা – সিলেট রেলপথে ভোগান্তি লেগেই রয়েছে। সময়মতো না ছাড়া, স্ট্যান্ডিং যাত্রিদের আধিক্যে ওয়াশ রুমে যাওয়া যায় না, করিডোর লোকে লোকারণ্য থাকে।
আজ (২৯ আগস্ট ২০২৫) সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ সংখ্যা লিটল ম্যাগ ‘গাগরা’ এর প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এডিশনাল আইজিপি জনাব মোঃ রেজাউল করিম। প্রবীণ শিক্ষাবিদ ও কবি কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি ইসতিয়াক সিদ্দিকী প্রমুখ।
পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম আমাদের এসএসসি চুরাশিয়ান। গাগরা সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান ও আমি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদও এসএসসি চুরাশিয়ান। অনুষ্ঠান শেষে আমরা সমবয়সী তিন সহপাঠী (এসএসসি পরীক্ষার্থী ১৯৮৪) একান্তে কিছু কথা বলি, ছবি তুলি, ডিনার করি।
এডিশনাল আইজিপি পদে পদোন্নতি পেয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় চলে যাচ্ছেন এসএসসি চুরাশিয়ান বন্ধু মোঃ রেজাউল করিম। বিদায়বেলায় তিনি আমাকে ঢাকার বারিধারার নতুন অফিসে যাবার দাওয়াত দেন।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক বীর জুলাই যোদ্ধা জনাব মোঃ নজরুল ইসলাম এর সাথে দেখা করতে আজ (৩০ আগস্ট ২০২৫) দুপুরে সিলেট মহানগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে যাই। সিলেটে এনআরবি ব্যাংকের সহযোগিতায় ও বুম বক্স কমিউনিকেশন্সের আয়োজনে সিলেট উইমেন্স এন্টারপ্রেনারশিপ সামিটে অতিথি হিসেবে নজরুল ইসলাম এসেছেন। তিনি আমাকে অনুষ্ঠানে কিছুটা সময় থাকার অনুরোধ করেন, সাথে এনআরবি ব্যাংকের কর্মকর্তারাও। এনআরবি ব্যাংকের ডিএমডি মোঃ আলী আকবর ফরাজী এসেছেন, তিনি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের প্রধান বশির উদ্দিন ভূঁইয়া বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন। নির্বাহী পরিচালক খালেদ আহমদ, অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সাথে আমাকে প্যানেল ডিসকাসনে আলোচক হিসেবে অংশ নিতে হয়। বিকালে সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ (৩১ আগস্ট ২০২৫) ভোরে সিলেটের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, পর্যটন উদ্যোক্তা ডাক্তার জাকারিয়া হোসেইন ইন্তেকাল করেন। ছুটিতে সিলেট থাকায় বিকালে শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ তোফায়েল ইয়াকুব এর সাথে তাঁর অফিসে জরুরি কাজে যাই। আজ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মুহাম্মদ বদিউজ্জামান দিদার, মোঃ সারোয়ার হোসেন, মোঃ সালাহ উদ্দিন ও মোঃ মফিজুর রহমান খান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকে তাঁরা ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে যোগদান করেছিলেন। আজ কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমন করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সহকর্মী জয়েন্ট ডাইরেক্টর শামীম আহমদ। তিনি আমাদের সময়ে ভাল ফুটবল খেলোয়াড় (ডিফেন্ডার) ছিলেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরী ও মোঃ ওসমান গনি আজ কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমন করেন।