
রাজু আহমদ :
এরা তিনজন সত্যিকার অর্থে রত্নই। দেশে এবং বিদেশে আলোর দ্যুতি ছড়িয়েছেন এবং এখনো ছড়াচ্ছেন। ডান থেকে প্রথম ইব্রাহিম খলিল সাংবাদিকতায় বর্তমানে লন্ডনে এক আলোকিত নাম। সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা এবং রাজনীতি সবই যেন তার নখদর্পনে। সিলেটে এক সময় কোটি মানুষের প্রিয় দৈনিক সিলেটের ডাকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয় আব্দুল আহাদ। দৈনিক সিলেটের ডাক ছাড়াও সময় টেলিভিশনে সাংবাদিকতা করে সিলেটের মানুষের প্রিয় এক নাম হয়ে উঠেছিলেন। পাড়ি জমিয়েছেন আমেরিকায়। সেখানেও তার সাংবাদিকতায় দেশমাতৃকার কথা উঠে আসে সব সময়। সর্ব বামে থাকা আমাদের সবার প্রিয় নুর আহমদ এখনো আছেন সিলেটের ডাকে। কাজ করেন জাতীয় দৈনিকেও। সিলেটে এখন নেতৃত্ব দেন সাংবাদিকতায়। অনুষ্ঠান উপস্থাপনায় নুর আহমদের এখন জুড়ি মেলা ভার।
এই তিনজনের গোড়া পত্তন যার হাত ধরে তিনি আমাদের ওস্তাদ সেলিম আউয়াল। একে একে এদের তিনজনকেই দৈনিক সিলেটের ডাকে নিয়ে আসেন সেলিম ভাই। এক সময় এরা সাংবাদিকতায় খ্যাতি ছড়িয়ে দেন চারদিকে। ছবির নিচের সারিতে আছেন বামে এই আমাদের গুরু একজন সেলিম আউয়াল। সিলেটের প্রবীণ সাংবাদিক সাহিত্যিক এবং লেখক।
ভালো থাকুন নুর আহমদ আব্দুল আহাদ এবং ইব্রাহিম খলিল। ভালো থাকুন আমাদের সবার প্রিয় সেলিম ভাই।