উপস্থাপক যখন বিড়ম্বনায় পড়ে

তাসলিমা খানম বীথি

দীর্ঘদিন থেকেই উপস্থাপনা করছি। সাহিত্য আসর কিংবা যে কোন অনুষ্ঠান হোক চেষ্টা করি শুদ্ধ বা সুন্দর করে ঘোষণা দেওয়া। সেদিন সাইক্লোনের গুণীজন সান্নিধ্য সাহিত্য আসার চলছিল। নিয়মিত যারা সাহিত্য আসরে আসেন বেশিভাগই সবার নাম মুখস্ত। আসর কক্ষে লেখকদের প্রবেশ করলেই নিজেই নাম নোট করে নেই। শুধু দূর থেকে হাত দিয়ে ইশারা করলে লেখকরাও বুজে নেন তাদের লেখা পাঠে অংশ নিবে। যাই হোক, সেদিন একে একে বক্তব্য চলছে। আসর চলাকালিন কবি কামাল আহমদ ভাই আসলেন।

কামাল ভাইকে চিনে না সিলেটে সাহিত্যপাড়া এমন কোন লেখক নেই। তিনিও প্রত্যেক সাহিত্য আসরে উপস্থিত থাকেন। কিন্তু সেইদিনই ঘটলো অদ্ভুদ কান্ড। উপস্থাপনা চলাকালিন কখনো কামাল ভাইকে নাম জিজ্ঞাসা করি না। সাইক্লোনে আসরে আমি কামাল ভাই নাম ভুলে যাই। কামাল ভাইকে কি বলব? কি না ভাবছি। কাছে গিয়ে কামাল ভাইকে বললাম সাইক্লোনের খাতা কি সাক্ষর দিয়েছেন। তিনি না করলেন। সাথে সাথে বললাম আপনার নামটা আমি মনে করতে পারছি না। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন-ইন্নালিল্লাহ, বীথি এই কিতা কইরে। তুই আমার নাম ভুলে গেছিস। যা কিচ্ছু কইরাম না ছোট বোন দেখি। কামাল আহমদ নাম ঘোষণা দিছ। কামাল ভাইয়ে সাথে কথা শেষ হতেই বারান্দা এসে দেখি কবি মামুন সুলতান ও কবি ইসরাক জাহান জেলী কথা বলছে। তাদের দুজনকে শেয়ার করি আজকে কামাল ভাই নাম ভুলে গেছি মনে করতে পারছি না। এটি হাস্যকর লাগছে। মামুন ভাই বললেন, বীথি এটি তোমার একার নয় মাঝে মধ্যে তারাও যখন উপস্থাপনা করেন একি সমস্যা হয় বলে জানালেন খুব পরিচিতজন নাম মনে করতে না পারায় তখন তাদের কাছেও এমন বিড়ম্বনা পড়তে হয়। উপস্থাপকদের এমন মিষ্টি বিড়ম্বনা কথা শুনে তিনজন মিলেই হাসতে থাকি।

শেয়ার করুন