জাবেদ আহমদ :
নাম তাঁর আবু বকর, বাড়ি বাগেরহাট। বয়স দাবি করছেন আশি হবে। অর্ধ শতাব্দী (৫০ বছর) ধরে তিনি মতিঝিল মধুমিতা সিনেমা হল ভবনের পিছনের সড়কে সানশেডের নিচে ১৬ ইঞ্চি প্রস্থ ও ৫ ফুট দৈর্ঘ্যের একটি বাক্সে এককাতে ঘুমে রাত পার করছেন। পাশেই চলে মধ্যরাত অবধি ক্যারম খেলা। পাঁচ ওয়াক্ত প্রথম কাতারে জামাতের সাথে নামাজ আদায় করেন পার্শ্ববর্তী আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস জামে মসজিদে। মসজিদের কাজে মোয়াজ্জিনকে সহায়তা করেন। পরিস্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করেন, কাঁধে থাকে একটি রুমাল। মাথার পিছনের চুলে ছোট জট। নিজের জীবন নিয়ে তাঁর কোন অভিযোগ নেই বরং কথাবার্তায় সন্তুষ্টি ফুটে উঠেছে। বিয়ে করেছিলেন তবে সংসার করা হয়নি ।
তরুণ বয়সে পাকিস্তান আমল থেকে ঢাকার গোপীবাগ এলাকায় থাকছেন। রিকশা চালনাসহ নানান পেশায় সময় পার করেছেন। আবু বকর জানালেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর দিকে জিনিসপত্রের দাম (মশুর ডালের কেজি এক টাকা থেকে বেড়ে দেড় টাকা, ডিম টাকায় ৭টা) বেড়ে গেলে ঢাকা ছেড়ে খুলনায় চলে যান। ঢাকায় আবার ফিরে আসেন ১৯৭৫ সালে। কারো দেয়া সহায়তা তিনি নিতে সহজে চান না। বয়সের ভারে এখন আর রিকশা চালাতে পারেন না, রাস্তা থেকে প্লাস্টিকের বোতলসহ পুরনো জিনিস কুড়িয়ে চলছে তাঁর জীবন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net