শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেছেন, কবিরা হচ্ছেন দার্শনিক। তাঁরা তাঁদের দর্শন দিয়ে সমাজ ও দেশের কথা তুলে ধরেন, সত্যের পক্ষে অবস্থান নেন। শাহ মিজানও তাঁর রচিত 'ছন্দগুলো তোমার যেন হয় গো পছন্দ' গ্রন্থে কবিতার মাধ্যমে সত্য ও সুন্দরের কথা তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী ছড়াকার ও গীতিকার শাহ মিজান রচিত 'ছন্দগুলো তোমার যেন হয় গো পছন্দ' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাকালুকি প্রকাশন-এর উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট কবি কামাল তৈয়ব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, কবি ও সাহিত্যে সমালোচক বাছিত ইবনে হাবীব এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক ছড়াকার ও গীতিকার শাহ মিজান।
গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সলের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন হাকালুকি প্রকাশন-এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান, মূল প্রবন্ধ পাঠ করেন ছড়াকার কামরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল মুকিত অপি, কবি ছয়ফুল আলম পারুল, দোআঁশ প্রকাশনীর স্বত্বাধিকারী লেখক লুৎফুর রহমান তোফায়েল, সংগঠক ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি নাঈমা চৌধুরী, ছড়াকার তাজুল ইসলাম, ঔপন্যাসিক আলেয়া রহমান, ছড়াকার কবির আশরাফ, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জালাল জয়, সাংবাদিক শরিফ গাজী, কবি ও প্রাবন্ধিক আব্দুল বাছিত, গল্পকার জীম হামযাহ, কবি সুফি আকবর, গল্পকার নাঈমুল ইসলাম গুলজার, ভাটেরিয়ান সিলেট'র সদস্য সাইফুল্লাহ বিন নামর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাওহিদুর রহমান, সংগীত পরিবেশন করেন হেলাল আহমদ ও শেখ ওয়ালীউল্লাহ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নুরুস সুফিয়ান, গবেষক কবি সারওয়ার ফারুকী, গীতিকার ছড়াকার শাহিদুল মুরসালিন, রুহুল আমিন রুহেল, গীতিকার আব্দুল্লাহ আল মাসুম, কবি জেনারুল ইসলাম, শিল্পী আহমেদ কায়েস, কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net