
জাবেদ আহমদ জুলাই মাস আর্থিক বছর শুরুর মাস। বেশিরভাগ দেশেই জুলাই – জুন অর্থ বছর ধরা হয়। ১ জুলাই ২০২৫ প্রতি বছরের মতো সারাদেশে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকে, তবে বাংলাদেশ ব্যাংক যথারীতি খোলা থাকে এবং কর্মকর্তা কর্মচারী ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অফিস করেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ছাইফুল ইসলাম ৩০ জুন ২০২৫ অবসরে চলে যাওয়ায় এবং বিভাগের পরিচালক পদে কাউকে পদায়ন না করায় পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পালন করার জন্য জ্বর নিয়েই অফিস করি। আজ দুপুরে বিভাগের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার আমার কক্ষে এসে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের আগমন উপলক্ষে পরিচালকের কক্ষে তাঁকে নিয়ে আমরা বসি, বিভাগের নানান বিষয়ে আমরা আলোচনা করি। ১ জুলাই ২০২৫ সন্ধ্যায় ইএমডি-২ এর পরিচালক হিসেবে মোঃ ফয়েজ আহমদ কে পদায়ন করা হয়। ২ জুলাই ২০২৫ সকালে পদায়নের বিষয়টি আমি মোবাইলে অবহিত করলে পবিত্র হজ্বব্রত পালন শেষে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট -১ এ লিভ রিজার্ভে থাকা ফয়েজ আহমদ বিভাগে আসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। বিভাগের পক্ষ থেকে আমরা সকলে নান্দনিক সৌন্দর্যের ফুলের তোড়া দিয়ে তাঁকে বরণ করি। ফয়েজ আহমদ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অতীব পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ঢাকা কোঅপারেটিভে বিভিন্ন সময়ে ভাইস-চেয়ারম্যান, সহসম্পাদক ও পরিচালক পদে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন। আজ আমার পিতা মরহুম মোঃ ফৈয়াজ উদ্দিন চৌধুরী (ফজই মিয়া) এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের ২ জুলাই রাত ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ৩ জুলাই ২০২৫ বিকালে অসুস্থ শরীর নিয়ে রেলযোগে সিলেটের পথে রওয়ানা দেই। পবিত্র আশুরার সরকারি ছুটির সাথে আরো চারদিন ছুটি নেই। জ্বরে কাবু শরীরকে চাঙ্গা করতে সিলেটের বাসার বিছানায় বেশি সময় কাটে। এইচএসসি পরীক্ষার্থী ছোট ছেলে হাসিন ইয়াসারের সাথে গাড়ি চড়ে এমসি কলেজে যাই। ৬ জুলাই ২০২৫ সকালে গাড়ির ট্যাক্স টোকেনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট শাখায় যাই, শাখা প্রধান ভাইস প্রেসিডেন্ট সুলেখক মোঃ নুরুজ্জামান ও সহকারী প্রধান এনামুর রহমানের সাথে দেখা হয়। বিকালে সহধর্মিণী নুরজাহান পারভীন চৌধুরীর শখের ছাদবাগান দেখতে আসেন সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি। এসময় বাগানীর একটি সাক্ষাৎকার গ্রহণ করেন, যা দৈনিক সিলেটের ডাক, দৈনিক পূণ্যভূমি এবং একাধিক অনলাইন পোর্টালে ছাপা হয়। ১১ জুলাই ২০২৫ দৈনিক সিলেটের ডাক এর প্রধান আলোকচিত্রী সাংবাদিক জাবেদ আহমদ এর বোনের বিয়েতে অংশ নেই।
বিয়ের অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক
চৌধুরী, রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, সেলিম আউয়াল, কবির আহমদ সুহেল, মোঃ নুর আহমদ, সিলেট বিভাগীয় ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, মোঃ দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ প্রমুখের সাথে দেখা হয়। দশদিন সিলেট অবস্থান করে আজ (১৩ জুলাই ২০২৫) সকালে ঢাকা পৌঁছি। ট্রেন আজ যথাসময়ে (সকাল সাড়ে ৬টা) কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। পনের মিনিট পায়ে হেঁটে শহরতলী প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে দক্ষিণ কমলাপুর রেলওয়ে আন্ডারপাসের পাশ দিয়ে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে পৌঁছে নাস্তা করে হালকা ঘুম দেই। সকাল সাড়ে আটটায় ডরমিটরির ৩০৬ নম্বর কক্ষের বাসিন্দা নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার খুলনার মংলায় বোনের বাড়ি থেকে আনা গাব ফল নিয়ে আসেন। এর আগে বাজারে দেখলেও আজ প্রথম গাব খেলাম। ভিন্ন স্বাদের এ ফল খেতে ভালোই লাগলো। জ্বরে আক্রান্ত হয়ে দূর্বলতা কাটাতে ছুটিতে সিলেটের বাসায় পরিবারের কাছে চলে গিয়েছিলাম।
আজ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ পৌঁছলে পরিচালক মোঃ ফয়েজ আহমদ, অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন, মোঃ আবুল কালাম, বিমল চন্দ্র দাস, গৌরাঙ্গ রায় প্রমুখ আমার শারীরিক অবস্থার খোঁজ নেন। দুপুরে বিভাগের যুগ্ম পরিচালক মোঃ এনামুল ইসলাম এর গ্রামের বাড়ি থেকে আনা সুস্বাদু কাঁঠাল সকলকে পরিবেশন করা হয়। সন্ধ্যায় অফিস থেকে আসার সময় মতিঝিলে ইকবাল মিয়ার নিকট থেকে একশত টাকা দিয়ে একটি কাঁঠাল ক্রয় করে নিয়ে আসি। অফিসিয়াল কাজে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যার আজ ডরমিটরির (গেস্ট হাউসে)৩০৮ নম্বর কক্ষে উঠেছেন। সন্ধ্যায় নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের কক্ষে সিলেট থেকে অফিসিয়াল কাজে আসা নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যারকে নিয়ে কাঁঠাল মুড়ি খাই। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ ফজলার রহমান ও অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আহাদ এসময় উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যার আগামীকাল (১৪ জুলাই ২০২৫) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সিলেট অফিসের এনেক্স বিল্ডিং এর পুনঃ নির্মাণ কাজের পরামর্শকের সাথে বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন। পরিচালক হিসেবে তিনি প্রধান কার্যালয়ে কয়েক মাস ছিলেন, ডরমিটরিতে বসবাস করেছেন। আজ রাতে চতুর্থ তলায় এসে অনেকের সাথে দেখা করেন, কিচেনে রোকেয়া ও শরীফা খালাদের সাথে কথা বলেন। আজ (১৪ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অবসরপ্রাপ্ত ডিজিএম খোন্দকার মজিবুর রহমানের জানাজায় অংশ নেই। তিনি ২০০২ সালে অবসরে যান। সকাল ১১টায় এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সভা কক্ষে এক বিশেষ সভায় অংশ নেই। বিভাগের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর যোগদানের পর এটি ছিল প্রথম সভা। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম, সহকারী পরিচালক শিরীন আক্তার ও সুপারভাইজার তাঁদের সন্তানদের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিষ্টিমুখ করান। আজ দুপুরে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সৌজন্যে মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্টে লাঞ্চ করি। হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম স্যারের সাথে দেখা করি। সন্ধ্যায় নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের ৩০৬ নম্বর কক্ষে আমরা চারজন (মোঃ ফজলার রহমান, মোঃ আব্দুল আহাদ ও আমি) কাঁঠাল মুড়ি খাই। রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এলপিআর) বীর চট্টলার সন্তান এহেসানুল হক চৌধুরীর সৌজন্যে মতিঝিলের রিজিক রেস্টুরেন্টে ডিনারে অংশ নেই। ১৫ জুলাই ২০২৫ বাংলাদেশ ব্যাংকে আমার চাকুরির ৩৫ বছর পূর্ণ হলো। ১৯৯১ সালের ১৫ জুলাই বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে কয়েন/নোট এক্সামিনার ২য় মান পদে যোগদান করেছিলাম। আজ সকালে আমরা পাঁচজন (শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফজলার রহমান, মোঃ আব্দুল মতিন মোল্লা, মোঃ আব্দুল আহাদ ও আমি) নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের প্রাইভেট কার চড়ে রমনা পার্কে যাই। রমনা ঘন্টাখানেক হাঁটা ব্যায়াম করে মতিঝিল ফিরে আসি। ইত্তেফাক মোড় থেকে ৭০ টাকা দিয়ে একটি মিডিয়াম সাইজের কড়চা কাঁঠাল কিনে আনেন নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার। দ্রুত চাকু চালিয়ে কয়েক কোষ খেয়ে আমি কাঁঠালের গুণগত মানের রিপোর্ট দেই। তৃতীয় তলায় ৩০৫ নম্বর কক্ষে থাকা বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খাঁন স্যারের রুমে এক বাটি কাঁঠাল পাঠাই, স্যার তখন কড়িডোরে হাঁটছিলেন। সকাল ৮টায় এহেসানুল হক চৌধুরীর সৌজন্যে মতিঝিলের ভাইরাল ‘খলিল হোটেল’এ সকালের হেভি নাস্তা করি। অফিসে আসার পর সহকর্মী মোঃ আব্দুল মতিন মোল্লা বললেন তিনিও সকালবেলা ইত্তেফাক মোড় থেকে ৫০ টাকা দিয়ে ছোট একটি কাঁঠাল কিনেছেন। সন্ধ্যায় রমনা পার্কের সামন থেকে মোঃ আব্দুল আহাদ এর কিনে আনা আনারস ও পাকা পেঁপে খাই, সাথে ছিল শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের কেনা কাঁঠাল। খুলনার মংলা থেকে আনা গাবও খাওয়া হয়। ১৬ জুলাই ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া স্যারের সাথে তাঁর অফিস কক্ষে গিয়ে দেখা করি। তিনি ১৭ জুলাই ২০২৫ কার্যদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমন করবেন। সহকারী পরিচালক-১৯৯৩ ব্যাচের কৃতি কর্মকর্তা জনাব সাখাওয়াৎ ভূঁইয়া তাঁর প্রায় তেত্রিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় জীবনধর্মী অনেক পরামর্শ দেন। এসময় আমার সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও উপ-পরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া। জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া দক্ষ সেন্ট্রাল ব্যাংকারের পাশাপাশি একজন সংগঠক, ক্রীড়াবিদ, বৃক্ষপ্রেমিক এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিক। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। টেবিল টেনিসে তিনি বাংলাদেশ ব্যাংক আন্ত: অফিস ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হন। আজ বিকালে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা আয়োজিত মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলম মিলনায়তনে উপস্থিত হই। জেডি পর্যায়ে কার মেইনটেনেন্স বিষয়ে আলোচনায় উপস্থিত কর্মকর্তারা তাঁদের পরামর্শ তুলে ধরেন। পরে কাউন্সিল সভাপতি একেএম মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বক্তব্য দেন। ১৭ জুলাই ২০২৫ কার্যদিবস শেষে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরির ৪০৫ নম্বর কক্ষের বাসিন্দা অতিরিক্ত পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী (এডি-২০০৬ ব্যাচ) বদলি হয়ে তাঁর নিজ অফিস চট্টগ্রামে চলে যান। বীর চট্টলার সন্তান ইফতেখার একজন গলফার, যাবার সময় আমাকে সাভার গলফ ক্লাবের (প্রতিষ্ঠা ১৯৯২) একটি ক্যাপ উপহার দেন। ডরমিটরিতে ইফতেখার চৌধুরী অতি উন্নত মানসিকতার স্বল্পভাষী একজন সজ্জন প্রতিবেশি ছিলেন। আজ সিলেট যাবার সময় ট্রেনে সহযাত্রী ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, কাওরানবাজার কর্পোরেট শাখার ডিজিএম আশীষ রায়। ১৮ জুলাই ২০২৫ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আমার তারুণ্যের কর্মক্ষেত্র ভালোবাসা ও ভালোলাগার ঠিকানা দৈনিক সিলেটের ডাক এর বিয়াল্লিশ বছরে পদার্পণ উপলক্ষে মধুবন মার্কেটে দৈনিক সিলেটের ডাক কার্যালয়ে ছিলাম। সিলেটের পুলিশ কমিশনার, সুশীল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক নেতৃবৃন্দ, সিলেটের ডাক এর পুরনো দিনের সহকর্মীরা, বর্তমানে কর্মরত সাংবাদিকরা সকলের উপস্থিতিতে এক বিরাট মিলনমেলা হয়ে ওঠে সিলেট ডাক এর অফিস ও মধুবন প্রাঙ্গণ। পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী ছিলেন মিলনমেলার মধ্যমনি। অতিথিরা শতবর্ষী রাগীব আলীর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। বিকাল সাড়ে তিনটায় মধুবন মার্কেটের সম্মুখ থেকে সিটি করপোরেশন চত্বর ঘুরে রেলি করে আসি, বিকাল চার ঘটিকায় মধুবন মার্কেটের পঞ্চম তলায় রাগীব রাবেয়া মিউজিয়ামের সুবিশাল কক্ষে দানবীর ড. সৈয়দ রাগীব আলী অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ, এফ,এম সারওয়ার উদ্দিন চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন, সিলেটের পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নেতা মিফতাহ সিদ্দিকী, আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মুকতাবিস উন নূর, আহমেদ নুর, দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সেলিম আউয়াল, আব্দুল কাদের তাপাদার, বদরুদ্দোজা বদর, ডাক্তার আসাদুজ্জামান জুয়েল, মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মোঃ আজম খান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, পুলিন রায়, এডভোকেট মোঃ তাজ উদ্দিন, মইন উদ্দিন মনজু, মহানগর আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, জেলা জজ আদালতের পিপি এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট আল আসলাম মুমিনসহ অনেকের সাথে দেখা হয়। আজ বিকালে এডভোকেট জেসমিন নিম্মি আহমদের জানাজায় অংশ নেই। সিলেট জেলা বারের সিনিয়র সদস্য এডভোকেট জেসমিন নিম্মি আহমদ আজ (১৮ জুলাই ২০২৫ শুক্রবার) ভোরে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ আসর সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার গোপশহর শাহী ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষে মরহুমার স্বামী আবু আনাম মোঃ মিরাজ (জাকির) ও দেবর সিলেট এমসি কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ আবুল আনাম মোঃ রিয়াজ জানাজার পুর্বে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেন। জানাজা শেষে মরহুমার দাফন মরহুম মোঃ নুরুল ইসলাম দলা মিয়া চেয়ারম্যান সাহেবের গোপশহর (উত্তন্না) বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। জানাজা ও দাফনে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত (জুবের), মহানগর আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাবেক পিপি এডভোকেট এটিএম মাসুদ (টিপু), বারের প্রাক্তন সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সিনিয়র এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মামুন খাঁন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কর্মকর্তা জুয়েল আহমদ চৌধুরী,ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরী, ইমরান চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, আহমদ জুলকারনাইন, মুফতি খবির আহমদ, আশরাফ হোসেইন আরমান, দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বিশিষ্ট ব্যবসায়ী মাকুম আহমদ চৌধুরী, আখতারুজ্জামান (সুহেল), রুম্মান চৌধুরী, রাদ আহমদ চৌধুরী, মনসুর আহমদ টিপু, মোঃ ছানাউল হক, আনিসুজ্জামান সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। সিলেট ল কলেজ ছাত্র সংসদের প্রাক্তন মহিলা বিষয়ক সম্পাদিকা, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট জেসমিন নিম্মি আহমদ সিলেটের প্রাক্তন বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাক্তার মমতাজ বেগম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মরহুম সিরাজ উদ্দিন আহমদ এর কন্যা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ক্রাউন মটরসের সত্বাধিকারী সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আবু আনাম মোঃ মিরাজ (জাকির) এর সহধর্মিণী। ১৯৮৯-১৯৯২ সালে আমি সিলেট ল কলেজে অধ্যয়নকালে জাকির ভাই আমার অগ্রজ এবং জেসমিন নিম্মি অনুজ ছিলেন। ১৯ জুলাই ২০২৫ সিলেটে ব্যস্ত দিন কাটে। কাল আমার হ্যাপি হোমের বাসার তৃতীয় তলায় চার নম্বর ফ্ল্যাটের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বদর উদ্দিন এর মেয়ের বিয়ে, প্রচুর স্বজন আসছেন। পানি সংকট এড়াতে রিজার্ভ ট্র্যাংকি ফিল্টার করি। ডিপ টিউবওয়েলের পানির আয়রন রিমোভ করতে পাথর, বালু, ফোম মোড়ানো ফিল্টার দিয়ে বিশেষ ব্যবস্থায় দক্ষ মিস্ত্রীরা এটা করে। দু’জন লেবার (নারী ও পুরুষ) দিয়ে বাসার কাছের একটি প্লটের আগাছা দূর করে গাছ লাগানোর জন্য প্রস্তুত করি। এখনও নারী পুরুষের মজুরি বৈষম্য রয়েছে। দৈনিক মজুরি পুরুষ ৮৫০ ও নারী ৬৫০ টাকা। বৃক্ষপ্রমিক সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী উন্নত জাতের ফলজ গাছের চারা দিবেন। রাতে বড়ভাই সুহেদ আহমদ চৌধুরীকে দেখতে তাঁর শাহজালাল উপশহর ই ব্লকে ভাড়া করা বাসায় যাই। দীর্ঘ ২১ বছর পর আমাদের গোলাপগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের বাড়িতে পুনরায় তালা পড়েছে। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি চাকরি থেকে অবসরের পর বড়ভাই একমাত্র ছেলেকে কলেজে পড়াশোনার জন্য সিলেট নগরীতে বাসা ভাড়া নিয়েছেন। ২০ জুলাই ২০২৫ অসুস্থ শরীর নিয়ে খুলনা থেকে ট্রেনে সকাল ১০টায় ঢাকায় আসেন নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনে চার ঘণ্টায় ঢাকা আসা যায়। সকালে আমরা কিছুটা দেরিতে একসাথে অফিসের গাড়ি চড়ে ডরমিটরি থেকে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে যাই। সকাল ১১টায় এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সভা কক্ষে ইএমডি -১ ও ইএমডি -২ এর যৌথসভা সঞ্চালনা করি। ইএমডি -২ পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে এ সভায় ইএমডি -১ এর পরিচালক মোস্তফা আজাদ কামাল এবং উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগ দুটোর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা আয়োজনে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুপুরে শেখ জাহাঙ্গীর হোসেন স্যার জ্বর, মাথা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারে চীফ মেডিকেল অফিসার (পরিচালক সমমর্যাদা) শেখ রফিকউল্লাহ এর সাথে দেখা করেন। চিকিৎসকের পরামর্শে তিনি মেডিকেল সেন্টারের বেডে কিছুক্ষণ শুয়ে নেভুলাইজেশন নেন, জ্বর ও পেশার চেক করা হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ নিয়ে বিশ্রামের জন্য বিকালে একটু আগে ডরমিটরিতে চলে আসতে গাড়িচালক বুলবুল সিংহ কে ফোন দেই, তিনি দ্রুত আমাদের বাসায় পৌঁছে দেন। দুপুরে সহকর্মী অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসান ফোন করে জানালেন বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি পেয়ে সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ হিসেবে আজ (২০ জুলাই ২০২৫) পদোন্নতি পেয়েছেন জনাব মোঃ সাব্বিরুল আলম চৌধুরী। বীর চট্টলার কৃতি সন্তান সাব্বিরুল আলম চৌধুরী স্যারের সাথে তাঁর ব্যাচমেট বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (প্রশাসন) মোঃ আমিনুল ইসলামকে সাথে নিয়ে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে (লেভেল-১৬) দেখা করে অভিনন্দন জানাই ও পদোন্নতির মিষ্টি খাই। পরিচালক মোঃ আমিনুল ইসলাম গত শুক্রবার থেকে ঢাকায় অবস্থান করছেন। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে রাজধানীতে নানা সভা, সমাবেশে অংশ নেন। তিনি আজ প্রধান কার্যালয়ে এসে ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী, গভর্নর মহোদয়ের উপদেষ্টা মোঃ আহসান উল্লাহ, নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, মোঃ সিরাজুল ইসলাম, একেএম এহসান, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ নিয়ামুল কবির প্রমুখের সাথে দেখা করেন। দুপুরে আমার সাথে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরি ঘুরে আসেন। রাতে অসুস্থ নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের জন্য মতিঝিলের ঘরোয়া হোটেল থেকে খাবার নিয়ে আসি। তাঁকে দেখতে ডরমিটরির ৩০৬ নম্বর কক্ষে আসেন নির্বাহী পরিচালক বিষ্ণুপদ কর, পরিচালক মোঃ মামুনুর রহমান, মোঃ ফজলার রহমান, অতিরিক্ত পরিচালক কাজী মাসুম পারভেজ ও মোঃ আব্দুল আহাদ। খুলনায় অবস্থান করা শেখ জাহাঙ্গীর স্যারের সহধর্মিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহিমা হেরা ও কন্যা সাদিয়াকে মোবাইলে সর্বশেষ শারীরিক অবস্থা অবহিত করি। রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে জনাব মোঃ সাব্বিরুল আলম চৌধুরী পদোন্নতি পাওয়ায় আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরির বাসিন্দাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মিজ আয়েশা রুবী ( মিসেস সাব্বিরুল আলম চৌধুরী)কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডরমিটরির সকল বাসিন্দাদের মিষ্টিমুখ করানো হয়। ২১ জুলাই ২০২৫ সকালে নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে এইচআরডির দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম স্যারের সাথে দেখা করি। সেখানে দেখা হয় বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান। দুপুরে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক কক্সবাজারের কৃতি সন্তান মোঃ সাব্বিরুল আলম চৌধুরী স্যারের সাথে দেখা করতে যাই। সর্বশেষ তিনি প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনের লেভেল ১৬ এ ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক ছিলেন, এখনও সেখানে অফিস করছেন। লেভেল ১৬ তে দেখা হয় অবসরপ্রাপ্ত পরিচালক খোন্দকার সীদ্দিকুর রহমান ও হিমাংশু লস্কর স্যারদের সাথে। তাঁরা দু’জন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে দু’বছর ছিলেন। ঢাকা কোঅপারেটিভ এর ভাইস-চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও সম্পাদক (চলতি দায়িত্ব) মোঃ আজহারুল ইসলাম এর সাথে আজ (২১ জুলাই ২০২৫) অফিস ছুটির পর চা চক্রে মিলিত হই। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ও আসাদুল হক। উল্লেখ্য ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন এর নেতৃত্বে একটি টীম আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক খুলনা ও বরিশাল অফিস সফরে রয়েছেন। রাতে ডরমিটরিতে অসুস্থ নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে দেখতে আমরা (মোঃ ফজলার রহমান, মোঃ আব্দুল আহাদ ও আমি) ৩০৬ নম্বর কক্ষে যাই, তাঁর সাথে বসে ফলফলাদি খাই। ২১ জুলাই ২০২৫ দুপুর ১টার কিছু পরে ঢাকার উত্তরায় মাইলোষ্টন স্কুল এন্ড কলেজের ভবনের ওপর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে বিপুলসংখ্যক ছাত্র শিক্ষক নিহত ও আহত হন। কোমলমতি শিশুদের অগ্নিদগ্ধ ও আহত নিহতের ঘটনায় রাজধানী ঢাকাসহ গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে যায়। লোকজন রক্ত দিতে হাসপাতালে লাইন ধরে অপেক্ষা করে। রাজনৈতিক নেতারা হাসপাতালে ছুটে যান। সরকার ২২ জুলাই ২০২৫ জাতীয় শোক ঘোষণা করেন, মধ্যরাতে পরের দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। আজ (২২ জুলাই ২০২৫) সকালে শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের আনা মতিঝিলের ঘরোয়া হোটেলের নান, খাসির কলিজা ও সবজি খাই। এর আগে রোকেয়া খালার দেওয়া পাতলা রুটি, পেঁপে ভাজা ও ডিম ভাজা দিয়ে নাস্তা করি। আজ দুপুরে জনাব মহীউদ্দীন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক স্যারের সাথে অনেক দিন পর ঢাকায় দেখা হলো। স্যার ২০০৮ সালে প্রধান কার্যালয় থেকে অবসরে যান। তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে দীর্ঘদিন কাজ করেন এবং সপরিবারে সিলেট নগরীর লামাবাজার (নোয়াপাড়া) ও বাংলাদেশ ব্যাংক নিবাসে বসবাস করেন। আজ (২২ জুলাই ২০২৫) দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে এলে তাঁকে আমার দুটি বই ( ইউরোপের সাত দেশে বাইশ দিন’ ও চব্বিশের ঢাকার ডায়েরি’) উপহার দেই। ১৯৯১ সালে আমি বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদানের সময় মহীউদ্দীন স্যার অডিট সেকশনের সহকারী ব্যবস্থাপক ছিলেন। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে সে সময় আতিকুর রহমান, মোঃ আব্দুল বারী, মোঃ শাহাব উদ্দিন, সৈয়দ আলী আসগর একসাথে চলাফেরা করতেন। অসুস্থ নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে আজও বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারে প্রধান চিকিৎসা কর্মকর্তার সাথে দেখা করি। তাঁর পরামর্শে নার্সিং স্টেশনে নেভুলাইজেশন দেয়া হয়। চেস্ট বিশেষজ্ঞের সাথে দেখা করার পরামর্শ দেয়া হয়। ২৩ জুলাই ২০২৫ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে হলুদ দল ঢাকার উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হলুদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ ও সেক্রেটারি জেনারেল ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, ভাইস-চেয়ারম্যান আবুল বাশার আব্দুল ওয়াহিদ খান মুন্না ও জয়নাল আবেদীন, সহসম্পাদক আসাদুজ্জামান খান তানিন ও আজহারুল ইসলাম, পরিচালক রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ উজ্জ্বল মিয়া, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বিকালে এন্টারপ্রাইজ রিক্স ম্যানেজমেন্ট (ইআরএম) ডিপার্টমেন্টের সাথে আমাদের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকে ইআরএম একটি নতুন বিভাগ, নতুন একটি কনসেপ্ট নিয়ে তারা কাজ করছেন। সভায় বিভাগের কার্যক্রম নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়। রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোহাম্মদ এনামুল হক এফসিসিপি (আমেরিকা), এফআরসিপি (এডিন, ইউকে) গোল্ড মেডেলিস্ট কে দেখাতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল যাই। খুবই অভিজ্ঞ চিকিৎসক, ৩৫ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা সেবা দিচ্ছেন, বললেন বাংলাদেশ ব্যাংকের চীফ মেডিকেল অফিসার হাফিজুর রহমানের সময় থেকে তিনি সেবা দিচ্ছেন, তাঁর বাড়ি যশোর শহরে। খুবই আন্তরিকতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ ও পরামর্শ দিলেন। আজ (২৪ জুলাই ২০২৫) সকালে ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক এর কক্ষে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরী স্যার নিজে উপস্থিত থেকে হলুদ দলের নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে হলুদ দলের নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব চট্টগ্রাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল চট্টগ্রাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকায় বদলি হয়ে এসে বাংলাদেশ ব্যাংক হলুদ দল কেন্দ্রীয় কমিটিরও নেতৃত্ব দেন। আজ কর্মদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীর চট্টলার সন্তান আব্দুল্লাহ আল মামুন এবং খুলনার কাজী মাসুম পারভেজ দু’বছর প্রধান কার্যালয়ে কাজ করে স্ব স্ব অফিসে বদলি হয়ে চলে গেলেন। ঢাকায় আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে আমরা একই ভবনে বসবাস করি। ঢাকায় আজ ভোরবেলা প্রচুর বৃষ্টিপাত হয়েছে, দিনে হয়নি আবার রাত ১০টায় বৃষ্টি হচ্ছে বলে জানালেন নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন। আজ ট্রেনে সিলেট যেতে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা বন্ধু মুজিবুর রহমানের সাথে রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ক্ষণিকের দেখা হলো। কালনী এক্সপ্রেসের ‘চ’ বগিতে ঢাকায় অবস্থান করা সিলেটের চারজন ( মোঃ জাবেদ আহমদ ও মোঃ সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক, মনোজ রায়, ডিজিএম, কর্মসংস্থান ব্যাংক ও মৃদুল চৌধুরী, রেভিনিউ অফিসার, বাংলাদেশ কাস্টমস) পেশাজীবী ছিলাম। ‘খ’ বগি থেকে এসে আমাদের সাথে দেখা করেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া। হরষপুর স্টেশন মোঃ সাইফুল আলম ও মনোজ রায় নেমে গরমাগরম ডালপুরি এনে আমাদের সান্ধ্যকালীন নাস্তা করান। আজ (২৫ জুলাই ২০২৫ শুক্রবার) জুমার নামাজ দরগাহে হযরত শাহজালাল (র:) এর মসজিদে আদায় করি। নামাজের পূর্বে দরগাহ অফিসে গেলে দেখা ও কথা হয় দরগাহের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ আল আমান, খাদেম বিশিষ্ট শিল্পপতি শামুন মাহমুদ খান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এর সাথে। আরও দেখা হয় দরগাহ অফিসের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান জহীর উদ্দিন চৌধুরী, বিলেত থেকে আজ সকালে আসা দুই নাতি হাফিজ হায়দার ও হাবিবের সাথে। আমরা দরগাহ অফিসে একসাথে জুমার নামাজ আদায় করি। আজ সারাদেশের ন্যায় দরগাহ অফিসে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। আজ বাদ জুমা দরগাহ মসজিদে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ার বন্ধু কয়েস আহমদের মেয়ে Taiyiba Tashnia Riza এর আকদ অনুষ্ঠানে অংশ নেই। আকদ পড়ান দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদের পেশ ইমাম হুজ্জাইফা হোসেন চোধুরী। আজ বিকালে সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে শিশুদের গ্রাফিতি অংকন ও বক্তৃতা প্রতিযোগিতা এবং এনসিপির আয়োজনে সিলেটে চব্বিশের জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা আসেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ করে। আজ রাতে অনেক দিন পর কেনাকাটা করতে শাহী ঈদগাহের হাজী আব্দুল মতিন এন্ড সন্সে যাই, অন্যতম সত্বাধিকারী মাসুদুর রহমান ও দৈনিক সিলেটের ডাক এর স্পোর্টস এডিটর বদরুদ্দোজা বদর ভাইয়ের সাথে দেখা হয়। আজ (২৬ জুলাই ২০২৫) আমার প্রাইভেট কারে সামান্য ত্রুটি দেখা দেওয়ায় দুপুরে মুক্তা অটোমোবাইলসে নিয়ে যাই। ইলেকট্রনিক্স মেকানিকের হাত বুলানোয় গাড়ির সমস্যা দূর হয়ে গেল, খরচা হলো মাত্র দুইশত টাকা। বিশিষ্ট শিশু সাহিত্যিক খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডাঃ আব্দুল হাই মিনার ভাইয়ের সাথে আজ দুপুরে সিলেট নগরীর চালিবন্দরে মুক্তা অটোমোবাইলসে দেখা হলো। ছড়া পরিষদ সিলেট এর সিনিয়র সহ-সভাপতি ছড়াকার অজিত রায় ভজন তাঁকে একটি ছড়ার বই উপহার দিলেন। এসময় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুদর্শন বণিক ও মুক্তা অটোমোবাইলসের অন্যতম সত্বাধিকারী হেলাল আহমদ উপস্থিত ছিলেন। পুরনো দিনের অনেক কথা হলো। আমাদের শৈশব কৈশোর সময়ে তরুণ চিকিৎসক ও লেখক ডাক্তার মিনারকে দেখতাম দূর থেকে। মালনীছড়া চা বাগানে ছিল তাঁর বাসা, আমি থাকতাম আম্বরখানা সরকারি কলোনিতে। গরীবের ডাক্তার আব্দুস শহীদ খান (মজুমদারী) তাঁর মামা। আশির দশকে সাইক্লোন সিলেট এর সাহিত্য আসরে আসতেন, ছদ্মনামে পত্রিকায় তাঁর লেখা ছাপা হতো, লেখালেখি এখনও চালিয়ে যাচ্ছেন, জানালেন শীঘ্রই বই আকারে বের হবে। মালনীছড়ায় তাঁর প্রতিবেশী আমেরিকা প্রবাসী সাংবাদিক জুয়েল সাদাতের উচ্ছসিত প্রশংসা করলেন, বললেন তিনি তাঁর বড় ভাইয়ের সহপাঠী ছিলেন। প্রফেসর ডাঃ আব্দুল হাই মিনার কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে অবসরের পর সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্ধ্যায় ছোট ভাই পুলিশ ইন্সপেক্টর জুবেদ আহমদ চৌধুরীকে নিয়ে সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ গোলাম মাওলার সাথে মিরবক্সটোলা মাউন্ট এডোরা হাসপাতালে দেখা করি। মধুশহীদ এলাকায় চাচী জমজম খানম আহমদ কে দেখে আসি, তিনি ৬ আগস্ট ২০২৫ দুই নাতিনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাত্রা করবেন। সফরে সাথে রয়েছে তাঁর ছোট মেয়ে জেলওয়া সুলতানা শাম্মী। রাতে উপবন ট্রেনে ঢাকায় ফিরতে বগির মাঝের চার সীটের মুখোমুখি দুই সীটে বসেছেন দু’জন নারী। রাতের ভ্রমনে এ সীটগুলোতে বসা খুবই কষ্টকর। আলাপের সূত্রে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত ডিআইজি রেজওয়ানা ম্যাডাম ও মনোরোগ বিশেষজ্ঞ একজন মহিলা ডাক্তার পরিচয় পাই। অতিরিক্ত ডিআইজি ম্যাডাম সিলেট থেকে বদলি হয়ে ঢাকা যাচ্ছেন। আমি বাংলাদেশ ব্যাংকে কর্মরত জেনে অতিরিক্ত ডিআইজি ম্যাডাম বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক এটিএম নাসির উদ্দিন স্যারের নাম বললেন, তিনি স্যারের সাথে একটি কমিটিতে কাজ করেছিলেন। আজ (২৭ জুলাই ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর সভাকক্ষে ইএমডি -১ ও ইএমডি -২ এর কর্মকর্তাদের যৌথ সভায় অংশ নেই। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের বিদায় সংবর্ধনা আয়োজনে এটি ছিল সর্বশেষ প্রস্তুতি সভা। ইএমডি -১ এর পরিচালক মোস্তফা আজাদ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইএমডি -২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদসহ দুই বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জালালাবাদ কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে সমিতির সদস্য মতিঝিল অফিসের অতিরিক্ত পরিচালক মোছাঃ ফেরদৌসী বেগম এর সিলেট অফিসে বদলি উপলক্ষে আজ বিকালে সম্বর্ধনা প্রদান করা হয়। সমিতির সভাপতি এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, মাজহার মুবারক, মোঃ আব্দুল হাফিজ, সঞ্জিত কুমার রায়, রেবা রাণী রায়, বীরেন্দ্র চন্দ্র দাস, প্রাক্তন সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, যুগ্ম পরিচালক ফারহানা খানম চৌধুরী, শিউলি দত্ত, কাজী ফাতেমা ছবি, ডাক্তার সজিব বিশ্বাস, জিহাদ মান্নান প্রমুখ। বিদায়ী অতিথির বক্তব্যে ফেরদৌসী বেগম সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক জালালাবাদ কল্যাণ সমিতির সদস্যদের ধন্যবাদ জানান। উল্লেখ্য ২৯ জুলাই ২০২৫ কর্মদিবস শেষে তিনি মতিঝিল অফিস থেকে রিলিজ নিয়ে সিলেটের পথে রওয়ানা দিবেন। অফিস ছুটির পর মতিঝিলে মোঃ ইকবাল মিয়ার ভ্যান থেকে একশত টাকা দিয়ে একটি কাঁঠাল কিনে ডরমিটরিতে ফিরি, খুবই মজাদার কোষ হয়। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রজ্ঞাপন জারি করে। সাবেক অর্থসচিব জাকির হোসেন খানকে সভাপতি (পূর্ণকালীন), সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোঃ মোসলেম উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত মোঃ ফজলুল করিম কে সদস্য, সরকারের সচিব/অতিরিক্ত সচিব সদস্য সচিব (পূর্ণকালীন) করে এবং ১১জন কে সদস্য (খন্ডকালীন) এবং আটটি প্রাতিষ্ঠানকে সদস্য (খন্ডকালীন) করে প্রজ্ঞাপন জারি হয়। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রজ্ঞাপন জারি করে। সাবেক অর্থসচিব জাকির হোসেন খানকে সভাপতি (পূর্ণকালীন), সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোঃ মোসলেম উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত মোঃ ফজলুল করিম কে সদস্য, সরকারের সচিব/অতিরিক্ত সচিব সদস্য সচিব (পূর্ণকালীন) করে এবং ১১জন কে সদস্য (খন্ডকালীন) এবং আটটি প্রাতিষ্ঠানকে সদস্য (খন্ডকালীন) করে প্রজ্ঞাপন জারি হয়। জাতীয় বেতন কমিশনের খন্ডকালীন সদস্যরা হলেন আহমেদ আতাউল হাকিম, সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, সাবেক সরকারি কর্মকর্তা, ড. জিশান আরা আরাফুন্নেছা, সাবেক সচিব, মেজর জেনারেল এ,আই,এম মোস্তফা রেজা নুর এনডিসি (অব.), ড. মোঃ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মিজ তাহসিনা বেগম, সাবেক গ্রেড-১ কর্মকর্তা, অধ্যাপক মোঃ মাকছুদুর রহমান এফসিএ, চেয়ারম্যান একাউন্টস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ সামছুল আলম ভূঞা, অধ্যাপক , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ড. এ,কে এম মাসুদ, প্রফেসর বুয়েট, অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক একেএম এনামুল হক পিএইচডি, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। প্রজ্ঞাপনে এছাড়া সশস্ত্রবাহিনী, আইন ও বিচার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগের একজন করে মনোনীত প্রতিনিধি, প্রেসিডেন্ট, আইসিএবি ও এফবিসিসিআই, অতিরিক্ত সচিব (প্রবিধি বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) ও অতিরিক্ত সচিব (বাস্তবায়ন), অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব/অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা নিয়োগ দিবেন। আজ (২৯ জুলাই ২০২৫) সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মোঃ ফয়েজ আহমেদ ও যুগ্ম পরিচালক শারমিন সুলতানাকে নিয়ে মাননীয় ডেপুটি গভর্নর নুরুন নাহার ম্যাডামের সাথে এক্সিকিউটিভ ফ্লোরে গিয়ে দেখা করি। বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা মাননীয় ডেপুটি গভর্নর মহোদয়কে অবহিত করি এবং তিনি আমাদের প্রস্তাবে ইতিবাচক সম্মতি দান করেন। আজ দুপুরে ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসে প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারকে নিয়ে ঘুরে আসি। বাংলাদেশ ব্যাংক (তদানীন্তন স্টেট ব্যাংক অব পাকিস্তান) সদরঘাট অফিস ৯ ফেব্রুয়ারি ১৯৪৮ কার্যক্রম শুরু করে। এটি তদানীন্তন পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র শাখা ছিল। পরবর্তীতে মতিঝিল এলাকায় কয়েক বছর ভাড়া ভবনে অফিস করে বাংলাদেশ ব্যাংক (তদানীন্তন স্টেট ব্যাংক অব পাকিস্তান) শাপলা চত্বর সংলগ্ন বর্তমান নিজস্ব জায়গায় কার্যক্রম শুরু করে ১০ জুন ১৯৬৮, মতিঝিল অফিসে ডেপুটি গভর্নর বসতেন। সে সময় পূর্ব পাকিস্তানে ট্রেজারি ম্যানেজমেন্ট সদরঘাট অফিসের মাধ্যমে পরিচালনা করা হতো। ব্যক্তিগত সফরে গিয়েও বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক অভ্যর্থনা, অফিসের অত্যন্ত সুন্দর, পরিপাটি ও শান্ত কর্মপরিবেশ আমাদের মুগ্ধ করেছে। সদরঘাট অফিসের তৃতীয় তলায় মসজিদে জোহরের নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে মোলাকাত করি, অনেকের সাথে দেখা হয়। বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক জনাব ফজলার রহমান স্যার শ্রান্তি বিনোদন ছুটিতে রংপুর ছিলেন। তিনি মোবাইলে আমাদের সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন। শেখ জাহাঙ্গীর স্যার ৪ আগস্ট ২০২৫ পিআরএল চলে যাবেন, বাংলাদেশ ব্যাংকে রয়েছে তাঁর মাত্র পাঁচ কর্মদিবস, খুবই ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিস দেখার তাঁর খুবই ইচ্ছা, এজন্য সদরঘাট অফিসের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আহাদ এর সাথে কথা বলে আমরা দুপুরে রওয়ানা দেই। প্রিয়জন আব্দুল আহাদ এর সৌজন্যে দুপুরে হেভি লাঞ্চ, স্টার হোটেল থেকে আনা বিখ্যাত ফালুদা খেয়ে পরিচালক স্যারের অফিস কক্ষে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের সহকর্মীদের উপহার দেই। বই প্রদানকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) অশোক কুমার রাহা, অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল আহাদ, জাহানারা বেগম, অতিরিক্ত পরিচালক (ক্যাশ) তরুন আলো চাকমা, যুগ্ম পরিচালক চৌধুরী হাসানুল হক পান্না, উপ-পরিচালক ওবায়দুল হক, উপ-পরিচালক (প্রকৌশল-সিভিল) প্রতাপ চন্দ্র মজুমদার ও পরিচালক মহোদয়ের পিএস ইলোরা বেগম প্রমুখ। বিকালে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর চেম্বারে দেখা হয় অতিরিক্ত পরিচালক শিউলি সাহার সাথে। তিনি আমাদের ব্যাচমেট (সিএনই -১৯৯০), ময়মনসিংহ অফিসে বদলি হয়েছেন। তাঁকে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’উপহার দেই। আজ (২৯ জুলাই ২০২৫) সকাল ৯টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর হোসেন মার্কেটের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ৩৬ ঘন্টা ধরে নিখোঁজ ফারিহা তাসনিম জ্যোতি (২৮) নামের এক কর্মজীবী মহিলার মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিস। টঙ্গীর শালিখচুড়া বিল থেকে মরদেহ উদ্ধার করে। ২৭ জুলাই ২০২৫ রাত ৯টায় ম্যানহোলের গর্তে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। আট বছরের জমজ দুই ছেলেকে নিয়ে তিনি ঢাকার মিরপুরে থাকতেন। ঢাকা মহানগরীর ব্যস্ততম সড়কে ঢাকনাবিহীন ম্যানহোলে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করতে হয়। সামান্য অসতর্কতায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। আজ (৩০ জুলাই ২০২৫) সকাল আটটায় অনলাইনে রেলওয়ের টিকেট কাটতে গিয়ে বিপাকে পড়ি। যাত্রার দশদিন আগে অনলাইনে নির্দিষ্ট এ্যাপ ব্যবহার করে টিকেট কাটতে হয়। আজ প্রথম মিনিটেই ৯ আগস্ট ২০২৫ শনিবার রাতে উপবন ট্রেনের সিলেট -ঢাকা রুটের টিকেট রুমমেট মোঃ সাইফুল আলমসহ চেষ্টা করে কাটতে পারিনি। প্রথম থেকেই কোন সিট খালি নেই দেখাচ্ছে। সিলেট ঢাকা মহাসড়কে চারলেনের কাজের জন্য ট্রেনে যাত্রিদের চাপকে পুঁজি করে টিকেট কালোবাজারী সিন্ডিকেটের জন্যই এ দূরাবস্থা, রেলসেবা তদারকির কেহই নেই। আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ ফয়েজ আহমেদ এর কক্ষে অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন এর পরিবার সদস্যদের (স্ত্রী, কন্যা ও পুত্র) সাথে দেখা হলো। জাপানে পিএইচডি অধ্যয়নরত একমাত্র কন্যার দেশে আগমন উপলক্ষে অফিস শেষে তাঁরা একত্রে একটি অনুষ্ঠানে যাবেন। আজ রাতে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে আমার পাশের কক্ষে (৪০৪) বসবাসরত মতিঝিল অফিসের পরিচালক জয়দেব বণিক স্যারকে দেখতে আমি ও সহকর্মী মোঃ ইকবাল হাসান শাহবাগে বারডেম কার্ডিয়াক হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুত হই। যাত্রা শুরুর আগে মোঃ ইকবাল হাসান ফোন করলে পরিচালক স্যারের ছেলে জানান তাঁরা রিলিজ নিয়ে এখন চলে যাচ্ছেন। জয়দেব বণিক স্যার ময়মনসিংহে ২৮ জুলাই নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে সেখানে চিকিৎসা নিয়ে ২৯ জুলাই দুপুরে বারডেম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। বাংলাদেশ ব্যাংকের সহকর্মী তারেক হাসান ফেসবুক পোস্টে জানান ‘আলহামদুলিল্লাহ! পরিচালক জয়দেব চন্দ্র বণিক স্যারের এনজিও গ্রাম এই মাত্র সম্পুর্ন হলো। “করোনারীতে আর্টারী ব্লকেজ” নেই। রিং পড়াতে হবে না। ৩-৪ ঘন্টা Observation রেখে ডিসচার্জ করবেন হাসপাতাল কতৃপক্ষ’। পোস্ট পড়ে খুবই স্বস্তি লাগে, বাংলাদেশ ব্যাংকের এডি-২০০০ ব্যাচের কর্মকর্তা জয়দেব বণিক স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ (৩১ জুলাই ২০২৫) সকালে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরির ৪০৮ নম্বর কক্ষে সড়ক দুর্ঘটনায় আহত অতিরিক্ত পরিচালক এম,ডি আবুল কালাম আজাদ এর শারীরিক অবস্থার খোঁজ নিতে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে যাই। চিকিৎসকদের পরামর্শে তিনি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানালেন। আজ দুপুরে ঢাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মসজিদে জোহরের নামাজ আদায় করে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের চেম্বারে যাই। মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্ট থেকে আমার পছন্দের স্পেশাল পরোটা – সবজি দিয়ে হেলদি লাঞ্চ করি। খাবারের মান নিয়ে স্যার খুবই সন্তুষ্ট হন। দু’জনের লাঞ্চের বিল আসে একশত পঞ্চাশ টাকা। লাঞ্চের পর ভেজিটেবল স্যুপ খাই। আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের চীফ মেডিকেল অফিসার (পরিচালক পদমর্যাদা) ডাক্তার শেখ রাফিউল্লাহ স্যারকে দেখতে মেডিকেল সেন্টারে তাঁর চেম্বারে যাই। তিনি আজ (৩১ জুলাই ২০২৫) কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে চলে যাবেন। খুলনার কৃতি সন্তান ডাঃ শেখ রাফিউল্লাহ দীর্ঘ কর্মময় জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশ ব্যাংক খুলনায় কর্মরত ছিলেন। চীফ মেডিকেল অফিসার (পরিচালক পদমর্যাদা) পদে পদোন্নতি পেয়ে ২০২৫ এর জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের চিকিৎসা কেন্দ্রে যোগদান করেন। মতিঝিল অফিসের চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ও মতিঝিল অফিসের প্রায় চার হাজার কর্মকর্তা কর্মচারীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যার জনক। তাঁর বাসা খুলনা মহানগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে। তাঁর বড় কন্যা এমবিবিএস পাস করে চিকিৎসক এবং কনিষ্ঠ কন্যাও এমবিবিএস কোর্সে অধ্যয়নরত। খুলনার সুসন্তান বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার আজ বিকালে চীফ মেডিকেল অফিসার শেখ রাফিউল্লার সাথে দেখা করেন। তিনি খুলনা ও ঢাকায় তাঁর কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন, অবসর সময় আনন্দে কাটুক এ কামনা করেন।