
শাহ সরোয়ার আলী :
পাখিদের কিচিরমিচির আর বাতাসের শনশন শব্দ
কিছুই পৌঁছায় না পথিকের কানে
পৃথিবীর আলো বাতাস আর সাগরের কলকাকলি আঘাত আনে না তার প্রাণে।
মানুষের মতো পাথর হয়ে বসে থাকে স্রোতহীন নদীর তীরে
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তাকিয়ে দেখে
অদ্ভুত রংয়ের মানুষের মতো পাথর।।