জাবেদ আহমদ :
ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিস নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে আজ (২৯ জুলাই ২০২৫) ঘুরে এলা
ম। বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিস বুড়িগঙ্গা নদীর সন্নিকটে ৯ ফেব্রুয়ারি ১৯৪৮ কার্যক্রম শুরু করে। এটি তদানীন্তন পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র শাখা ছিল। মতিঝিলে কয়েক বছর ভাড়া ভবনে অফিস করে বাংলাদেশ ব্যাংক (তদানীন্তন স্টেট ব্যাংক অব পাকিস্তান) মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন বর্তমান নিজস্ব জায়গায় কার্যক্রম শুরু করে ১০ জুন ১৯৬৮, তখন মতিঝিল অফিসে ডেপুটি গভর্নর বসতেন, পূর্ব পাকিস্তানে ট্রেজারি ম্যানেজমেন্ট সদরঘাট অফিসের মাধ্যমে পরিচালনা করা হতো।
ব্যক্তিগত সফরে গিয়েও বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক অভ্যর্থনা আমাদের মুগ্ধ করেছে। পরিচালক ফজলার রহমান স্যার শ্রান্তি বিনোদন ছুটিতে ছিলেন। মোবাইলে আমাদের সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন। পরিচালক স্যারের অফিস কক্ষে আমার দ্বিতীয় বই 'চব্বিশের ঢাকার ডায়েরি' বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের সহকর্মীদের উপহার দেই। বই প্রদানকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) অশোক কুমার রাহা, অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল আহাদ, জাহানারা বেগম, অতিরিক্ত পরিচালক (ক্যাশ) তরুন আলো চাকমা, যুগ্ম পরিচালক চৌধুরী হাসানুল হক পান্না, উপ-পরিচালক ওবায়দুল হক, উপ-পরিচালক (প্রকৌশল-সিভিল) প্রতাপ চন্দ্র মজুমদার ও পরিচালক মহোদয়ের পিএস ইলোরা বেগম প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net