তাসলিমা খানম বীথি
আষাঢ় আসলেই তনুমন আনন্দে নেচে ওঠে
তুমি আসবে বলে।
শ্রাবণের অপেক্ষায় থাকি
একটি ফুলের জন্য
একটি মনের জন্ম হয়।
সেই ফুলের মন কতশত
বেলা অবেলা তোমায় ভালোবেসে যায়।
শ্রাবণ চলে এসেছে
তবুও তোমাকে বলতে পারিনি ভালোবাসি।
ভালোবাসার নীল প্রজাপ্রতি
তুমিহীন আকাশের বুকে ওড়ে বেড়ায়।
বেদনার নীল জলে
সাগরের ঢেউয়ে
হিমেল হাওয়া ভেসে যাই
তোমার বিরহে।
আষাঢ়ের বৃষ্টি ভেজা কদমের মতই।
শুভ্র মেঘের বেলা ভেসে ঘৌধুলী শেষে
শ্রাবণে ফিরে আসবে তুমি।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net