সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জুলাইর গণঅভ্যূত্থান শুধু আজকের নয়, আগামী প্রজন্মকেও উজ্জীবিত করবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বুকের তাজা রক্ত দিয়েছিল, সেটি যেন আগামী প্রজন্মের হৃদয়ে জাগ্রত থাকে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। জুলাই অভ্যূত্থানের পর পরই স্বতস্ফুর্তভাবে শিশু কিশোররা গ্রাফিতি অংকন করেছিলো আমাদের দেয়ালে দেয়ালে। জুলাই গ্রাফিতি আমাদের বিবেকবোধ জাগিয়ে তুলে। জুলাই গ্রাফিতি অংকন ও জুলাই নিয়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা আমাদের শিশু কিশোরদের মনে ফ্যাসিজমবিরোধী বিপ্লবের চেতনার বীজ বপন করবে বলে আমার বিশ্বাস।
উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত গ্রাফিতি অংকন ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে ও জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপির সঞ্চালনায় অদ্য ২৫ জুলাই, ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য সংসদের সহ সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, যমুনা অয়েল কোম্পানীর পরিচালক সালেহ আহমদ খসরু, সংসদের মুখপত্র আল ইসলাহের সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সংসদের লাইব্রেরী সম্পাদক নাজমুল আনসারী, সহ লাইব্রেরী সম্পাদক ইশরাক জাহান জেলি, কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব, ডা. মোহাম্মদ ফয়জুল হক, সৈয়দ মোহাম্মদ তাহের, কবি মামুন সুলতান।
গ্রাফিতি অংকন ও বক্তৃতা প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতির ২য় পর্বের অনুষ্ঠান আগামী ১ আগস্ট, ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মধ্যে আছে, বিকাল ৪টায় বিপ্লবের কবিতাপাঠ, বিকাল সাড়ে ৫টায় র্যালী এবং ৭:১৫টায় আলোচনা সভা, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net