একজন পিতা হিসেবে অনুধাবন করছি


জুয়েল সাদত :

ভেকেশন অন।
খুব ভোরে বাফেলোতে আসলাম৷
নিউইয়র্ক এর বাফেলো আমার ওরলান্ডো থেকে ২ ঘন্টার জার্নি।।
বাফেলোতে আছি ২ দিন / এরপর নায়াগ্রা তে থাকব ১ দিন। টরেন্টোতে ৩/৪ দিন থাকার ইচ্ছে।। শেষ গন্তব্য মিশিগান।
বাফলোতে আগেও এসেছিলাম৷ এই ২ বছরে বাফেলোতো বাংলাদেশীদের সফলতায় যোগ হয়েছে অনেক স্টোরী ।
সব কিছুই জানাব৷
বাংলা মিডিয়াও অনেক একটিভ।
সকাল ৯ টায় সাচ্চু ভাইয়ের বাসায় পৌছালাম৷
দেখা হবে অনেকের সাথে, অনেকেরই যোগাযোগ করেছেন৷ ইনশাআল্লাহ।
নিজের বাচ্চাদের নিয়ে আছি, আকড়ে ধরে আছি৷ আদর সোহাগে বড় করছি৷ আর মাইলস্টোন স্কুলে নিহত বাচ্চাদের পরিবারের জন্য মনটা অনেক খারাপ। সব সময় দোয়ায় রাখছি।। এই কস্টটা কতটা ভারী একজন পিতা হিসাবে অনুধাবন করছি।। ( আল্লাহ সহায়)

শেয়ার করুন