
শাকিলা ববি
এই ছবিগুলো ২০২৪ সালের ২৩ জুলাইয়ে তোলা। কারফিউ চলাকালীন আমরা বের হয়েছিলাম সংবাদের খোঁজে। শহরে মানুষের আনাগোনা ছিল কম। গুরুত্বপূর্ণ সড়কে ছিল সেনা টহল। পত্রিকার হকার দেখলেই মানুষজন দৌড়ে যেতেন পত্রিকা কিনতে। কারণ ইন্টারনেট বন্ধ দেশের এক প্রান্তে কি হচ্ছে জানে না অন্য প্রান্তের মানুষ।
গত বছর ছাত্র জনতার আন্দোলন শুরুর পর প্রথম দফায় ১৭ জুলাই সন্ধ্যায় সারাদেশে মোবাইল ইন্টারনেটের কভারেজ সীমিত করে দেওয়া হয়। ১৮ জুলাই থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। একই দিন রাত থেকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশীদের। ১৯ জুলাই থেকে কারফিউ। মানুষজনের মনে আরও আতঙ্ক বাড়তে থাকে। টিভিতে খবর দেখালেও তখন সব প্রায় সব টিভিই বাতাবি লেবুর বাগান হয়ে গিয়েছিল। তাই দেশের খবর জানতেও মানুষ উদগ্রীব। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে কেউ কোনো খবরও পাচ্ছিল না। আমরাও সারাদিন ঘুরে খবর সংগ্রহ করে মোবাইলে এসএমএস দিয়ে অফিসে পাঠিয়েছি। পরের দিন পত্রিকা কিনে পড়েছি। সিলেটের অলিতে গলিতে পত্রিকার হকার দেখলেই মানুষ পত্রিকা কিনতে দৌড়ে যেতেন। কারণ তখন সবাই শুধু খবর জানতে চাইতেন। আর আমরা ঘুরতাম খবরের খোঁজে।
ছবি: Mamun Hossain
শাকিলা ববি
লেখক সাংবাদিক
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক