জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ২ দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অংকন, নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা পাঠ ও আলোচনা সভা।
কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় ক গ্রুপ (১ম থেকে ৫ম), খ গ্রুপ (৬ষ্ঠ থেকে এস এসসি ২০২৫) ও গ গ্রুপ (কলেজ বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জুলাইয়ের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা এবং বিকাল সাড়ে ৫টায় ক গ্রুপ (৩য় থেকে ৬ষ্ঠ), খ গ্রুপ (৭ম থেকে এস এসসি ২০২৫) ও গ গ্রুপ (কলেজ বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিষয়, জুলাই গণ-অভ্যুত্থান।
গ্রাফিতি অংকনের সরঞ্জাম প্রতিযোগিদেরকে নিয়ে আসতে হবে, সংসদ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদেরকে আগামী ২৪ জুলাই ২০২৫ এর মধ্যে অফিস চলাকালীন কেমুসাস অফিসে নাম তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে যোগাযোগ ০১৬১১ ৭১৯০০১, ০১৭১২ ১৬৬৬৮৮।
১ আগস্ট ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় বিপ্লবের কবিতা পাঠ, বিকাল সাড়ে ৫টায় জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে র্যালি এবং সন্ধ্যা ৭.১৫টায় আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ।
কেমুসাসের পৃষ্ঠপোষক, জীবন সদস্য, সাধারণ সদস্য ও সকল সাহিত্যমোদীদের বর্ণিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য কেমুসাসের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জুলাই গণ-অভ্যুত্থান উদযাপন কমিটি ২০২৫ এর আহ্বায়ক আরিফুল হক চৌধুরী, সদস্যসচিব আব্দুল মুকিত অপি অনুরোধ করেছেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net