গোলজার আহমদ হেলাল: শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ১ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। স্বাধীনতার ৫৪ বছরে এটিই প্রথম ও বিরল এক ট্রাজেডি। শহীদ তুরাব নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস।
২০০৭ সাল থেকে তুরাবের সাথে আমার পরিচয়। তার বাড়িতে একাধিকবার আমি গিয়েছি।মেধাবী, চঞ্চল ও চৌকষ এক যুবকের নাম তুরাব।ছোটবেলা থেকেই তার দুরন্তপনা ও কর্মদক্ষতা আমাদেরকে বিমোহিত করত।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মন ছিল তার।বাবার বড় ইচ্ছে ছিল তাঁর এক ছেলে সাংবাদিক হোক।তাই তিনি ছোট ছেলে তুরাবকে উৎসাহ দিতেন।কিশোর তুরাবও পিতার ইচ্ছে বাস্তবায়নে এটিকে বেঁছে নেয়।
এটিএম তুরাব সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম মাস্টার আবদুর রহিম। একজন স্বনামধন্য সাংবাদিক ও শিক্ষক ছিলেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সহ অনেক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তাঁর জীবদ্দশায় তাঁরই সম্পাদনায় প্রকাশিত 'সাপ্তাহিক সপ্তাহ জুড়ে' পত্রিকার মাধ্যমে তুরাবের সাংবাদিকতার হাতেখড়ি ।একই সময়ে সে দৈনিক আলোকিত সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে। ২০১০/১১ সালে দৈনিক Alokito Sylhet আলোকিত সিলেট আলোকিত সিলেটে কাজের সময় তার নিষ্ঠা ও দায়িত্বশীলতা আমরা দেখতে পাই।অল্প বয়স হলেও কর্মঠ ও পরিশ্রমী ছিল সে।
পরবর্তীতে আমাদের সাথে আলাপ করে সিলেটে সে চলে আসে।নগরীর উপশহর এলাকায় একটি বাসায় সে থাকত।আমাকে প্রায়ই বলত যাওয়ার জন্য। গিয়েছিলাম।একবার বলল,ভাই।এখানে কিছু ছেলেরা আছে। তাদের আমি কোরআন দিতে চাই। আপনি কয়েক খানা কোরআন শরীফ আমাকে দেন।সম্ভবত ২০ খানা অর্থসহ কোরআন আমি দেই।সে স্কুল কলেজের শিক্ষার্থীর মাঝে এগুলো বিলি করে।
তুরাব শহীদ হওয়ার পর আমরা খুনীদের বিচারের দাবীতে আন্দোলন করি।সিলেটে কর্মরত সাংবাদিকরা কারফিউ, ১৪৪ ধারা ভায়োলেন্স করে ঝুঁকি নিয়ে সমাবেশ করে।সিলেট প্রেসক্লাব,সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট অনলাইন প্রেসক্লাব সহ ৭টি সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। আমরা তুরাবের খুনীদের বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আল্লাহ তুরাবকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমীন।।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net