
তাসলিমা খানম বীথি :
ভেবেছিলাম দাদা দেশে আসলে নিজ হাতে বই দেবো। কিন্তু তার আগেই আকাশ পথে আমেরিকা চলে যায় আমার 2য়গ্রন্থ মায়াবিনী খোঁপার ফুল। প্রবাসে থাকলেও হারান দাদা সবসময়ই খোঁজ নেন। লেখালেখিতে উৎসাহিত করেন। জীবনের চলার পথে আমাদের জীবনে কিছু প্রিয়জন থাকে যাদের ভালোবাসা স্নেহ আমাদের জীবনকে প্রেরণা দেয়। তেমনি দাদাও দূরপরবাসে শত ব্যস্ততায় ভুলে যাননি। আমি এবং প্রাচীন সাহিত্য সংগঠন সাইক্লোন পরিবার আপনাকে মিস করি ।
আমেরিকা প্রবাসী রম্যলেখক শ্রদ্ধেয় হারান কান্তি সেন প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। প্রবাস জীবনে পরিবার নিয়ে ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা।