ক্ষনিকের জন‍্য দেশে ফিরে গিয়েছিলাম !

আবু সাঈদ আনসারী :

t’s fishing day! Alhamdulillah! আজ মাছ মারা দিবস!ًআমরা কজন মাসজিদের মুসল্লি মিলে চলে আসলাম Hastings -সাগরে, জাল ফেললাম, বড়শি ছোঁড়লাম।

ক্ষনিকের জন‍্য যেনো দেশে ফিরে গিয়েছিলাম!! এ যেনো অন‍্যরকম অনুভূতি! তারপরও মনটা খুব খারাপ ! মাছ তো মারলাম, কিন্তু আজ বাবা নেই। তিনি থাকলে খুব খুশি হতেন। ফ্রেশ মাছ দিয়ে চারটা ভাত খেতে পারতেন! পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁকে বেহেশতী খাবার দান করুন। আমিন ।

শেয়ার করুন