হঠাৎ আলোর ঝলকানি

কালাম আজাদ : হঠাৎ আলোর ঝলকানি মতো বন্ধুবর বেলাল চৌধুরী বললেন, চলুন বশীর ভাইকে দেখে আসি।পরিকল্পনা গতকালের। আজই বাস্তবায়ন! জ্বি, গেলাম। বশীর ভাই,প্রবীণ সাংবাদিক,

প্রাণচঞ্চল সংস্কৃতি কর্মী এবং লেখক,

স্ট্রোক করে,ডান হাত প্রায় অবস, অচল প্রায় বছর খানিক হলো। দেখা হলো, হাসলেন, ম্লানহাসি। সুখ না থাক, সান্ত্বনা সীমাহীন ; মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারছেন তো!ছবিতে পঁচাত্তরের এই বুজুর্গ পাশের দুজনের চেয়ে নুরানি চেহারার নয় কী

?বেলাল আহমদ চৌধুরীকে কৃতজ্ঞতা। তিনির সহায়তা ছাড়া এই মহৎপ্রাণকে

দেখতে পেতাম না। আল্লাহ বশীর ভাইকে সুস্থ সবল করে সিলেটের সংস্কৃতিতে ফিরিয়ে দিন, এই প্রার্থনা। আমীন।

শেয়ার করুন