পঁচিশের ঢাকার ডায়েরি -৬


জাবেদ আহমদ

খ্রিস্টীয় বছরের মাঝামাঝি মাস হলো জুন। ইংরেজি বছরের অর্ধেক সময় পার হয় এ মাসে। আর্থিক বছর ৩০ জুন সমাপ্ত হয়। সরকারি হিসাব নিকাশ ৩০ জুন শেষ হয়। বাংলাদেশ ব্যাংকও অর্থ বছর শেষ করে ৩০ জুন। অবশ্য সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ৩০ জুন অর্ধ বার্ষিক এবং ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব সমাপনী করে থাকে। সরকার জুন মাসে বাজেট ঘোষণা করে।

জুন মাসের শুরু থেকে ছুটি নিয়ে সিলেট অবস্থান করছি। সিলেট – ঢাকার বেহাল যোগাযোগ ব্যবস্থা, আবার ঈদ যাত্রার দখল এড়াতে চারদিনের ছুটি নিয়ে ২৯ মে ২০২৫ সিলেট চলে এসেছি। ঈদ উল আযহার ছুটির পর ১৪ জুন রাতে ঢাকার পথে রওয়ানা দিব। ১জুন ২০২৫ নতুন নকশায় মুদ্রিত নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বাজারে ছাড়া হয়। প্রথমদিন কয়েকটি বাণিজ্যিক ব্যাংক শাখায় ২০, ৫০ ও ১০০০ টাকার নোট দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকা কোঅপারেটিভকে ১০০০ টাকার নোট দেয়া হয়। ঢাকা কোঅপারেটিভ ২ জুন ২০২৫ থেকে প্রতি চেকের বিপরীতে নতুন ১০০০ টাকার ১০/২০ পিস করে প্রদান করে। সিলেট অবস্থান করায় নতুন নোট এখনও হাতে নিয়ে দেখা ও শুঁকে ঘ্রাণ নেয়া হয়নি। শুনেছি সিলেটসহ শাখা অফিসগুলোতে নতুন টাকা পৌঁছাতে আরও মাসখানেক লাগবে। আজ (২ জুন ২০২৫) অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ২০২৫-২০২৬ বছরের জন্য ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সিলেট নগরীতে আজ অর্থ-মন্ত্রনালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যৌথ উদ্যোগে Skills For Industry Competitiveness and Innovation Program ( SICIP) এর আওতায় Entrepreneurship Development Program (EDP) এর ৫ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল ক্রাউন ভিউ পার্কে অনুষ্ঠিত হলো। পুবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় বাস্তবায়িতব্য উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জনাব মোঃ ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম ও পুবালি ব্যাংকের মহাব্যবস্হাপক চৌধুরী শফিউল হাসান।‌ সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম। আমি সিলেটে অবস্থান করছি শুনে আমার অতীব প্রিয়জন মোঃ নজরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমাকে অনুরোধ করেন, নানাবিধ ব্যস্ততার জন্য যেতে পারিনি। পরে ফোন করে তাঁর খোঁজখবর নেই এবং অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করি। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে গিয়ে প্রিয়জনদের সাথে সাক্ষাৎ, ব্যাংক মসজিদে জোহরের নামাজ আদায় করি। মসজিদে অনেকের সাথে দেখা হয়। নির্বাহী পরিচালক খালেদ আহমদ, পরিচালক মোঃ আবুল হাসেম, অতিরিক্ত পরিচালক গোলাম মাহমুদ চৌধুরী, সুব্রত তালুকদার, ধরণী কান্ত দাশ, একেএম আক্তার ফারুক, মোহাম্মদ আলী আকতার, ডাক্তার উম্মে কুলসুম প্রমুখের সাথে দেখা হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সাইক্লোন সিলেট এর ৩০৯ তম সাহিত্য আসরে অংশ নেই। আসরের প্রতিপাদ্য ছিল ‘ ছিলটি নাগরী চর্চা ও ভবিষ্যৎ’।‌ ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে ও তাসলিমা খানম বীথির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও মরমী সঙ্গীত শিল্পী ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নাগরী প্রেমি মোহাম্মদ মামুনুল ইসলাম ও গবেষক মোশতাক চৌধুরী। মুল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোন সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হল ভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠান চলে। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আলোচককে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই। ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী আমার সহপাঠী ও এসএসসি চুরাশিয়ান বন্ধু।‌ অনুষ্ঠান শেষে আমরা কেমুসাস’র সাধারণ সম্পাদক সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়ালের অফিস কক্ষে চা নাস্তার পাশাপাশি অনির্ধারিত আলোচনায় কিছুটা সময় কাটাই। মরমী সঙ্গীত শিল্পী ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট বাচিক শিল্পী যমুনা অয়েল কোম্পানির ইনডেপেন্ডেন্ট ডাইরেক্টর সালেহ আহমদ খসরু, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, এডিশনাল পিপি কবি আব্দুল মুকিত অপি, সাইক্লোন সিলেট এর সভাপতি মোয়াজ আফসার, সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি প্রমুখ। শক্তিমান দুই কবি মুহিত চৌধুরী ও আব্দুল মুকিত অপিকে আমার বই উপহার দেই। আজ বাংলাদেশ ব্যাংকে একাধিক সার্কুলার বের হয়েছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে অফিসার পদের নাম উপ সহকারী পরিচালক এবং পিআরএল গমনকারী কর্মকর্তা কর্মচারীদের উপহার ও আপ্যায়নের সার্কুলার হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট কর্তৃক আপলোড করা হয়েছে। উপহার ও আপ্যায়ন বৃদ্ধির প্রস্তাব এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পক্ষ থেকে আমরা এপ্রিল ২০২৫ উত্থাপন করি, যথাযথ প্রক্রিয়ায় আজ তা বাস্তবায়ন হওয়ায় খুবই ভালো লাগছে।
আজ (৩ জুন ২০২৫) বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ এবং দৈনিক আমার দেশ সিলেট ব্যুরো চীফ জনাব খালেদ আহমদ দু’জনই এসএসসি চুরাশিয়ান, একে অন্যের আজ প্রথম দেখা, পরিচয়। প্রথম সাক্ষাতে উভয়ে কোলাকুলি করেন। আজ একটি কাজে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে সাংবাদিক খালেদ আহমদ আসার আগ্রহ প্রকাশ করায় ছুটিতে সিলেট অবস্থান করায় তাঁকে সাহচর্য দিতে আমিও সিলেট অফিসে আসি। সাংবাদিক খালেদ আহমদ নির্বাহী পরিচালক খালেদ আহমদ কে ‘আমার দেশ’ এর ঈদুল আজহা সংখ্যা উপহার দেন। নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যারও সাংবাদিক খালেদ আহমদ কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপহার প্রদান করেন। আমিও ঈদ সংখ্যা উপহার পাই। প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা তিনজনই সমবয়সী, ১৯৮৪ সালের এসএসসি উত্তীর্ণ হই। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহোদয়ের অফিস কক্ষে দু’জন খালেদ আহমদ এর সাথে আধা ঘন্টা নানান বিষয়ে আলাপ আলোচনা চা কফি পান করে খুবই ভালো লাগে। এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ আবুল হাসেম উপস্থিত ছিলেন। তিনি আমার দেশ এর একজন বিদগ্ধ পাঠক জেনে তাঁকেও ঈদুল আজহা সংখ্যা উপহার দেন সাংবাদিক খালেদ আহমদ। মজার বিষয় হলো দুই খালেদ আহমদ এর যে ছবি তুলে দেন তার নামও খালেদ আহমদ। তিনি নির্বাহী পরিচালক মহোদয়ের শাখায় কর্মরত অরনেট কোম্পানির কর্মচারী। ক্ষণিকের জন্য হলেও একই নামের তিন ব্যক্তির সম্মিলন ঘটেছিল।
দীর্ঘ পথ পরিক্রমায় (১৯৮৬-২০২৫) বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের পরিচালক পদে আজ (৩ জুন ২০২৫) সফল কর্মজীবন সমাপনান্তে জনাব মোঃ আব্দুল জলিল-৯ অবসর উত্তর ছুটিতে গমন করেন। তিনি একজন ক্রীড়াবিদ ও সংগঠক ছিলেন। বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার একাধিকবার নির্বাচিত কর্মকর্তা, সর্বশেষ ছিলেন সহ-সভাপতি। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ আমরা অতিরিক্ত পরিচালক পদে একসাথে বছরের অধিক সময় কাজ করেছি। আজ রাতে সিলেট নগরীর রয়্যাল শেফ চাইনিজ রেস্টুরেন্টে যাই, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুর রহিম এর সাথে একান্তে কিছু সময় কথা বলি।
দীর্ঘ ৫৫ মাস পর সংস্কার কাজ শেষে আজ ৪ জুন ২০২৫ আবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফুটবল মাঠে গড়ালো। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ মঙ্গলবার ছিল ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ব্রিটেনে বসবাসরত দেওয়ান হামজা চৌধুরীর সাথে আজ বাংলাদেশ জাতীয় দলের একাদশে ইতালি প্রবাসী আলোচিত ফুটবলার ফাহমিদুল ইসলাম। দাপটের সাথে খেলে বাংলাদেশ ভুটানকে ২-০ গোলে হারায়, সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী অনবদ্য হেডে গোল করেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবলের দর্শক উন্মাদনা দেখা গেল অনেক দিন পর। আজ রাতে সিলেটের জিন্দাবাজার উন্দাল রেস্টুরেন্টে যাই, জরুরি একটি মিটিং এ বসি। আমার তারুণ্যের স্বপ্নের কর্মক্ষেত্র দৈনিক সিলেটের ডাক এ আজ (৪ জুন ২০২৫) রাতে দুদফা যেতে হলো।‌ নব্বইয়ের দশকের দৈনিক সিলেটের ডাক এর সহকর্মী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (পিআরএল) কবি পুলিন রায় পত্রিকা অফিসে মিষ্টি নিয়ে এসেছেন। আমাকে আসার জন্য ফোন দিলেন। কাছাকাছি থাকায় রাত ১১টায় গিয়ে হাজির হলাম।‌ নব্বইয়ের আরেক সহকর্মী সাংবাদিক চিকিৎসক (নিউরো সার্জন) ডাঃ এস,এম আসাদুজ্জামান জুয়েলও এসে উপস্থিত হলেন। খাওয়া দাওয়া, আড্ডা – আলোচনা, বই উপহার, ফটোসেশন শেষে মধ্যরাতে ঈদ পূর্ব বিদায় নিয়ে বাসার পথে রওয়ানা দিলাম। এসময় আরও ছিলেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চীফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু। উপস্থিতির সুন্দর ছবিগুলো তুলে দেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান ফটো সাংবাদিক জাবেদ আহমদ। এর আগে বিশিষ্ট ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন এর হাতে আজ রাতে তুলে দিলাম আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’। দৈনিক সিলেটের ডাক অফিসে এসময় উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিনিয়র রিপোর্টার মোঃ কাউসার চৌধুরী, এনামুল হক রেনু, নুর আহমদ, আনাস হাবিব কলিন্স, ইউনুছ চৌধুরী উপস্থিত ছিলেন।
আশির দশকে সাদা কালো ছবির যুগে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি তোলার জন্য সিলেটের জিন্দাবাজার ইদ্রিস মার্কেটের বিখ্যাত সুমি ফটো স্টুডিওর আতাউর রহমান আতা ভাই ও দুলাল হোসেন ছিলেন সবেধন নীলমণি। তাঁদের উপস্থিতি/অনুপস্থিতি অনুষ্ঠানের সফলতা/ব্যর্থতা নির্ভর করত। সুমি ফটো স্টুডিওর কাছাকাছি মিছিল আসলে নিজ মুখাবয়ব ক্যামেরাবন্দি করতে উত্তেজনা বেড়ে যেত।
প্রিয়জন দুলাল হোসেন আমার বই পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করায় মধুবন মার্কেটের দৈনিক সিলেটের ডাক এর কার্যালয়ে তাঁকে বইটি দিতে পেরে খুবই ভালো লাগলো।
আজ (৫ জুন ২০২৫) পবিত্র হজ্ব পালিত হয়। হাজীগণ আজ সারাদিন আরাফাত ময়দানে সমবেত ছিলেন। ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েকা লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক’ ধ্বনিতে মুখরিত ছিল আরাফাত ময়দান। দেশে আজ থেকে ঈদ উল আজহার টানা দশ দিনের ছুটি শুরু হয়েছে। আজ বিকালে কোরবানির পশু কিনতে সিলেট নগরীর চালিবন্দর সংলগ্ন কয়েদিরহাট ও পারাইরচক ট্রাক টার্মিনালে অস্থায়ী গরুর বাজার ঘুরে আসি। বাংলাদেশ ব্যাংকের সহকর্মী আবু হেনা মোঃ ফারহানের ইউটিউবে গরুর বাজারের সচিত্র সংবাদ দেখে বেশ কয়েকটি গরু পছন্দ হয়, তবে বাজারটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার হওয়ায় যাওয়ার জন্য সাহস করতে পারিনি। পরেরদিন কিনব বলে স্থির করি। আজ (৬ জুন ২০২৫, ৯ জিলহজ্ব ১৪৪৬ হিজরি শুক্রবার) সকালে সিলেট নগরীতে প্রচুর বৃষ্টিপাত হয়, মহল্লার সড়কে পানি ওঠে, কোরবানির পশু ক্রয় এবং পরদিন কোরবানি দিতে অজানা শংকা দেখা দেয়। অবশ্য দুপুর থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে, সূর্যের প্রখরতা দেখা যায়। আজ বাদ জুমা গরুর কিনার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হই, সাথে ছিলেন ভায়রা ভাই নিজাম উদ্দিন চৌধুরী। প্রথমবারের মতো জিলহজ মাসের টানা ৯দিন নফল রোজা রাখছি, ইফতারের জন্য পকেটে কয়েকটি খেজুর নিয়ে বের হলাম। কয়েদিরহাট, টিলাগড় ও শাহী ঈদগাহ বাজারে গরুর সংকটে কিছুটা ভীত হলাম, সুযোগ বুঝে বিক্রেতারা চড়া দাম হাকাচ্ছে। বিকাল সাড়ে চারটায় শাহী ঈদগাহ খেলার মাঠের বাজারে রংপুরের পীরগঞ্জের হাফিজার রহমান দুটি ষাঁড় গরু কিছুটা সহনীয় দাম চাইলে মনে কিছুটা আশা হয়। আমাদের সামনে হাটের ইজারাদার একটি গরু কিনলে, সাহস নিয়ে দরদাম শুরু করি এবং শেষতক সফল হই। আমার কেনা ষাঁড় গরুটি খুবই মেজাজি ছিল, বাসায় আসার পর আমার পায়ে পরপর দুবার লাথি মেরে আঘাতও করেছে, ফুলা জখম হয়েছে, আল্লাহপাকের রহমতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কোরবানির পশু বাসায় আসার পর পরিবারের লোকজনরা দেখতে নিচে নেমে আসেন, সমাদর করতে চান। তবে এবার ক্ষেপাটে গরুর হামলায় আমার পায়ের অবস্থা দেখতে কেহই সাহস করে তার দেহ স্পর্শ করেন নি।
আজ ( ৭ জুন ২০২৫, ১০ জিলহজ্ব) পবিত্র ঈদ উল আজহা। সকাল থেকে সিলেটসহ সারাদেশের আবহাওয়া খুবই ভালো। আকাশে মেঘের কোন ঘনঘটা নেই। আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা ছিল, আল্লাহপাকের রহমতে বৃষ্টিমুক্ত ঈদ পালন হলো। সিলেটে আজ সবচেয়ে আগে সকাল ৫.৪৫ ঘটিকায় ঈদ জামাত হয় সিলেট কালেক্টরেট (ডিসি অফিস) জামে মসজিদে, সেখানে আমি ও আমার ছোট ছেলে হাসিন ইয়াসার অংশ নেই।
নামাজ শেষে সিলেটের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রবীণ সাংবাদিক কলামিস্ট জনাব আফতাব চৌধুরী, ব্যাংকার তারেক মাহমুদ, সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মোঃ আব্দুর রশিদ, সমাজসেবি এ,এস, আমিনসহ পরিচিতজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। উল্লেখ্য জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক-২০০৬ ব্যাচে যোগদান করেছিলেন। আগে নামাজ পড়েও কোরবানি দিতে সকাল ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হলো। কোরবানির কাজে সহায়তাকারীরা আগের দিনে কথামতো ভোরের ঈদ জামাতে অংশ নিতে পারে নি। আমাদের খারপাড়া আরজদ আলী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় তাঁরা ঈদ জামাতে অংশ নেয়ার পর কোরবানির পশু আমি নিজে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহপাকের নামে জবাই করি। দক্ষ কারিগরদের অংশগ্রহণে দুপুরের আগেই কোরবানির সমুদয় কাজ শেষ হলেও রাত অবধি বন্টন কাজ চলে। জিলহজ্ব মাসে পবিত্র হজ্ব ও পশু কোরবানি দুটিতে অর্থ ব্যয়ের পাশাপাশি শারীরিক পরিশ্রম করতে। হজ্ব করতে গিয়ে অনেকে মারা যান, কোরবানি দিতে গিয়ে আহত হন। গতকাল এক অনলাইন পত্রিকা সিলেটে এবছর কোরবানির ঈদে গরুর লাথি ও মাংশ কাটতে গিয়ে ৭৬ জন আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে। আমি নিজেও গরুর লাথিতে পায়ের হাঁটুর নীচে ফুলা জখম নিয়ে কোরবানির কাজ করতে হয়েছে। সিলেটে ঈদের প্রধান জামাত মোগল আমলে স্থাপিত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। আজ ঈদের দিন বিকালে পাশ্ববর্তী সোবহানীঘাট এলাকায় শ্বশুরবাড়ি এবং রাতে নগরীর মধুশহীদ এলাকায় গিয়ে চাচী জমজম খানম আহমদ (মরহুম আলহাজ্ব মোঃ জহীর উদ্দিন আহমদ চৌধুরী এর সহধর্মিণী) কে ঈদের সালাম করে আসি। পরিশ্রান্ত থাকায় আত্মীয় স্বজনের ঈদের মাংশ আজ আর পৌঁছাতে পারিনি। ছোটভাই পুলিশ ইন্সপেক্টর জুবেদ আহমদ চৌধুরী ছুটি না পাওয়ায় ঢাকার কর্মস্থলে ঈদ করেছে। বড়ভাই সুহেদ আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের বাড়িতে কোরবানি দিয়েছেন। রাতে স্বজনদের সাথে ফোনে কথা বলি। ঈদের আনন্দের দিনেও আজ আমাদের পরিবার দুঃখের স্মৃতি বহন করছে। ২০২০ সালের ৭ জুন সহোদর মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করে। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আজ (৮ জুন ২০২৫) সকালবেলা ঈদের পরের দিন‌ আরজদ আলী জামে মসজিদে ফজরের নামাজ পড়ে সকালবেলা পরিচিতজনের কাছে ঈদের সালাম ও শুভেচ্ছা বার্তা পাঠাই, ফোনে কথা বলি। ইউটিউবে আমেরিকা প্রবাসী বন্ধু রম্য লেখক হারান কান্তি সেনের মজার মজার ‘ছিলটী ছিল্লক’ (আঞ্চলিক প্রবাদ বাক্য) শুনি। দুপুরে সাইক্লোন সিলেট এর শীর্ষ নির্বাহীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। আগে ঈদের শুভেচ্ছা পাঠাতে ফোন কোম্পানিকে পে করতে হতো, এখন ইন্টারনেট সংযোগ থাকলেই হলো, সব ফ্রি। বিনে খরচে সমগ্র বিশ্বে শুভেচ্ছা বার্তা লিখে, ভয়েস পাঠানো হয়ে গেল, আনলিমিটেড আলাপ করা চলল। সব ফ্রির সাইড এফেক্ট রয়েছে, ইন্টারনেটে ফ্রিতে মূল্যবান জীবনের সময়ের অনেক অপচয় হয়।
ফ্যাটি লিভারের জন্য রেড মিট কম খেতে আমাকে ডাক্তার পরামর্শ দিলেও কোরবানির ঈদে গরুর মাংস খেতেই হচ্ছে।
আজ (৮ জুন ২০২৫) বাদ মাগরিব মজুমদারী জামে মসজিদে মজুমদারী তরঙ্গ-১/৯ খানবাড়ি নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি আব্দুজ জহুর খাঁন মাসুক মিয়ার জানাজায় অংশ নেই। জানাজা শেষে মটরসাইকেলে কোনাপাড়া সড়ক দিয়ে কেছমার দোকানের (আব্দুল মালিক, আব্দুস সহীদ বাবুল এর বাসার) কাছের গেইট খুলে প্রিয় কলোনির সবকটি বিল্ডিং ঘুরে এলাম। ময়লার ট্যাংকি, ৭ নম্বর বিল্ডিং এর পশ্চিম গেইট, মাঠে যাওয়ার রাস্তায় আগাছায় ভরে গেছে। মনে হয় এখন আর ট্যাকিতে বসে মরহুম উবায়েদল্লাহ চাচা, মরহুম বশির উদ্দিন চাচার উত্তরসূরী কেহ কলোনির শিশু কিশোরদের খোঁজখবর নেন না। গোল্লার গাছটি বড় হয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে। সন্ধ্যাবেলা পুরো কলোনি ঘুরে কাউকে বাহিরে পাওয়া যায় নি, শুনশান নিরবতা, ঈদের জন্যও হতে পারে।
সাবেক সিসিক কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেপুলের ফেইসবুক পোস্টে জানতে পেরে জানাজায় গিয়ে দেখা হয় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান, মজুমদারীর প্রাক্তন ফুটবলার হিফজুর রহমান মাসুম, শামীম আহমদসহ অনেক পুরনো লোকজনের সাথে।
খারপাড়া মিতালী সমাজ উন্নয়ন পরিষদ, সিলেট এর উদ্যোগে আজ (৮ জুন ২০২৫) রাতে পরিষদের উপদেষ্টা কানাডা প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শিব্বির আহমদ (শহীদ) কে সম্বর্ধনা প্রদান করা হয়। পরিষদের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খাঁ এর পরিচালনায় বক্তব্য রাখেন হাজী মোঃ মখলিছুর রহমান, কাজী মোঃ আব্দুল মন্নান, মোঃ তোফাজ্জল আলী, গোলজার আহমদ, মোঃ সাইফুল ইসলাম খান, জাবেদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা খারপাড়ার প্রবেশ গেইট, মুর্দার গোসলখানা, সড়ক প্রশস্তকরন তথা খারপাড়ার উন্নয়নে শিব্বির আহমদ (শহীদ) এর অতীত ভূমিকার প্রশংসা ধরেন। দেলোয়ার হোসেন খাঁর বাসভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে প্রবাসী কমিউনিটি নেতা শিব্বির আহমদ (শহীদ) এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। তিনি বলেন আধুনিক সমাজ ব্যবস্থায় নাগরিক সেবা নিশ্চিতের জন্য সড়ক প্রশস্তকরনের কোন বিকল্প নেই।‌ এলাকাবাসীর ত্যাগের বিনিময়েই এটা সম্ভব হয়েছে এবং হবে। অনুষ্ঠানে কানাডা ব্যবসায়ী ও‌ কমিউনিটি নেতা শিব্বির আহমদ (শহীদ) কে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সিলেট টানা আটদিন (৭-১৪ জুন) বৃষ্টিবিহীন ছিল।‌ প্রচন্ড তাপদাহে মানুষের নাকাল অবস্থা ছিল। ঈদের ছুটির বেশিদিন ঘরে থাকতে হয়েছে। ১০ জুন ২০২৫ ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাই ফুটবলে বাংলাদেশ জাতীয় দল ভাল খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে পরাজিত হয়। সিঙ্গাপুরের হয়ে ৪৪ মিনিটে ৭ নম্বর জার্সিধারী সং উই ইয়ং ও ৫৭ মিনিটে ৯ নম্বর জার্সিধারী ইখসান ফান্দি গোল দুটি করেন। ৬৭ মিনিটে তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীর বাড়ানো পাস থেকে রাকিব হোসেন বাংলাদেশ দলের পক্ষে একমাত্র গোলটি করেন। অবশ্য বাংলাদেশ দলকে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত করেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পসটানেস। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ দেওয়ান হামজার পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে শমিত সৌম (কানাডা), ফাহমিদুল (ইতালি) ও তারিক কাজী (ফিনল্যান্ড) এ ম্যাচে সকলের নজর কাড়েন। ঈদের ছুটিতে সিলেট থাকায় স্টেডিয়ামে বসে খেলা দেখতে না পারলেও টিভিতে বসে উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করি।
১২ জুন ২০২৫ ঈদের বেড়াতে গ্রামের বাড়িতে যাই, পিতা মাতা আত্মীয়-স্বজন গ্রামবাসীর কবর জিয়ারত করি, বাড়ির স্বজনদের সাথে দেখা করি। ফেরার সময় মায়ের সমবয়সী খালাতো বোন নেওয়া আপাকে দেখতে লক্ষ্মীপাশা গ্রামে যাই। বিছানায় শয্যাশায়ী থেকেও আমাকে দেখে আপা ওঠে বসার চেষ্টা করেন, যথাযথ আপ্যায়নের নির্দেশনা দেন।
বিলেতের লেখক ও‌ কবি, সাইক্লোন সিলেট এর সুপ্রিম কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান, আম্বরখানা সরকারী কলোনী(Amber Khana Govt. Staff Quarter, Sylhet) এর প্রাক্তন বাসিন্দা অগ্রজ ইকবাল বাহার সুহেল (ইবাসু) এর সাথে আজ (১২ জুন ২০২৫) সন্ধ্যায় দেখা হলো। পরস্পরের বই উপহার বিনিময় হলো। মাসের অধিক হয় কবি দেশে এসেছেন, আসার পরই ফোনে জানিয়েছেন। উভয়ের ব্যস্ততার জন্য দেখা হয় হচ্ছে করে আজ সন্ধ্যায় হয়ে গেল। খাসদবীর মদনী মসজিদে আজ বাদ মাগরিব এক জানাজায় অংশ নিয়ে পাশ্ববর্তী চৌকিদেখি রূপসা আবাসিক এলাকায় (হামিদ মিয়ার গলি) ছোটবোন সুলতানা পারভীন বাহার সুবনার বাসায় গিয়ে সুহেল ভাইয়ের সাথে যাই। সুহেল ভাইকে দেখতে গিয়ে তিন দশক পর সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেট এর প্রাক্তন মহিলা বিষয়ক সম্পাদিকা সুবনার সাথেও দেখা হয়ে গেল। তাঁর মেয়ে সিলেট ওমেন্স মেডিক্যাল কলেজে পড়াশোনা করছে। সুহেল ভাই, সুলতানা পারভীন বাহার সুবনা ও শামীম বাহার বাপ্পীর পিতা সিলেট সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মরহুম মোঃ আব্দুল খালিক চাচা আম্বরখানা কলোনির সকলের কাছে খুবই জনপ্রিয় ও শ্রদ্ধার মানুষ ছিলেন। অনেকেই তাঁর কাছ থেকে চিকিৎসা সেবা নিতেন। কম সময়ে অনেক কথা হলো সুহেল ভাইয়ের সাথে।
যুক্তরাজ্য প্রবাসী চাচাতো বোন নাজিয়া চৌধুরীর বড় ছেলে আজিজ চৌধুরীর সাথে আজ রাতে ৩১ বছর পর দেখা হলো। শাহজালাল উপশহরে চাচাতো বোন জামাই গোলাপগঞ্জ বিএনপির প্রবীণ নেতা রাণাপি়ং বাজারের অধুনালুপ্ত আজাদ ফার্মেসির সত্বাধিকারী আলহাজ্ব মোঃ আব্দুল ওয়ালী খান এর বাসায় আজ রাতে প্রবাসী ভাগ্নার সম্মানে নৈশভোজে অংশ নেই। খাওয়া দাওয়া আলোচনা শেষে প্রিয় ভাগ্নার হাতে তুলে দেই আমার বই ইউরোপের সাত দেশে বাইশ দিন’ও চব্বিশের ঢাকার ডায়েরি’‌। এসময় সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট জোবায়ের খানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। আজ (১৩ জুন ২০২৫ শুক্রবার) জুমার নামাজ খাঁরপাড়া আরজদ আলী জামে মসজিদে পড়ি। মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল হালিম জুমার খুতবায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। আজ তিনি কোরআন হাদিসের আলোকে কয়েকটি আমলে মকবুল হজ্ব ও উমরাহের সাওয়াবের বিষয় আলোকপাত করেন। বয়ানে হযরত বলেন কেহ জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত নির্ধারিত সময় অপেক্ষা করে দুই রাকাত ইশরাক নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে মকবুল হজ্বের সাওয়াব পাবেন। আবার কেহ এশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করলে হজ্ব এবং পরের দিন ফজরের নামাজ আদায় করলে উমরাহের সাওয়াব অর্জন করবেন।‌ হজ্ব ও উমরাহ করতে আর্থিকভাবে অসচ্ছল মুসলিম নরনারী ছোট এ আমলগুলো করে মকবুল হজ্ব ও উমরাহের সাওয়াব অর্জন করতে পারেন। স্বচ্ছলরাও আমলগুলো করে অধিকতর লাভবান হতে পারেন। ১৪ জুন ২০২৫ দুপুরে মোহাম্মদ আলী আকতারসহ জিন্দাবাজারে এলায়েন্স প্রোপার্টিজের উন্নয়ন কাজ পরিদর্শন করি। আজ ক্রিকেটের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকা ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এটা সাউথ আফ্রিকার প্রথম শিরোপা জয়। আজ রাতে সহধর্মিণী নুরজাহান পারভীন চৌধুরীকে নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ উইলসন দেব এর পরামর্শ নিয়ে আসি। ফেরার পথে সোবহানীঘাটে ঈদের বেড়ানোয় নাতনি মরিয়ম চৌধুরী নাহিদা(নাসির উদ্দিন চৌধুরীর কন্যা) এর সাথে অনেক দিন পর দেখা হয়।‌ দ্রুততার সাথে নাস্তা করে বের বিদায় নেই। রাত সোয়া ১১টার গ্রীনলাইন পরিবহনে আমাকে ঢাকায় ফিরতে হবে।
ঈদের আগে চারদিন ব্যক্তিগত ছুটি সাথে ঈদের দশদিন ছুটি সবমিলিয়ে ১৬ দিন সিলেট থেকে আজ (১৫ জুন ২০২৫) ঢাকায় এসে পৌঁছলাম। সকালে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরির বাসিন্দা পরিচালক মোঃ মামুনুর রহমান, মোঃ ফজলার রহমান, মোঃ নুরুল আলম, জয়দেব বণিক, অতিরিক্ত পরিচালক মুহম্মদ নূরুল আমিন, মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ জিয়াউল হায়দার, মোঃ আব্দুল হাফিজ, ইফতেখার আহমেদ চৌধুরী, ইন্দ্রজিত বড়ুয়া, মোঃ বেলাল হোসেন এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি ‌ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ছাইফুল ইসলাম ছুটিতে থাকায় বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে আমাকে আজ থেকে তিনদিন দায়িত্ব পালন করতে হবে। এটা আমার এক নতুন অভিজ্ঞতা। সকালবেলা বিভাগের সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। ছুটিতে থাকলেও পরিচালক মোঃ ছাইফুল ইসলাম স্যার অফিসে আসায় তাঁর সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান হাবিব মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহার, মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী ও মোঃ কবির আহমদ পিএইচডি, নির্বাহী পরিচালক স্যারদের সাথে হলুদ দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় অংশ নেন। হলুদ দলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোঃ মকবুল হোসেন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীর নেতৃত্বে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিকালে আমি ও মোঃ সাইফুল আলম ঈদের শুভেচ্ছা জানাতে নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এ,কে,এম এহসান, মোঃ আশ্রাফুল আলম, সাখাওয়াত হোসেন ভূঁইয়া, মোঃ মজিবুর রহমান, মোঃ রোকনুজ্জামান, মোঃ নিয়ামুল কবির, বিষ্ণুপদ কর স্যারদের সাথে দেখা করি। আজ কয়েকবার ছুটিতে খুলনা থেকে ফোন করে খোঁজ নেন নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড ঢাকার উপ ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির গুরুতর অসুস্থ হলে হাসপাতাল নেয়ার পর মৃত্যুবরণ করেন। বিকাল ৩.৪৫ ঘটিকায় ৩০ তলা ভবনের নীচে তাঁর জানাজায় অংশ নেই। ঢাকা কোঅপারেটিভ এর প্রাক্তন সম্পাদক মোঃ রজব আলী, চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনসহ অনেক লোক জানাজায় অংশ নেন। আজ আসরের নামাজ পড়ি সেনা কল্যাণ ভবনের টপ ফ্লোরের‌ (লেভেল-২২) মসজিদে। পরে ব্যাংক পরিদর্শন বিভাগ -১ এর অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম ও ব্যাংক পরিদর্শন বিভাগ -৪ এর অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসান কে সাথে নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ বদিউজ্জামান দিদার স্যারের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করি। স্যার ঈদের ছুটিতে সপরিবারে সিলেট সফর করে এসেছেন।‌ স্যার সফরের বিভিন্ন বিষয় আমাদের সাথে শেয়ার করেন। বিকালে সহকর্মী মোঃ আব্দুল মতিন মোল্লা ফোন করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁর হাটখোলার ফ্ল্যাটে কাঁঠাল খাওয়ার দাওয়াত দেন, বলেন বাড়ির গাছের কাঁঠাল এসেছে, পেকেও গেছে। সফর ও অফিস শেষে ক্লান্ত থাকায় যাওয়া হয়নি।
আজ (১৬ জুন ২০২৫) দুপুরে ঢাকা কোঅপারেটিভ অফিসে গেলে সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ উজ্জ্বল মিয়ার সাথে দেখা হয়।‌ রাতে সিলেটে সাইক্লোন সিলেট এর আয়োজনে ঈদুল আজহার শিক্ষা ও আমাদের পথচলা শীর্ষক আলোচনা এবং ঈদোত্তর সাইক্লোন মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক সাইক্লোন সিলেট এর প্রাক্তন সভাপতি ইকবাল বাহার সুহেল (ইবাসু)। ঢাকায় অবস্থান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলে অগ্রজ প্রাক্তন সতীর্থ ইবাসুর উপস্থিতিতে সাইক্লোন এর সুন্দর আয়োজন খুবই ভালো লাগলো। আজ রাতে ঢাকায় ডরমিটরির আমার রুমমেট বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম রুমে ফিরেন নি। সকালে ওঠে তাঁর বিছানা খালি দেখে বিষয়টি বুঝতে পারি। গতরাতে রোকেয়া খালার রাখা হটপটের খাবার টেবিলে পড়ে রয়েছে, বালতিতে কাপড় ভেজানো রয়েছে। ডরমিটরির রুমের দরজা রাতে খোলা থাকে, এজন্য যে কোন সময় আসলেই হয়, কাউকে ডাকাডাকি করতে হয়না। ফোনে কিছু না জানানোয় আমরা কিছুটা চিন্তায় পড়ি। সকালবেলা ফোন দিলে তিনি জানান ঘনিষ্ঠ বন্ধু সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন অসুস্থ হয়ে ঢাকায় আসায় তাঁর সাথে ছিলেন, সকালের নাস্তা করছেন, অফিসে আসবেন। আমাদের উৎকণ্ঠার অবসান হয়।
আজ (১৭ জুন ২০২৫) সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ (ইএমডি -২) এর পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে সভা কক্ষে ইনহাউস ট্রেনিং প্রোগ্রাম কিছুক্ষণ প্রত্যক্ষ করি।‌ সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন। দুপুরে আমরা (আমি, মোঃ আমির হোসেন ও গৌরাঙ্গ রায়) ডেপুটি গভর্নর নুরুন নাহার ম্যাডামের সাথে অফিসিয়াল কাজে দেখা করি। ইএমডি-২ পরিচালক মোঃ ছাইফুল ইসলাম অফিসে আসলে দেখা হয়। শ্রান্তি বিনোদন ছুটির আজ তাঁর শেষ দিন। কাল ১৮ জুন ২০২৫ তিনি অফিসে যোগদান করবেন, ৩০ জুন ২০২৫ তিনি পিআরএল গমণ করবেন।
ঢাকায় আজকের (১৭ জুন ২০২৫) বৃষ্টির দিনে চমৎকার একটি কাঁঠাল দিলেন জমির ভাই। দামও মাত্র একশত টাকা। বললেন ভালো হলে কাল সকালে এসে একটি হাঁসি দিবেন স্যার। তিনি একজন সৎ ও পরিশ্রমী ফল ব্যবসায়ী। মতিঝিল বাংলাদেশ ব্যাংক লাগোয়া সড়কে বসে বছরময় আনারাস, পাকা পেঁপে, কাঁঠাল বিক্রি করেন। তাঁর উল্লেখযোগ্য ক্রেতা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী। প্রতিদিন শতাধিক আনারস কেটে বিক্রি করেন। তাঁর কাছে সবকিছুই প্রিমিয়াম কোয়ালিটির থাকে, ব্যবহার খুবই ভালো, একদামেই তিনি এসব বিক্রি করেন।
আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে এসে ছুরি দিয়ে কাঁঠাল ওপেন করেই বিক্রেতার কথা শতভাগ সত্যি হলে মতিঝিল থেকে পায়ে হেঁটে বহন করে আনার কষ্ট দূর হয়। ডরমিটরির চারতলার সবাই মিলে আনন্দে বছরের প্রথম কাঁঠাল খেলাম। ডরমিটরির সাব স্টাফদেরও কাঁঠাল উৎসবের সাথী করলাম। একমাত্র জাতীয় ফল কাঁঠালই সবাই মিলে খাওয়া যায়।
আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের
চতুর্থ আসর (২০২৫-২০২৭) বাংলাদেশ গল টেস্টে ক্যাপ্টেন নাজমুল শান্ত’র *১২৯(২৪৩) পর মুশফিকুর রহিম অনবদ্য সেঞ্চুরি *১০০(১৭৬) করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশ দলের স্কোর ২৯২/৩। আজ (১৮ জুন ২০২৫ গল টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯, মুশফিকুর রহিম ১৬৩, শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন।
অনেক দিন পর আজ (১৯ জুন ২০২৫) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে রমনায় এলাম।
রমনা পার্কে ঢাকায় বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব জনাব কবির চৌধুরী (বাবুল ) এর সাথে দেখা হলো। আমাদের ব্যয়াম করার নানান কৌশল শিখালেন। তিনি বিয়ানীবাজারের আলিনগর ইউনিয়নের ডি,এম উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র (এসএসসি ১৯৬৮ ব্যাচ)। প্রতিদিন সকালে তিন ঘন্টা রমনায় শারীরিক কসরত করেন তিনি। ৭৬ বছর বয়সেও তিনি অতীব সতেজ, বললেন শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করার কোন বিকল্প নেই। উল্লেখ্য তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সহকর্মী অতিরিক্ত পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরীর চাচাতো ভাই। রমনা থেকে জাহাঙ্গীর স্যারের প্রাইভেট কারে মতিঝিল ফেরার পথে ১০৮ নয়া পল্টন (কার্লভার্ট রোডে) শাওন বিরিয়ানি হাউসে আমরা তিনজন গরমাগরম সুস্বাদু ডিম খিচুড়ি দিয়ে নাস্তা করি।‌ আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ আম – কাঁঠাল খাওয়া হয়। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আমির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, বিমল চন্দ্র দাস ও গৌরাঙ্গ রায়সহ বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ ফল উৎসবে অংশ নেন। আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সৌজন্যে আম কাঁঠাল খাওয়া হয়। তিনি পনের দিন শ্রান্তি বিনোদন ছুটি শেষে আজ অফিসে যোগদান করেন। গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ ৪৯৫ রানে অলআউট হয়। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিন শেষে করে ৩৬৮/৪।
রমনা পার্কের জৈষ্ঠ্য সদস্য অনুরূপ চক্রবর্তী (৮৬) এর সাথে আজ (২০ জুন ২০২৫) শুক্রবার সকালে পরিচয় করিয়ে দিলেন ৭৬ বছরের আরেক সিনিয়র সদস্য সিলেটের সন্তান কবির চৌধুরী (বাবুল ভাই)। রমনা প্রভাতীর টেন্টে আজ কবির চৌধুরীর তত্বাবধানে কিছু সময় ব্যয়াম করা হলো। রমনার সবুজের সমারোহে আজ প্রায় আড়াই ঘণ্টা সময় হাঁটা চলা, ব্যায়াম ও আলোচনা করে কাটালাম। ফজরের নামাজ পড়ে মতিঝিল থেকে দশ টাকায় গাবতলী পরিবহনে (৮ নম্বর বাস) চড়ে মৎস্য ভবন নেমে‌ রমনা পার্কে ঢুকে পড়ি। রমনার সীমানা দেয়াল ঘেঁষে এক চক্কর দিতে পঁচিশ মিনিট লাগে।‌ কবির চৌধুরীর রমনা প্রভাতীর টেন্ট খুঁজে পেতে অনেক সময় লাগে। শেষতক তাঁকে ফোন করে সহায়তা নিতে হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশের মেইন গেটের কাছেই মহিলা অঙ্গন ও রমনা প্রভাতীর টেন্ট। কবির চৌধুরী সামনে এসে আমাদের নিয়ে গেলেন। রমনায় আজ আমার সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন ও পরিচালক মোঃ ফজলার রহমান। রমনা পার্কে হাঁটতে গিয়ে আজ দেখা হলো বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম কাজী আনোয়ারুল ইসলাম খোকা ভাইয়ের সাথে। তাঁর বাড়ি কুষ্টিয়ায়, ঢাকায় নিজের বাড়ি। খুবই ভদ্রলোক, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে ছিলেন দুই বছর। ২০২০ সালে তিনি অবসরে গেছেন। ঢাকা ও ভার্জিনিয়া (ইউএসএ) ঘুরেফিরে তাঁর অবসর সময় কাটছে।
গল টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা ৩৮৫ রানে অলআউট হয়, দ্বিতীয় ইনিংসে দিন শেষে বাংলাদেশ করেছে ১৭৭/৩, কাল শেষ দিনে টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকার আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরির ২০২ নম্বর কক্ষে পরিচালক এহেসানুল হক চৌধুরী অসুস্থ হওয়ায় আজ বিকালে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এ,এস দাস্তেগির খানকে দেখানো হয়। পরিচালক মোঃ ফজলার রহমান, অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল হাসান এসময় সাথে ছিলেন। ব্যাচেলরদের ডরমিটরিতে আমরা তাঁকে সেবা শুশ্রূষা করি, সিকিউরিটির লোক পাঠিয়ে গোপীবাগ থেকে ডাব নিয়ে আসি, খাবার দিয়ে ঔষধ সেবন করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমরা রুমে যাই। আজ (২১ জুন ২০২৫) সকালে আমাদের রমনার বহরে অনেক দিন পর সংযুক্ত হন মোঃ ইকবাল হাসান। তিনি ১৯৮৬/৮৭ সাল থেকে রমনা পার্কে যান, অনেক স্মৃতিচারণ করেন সে সময়ের রমনার। সবাই মন দিয়ে তাঁর কথা শুনেন, আমার ধারণা না থাকায় আমিও তাঁদের সাথে মাথা নাড়াই। আজ রমনায় এক চক্কর হেঁটে রমনা প্রভাতীর টেন্টে কবির চৌধুরীর তত্বাবধানে সবাই ব্যায়াম করি।‌ ঘাম ঝরানো অনুশীলনে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মোঃ ফজলার রহমানসহ সবাই উৎফুল্ল। আজ সকালে নাস্তার পর নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেনের ডরমিটরির ৩০৭ নম্বর কক্ষে আমি ও কাজী মাসুম আম কাঁঠাল খেলাম। শনিবার বন্ধের দিন ঘুমেই দিন পার হলো। আসরের নামাজ আদায় করে সহকর্মী মোঃ আব্দুল মতিন মোল্লার সাথে মেট্রোরেল চড়ে রমনা পার্কে যাই। মাগরিবের নামাজ রমনা পার্ক‌ গ্রীণ মসজিদে পড়ে ৮ নম্বর বাসে ইত্তেফাক মোড় নেমে বাসায় ফিরে আসি। ঢাকায় অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ পরিচালক এহেসানুল হক চৌধুরীকে নিতে আজ সকালে ডরমিটরিতে এসে পৌঁছায় তাঁর দুই স্বজন। রাত ৮টার ফ্লাইটে স্বজনরা তাঁকে নিয়ে চট্টগ্রাম ফিরেন। গল টেস্ট প্রত্যাশিত ড্রই হলো। শেষ দিনে বাংলাদেশ ২৮৫/৬(ডি.) ও ক্যাপ্টেন শান্ত নকআউট ১২৫ রান করেন, দু ইনিংসেই তিনি শতরান করলেন (১৪৮ ও *১২৫)।‌ ২৯৬ রানের টার্গেটে শ্রীলঙ্কা দিন শেষে ৭২/৪ রান করলে টেস্টটি ড্র হয়।
আজ (২২ জুন ২০২৫) ভোরে আমরা চারজন (শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফজলার রহমান, মোঃ ইকবাল হাসান ও আমি) হাঁটতে রমনা পার্কে যাই। আজ সকালে সিলেট থেকে ফিরে রুমমেট মোঃ সাইফুল আলম বললেন ফ্রিজে একটি পাকা কাঁঠাল রয়েছে, বললাম আমার না এটা। সন্ধ্যায় পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরী অফিস থেকে ফিরে তাঁর পদোন্নতির কোন খবর আছে কী না জিগ্যেস করলেন। বললাম কাঁঠাল খাওয়ান, দোয়া করব যাতে দ্রুত পদোন্নতি পান। তিনি বললেন ফ্রিজে কাঁঠাল রয়েছে, চট্টগ্রাম থেকে তাঁর সহধর্মিণী নিয়ে এসেছেন, খাবার জন্য বললেন। মাগরিবের নামাজ পড়ে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে লুঙ্গি পরিধান করে রিকশায় চড়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে ইকবাল ভাইয়ের ভ্যান থেকে দুটি কাঁঠাল নিয়ে আসি, তিনি মিনি একটি কাঁঠাল ফ্রিও দেন। শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের কেনা দুটি কাঁঠাল সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ডরমিটরির কিচেনে থাকা রোকেয়া – শরীফা খালাদের এবং অন্যটা ক্লিনিং এর দায়িত্বে থাকা সেলিম – রেবেদা – নিলুফাদের দেয়া হয়। ফ্রি পাওয়া মিনি কাঁঠাল টি শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের ৩০৭ নম্বর কক্ষে বসে আমরা দু’জন একটানে সাবাড় করে ফেলি। ডরমিটরির চার তলায় গিয়ে রুমমেট মোঃ সাইফুল আলমের সাথে দেখা হলে তাঁকে নিয়ে ডাইনিং টেবিলে বসে সাব্বিরুল আলম চৌধুরী স্যারের ফ্রিজে রাখা কাঁঠাল খাওয়া শুরু করি। খবর পেয়ে সাব্বির স্যার, শেখ জাহাঙ্গীর হোসেন স্যারও এসে কাঁঠাল খাওয়ায় অংশ নেন। কাঁঠালটির খোসা টকটকে লালচে ও অতীব সুস্বাদু ছিল। কয়েক মিনিটেই আমরা বিশাল আকারের কাঁঠাল টি পেটে ঢুকিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলি। রাতে আমাদের ডিনার আর করতে হয়নি।
আজ (২৩ জুন ২০২৫) আমরা চারজন ( শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফজলার রহমান, মোঃ আব্দুল মতিন মোল্লা ও আমি) নিয়মিত হাঁটার জন্য রমনা পার্কে যাই। রমনা প্রভাতীর টেন্টে কবির চৌধুরীর তত্বাবধানে কিছু সময় ব্যায়াম করি। মতিঝিল শাপলা চত্বরের ইকবাল মিয়ার নিকট থেকে ১০০ টাকায় কেনা একটি কাঁঠাল ভাল না হওয়ায় বিচি রেখে কাঁঠাল ফেলে দেই। সন্ধ্যায় হাটখোলা থেকে ৬০ টাকা দিয়ে ছোট একটি রসালো কাঁঠাল কিনে আনি। শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের প্রিয়জন ডরমিটরির বাসিন্দা অতিরিক্ত পরিচালক কাজী মাসুম পারভেজকে মুড়িসহ ৩০৭ নম্বর কক্ষে আসার দাওয়াত দেয়া হয়। আমরা তিনজন বসে কাঁঠাল মুড়ি খাই। কাঁঠাল প্রেমিক শেখ জাহাঙ্গীর স্যার সাথে ফ্রিজে থাকা প্রিমিয়াম কোয়ালিটির লেংড়া আমও খাওয়ান।
আজ (২৪ জুন ২০২৫) ভোরে আমি ও শেখ জাহাঙ্গীর হোসেন স্যার মতিঝিল থেকে গাবতলী পরিবহনের বাসে (৮ নম্বর) চড়ে রমনা পার্কে যাই। দেড় ঘণ্টা রমনা পার্কের বিভিন্ন সড়কে হাঁটা চলা করে রমনা প্রভাতীর টেন্টে ব্যায়াম করি। শেষ মুহূর্তে দেখা হয় বর্ষিয়ান প্রশিক্ষক কবির চৌধুরী বাবুল ভাইয়ের সাথে। সিলেট যাওয়ার জন্য বুধবার – রবিবার ৫দিনের ছুটি নেই কোচের কাছ থেকে।‌
আজ (২৪ জুন ২০২৫) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সভাপতিত্বে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর দ্বিমাসিক সভা পরিচালনা করি। আজ বাংলাদেশ ব্যাংকের সাহিত্যকর্মীদের সংগঠন ‘অধিকোষ’ এর আজীবন সদস্যপদের ফরম পূরণ করে বিশেষ বাহক মারফত সাধারণ সম্পাদক নাজমুল হুদার কাছে পাঠাই‌। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে দুপুরে দেখা হলো অবসরপ্রাপ্ত ডিজিএম আতোয়ার হোসেন প্রধান স্যারের সাথে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে তাঁর সময়ের হলুদ দলের অন্যতম একজন নেতা ছিলেন আতোয়ার হোসেন প্রধান। উত্তরবঙ্গের‌ এ কৃতি সন্তান দীর্ঘ কর্মময় বাংলাদেশ ব্যাংকের নানান সংগঠনে নেতৃত্ব দিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদের দাবি দাওয়া আদায়ের আন্দোলনে অতীতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। স্যার যুগ্মপরিচালক হিসেবে সিলেট অফিসে ছিলেন, ব্যাংক পরিদর্শনের কাজে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছেন।আমাদের গর্বের পূর্বসূরীকে অনেক দিন পর পেয়ে, একান্তে কিছুটা সময় কথা বলে খুবই ভালো লাগলো। আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরির বাসিন্দা, সদরঘাট অফিসের পরিচালক (অফিস প্রধান) গতকাল দিবাগত রাত থেকে পেটের পীড়ায় অসুস্থ, মসজিদে ফজরের নামাজ আদায় করে আমাকে কী একটা বলে দ্রুত চলে আসেন।‌ জাহাঙ্গীর স্যার ও আমি রমনা থেকে আসার‌ পর তিনি অসুস্থতার বিষয়টি জানান, অফিসে গিয়ে দই চিড়া খাবেন বলে জানান। দুপুরে ফোন করে খোঁজ নিয়ে জানতে পারি তাঁর প্রেশার ফল করেছিল, দ্রুত ডাব ও অন্যান্য খাবার খেয়ে প্রেশার বাড়ানোর চেষ্টা করেন ও আল্লাহপাকের রহমতে এখন কিছুটা ভালো। ডরমিটরিতে আমরা সবাই আলাদা রুমে থাকি, কার কোন সময় শরীরের অবনতি হয় জানতে পারি না। আমরা যেন যে কোন অসুবিধায় অপরকে শেয়ার করি। ২২ জুন ২০২৫ দিবাগত রাতে পেটের পীড়ায় আক্রান্ত হন আমাদের গ্রুপ সিক্সের শক্তিমান সদস্য মোঃ ইকবাল হাসান। সাথে থাকা ঔষধ সেবন করে দ্রতই তিনি সুস্থ হয়ে যান। গত দু’দিন আমি ও নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার অতিরিক্ত আম কাঁঠাল খেয়ে কিছুটা অস্বস্তি বোধ করি, আল্লাহপাকের রহমতে কোন ধরনের অঘটন ঘটেনি। দুদিনের ছুটি নিয়ে আজ বিকালে ট্রেনে সিলেট রওয়ানা দেই।
আজ (২৫ জুন ২০২৫) সকালে অগ্রজ সৈয়দ শোয়েবুর রহমানের ফেসবুক পোস্টে জানতে পারি
বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক (ক্যাশ) একজন সাদা মনের নির্লোভ সৎ মানুষ আলহাজ্ব মোঃ আতাউর রহমানের গতকাল (২৫ জুন ২০২৫) ভোররাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ কর্মময় জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক মতিঝিল, সিলেট ও খুলনা অফিসে কাজ করেন। সহকর্মী মোঃ আব্দুল হাদীর কাছ থেকে সিলেট নগরীর সোবহানীঘাট জামিয়া মাহমুদিয়া ইসলামিয়ায় মরদেহের গোসল সম্পন্ন হচ্ছে জেনে দ্রুত সেখানে যাই। দীর্ঘদিন তিনি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছেন, শেষদিকে মৃত্যু পর্যন্ত সিলেট নগরীর আগপাড়ার মৌসুমী-৬৮ নম্বর বদরুল ইসলামের বাসায় ২৯ বছর একা বসবাস করেন। ৪ এপ্রিল ২০০৭ সালে যুগ্ম পরিচালক (ক্যাশ) হিসেবে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস থেকে তিনি অবসরে যান। তিনি চাকুরীরতকালে ও অবসরে বিনা পারিশ্রমিকে ছাত্রদের প্রাইভেট পড়াতেন, ব্রতচারী ও মেঠোসুর সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সিলেট নগরীতে তাঁর অনেক ছাত্র রয়েছে, প্রিয় ছাত্র শাওন ও আদিল লাশের সাথে যাচ্ছেন। আমার কাছ থেকে সংবাদ জেনে দ্রুত আসেন তাঁর আরেক ছাত্র কবি নিরঞ্জন চন্দ্র চন্দ। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের তাঁর সহকর্মী ও ছাত্র পরিচিতজনের উপস্থিতিতে সকাল ৮.৫০ এ দোয়া করে লাশবাহি গাড়ি মাদারিপুর জেলার কালকিনির পথে রওয়ানা দেয়, সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হবে। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুল হাদী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান, মোঃ মতিউর রহমান সরকার, মোঃ আশরাফ হোসেন, অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ কয়েছুর রেজা চৌধুরী, মোঃ সহীদ উল্লাহ, অবসরপ্রাপ্ত উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা সরোজ কুমার ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত সিনিয়র কেয়ারটেকার কাজী মোঃ আলী আক্কাছ, সুপারভাইজার মোঃ আব্দুল মোতালেব লাশ গোসল ও বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে গিয়ে জোহরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেই। নির্বাহী পরিচালক খালেদ আহমদ এর কক্ষে গেলে তিনজন পরিচালক (মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল হাশেম ও শাহজাহান মজুমদার) স্যারদের সাথেও দেখা হয়ে গেল। অতিরিক্ত পরিচালক ও হলুদ দলের সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরীর সাথে তাঁর কক্ষে লাঞ্চ করি। বিকালে এইচএসসি পরীক্ষার্থী ছোট ছেলে হাসিন ইয়াসার এর সীটপ্ল্যান দেখে আসতে সিলেট এমসি কলেজে যাই, সেখানে দেখা হয় আম্বরখানা কলোনির প্রিয় অনুজ সিলেট জেলা মোটর মালিক সমিতির নেতা প্রাক্তন ফুটবলার শাহ জিয়াউল কবির পলাশের সাথে। রাতে কথা হয় কানাডা প্রবাসী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমানের সাথে, তিনি জানান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের মৃত্যুর সংবাদ অবসরপ্রাপ্ত কর্মকর্তা সনৎ কুমার সরকারের পোস্ট থেকে প্রথম পান। প্রয়াতের ছাত্ররাই তাঁকে শোক সংবাদটি জানান।
আজ (২৬ জুন ২০২৫) এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ছোট ছেলে হাসিন ইয়াসার কে নিয়ে আমরা (সহধর্মিণী নুরজাহান পারভীন চৌধুরী ও আমি) সকাল ৯টায় সিলেট এমসি কলেজ কেন্দ্রে যাই। কলেজ অভ্যন্তরে অভিভাবকদের যাওয়ার নিয়ম না থাকায় গেটের ভিতর ঢুকিয়ে কিছুক্ষণ অন্য অভিভাবকদের সাথে কুশল বিনিময় করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ডাচ বাংলার বুথ থেকে টাকা তুলি, সহকর্মী ফারহানা খানমের ওমরাহ থেকে আনা উপহার গ্রহণ করি। ব্যাংকার্স ক্লাব সিলেট এর সাধারণ সম্পাদক ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চৌধুরী তামান হাসিব কে বই উপহার দেই। বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক প্রিয় বন্ধু রবি লাল দত্ত এর সাথে আজ সকালে লামাবাজারে তাঁর বাসায় দেখা করে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’উপহার দেই। বাংলাদেশ ব্যাংক মতিঝিল ও সিলেট অফিসে দীর্ঘ ৩৫ বছরের কর্মময় জীবন মানুষের সেবায় কাটান। অবসরেও তিনি ব্যাংকিং (সঞ্চয়পত্র) নানা বিষয়ে পরামর্শ দিয়ে চলেছেন। রবি দাদার সেবা গ্রহীতার তালিকায় হাইকোর্টের বিচারপতি, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি সাধারণ মানুষজনও রয়েছেন। আমরা অসুস্থতার সময় ব্যস্ত চিকিৎসক দেখাতে তাঁর সহায়তা নেই‌।
রবি লাল দত্ত ১৯৯০ সালে ও আমি ১৯৯১ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করি। প্রথম দিন থেকেই সিলেট অফিসে আমরা তিনজন (অন্যজন মোঃ মুজিবুর রহমান) একসাথে চলাফেরা করি, যা ব্যাংকের সকলের নজর কাড়ে। ১৯৯৩ সাল পর্যন্ত আজকের মতো সিলেট অফিসে হলুদ নীলের দলীয় কোন কার্যক্রম ছিল না। বাংলাদেশ ব্যাংক ক্লাবসহ সকল সংগঠনে নির্বাচন হতো ব্যক্তিকেন্দ্রিক। বাংলাদেশ ব্যাংক ক্লাবে ১৯৯২ সালে আমাদের বন্ধু মুজিবুর রহমান সাহিত্য সম্পাদক পদে, ১৯৯৩ সালে আমি ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হই, বিজয়ের নেপথ্যের নায়ক বন্ধু রবি লাল দত্ত। সারা ব্যাংকে তাঁর অভাবনীয় জনপ্রিয়তা ছিল। ১৯৯৪ সালে হলুদ ও নীল দলের ব্যানারে সিলেট অফিসে প্রথম নির্বাচন শুরু হলে, রবি লাল দত্ত হলুদ দলের মনোনয়নে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।
আজ (২৭ জুন ২০২৫, ১ মহররম) আরবি ১৪৩৭ হিজরির প্রথম দিন। ইংরেজি ও বাংলা বর্ষ শুরুর দিনে এদেশে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠালেও আরবি বর্ষ শুরুর দিনে পাঠাতে দেখা যায় না। মহররম মাসের ১০ তারিখে আশুরা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন। এদিন রোজার রাখার বিশেষ ফজিলত রয়েছে। ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে, এজন্য মহানবী (সা:) মুসলমানদের আশুরার দিনের আগের বা পরের দিনসহ দুটি রোজা রাখতে বলেছেন। ২৮ জুন ২০২৫ সকালে ছোট মেয়ে সায়িমাকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নামিয়ে অনেকদিন পর গোয়াবাড়ি – করেরপাড়া ওয়াকওয়েতে হাঁটলাম। এখানে হাঁটার চেয়ে চা বাগানের সবুজের ঘ্রাণ নেয়া হয় বেশি। দীর্ঘ চৌদ্দ বছর চা বাগানের ঠান্ডা আবহাওয়ায় ছিল বসবাস। খুবই ভালো লাগে এ পরিবেশে আসলে।‌ রাতের ট্রেনে ঢাকায় ফিরতে এসির বাতাসে গরমকালে শীতে কাবু হয়ে হয়। ২৯ জুন ২০২৫ অফিস থেকে ফেরার পর রাত থেকে শরীরে জ্বরের আনাগোনা পরিলক্ষিত হয়। রাতে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের ডরমিটরির ৩০৭ নম্বর কক্ষে বরিশাল থেকে আসা অতিথি অবসরপ্রাপ্ত ডিজিএম ফারুক মোল্লাসহ দাওয়াত খাই, সহকর্মী মোঃ ইকবাল হাসান এর কাছে থাকা জ্বরের বড়ি চেয়ে খাই। আজ আমার বড় ভাই সুহেদ আহমদ চৌধুরী সরকারি চাকুরি থেকে অবসর উত্তর ছুটিতে গমন করেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৯ সালে স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেছিলেন, আমিও তাঁর সাথে সেদিন একই পদে যোগদান করেছিলাম। আমার প্রথম সরকারি চাকুরি ছিল এটা, আমরা তরুনদের বড় দল‌ শখের বশে যোগ দেই, যাদের অনেকেই পরে ইউরোপ আমেরিকায় চলে যায়। এক মাসের মাথায় আমি স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দেই। বড়ভাই পরে একই কর্মক্ষেত্রে পরিসংখ্যানবিদ পদে যোগদান করেন এবং ২৯ জুন ২০২৫ অবসর উত্তর ছুটিতে যান।
৩০ জুন ২০২৫ জ্বর নিয়েই আমি বাংলাদেশ ব্যাংকে যাই। আজ অফিসে দুটি প্রোগ্রাম। বাংলাদেশ ব্যাংক জালালাবাদ কল্যাণ সমিতি ঢাকার উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীমুর রহমান (অব.) নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক পদের নির্ধারিত মেয়াদ আজ শেষ হচ্ছে। তিনি এখন সপরিবারে আমেরিকার জর্জিয়ায় চলে যাবেন। খুবই ভালো ও সুন্দর মনের মানুষ ছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সকল লেভেলের কর্মকর্তা কর্মচারীরা স্বল্প সময়ে তাঁকে খুবই আপন করে নিয়েছিলেন। সকল বিপদ আপদে তিনি দ্রুত সামনে চলে আসতেন। আজ জালালাবাদ কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাঁকে আমরা সম্মাননা জানালাম। লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীমুর রহমান আমাদের জন্য ক্যান্টনমেন্ট থেকে অর্ডার দিয়ে তৈরি করা পেটিস ও সুস্বাদু মিষ্টি নিয়ে আসেন। তাঁর ছেলেও এসময় আসলে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন। সমিতির সভাপতি মোঃ নওশাদ মোস্তফা, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, মোঃ রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ ইকবাল হাসান, তানভীর হোসেইন শুভ, সুরঞ্জিত রায়, যুগ্ম পরিচালক ফারহানা খানম চৌধুরী, শিউলি দত্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আজ কর্মদিবস শেষে আমার এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মোঃ ছাইফুল ইসলাম অবসর উত্তর ছুটিতে গমন করবেন। এজন্য আমাদের অনেক ব্যস্ততা। দুপুরে লাঞ্চের আয়োজন। বিকাল সাড়ে তিনটায় বিদায় সংবর্ধনা।
নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার আমাদের সাথে বিভাগে লাঞ্চ করেন এবং প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন। বিদায়ী অতিথির সহধর্মিণী আনিছা বেগম, দুই কন্যা সাবরিনা তাবাসসুম অনুষ্ঠানে ছিলেন। সম্বর্ধনা অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করি। অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন ও সহকারী পরিচালক মোঃ হালিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালক (পিআরএল) মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত পরিচালক (পিআরএল) মোঃ জুলহাস মিয়া, মোঃ ওবায়দুল হক, অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম, মোঃ আব্দুর রাজ্জাক, বিমল চন্দ্র দাস, গৌরাঙ্গ রায়, যুগ্ম পরিচালক শারমিন সুলতানা, এনামুল ইসলাম, উপ-পরিচালক মোঃ হাসানুজ্জামান ‌প্রমুখ। প্রধান অতিথি ও বিদায়ী অতিথিকে ফুলের তোড়া দেন সহকারী পরিচালক মেহেরুন্নেসা ও শিরীন আক্তার। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে বাংলাদেশ ব্যাংক ও বিভাগের সহকর্মীদের পক্ষ থেকে ক্রেস্ট, প্রাইজবন্ড, উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রচন্ড জ্বর নিয়েই পুরো দিন অস্বস্তিতে কাটাই। জোহরের নামাজ বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মসজিদে পড়ে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার ডিসপেনসারিতে নিয়ে যান। অর্থ বছরের শেষ দুদিন ডিসপেনসারি থেকে ঔষধ বিতরণ বন্ধ থাকায় পুরো এলাকা ফাঁকা ছিল, রোগী না থাকায় চিকিৎসকরাও একত্রে কজন বসে গল্প করছিলেন, দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্যার তাঁর পরিচিত ডাক্তার নিপুন মল্লিককে আমার শারীরিক অবস্থার কথা জানালে তিনি দ্রুত আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন দেন, কয়েকদিন ঠান্ডা পরিহার এবং গরম পানি ব্যবহারের পরামর্শ দেন। রাতে জ্বর ১০৪ ডিগ্রী পৌঁছলে অস্বস্তি বেড়ে যায়। ডরমিটরির সাথীরা (পরিচালক মোঃ ফজলার রহমান, অতিরিক্ত পরিচালক সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল আহাদ) মাথা পানি পট্টি দেয়াসহ নানাভাবে সেবা দিতে থাকেন। আব্দুল আহাদ ফোন করে চট্টগ্রাম অফিসের সিনিয়র মেডিকেল অফিসারের সাথে কথা বলে নতুন করে ব্যবস্থাপত্র নেন এবং দ্রুত গিয়ে ঔষধ নিয়ে আসেন। নাপা সাপোজটরি সেবনে জ্বর কিছুটা নেমে আসে। তবে একটা বিষয় লক্ষ্য করলাম ঢাকা ও চট্টগ্রামের দুজন ডাক্তার জ্বরের জন্য কোন এন্টি বায়োটিক দিলেন না।

শেয়ার করুন