ভালোবাসার নীল আকাশ


তাসলিমা খানম বীথি :
যেখানেই থাকি না কেন নীল আকাশ আমার সাথেই থাকে। আমরা এর আগে যে বাসা থাকতাম সেখানে বারান্দাটা ছিলো রুম থেকে বের হয়ে যাওয়া। কর্মব্যস্ত জীবনে দিনের আলো বাতাস কিংবা আকাশ দেখা তেমন হতো না। কিন্তু রাতেবেলা সেই বারান্দা যাওয়াটা ছিলো অনেক কঠিন। আম্মা না করতেন তাই চোখ ফাঁকি দিয়ে যেতাম। মধ্যরাতে আকাশটা ভীষণ আপন মনে হয়। প্রশান্তি খুঁজে পেতাম। সেই প্রশান্তির ভালোলাগা ভালোবাসা এথন রাতবিরাতে পাই। আম্মাকে আর ফাঁকি দিতে হয় না। কারন যে বাসা এখন আছি সেখানে আমার রুম থেকেই জানালা দিয়ে তা উপভোগ করি। নিজেকে সত্যি তখন সুখি মানুষ মনে হয়। মন ভালো জন্য আমার এক টুকরো নীল আকাশই যথেষ্ট। তার সাথে যুক্ত হলো সবুজ বাগান বিলাস।

প্রকৃতি অপরুপ দৃশ্য মন হারায়। একা থাকার অভ্যাস আত্মনির্ভর করে তোলে। এতে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের শান্তি খুঁজে পাওয়া যায়।

শেয়ার করুন