ফুঁয়েছিস ফিনটে

শাহাদত বখ্ত শাহেদ :

উজবুক স্বভাবের

ফুঁয়েছিস ফিনটে-

সানডেতে খান তিনি

হাঁস বোনা তিনটে।

ফ্রাই করা ব্যাঙ খান

মিনিমাম দশটা-

সাথে খান চাল রুটি

পদিনার সসটা।

মিনারেল পানি চলে

চলে কোক,ফান্টা-

তৃপ্ তির ঢেকুরেতে

ভরে মন প্রানটা।

বাটি ভরে শেষে খান

কাকড়ার ভর্তা-

ফুঁয়েছিস সুইডিশ

অফিসের কর্তা!

শেয়ার করুন