তাইসির মাহমুদ: সোমবার সন্ধ্যায় বৃটিশ পার্লামেন্টে একটি অনুষ্ঠানে হঠাৎ কামাল ভাইয়ের সাথে দেখা । তিনি দীর্ঘদিন লন্ডনে অনুপস্থিত ছিলেন । ৫ই আগষ্টের পর বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার তাঁকে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে । তাই তিনি বাংলাদেশে চলে যান।
গত জানুয়ারিতে যখন বাংলাদেশে যাই, ফোন করে বলেছিলাম দেখা করতে যাবো, কিন্তু সময়-স্বল্পতায় তা হয়ে ওঠেনি । কিন্তু ইতোমধ্যে যে গণমাধ্যম কমিশনের কাজ শেষ করে তিনি লন্ডন ফিরে এসেছেন, তা জানা ছিলো না।
অনুষ্ঠান শেষে বের হয়ে দু'জনই ওয়েস্টমিনস্টার স্টেশন অভিমুখে হাঁটছি । বললেন, আসুন কোথাও বসে চা-কফি খাই। বুঝতে পারলাম গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান হওয়ার ট্রিট। কিছুক্ষণ হাঁটাহাটি করে স্টেশনের ভেতরে একটি কফির দোকান খুঁজে পেলাম।
আমার জন্য এককাপ চা, তাঁর জন্য কফি, সাথে কিছু হালাকা স্ন্যাক্স অর্ডার করলেন তিনি । চা-কফি খেতে খেতে গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে কথা বলছিলেন।
জানালেন, ১৮২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেন । এতে ২০/২১টি সুপারিশ রয়েছে খুবই গুরুত্বপুর্ণ। ইতোমধ্যে অন্তবর্তীকালিন সরকার সেগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে।
কামাল ভাই চা-কফি'র বিল দিলেন সর্বোচ্চ সাড়ে ৫ পাউণ্ড । বললাম, সংস্কার কমিশনের চেয়ার হওয়ার ট্রিট মাত্র সাড়ে ৫ পাউণ্ড? এটা কিভাবে হয়? বললেন, আরে না! সেটাতো অনেক আগেই শেষ। অনেক আগে লন্ডন ফিরে এসেছি।
কামাল ভাই খুব কম সময়ের মধ্যে দায়িত্ব শেষ করে ফিরে এলেন । তবে অবাক হওয়ার কিছু নয়, তাঁর স্থলে অন্য কেউ হলে হয়তো পুরো অন্তবর্তীকালিন সরকারের মেয়াদটুকু রিপোর্ট তৈরি করে কাটিয়ে দিতে পারতেন। যাতে বেতন ভাতা ও সরকারি সুযোগ সুবিধাগুলো শতভাগ ইস্তেমাল করা যায়।
সে যাক। আমাদের গালগল্পে বিভিন্ন বিষয় স্থান পেলো । বিদায় নেওয়ার আগে কামাল ভাইকে প্রেস ক্লাবে আমন্ত্রণ জানালাম । বাংলাদেশের মিডিয়ায় আগামীতে কী পরিবর্তন আসতে পারে- জানতে আমাদের আগ্রহের শেষ নেই। কামাল ভাই বললেন যখনই ডাকবেন, আসতে প্রস্তুত।
আমি ওয়েস্টমিনস্টার স্টেশন থেকে ডিস্ট্রিক লাইন ইস্টবাউণ্ড ট্রেনে ওঠলাম। তিনি ঢুকে পড়লেন জুবিলি লাইন ট্রেনে । বললেন দেখা হচ্ছে শীঘ্রই। কিছুক্ষণের জন্য দু'জনই হারিয়ে গেলাম পাতালে ।
পুনশ্চ: কামাল আহমদ বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। বিবিসি বাংলার সাবেক প্রযোজক ও বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক প্রথম আলোর সাবেক পরামর্শ সম্পাদক।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net