
আবু সাঈদ আনসারী : :
বাবার কবর দেয়া শেষ হলে তাঁর কবরে শেষ হাত রাখলাম। মনে হলো বাবাকেই স্পর্শ করছি। I touched my father’s grave after the burial—it felt like I touched him.
May Allah (SWT) forgive him and grant him Jannah Al-Firdaus. Aameen.
স্নেহ #ভরা #শাসন- #ক্লাস #ফাইভের #ঘটনাগুলো-
বাবা আমাদেরকে কড়া শাসনে রাখতেন সেই ছোটো বেলা থেকে। কিন্তু স্নেহও করতেন খুব। শাসনটা চোখে পড়তো, স্নেহটা পড়তো না সচরাচর।
বাবা একবার দেশের বাইরে থেকে ঘরে এসে আমাকে কোলে তুললেন, আমার ভীষণ লজ্জা লাগলো, তখন আমি ক্লাস ফাইভের ছাত্র। চিঠির যুগ তখন, উনি বিদেশে থাকতে আমি ক’দিন আগে যে চিঠিটা পাঠিয়েছিলাম তাঁর কাছে, বাবা সেটা পকেট থেকে বের করে এনে দেখালেন। আমি রীতিমতো অবাক!
একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সারাদিন তীব্র, মুষলধারে বৃষ্টি। বিকেল হয়ে গেলো, থামার কোনো লক্ষণ নেই। আমি সরকারি আলিয়া মাদ্রাসার বারান্দায় অপেক্ষা করছি। বৃষ্টিতে ভিজে গেলে বাবা বকবেন, এ ভয়ে বেরুচ্ছি না। শেষমেশ আমার এক বন্ধু আমাকে তার ছাতায় আশ্রয় দিলো। ছোট্ট ছাতা কোনো কাজ দিলো না। জানি না ক্লাস ফাইভের সে বন্ধু আমার কেমন আছে? সন্ধ্যায় বৃষ্টিস্নাত হয়ে বাসায় ফিরলাম। বাবা বকলেন না, বরং গোসল করিয়ে দিলেন, তারপর খেতে বসলাম দুজনে।
মেট্রিক/দাখিল #পরীক্ষার #ফলাফল-
সে দিন খুব ভালো রিজাল্ট করায় বাবা খুব খুশি হলেন, celebrate করে বেশ রাতে ঘরে ফিরলাম, তিনি বকা দিলেন না।
বাবার #সাথে #জীবনের #প্রথম #কা’বাহ #আর #মাদীনাহ #জিয়ারাহ-
আমার জীবনের প্রথম উমরাহ ছিলো বাবার সাথে, তিনি কা’বাহ ঘরে মুলতাজামের পাশে গিয়ে আমাদের সবার জন্য, দাদা- দাদীর জন্য দোয়া করলেন, সে উমরাহর গল্প আরেক দিন করবো ইন শা আল্লাহ। বাবা বলতেন, যদি এমন দিন আসে, তুমি হাজ্জ বা উমরাহর জন্য প্রস্তুত হয়েছো কিন্তু আমি মৃত্যু শয্যায়, তবু পিছু হঠবে না। আল্লাহর ডাকে সাড়া দিও আগে। দাদাও নাকি তাঁকে একথা প্রায়ই বলতেন।
বাবার #দোয়া…
একবার লন্ডনে গাড়ি accident করে হাতের কিছু অংশ জ্বলে গিয়েছিলো, বাবা অনেক কেঁদে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ বেশ তাড়াতাড়ি ভালো হয়ে গেলাম। তাঁর দোয়া ছিলো চমৎকার, ইমোশনাল, টু দ্যা পয়েনট, ছোটোবেলা রামাদানের ইফতারের পূর্বে তিনি ইফতারী নিয়ে লম্বা দোয়া করতেন, আমরা সবাই শরীক হতাম।
তিনি আরবীতে ও বাংলায় দোয়া করতেন, তাবৎ পৃথিবীর মানুষের শান্তি কামনা করা দোয়া করতেন। বড়ো চাচা মারা যাওয়ার পর বাবাকে খুবই কেঁদে কেঁদে দোয়া করতে দেখেছি। ভারত- পাকিস্তান সব দেশের নাম নিয়ে তাঁকে মোনাজাত করতে দেখেছি। আজ বাবা নেই। আমাদের দোয়ার দরজাটা বন্ধ হয়ে গেলো চিরতরে।
পরম করুণাময় আল্লাহ বাবার সব দোয়াকে কবুল করুন, তাঁকে বেহেশতে জায়গা করে দিন। পৃথিবীর সব বাবাদের প্রতি তিনি করুণা করুন।
আমিন।