শিশুর ছড়া

শাহাদত বখ্ত শাহেদ :
দাঁড়াতে চায়
ইচ্ছে করে-
হাঁটতে গিয়ে
উল্টে পড়ে –
তবুও বাবু
চেষ্টা করে
চেষ্টা করে।
একদিন সে
হাঁটে
লাফদি উঠে
খাটে
দৌড়ে ছুটে
মাঠে
যায় হেঁটে সে
পাঠে।

শেয়ার করুন