তাবেদার রসুল বকুল :
মরাসাগরে পা রেখে এলাম
ধুলা বালিতে পড়ে আছে
আম্মানের মরাসাগর
সবাই বলে ডেড সী
আমি বলি মরাসাগর।
এক সময় তারুণ্য ছিল যৌবন ছিল
বুক ভরা ছিল জল
যৌবন দুঃখকে শুকিয়ে আছে ডেড সী।
প্রেম মরে গেলে
হৃদয়ে ঢেউ জাগে না
যৌবন হারিয়ে সাগরও হারিয়েছে
তার শরীরের ঢেউ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net