
বিশিষ্ট ইসলামিক স্কলার ও বাচিক শিল্পী আবু সাঈদ আনসারী বলেছেন, বিশ্বসাহিত্যে লেখকরা দীর্ঘকাল ধরে মানবকল্যাণের বিষয়টি তুলে ধরেছেন, পাঠকদের জন্য প্রজন্মের পর প্রজন্ম গভীর অন্তর্দৃষ্টি ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁদের লেখায় করুণা, ন্যায়বিচার, সহানুভ‚তি এবং মানুষের অভিন্ন সংগ্রামের কথা বারবার উঠে এসেছে। যেসব লেখক তাঁদের রচনার মাধ্যমে মানবতার আসল রূপ তুলে ধরেছেন, তাঁদের লেখা আজও পাঠকের হৃদয়ে স্থান করে আছে এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁদের স্থায়ী ঐতিহ্য নিহিত আছে চিরন্তন মূল্যবোধ ও সর্বজনীন সত্যের প্রকাশে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৬তম সাহিত্য আসরে ‘সাহিত্য হোক মানবতার কল্যাণে’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার রাতে নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি কামাল তৈয়ব এডভোকেট, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, কবি মুহিত চৌধুরী, কবি নাজমুল আনসারী, অধ্যাপক শেখ আব্দুর রশিদ ও স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি’র সঞ্চালনায় অনুষ্ঠানে লেখা পাঠ করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, কবি ছয়ফুল আলম পারুল, গীতি কবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, কবি আমেনা চৌধরিী মান্না, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, আব্দুস সামাদ প্রমুখ।