মায়াবিনী খোঁপার ফুল’ অসাধারণ স্মৃতিকথন


মামুন সুলতান : কথাশিল্পী তাসলিমা খানম বীথি এক আবেগ-প্রবল কিশোরী-সুলভ নারী-কোমল সুন্দর-মনের সৃজনশীল শ্রীময়ী লেখক। জীবন-যুদ্ধে সংগ্রামরত এক স্বপ্নচারী কর্মযোগিনী। সিলেটের সাহিত্যে চষে বেড়ানো পরিচিত মায়াবতী ভগ্নি। দুইঠোঁটে হাসিমাখা প্রাণসঞ্চারী প্রাণস্পর্শী অবিকল সবুজ-সুন্দর। তার বেদনা আছে দুঃখ আছে কষ্ট আছে। কিন্তু এসব তাকে স্পর্শ করে না। মনের গোপন একটা কোণে লুকিয়ে রাখে যাপিত জীবনের সকল বেদনা।
সাংবাদিক হিশেবে কাজ করে। সাহিত্য নিয়ে ভাবে। নতুন সৃষ্টির উন্মাদনায় ব্যাকুল হয়। কথা বলতে ভালোবাসে। গল্প বানাতে শব্দে জোড়া দেয়। স্বাভাবিক চিন্তাকে অসাধারণরূপে ব্যাপৃত করে। কথা বলার মাঝে যেমন একটা মায়া অনুভূত হয় তার গল্পগুলো তেমন। কোনও কৃত্তিমতা নেই। সরল-স্বাভাবিক ভাষায় শিল্পকে বিকশিত করে।
তার ‘সাতাশ কিলোমিটারের দাম্পত্য’ ব্যাপার সাড়া ফেলেছে। তার দ্বিতীয় গ্রন্থ ‘ মায়াবিনী খোঁপার ফুল’ অসাধারণ স্মৃতিকথন। এ গ্রন্থের ভাষাও প্রাঞ্জল। সাহিত্যময়। চলতে ফির‍তে দেখাশোনা থেকে এসব লেখার আয়োজন। পাঠে মন আকর্ষণ করে। সিলেটের আনাচে কানাচে চষে বেড়ানো অভিজ্ঞতা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। ভালো লাগার মতো একটি গ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করে প্রতিশ্রুতিশীল প্রকাশনা “দোঁআশ”
তাসলিমা খানম বীথির জন্য আমাদের অকৃত্রিম ভালোবাসা।

শেয়ার করুন