বৃটেনে কিছু ম্মৃতি কিছু কথা গ্রন্থের মোড়ক উন্মোচন


তাবেদার রসুল বকুল :
লেখক,গবেষক সৈয়দ মাসুম সম্পাদিত বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব অমরাবতির কর্নধার সমাজসেবী ও সাংবাদিক শেবুল চৌধুরীর কর্ম ও জীবন নিয়ে রচিত কিছু ম্মৃতি কিছু কথা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২৮শে এপ্রিল ২০২৫ Birmingham Bangladesh Multi Purpose Centre এ এক মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হলো।
বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কবি,সাহিত্যিক,লেখক,গবেষক সহ নানা পেশার নারী ও পুরুষের পদচারনায় Birmingham Multi Purpose Centre মুখরিত ছিল।অনুষ্ঠানে উপস্থিত সুধীজনেরা শেবুল চৌধুরীর কর্মময় জীবনের নানাদিক নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
আমি শেবুল ভাই’র আশুরোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করি । উনার পরিবারের সকলের প্রতি রইল শুভকামনা ।
যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফল হলো সংশ্লিষ্ট সকলের প্রতি রইল কৃতজ্ঞতা ও অভিনন্দন।

শেয়ার করুন