বুনন পঞ্চম বর্ষপূর্তি উৎসব ও লেখক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের সৃজনশীল ও মননশীল বইয়ের প্রকাশনা-প্রতিষ্ঠান বুনন প্রকাশনের পঞ্চম বর্ষপূর্তি উৎসব ও লেখক সম্মেলন আজ শনিবার সকাল ১১টায় সিলেট নগরের কিনব্রিজ-সংলগ্ন সারদা হলে আনন্দ-উচ্ছাসে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। এতে দেশের বিভিন্ন এলাকার লেখক-সাহিত্যিক অংশগ্রহণ করেন। বেলা তিনটায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকগবেষক সুমনকুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক এ কে শেরাম, কবি শাহেদ রহমান ও বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী। সভাপতিত্ব করেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী।

অনুষ্ঠানে বুনন লেখক সম্মাননা ও বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুনন প্রকাশনের সত্বাধিকারী ও কবি খালেদ উদ-দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আয়েশা মুন্নী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি পুলিন রায়, কবি সুমন বনিক, কথাসাহিত্যিক মনজুর মুকাদ্দাস, কবি মুক্তার হোসেন, কথাসাহিত্যিক আরিফা রহমান, কবি ও কথাশিল্পী সালমান ফরিদ, কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, কবি ইশরাক জেলি, আয়েশা মুন্নি, মামুন সুলতান, মজনু মুহিবুর রহমান, আল-আমিন, সুফি আকবর, সুলেমান রাসেল, তারেশ কান্তি তালুকদার, পৃথ্বীশ চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন