মানুষ হিসেবে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব বজায় রাখা একান্ত দায়িত্ব
মানুষ হিসেবে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব বজায় রাখা একান্ত দায়িত্ব। মানুষে মানুষে বিভাজন ধ্বংস ডেকে আনে। আমরা একটা মানবিক পৃথিবী গড়ে তুলতে চাই। আর এ-জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাইক্লোন কানাডা আয়োজিত সংবর্ধনার জবাবে রোটারিয়ান সাইফুল হোসেন একথা বলেন।
২৩ এপ্রিল সান্ধ্য টরন্টো শহরের ওয়েস্ট ক্রফ্ট ড্রাইভে কল্যাণময় সমাজ বিনির্মাণে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই' শীর্ষক স্লোগান নিয়ে কানাডায় প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কানাডা এর উদ্যোগে কানাডায় ভ্রমনে আসা রোটারিয়ান সাইফুল হোসেনকে সংবর্ধনা ও আড্ডা অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট আবদুস সাদেক লিপন এর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল বাতিন ফয়সল এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রোটারিয়ান কফিলউদ্দিন বাবলু এবং টপি রায় প্রমুখ।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net