পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের সৃজনশীল বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘বুনন প্রকাশন’ আয়োজন করেছে উৎসব ও লেখক সম্মেলন। আগামীকাল শনিবার সকাল ১১টায় সিলেট শহরের কিনব্রিজ সংলগ্ন সারদা হলে অনুষ্ঠিত হবে পঞ্চম বর্ষপূর্তি উৎসব। দিনব্যাপী এই আয়োজনে সারাদেশে থেকে লেখক-সাহিত্যিক অংশগ্রহণ করবেন। একই সাথে থাকবে বুনন প্রকাশনের একক বইমেলা। এতে ক্রেতারা ৫০ থেকে সবোর্চ্চ ৮০ পার্সেন্টে বই কিনতে পারবেন। থাকবে লেখাপাঠে আয়োজন। বুনন প্রকাশনের স্বত্বাধিকারী কবি খালেদ উদ-দীন সিলেটের সকল কবি সাহিত্যিককে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।
উৎসব সম্পর্কে তিনি বলেন, বুনন বাংলাদেশের প্রকাশনা জগতে নূতন হলেও আমরা চেষ্টা করছি প্রকাশনায় স্বকীয়তা বজায় রাখতে। আমাদের চেষ্টা সফল কিনা তা বিচার করবেন, লেখক ও পাঠকরা। আগামী কালকের অনুষ্ঠানমালা মূলত প্রকাশনার বাইরে লেখক-পাঠকদের মেলবন্ধন তৈরির একটি প্রচেষ্টা।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net