
জাবেদ আহমদ :
স্বাধীনতার মাস মার্চ। বাঙালি জাতির জীবনে মার্চ মাসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর তদানিন্তন মেজর জিয়াউর রহমান বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত মুক্তিবাহিনীর সদস্যদের মধ্যে বিরাট উদ্দীপনা দেয়।
১ মার্চ ২০২৫ আগের রাতে চাঁদ দেখা যাওয়ায় সৌদিআরব, মধ্যপ্রাচ্য, ইউরোপ আমেরিকায় রমজানের রোজা রাখা শুরু হয়েছে। বাংলাদেশে আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে তারাবির নামাজ শুরু হয়েছে। আজ রাতে সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়ায় আরজদ আলী জামে মসজিদে প্রথম রোজার খতমে তারাবির নামাজ আদায় করি। ২ মার্চ ২০২৫ প্রথম রমজানে দুপুরে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদ, মতিঝিল ঢাকার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা মসজিদে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ছুটিতে সিলেট থাকায় মূল্যবান আলোচনা শ্রবণ থেকে বঞ্চিত হলাম।
বাংলাদেশ ব্যাংকের অন্যতম প্রধান কবি, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম (কবি আমিনুল ইসলাম কাজল) এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শ্রাবণে বসন্তের আকাশ’ আজ ২ মার্চ ২০২৫ বিকালে উপহার হিসেবে পাই। জীবন, প্রকৃতি, প্রেম, আধ্যাত্মিকতা ও চব্বিশের জুলাই বিপ্লবের সংমিশ্রণে ৪৮টি কবিতা স্থান পেয়েছে গ্রন্থে। ‘শ্রাবণে বসন্তের আকাশ ও পলায়নের দৃশ্য’ দুটি কবিতা পড়ে খুবই ভালো লেগেছে, আশা করছি অন্যগুলোও ভাল হবে।
রমজানের প্রথম দিনে সিলেট অফিসে জরুরি কাজে গেলে দেখা হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও আমিনুল ইসলাম স্যারদ্বয়ের সাথে। দেখা হয় অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, সুভাষ চন্দ্র আচার্য্য, গোলাম মাহমুদ চৌধুরী, প্রসুন কান্তি সামন্ত, সুব্রত তালুকদার, ধরণী কান্ত দাশ, সুভেন্দু কুমার দেব, মোহাম্মদ গোলাম রব্বানী, যুগ্ম পরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, আল্পনা রাণী রায়, মেহেরাজুল ইসলাম চৌধুরী, মোঃ জাকির হোসেন, মোঃ বখতিয়ার উদ্দিনসহ অনেকের সাথে। সহধর্মিণীর জন্য ঔষধ আনতেই মুলত আজ বাংলাদেশ ব্যাংকে যাওয়া হয়েছিল। ফেরার সময় প্রিয় নেছার আহমদ বিশেষ একটি জিনিস (খাদ্যদ্রব্য/শুঁটকি) উপহার দেন।
৩মার্চ ২০২৫ বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের পদোন্নতি হয়। অতিরিক্ত পরিচালক পদে ৭৯জন, পরিচালক পদে ৯জন ও নির্বাহী পরিচালক পদে ৪জন আজ পদোন্নতি পান। এরমধ্যে নির্বাহী পরিচালক পদে ৩টি, পরিচালক পদে ৫টি ও অতিরিক্ত পরিচালক পদে ৭১টি নতুন সৃষ্ট পদ। ক্যাশ বিভাগেও ৯টি অতিরিক্ত পরিচালক পদ সুপার নিউমারারি সৃষ্টি করে পদোন্নতি দেয়া হয়। বড় এ পদোন্নতি নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংকের সোস্যাল মিডিয়ায় বেশ প্রচারণা চলছিল। আজ নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান মোঃ নিয়ামুল কবির, খালেদ আহমদ, মোঃ রোকনুজ্জামান ও মোঃ মকবুল হোসেন। পরিচালক পদে পদোন্নতি পান মোঃ ফয়েজ আহমদ, রেজিয়া খাতুন, বিশ্বনাথ দাস, মোহাম্মদ নুরুল আলম, উত্তম কুমার মোদক, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ আব্দুল জলিল -৯ ও কাজী মোঃ মনির উদ্দিন। ২০০৯ এডি ব্যাচের প্রায় সকলেই আজ অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পান। প্রধান কার্যালয়ের আমার এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট -২ বিভাগে আজ ২ জন পরিচালক (মোঃ ছাইফুল ইসলাম ও মোঃ আব্দুল জলিল -৯) ও ২জন অতিরিক্ত পরিচালক (মোঃ আব্দুর রাজ্জাক -১ ও মোঃ গোলাম কিবরিয়া মোল্ল্যা) পদে পদোন্নতি পান। ঢাকা কোওপারেটিভ এর ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সহ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান তানিন আজ অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পান। সিলেট অফিসে শুরুতে কাজ করা ২০০৯ এডি ব্যাচের প্রিয়জন মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ কাউসার গাজী, আসাদুল হক, মোহাম্মদ আরাফাত আলী, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ আল আমিন ভুইয়া আজ অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পান। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ড. শিরীন আক্তার ও জলি তালুকদার অতিরিক্ত পরিচালক পদে এবং মলয় কান্তি পাল অতিরিক্ত পরিচালক (ক্যাশ) আজ পদোন্নতি পান।
৫ মার্চ দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যারকে অভিনন্দন জানাতে যাই। খালেদ আহমদ স্যারের কলেজের সহপাঠী বন্ধু যুক্তরাজ্য প্রবাসী কয়সর আহমদ শাহজাহান আমার সাথে সেসময় উপস্থিত ছিলেন। আমরা তাঁকে ফুলেল শুভেচছা জানাই। দুজনকেই আমি বই উপহার দেই। শাহজাহান আমার আম্বরখানা কলোনির বাল্যকালের সহপাঠী বন্ধু। শাহজাহান কাল ফিরে যাবে বার্মিংহামে, সেজন্য তার রাজ্যের ব্যস্ততা। দেশে আসার পর থেকে কথা হচ্ছে, ক্ষণিকের জন্য হলেও দেখা হওয়ায় খুবই ভালো লাগলো, তার সাথে আমার তিনটি বই বিলেতে যাচ্ছে। বন্ধু শাহজাহানকে বিদায় দিয়ে আমি বাংলাদেশ ব্যাংক মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে অনেকের সাথে দেখা হয়ে যায়। নামাজ পড়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আবুল হাশেম স্যারের সাথে তাঁর চেম্বারে গিয়ে দেখা করি। সিলেট অফিসের বিদায়ী নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান আজ বিকালের ফ্লাইটে ঢাকায় গমণ করেছেন, আগামীকাল (৬ মার্চ ২০২৫) থেকে সিলেট অফিসের প্রধান হিসেবে কাজ শুরু করবেন খালেদ আহমদ। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ১৩তম নির্বাহী পরিচালক হলেন জনাব খালেদ আহমদ। সিলেট অফিসে স্থানীয় অধিবাসী প্রথম নির্বাহী পরিচালক তিনি, এর আগে জেনারেল ম্যানেজার অফিস প্রধান থাকাকালে সিলেটের অধিবাসী দু’জন (এ,টি আহমদ চৌধুরী ও সৈয়দ আব্দুল মালিক) বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সিলেটের অধিবাসী মোহাম্মদ আহমদ আলী নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও প্রধান কার্যালয়ে কাজ করে অবসরে যান। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে ১৮.৮.২০১৫ থেকে নির্বাহী পরিচালক(ইডি) পদের যাত্রা শুরু হয়। প্রথম ইডি ছিলেন মোঃ মোসলেম উদ্দিন। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা নির্বাহী পরিচালকরা হলেন মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শাহ আলম, সৈয়দ তারিকুজ্জামান, মোঃ আব্দুল হামিদ, কাজী এনায়েত হোসেন, মোঃ খুরশীদ আলম, মোঃ আবুল বশর, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ মামুনুল হক, সাইফুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খান। বন্ধু মলয় কান্তি পাল অতিরিক্ত পরিচালক (ক্যাশ) পদে পদোন্নতি পাওয়ায় আজ তার সাথে দেখা করে অভিনন্দন জানালাম। ক্যাশ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ ইমাম উদ্দিন, এটিএম হাবিবুল্লাহ, যুগ্ম পরিচালক সুব্রত দত্ত, শামীম আহমদ, ছালেহ আহমদসহ অনেকের সাথে দেখা হলো। যুগ্ম পরিচালক (আইসিটি) পদে পদোন্নতি পাওয়া মোঃ হাবিবুর রহমানকে প্রশাসন বিভাগের ফুলেল শুভেচছা জানানোর অনুষ্ঠানে অংশ নেই।
৬ মার্চ ২০২৫ দুপুরে প্রেস থেকে ৫০কপি বই সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে নিয়ে যাই। বাঁধাই জটিলতায় এবার ৬০০ কপি বই পেতে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। গ্রাফিক্স ইউনিভার্সালের সত্বাধিকারী লুৎফুর রহমান এক্ষেত্রে অনেকটা অসহায়, এখন পর্যন্ত অর্ধেক (৩০০) পেয়েছি। আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন ও ব্যাংকিং) মোঃ আমিনুল ইসলাম স্যারকে বই দেই। এসময় তাঁর কক্ষে উপস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জোনাল হেড , সিলেট শাখার হেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেখক মোঃ নুরুজ্জামানসহ সকলকে বই উপহার দেই। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলুদ দলের সভাপতি মোঃ জামাল উদ্দিন চৌধুরী, মোঃ গোলাম মাহমুদ চৌধুরী, যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার, উপপরিচালক শাওন দাস, অফিসার মোঃ বখতিয়ার উদ্দিন কে বই প্রদান করি। কিছু বই মোহাম্মদ আলী আকতার এর কাছে রেখে যাই।
আজ ৭ মার্চ ২০২৫ শুক্রবার, এবারের রমজানের প্রথম জুমা।
দিনটি বাঙালি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ আমার বড় মেয়ে স্থপতি চৌধুরী নায়িমা বুশরা আহমদ এর জন্মদিন।
আজ বাদ জুমা আম্বরখানা ফরিদাবাদ এলাকায় সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল ভাইয়ের সাথে দেখা হয়। বেলা পৌনে ৩টায় আমি যখন তাঁর বাসার কাছাকাছি তখন তিনি পদব্রজে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় করে ফিরছেন। সড়কে দাড়িয়ে টানা পনের মিনিট রাজ্যের গল্প হলো, এযেন আম্বরখানা কলোনির দশ নম্বর বিল্ডিংয়ের বাসার জানালার বাহিরে দাঁড়িয়ে কথা বলা। আমাদের আলোচনায় একসময় যোগ দেন সহপাঠী বন্ধু কবি এডভোকেট দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। এসময় একজন ভদ্রলোক গাড়ি চালিয়ে যাবার সময় সালাম দিয়ে সেলিম ভাইয়ের সাথে কুশল বিনিময় করেন। যাবার পর সেলিম ভাই বললেন তিনি হলেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মরহুম সুন্নত চৌধুরীর ছেলে।
বেলা সাড়ে ৩টায় দৈনিক সিলেটের ডাক এর সহকর্মীদের জন্য কয়েকটি বই নিয়ে যাই। আগের রাতে বই কম থাকায় সবাইকে দেয়া যায় নি। দিনের বেলা পত্রিকা অফিসে শুনশান নিরবতা। বিজ্ঞাপন ব্যবস্থাপক জনাব মির্জা এহিয়া আহমদ (আলমগীর ভাই)কে পেয়ে কথা বলি, চব্বিশের ঢাকার ডায়েরি উপহার দেই। তিনি অনেক পুরনো দিনের সংবাদকর্মী, অতীব সজ্জন ব্যক্তি। সিলেটের প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরী পত্রিকায় আলমগীর ভাই কাজ করার সময় (১৯৮৪) থেকেই তাঁর সাথে আমার পরিচয়। প্রেস রিলিজ নিয়ে মাহবুবুর রহমান ভাই ও মরহুম আজিজ আহমদ সেলিম ভাইয়ের কাছে গেলে তাঁর সাথেও দেখা হত। বিকালে সিলেট বিভাগ ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেইন আরমানকে বই দেই। আজ ছোট মেয়ে চৌধুরী সায়িমা হুমায়রা তার রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ও আমি শাহজালাল ইসলামী ব্যাংকের ইফতার মাহফিলে যাই। দুটির ভেন্যু পাশাপাশি থাকায় আমরা একসাথে যাওয়া আসা করি। ইফতার মাহফিলে দেখা ও কুশল বিনিময় হয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, ব্যবসায়ী নেতা এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল ফজল প্রমুখের সাথে।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দু’জন সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমতিয়াজ উদ্দিন আহমদ ও জনাব এম.এম. সাইফুল ইসলাম এর সাথে সিলেটে আজ ব্যাংকের ইফতার মাহফিল শেষে পরিচয় ও সংক্ষিপ্ত আলোচনা হলো। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিলেট শাখা প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড জনাব তোফায়েল ইয়াকুব তাঁদের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। এসময় অতিথিদের আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই। এসময় শাহজালাল ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের শরীয়াহ ইন্সপেকশন এন্ড কমপ্লায়েন্স’র মুরাকিব ও বিভাগীয় প্রধান সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ফরিদ উদ্দিন, সিলেট শাখার ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কবি শাহাদাত বখত ও সিনিয়র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাভেদ উপস্থিত ছিলেন।
৭ মার্চ ২০২৫ সন্ধ্যায় সৌদি আরবের মক্কা থেকে ফোন করেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। তিনি সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে ইউএসএ থেকে এসেছেন। খুবই ভালো লাগলো প্রিয় স্যারের সাথে কথা বলে। সিরাজুল ইসলাম ও নুরুল ইসলাম দুই সহোদর বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে সুনামের সাথে কাজ করে এখন আমেরিকায় বসবাস করছেন।
আজ (৮ মার্চ ২০২৫) দুপুরে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ এর ২০টি কপি একটি ব্যাগে ভরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে(কেমুসাস) ভবনে পৌছি। দারোয়ান ভাই বললেন সেক্রেটারি সেলিম আউয়াল ভাই রুমে আছেন। সোজা সেক্রেটারি সাহেবের রুমে চলে গেলাম। নিরব নিস্তব্ধ রমজানের দুপুরে গুরু বসে আছেন সাধারণ সম্পাদকের চেয়ারে। তাঁকে বেশ মানাচ্ছেও। মনে পড়লো এইতো সেদিন এ চেয়ারে যাতে যোগ্য লোকটা বসতে না পারেন সেজন্য গোয়েন্দা সংস্থার লোকজন তটস্থ থাকত, চোখ লাল করত। রুমে ঢুকে গুরুকে বই দিলাম, তিনি তিনটি বই কেমুসাসের জন্য কিনেন, ভাউচার করে দেন। খুবই ভালো লাগলো। আজ সিলেটে খারপাড়ায় প্রতিবেশীর বাসায় ইফতার খেলাম। মহল্লার সরু গলিতে ইফতারে আগত এক অতিথির গাড়ি রাখার ছোট্ট বিষয় নিয়ে বিরাট হুলস্থুল কান্ড বেঁধে বসে, মুরব্বিদের হস্তক্ষেপে অনেক সময় পর পরিস্থিতি শান্ত হয়। সড়ক প্রশস্তকরন কতটা যে জরুরি তা গলির লোকজনের বুজলেই হয়। আজ রাত সাড়ে ১১টার উপবন ট্রেনে ঢাকা যাবার জন্য স্টেশনে এসেছি, রমজানের প্রথম সাতদিন ছুটি নিয়ে সিলেটে ছিলাম। ইঞ্জিনের জটিলতায় আজ ট্রেন ছাড়তে দেরি করছে। অবশেষে ভিন্ন ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ৮ মার্চ রাত সাড়ে ১১টার ট্রেন একঘন্টা বিলম্বে ৯ মার্চ ২০২৫ রাত সাড়ে ১২টায় সিলেট স্টেশন ত্যাগ করে। ট্রেনে আজ ভিন্ন বগিতে সহযাত্রী রয়েছেন মোঃ সাইফুল আলম ও মোঃ ইকবাল হাসানের ছেলে ইশতিয়াক হাসান।
সিলেটে ৫দিন ছুটি কাটিয়ে আজ ৯ মার্চ ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অফিস করি। ২ মার্চ থেকে রমজান শুরু হয়েছে। আজ সকালে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেনকে নিয়ে এইচআরডির নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন স্যারের সাথে দেখা করি। থার্ড ফ্লোরে প্রবেশে কড়াকড়ি নতুন করে আরোপ করা হয়েছে। এক প্রান্তের গেট বন্ধ রেখে সোনালী গেট দিয়ে যথাযথ অনুমোদন নিয়ে কার্ড পাঞ্চ করে ঢুকতে হচ্ছে। ফোরকান স্যার তাঁর সপরিবারে সদ্য ঘুরে আসা বিলেতের গল্প করলেন। যুক্তরাজ্যে বসবাসরত আমার বন্ধু প্রাক্তন ব্যাংকার জুয়েলুর রব চৌধুরীর প্রশংসা করলেন। ইএমডি-২ এর জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। ফেরার সময় থার্ড ফ্লোরে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এর অতিরিক্ত পরিচালক মোছাম্মৎ সালমা খাতুনের সাথে দেখা হয়। আজ বিকালে এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে রদবদল করা হয়। প্রধান কার্যালয়ে আমার বিভাগ ইএমডি -২ এর নতুন পরিচালক হন সদ্য পদোন্নতি পাওয়া পরিচালক মোঃ ছাইফুল ইসলাম। মোঃ দেওয়ান সিরাজ কে ইন্টিগ্রেটেড সুপারভিশন ডিপার্টমেন্টে বদলি করা হয়। মোঃ আব্দুল জলিল -৯ কে মতিঝিল অফিসে পোস্টিং দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অতি পরিচিত প্রকৌশলী মোঃ আমিনুল হক ডলার আজ অতিরিক্ত পরিচালক (প্রকৌশল-পুর) পদে পদোন্নতি পান।প্রিয়দর্শিনী নাতনি দেওয়ান তাসনীম আইজা চৌধুরীর হাতে সাউদাম্পটন ইংল্যান্ড পৌঁছেছে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’। ছবি তুলে পাঠিয়েছেন তার বাবা দেওয়ান তানভীর আহমদ। ধন্যবাদ প্রিয়জন Md Jewelur Rob Chowdhury বাংলাদেশ থেকে বইটি নিয়ে দুবারের প্রচেষ্টায় ডাকযোগে পাঠানোর জন্য।
আজ ১০ মার্চ ২০২৫ বিকালে ইএমডি -২ এর পরিচালক মোঃ দেওয়ান সিরাজ ও মোঃ ছাইফুল ইসলাম এর বিদায় বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, ওবায়দুল হক, মোঃ আমির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক -২, মোঃ আবুল কালাম, বিমল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া মোল্লা, মোঃ আব্দুর রাজ্জাক -১ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ১১ মার্চ ২০২৫ সকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ইএমডি -২ এর কর্মকর্তাদের সাথে নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন মতবিনিময় সভা করেন। বিভাগের নতুন পরিচালক মোঃ ছাইফুল ইসলামকে তিনি স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বিভাগের সকলের প্রতি আহবান জানান। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরিতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’এর দুটি কপি সৌজন্য প্রদান করি। লাইব্রেরির অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা, মোঃ আইয়ুব আলী, যুগ্ম পরিচালক মোহাম্মদ আমিরুজ্জামান মিয়া (জুয়েল), শামসুন নাহার তরুণ কে বই উপহার দেই। আজ দুপুরে সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পরিচালক মোঃ হাবিবুর রহমান আমার সাথে দেখা করতে এলে তাকে বই উপহার দেই। হাবিবুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়, ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে আমরা একই শাখায় কাজ করেছি।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ইএমডি-২ এর অতিরিক্ত পরিচালক জনাব ওবায়দুল হক এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে আজ ১২ মার্চ দুপুরে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। ইএমডি -২ এর পরিচালক জনাব মোঃ ছাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব শেখ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের পরিচালক জনাব মোঃ আব্দুল জলিল -৯। সহকারী পরিচালক মামুন অর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আবুল কালাম, অতিরিক্ত পরিচালক (পিআরএল) মোঃ জুলহাস মিয়া, যুগ্ম পরিচালক এনামুল ইসলাম প্রমুখ। শুরুতে প্রধান অতিথি, সভাপতি ও বিদায়ী অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফারজানা মুক্তা, শিরীন আক্তার ও জেসমিন আক্তার। বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক -২, বিমল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া মোল্লা, মোঃ আব্দুর রাজ্জাক-১সহ বিভাগের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ১২ মার্চ ২০২৫ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর বাবা স্যার সৈয়দ নাসিম আলী অবিভক্ত বাংলার প্রধান বিচারপতি ছিলেন। আজ রাতে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের যুগ্ম পরিচালক ও বাংলাদেশ ব্যাংক ক্লাব, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে মতিঝিল আরকে মিশন রোড অফিসার্স ডরমিটরিতে দেখা হয়। তাকে আমার বই উপহার দেই।
চট্টগ্রাম অফিসে বদলীর আদেশাধীন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ -৩ এর পরিচালক জনাব স্বরূপ কুমার চৌধুরী আজ ১৩ মার্চ কর্মদিবস শেষে কর্মদিবস শেষে ঢাকা ত্যাগ করলেন। বীর চট্টলার কৃতি সন্তান স্বরূপ কুমার চৌধুরী মতিঝিল আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে ৪১২ নম্বর কক্ষে থাকতেন। আজ সকালে তাঁর সাথে বিদায়ী সাক্ষাৎ করে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই। অতীব স্বাস্থ্য সচেতন স্বরূপ চৌধুরী প্রতিদিন সকালবেলা ছাদে একঘন্টা শারীরিক কসরত করতেন। আজ বৃহস্পতিবার ডরমিটরির চারতলার অনেকেই বাড়ি চলে গেছেন, গত সপ্তাহ ছুটিতে সিলেট থাকায় আজ আমি যাইনি। চারতলায় আমাদের ফ্লোরে সাব্বিরুল আলম চৌধুরী, ফজলার রহমান, এমডি আবুল কালাম আজাদ, তৃতীয় তলায় নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন ও শেখ জাহাঙ্গীর হোসেন স্যার রয়েছেন। আজ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আহাদ সস্ত্রীক ওমরাহ পালনে চট্টগ্রাম থেকে মদীনার পথে রওয়ানা হয়েছেন, তিনি আমাদের ডরমিটরির বাসিন্দা ও ঘনিষ্ঠজন। আজ বিকালে বাংলাদেশ ব্যাংক মতিঝিল থেকে সড়কের ভীড় এড়াতে জীবন বীমা ভবন, হাসান কোর্ট, সুলতান বিল্ডিং, আনসার বিল্ডিং এর মাঝ দিয়ে নিরিবিলি সড়ক দিয়ে হেঁটে ওয়াপদা অফিস – মধুমিতা সিনেমা হলের সামন দিয়ে আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক ডরমিটরিতে চলে যাই। আনসার বিল্ডিং এ বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগ অনেকদিন ভাড়া ছিল।
ডরমিটরিতে আজ হেভি ইফতার হলো। আগের দিনের শেরাটন থেকে নিয়ে আসা এমডি আবুল কালাম আজাদ এর নান ও কাবাব বক্সে ফ্রিজে রাখায় রোকেয়া খালাকে আজ ইফতার না দিতে বলি। প্রতিদিনের চিড়া দই কলা, কাঁচা চানা, গাজর, টমেটো শসার সালাদ তৈরি করি। পরিচালক মোঃ সাব্বিরুল আলম চৌধুরীর রুম থেকে ভাবির তৈরি করা হালিম ও ফালুদা, সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান খেজুর, কলা, জিলাপি আর বুন্দিয়া এবং নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন পাকা পেঁপে রুমে পাঠান। সকালে সিলেট যাবার সময় রুমমেট অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম আপেল ও কলা দিয়ে যান। আমি তাঁদেরকে কাঁচা চানা, সালাদ ও বরই দেই। ভালবাসার ইফতার অতিরিক্ত খেয়ে অনেকক্ষণ বিছানায় গড়াগড়ি খেতে হয়েছে।
১৪ মার্চ ২০২৫ পবিত্র রমজানের দ্বিতীয় জুমা আজ ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আদায় করি। অফিসার্স ডরমিটরিতে থাকা নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের ইচ্ছায় আমি ও পরিচালক মোঃ ফজলার রহমান সাড়া দেই। সোয়া ১২টায় ৫০টাকা ভাড়ায় ব্যাটারির অটোতে চড়ে চলে যাই, নামাজ শেষে পায়ে হেঁটে ফিরে আসি। নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন আমাদের তিনজনের জন্য গেঞ্জি কিনেন, বড় পরিসরে জাতীয় মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি উপহারও পাওয়া হলো। পরিচালক এহেসানুল হক চৌধুরীর সাথে আজ ডরমিটরিতে দুদফা দেখা হয়, তিনি একজন অতিথিকে নিয়ে ব্যস্ত। নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন ও শেখ জাহাঙ্গীর হোসেন স্যারের সাথে একসাথে নিবাস মসজিদে যাওয়া আসা করি। আজ ডরমিটরিতে আমরা ৪/৫জন রয়েছি। চারতলায় আমি আর সাব্বিরুল আলম চৌধুরী স্যার।
রান্না শুধু কাজ নয়,এটি শিল্প…
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন একজন গুণী রন্ধনশিল্পী। খুলনার এ কৃতি সন্তান বদলি হয়ে দু’দফায় পাঁচ বছর হয় অফিসার্স ডরমিটরিতে বসবাস করছেন। তিনি রোকেয়া খালার খাবার না খেয়ে নিজে রান্না করে খান। ১৪ মার্চ ২০২৫ শুক্রবার রাতে টুনা মাছ রান্না করে আমার জন্য এক বাটি পাঠালেন। গরম তরকারির ঘ্রাণের প্রেমে পড়ে খালার কাছে ভাত চেয়ে তারাবির নামাজ পরেই খেয়ে ফেলি। রান্না যে একটি শিল্প অনুভব করি। অসাধারণ রান্না, এখন মাঝেমধ্যে কারণে অকারণে মজাদার খাবারের খোঁজে স্যারের ৩০৭ নম্বর রুমে যেতে হবে।
শেখ জাহাঙ্গীর হোসেন স্যার একজন দক্ষ সেন্ট্রাল ব্যাংকার, দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর সচিব পদে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে এখন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক হিসেবে একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টসহ বেশ কয়েকটি বিভাগের কাজ তদারকি করছেন।
আজ দিবাগত রাত সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ক্যাশ বিভাগের প্রাক্তন কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান ইন্তেকাল করেন। তিনি সিলেট অফিস থেকে বদলি হয়ে নিজ এলাকায় রাজশাহী অফিসে কাজ করে অবসরে যান এবং সেখানেই মারা যান। মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুল মজিদ ও মোঃ রুহুল আমিন সিলেট অফিসে একসাথে চলাফেরা করতেন।
১৬ মার্চ ২০২৫ সকালে সিলেটে ইন্তেকাল করেন দি এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মঈন স্যার। আজ কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে তিনি যোগদান করেছিলেন। আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে তিনি ৩০৩ নম্বর কক্ষে থাকতেন। সবসময় মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। ২০০৩-২০০৫ সময়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে আমি কাজ করার সময়ে তাঁর সাথে পরিচয়। স্যারের ব্যাচমেট মোঃ আবুল বশর, মোহাম্মদ মামুনুল হক, দীপঙ্কর ভট্টাচার্য ও মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া স্যারদের সাথেও সে সময় থেকে পরিচয়।
আজ বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে ৩জন ও অতিরিক্ত পরিচালক পদে ৪জন পদোন্নতি পান। পরিচালক পদে মোস্তফা আজাদ কামাল, আবু হাসান মোঃ এমরান ও একেএম আমিরুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক পদে সিলেট অফিসের প্রিয়মুখ মোহাম্মদ আলী আকতার, প্রধান কার্যালয়ে আমার বিভাগ ইএমডি -২ এর গৌরাঙ্গ রায় রয়েছেন। আজ দুপুরে সেনা কল্যাণ ভবনে গিয়ে পরিচালক একেএম গোলাম মাহমুদ, অতিরিক্ত পরিচালক মোস্তফা আজাদ কামাল, আবু হাসান মোঃ এমরান, রত্না বিশ্বাস, আব্দুল মতিন মোল্লা, মোঃ শাহ আলম, সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ, সৈকত সাহাকে বই উপহার দেই। আজ সিলেট থেকে আলোর অন্বেষণ এর সভাপতি কবি সাজন আহমদ সাজু ফোন করে ইফতারের দাওয়াত দেন।
আজ রাতে মোঃ সাব্বিরুল আলম চৌধুরীর নেতৃত্বে ডরমিটরিতে থাকা বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের কর্মকর্তারা অবসরে চলে যাওয়া নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন স্যারের সাথে তাঁর রুমে দেখা করে সম্মাননা জানান।
আজ ১৭ মার্চ ২০২৫ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। আজ দুপুরে ঢাকার প্রাচ্যবাংলা মননশীল সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাংবাদিক ও কবি রবিউল আলম রবি সরকার, উপদেষ্টা মরমী কবি ও গীতিকার মোঃ আব্দুল গনি ভূঁইয়া ও পুঁথি সম্রাজ্ঞী বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসিনা মমতাজ এর হাতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ তুলে দেই। সহকর্মী হাসিনা মমতাজ এর অফিস কক্ষে ঢাকার বিশিষ্ট কবিদের সান্নিধ্যে কিছুটা সময় বসে কথা বলে খুবই ভালো লাগলো। প্রাচ্যবাংলার সভাপতি রবিউল আলম রবি সরকার আমাকে ঈদ উল ফিতরের পর সাজেক সফরে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। আজ বিকালে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ (ইএমডি -২) এর সহকারী পরিচালক মোঃ মামুন অর রশিদ এর ডিবিআই-৫ এ বদলি ও যুগ্ম পরিচালক জনাব গৌরাঙ্গ রায় এর অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত পরিচালক-১ মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ ছাইফুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ গোলাম কিবরিয়া মোল্লা, গৌরাঙ্গ রায়, উপ-পরিচালক মোঃ হাসানুজ্জামান, সহকারী পরিচালক মোঃ মামুন অর রশিদ ও মোঃ আব্দুল হক। সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক মোঃ আমির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক -২, মোঃ আবুল কালাম, বিমল চন্দ্র দাস, মোঃ আব্দুর রাজ্জাক-১সহ বিভাগের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পরিচালক গৌরাঙ্গ রায় কে ফুলেল শুভেচ্ছা এবং বদলি হওয়া সহকারী পরিচালক মোঃ মামুন অর রশিদ কে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি পরিচালক মোঃ ছাইফুল ইসলাম। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ডরমিটরিতে নির্বাহী পরিচালক বিষ্ণুপদ কর স্যার ৪০৪ নম্বর থেকে ৪১২ নম্বর কক্ষে রুম বদল উপলক্ষে ঘরআচার বাবদ একহাজার টাকা বরাদ্দ করেন। আমি পাঁচশত টাকা ফিরিয়ে দেই, পাঁচশত টাকা দিয়ে বড় দুটি তরমুজ (কেটে টকটকে লাল দেখে) নিয়ে আসি। রোকেয়া খালা সুন্দরভাবে পিস করলে আমাদের চতুর্থ তলা ও পড়শি তৃতীয় তলার বাসিন্দাদের বাটিতে পৌঁছে দেই।
আজ ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। ২ হিজরী সনের ১৭ রমজান ১৩ মার্চ ৬২৪ খ্রিস্টাব্দে মদীনার দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় মদীনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি সর্বপ্রথম সবচেয়ে বড় যুদ্ধ। বদরের যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের মর্যাদা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ রোকনুজ্জামান, অতিরিক্ত পরিচালক মোঃ শাহ আলম, যুগ্ম পরিচালক (ক্যাশ) মোঃ মুজিবুর রহমান কে বই উপহার দেই। বিবিটিএ হতে সিলেট অফিসে বদলির আদেশাধীন অফিসার-জেনারেল মোঃ তাশরিফুল ইসলাম মিরপুর থেকে মতিঝিলে আমার অফিস চেম্বারে এসে দেখা করে। বাংলাদেশ ব্যাংকে আজ বিকালে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে ড. মোহাম্মদ আমির হোসেন, পরিচালক (পরিসংখ্যান) পদে মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পরিচালক (পরিসংখ্যান) পদে শ্যামল কুমার মজুমদার ও যুগ্ম পরিচালক (পরিসংখ্যান) পদে সাদ্দাম হোসেন এবং অতিরিক্ত পরিচালক পদে মতিঝিল অফিসের জিয়া হায়দার পদোন্নতি পান। আজ তারাবির নামাজ পড়ে আমরা (আমি, মোঃ সাইফুল আলম ও মোঃ ইকবাল হাসান) হাটখোলা রাজধানী মার্কেট ঘুরে আসি।
১৯ মার্চ ২০২৫ সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মকবুল হোসেন এর সাথে দেখা করে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ বই উপহার দেই। আজ দুপুরে ড. মোঃ আমির হোসেন এর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক হলুদ দলের পক্ষ থেকে প্রধান কার্যালয়ের লেভেল ২৩ এ দেখা করে ফুলেল শুভেচ্ছা জানাই।
দুপুরে সিলেট থেকে এসএসসি চুরাশিয়ান বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ও টি প্লান্টার এম,এ, জামান সুহেল ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার অফিস কক্ষে আসে। তার এক জরুরি বিষয়ে কথা বলে, জোহরের নামাজ আমরা বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মসজিদে একত্রে পড়ি। আজ ১৮ রমজান দুপুর সাড়ে ১২টা থেকে মসজিদে পবিত্র লাইলাতুল কদরের মর্যাদা ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা ছিল। প্রধান আলোচক ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ, খতিব, সুবহানবাগ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ধানমন্ডি,ঢাকা ও ভাইস প্রেসিডেন্ট, ইসলামিক প্রোগ্রাম, এটিএন বাংলা। প্রধান আলোচক মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ বলেন আল্লাহপাক পবিত্র কোরআনে ২৮বার নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। তিনি বলেন যাকাত যথাযথভাবে পরিশোধ না করলে কোন ইবাদতেই কাজে আসবে না। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, ঢাকার আয়োজনে আজ আলোচক যাকাত বিষয়ে বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। তাঁর বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে। আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মোস্তফা আজাদ কামাল, আবু হাসান মোঃ এমরান ও একেএম আমিরুল আলম এর সম্মানে বাংলাদেশ ব্যাংক হলুদ দল এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। হলুদ দলের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে ও হলুদ দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলুদ দলের সেক্রেটারি জেনারেল ও ঢাকা কোঅপারেটিভ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, হলুদ দলের কেন্দ্রীয় নেতা মোঃ জাবেদ আহমদ, ঢাকা কোঅপারেটিভ এর সহ সম্পাদক আসাদুজ্জামান খান তানিন ও আজহারুল ইসলাম। অনুষ্ঠানে হলুদ দলের কেন্দ্রীয় নেতা মোঃ ইকবাল হাসান, বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হক, ঢাকা কোঅপারেটিভ এর ভাইস-চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, যুগ্ম পরিচালক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদের অভিনন্দন ও সফলতা কামনা করেন। সম্বর্ধিত অতিথিরা তাঁদেরকে সম্মাননা প্রদান করায় হলুদ দলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পরিচালকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মতিন মোল্লার ভগবতী ব্যানার্জি লেন হাটখোলা ঢাকার বাসায় আজ ইফতারের অংশ নেই। আমার সাথে ছিলেন অতিরিক্ত পরিচালক সিলেটের মোঃ ইকবাল হাসান ও খুলনার মোঃ শফিউদ্দিন। মোঃ আব্দুল মতিন মোল্লা ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদান করে, আমরা জিন্দাবাজার কাজি ইলিয়াস এলাকায় একই মেসে বসবাস করি। ঢাকার নারায়ণগঞ্জের লোক মতিন মোল্লা আমাদের সাথে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে হলুদ দল করে সে সময়ের সিবিএ দ্বারা অনেক নির্যাতিত হয়। মোঃ ইকবাল হাসান তখন বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে কর্মরত ছিলেন। মোঃ আব্দুল মতিন মোল্লা ও মোঃ ইকবাল হাসান পারস্পরিক মিউচুয়াল আবেদন করে ১৯৯৪ সালে সিলেট ও মতিঝিল অফিসে বদলি হয়েছিলেন। আমি ছিলাম মধ্যস্থতায়। আজ ৩১ বছর আমরা তিনজন ঢাকায় মোঃ আব্দুল মতিন মোল্লার বাসায় ইফতারে অংশ নিয়ে এসব স্মৃতি রোমন্থন করি।
আজ রাতে তারাবির নামাজ পড়ে আমি ও মোঃ ইকবাল হাসান রিকশায় চড়ে নয়াপল্টনে চায়না মার্কেট ও পলওয়েল মার্কেট ঘুরে দেখি। চায়না মার্কেটের হারামাইন শপ থেকে একটি পাঞ্জাবি ক্রয় করি। ঈদের বাজার এখনও তেমন জমে ওঠেনি। আগামী সপ্তাহের ৫দিনের ছুটি নিয়ে আজ ২০ মার্চ ২০২৫ ট্রেনে সিলেট চলে যাচ্ছি, ঈদ উল ফিতরের ছুটি শেষে ঢাকা ফিরব। সেহরি খেয়ে ফজরের নামাজের পর মশারী, বেডকভারসহ কিছু কাপড় ধোয়ে গোসল সেরে নিলাম। রমজানে ঢাকায় বার দিন থেকে আজ সিলেট যাচ্ছি, ট্রেন ছাড়তে একঘন্টা বিলম্ব করে। কোন কারণ ছাড়াই ট্রেনের বিলম্ব, এজন্য কর্তৃপক্ষ কোন ঘোষণা বা স্যরি বলার প্রয়োজন মনে করেনি। তথ্য কেন্দ্রে থাকা দু’জন তরুণ কর্মীকে জিজ্ঞেস করলে কোন জবাব মিলে নি। রেলওয়ে কর্মীদের ভাবসাব দেখে মনে হলো ট্রেনের বিলম্ব হওয়াই স্বাভাবিক। ঢাকায় এবছর ১১ রাত তারাবির নামাজ পড়ি। এক রাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, অন্যসব মতিঝিল সংলগ্ন আরকে মিশন রোড বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে। বায়তুল মোকাররমে মুসল্লির সংখ্যা কম দেখা গেল। ইসলামী ব্যাংক কাওরান বাজার শাখার এক তরুণ কর্মকর্তা বললেন মসজিদের আশপাশে বাসাবাড়ি কমে যাওয়ায় তারাবির নামাজে মুসল্লির উপস্থিতি কম। নামাজ শেষে উত্তর গেটে ভাসমান দোকান থেকে মজাদার চা পান করি। বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে ইমাম মোয়াজ্জিনসহ পাঁচজন কোরআনে হাফেজ তারাবির নামাজ পড়াচ্ছেন। প্রতিজন চার রাকাত করে পড়ান। ভীন্ন সুরের পঞ্চ কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনে শান্ত সুন্দর পরিবেশে নামাজ আদায় হলো। নামাজ শেষে নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন, শেখ জাহাঙ্গীর হোসেন, পরিচালক মোঃ ফজলার রহমান, অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম, মোঃ ইকবাল হাসান, মোঃ আব্দুল হাফিজ, আব্দুল্লাহ আল আমিন, মোঃ বেলাল হোসেন, মোহাম্মদ সুলতান মাহমুদসহ অনেকের সাথে দেখা ও কথা হতো। ইফতারের সময় অফিসার্স ডরমিটরিতে আলাদা পরিবেশ বিরাজ করত। রোকেয়া খালার চারপদের ফিক্সড ইফতার থাকত। চারতলায় আমরা নিজেরা একে অন্যের রুমে ইফতারের নানা আইটেম পাঠাতাম। বাংলাদেশ ব্যাংক সদরঘাট অফিসের পরিচালক মোঃ ফজলার রহমান স্যার প্রতিদিন পুরান ঢাকার ইফতারি নিয়ে আসতেন, আমাদের রুমে পাঠাতেন। আমাদের দুজন সহকর্মীর রুমে পাঁচ তারকা শেরাটন, ইন্টারকন্টিনেন্টাল, ওয়েস্টিন হোটেল থেকে ইফতারের বক্স আসত, তারা আমাদের রুমে পাঠাতেন। ইফতারের সময় থেকে ঘুমানোর পূর্ব পর্যন্ত খাবারের মধ্যেই ছিলাম। তৃতীয় তলার বাসিন্দা নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন স্যার নিজে রান্না করে তরকারি পাঠাতেন। সৌদিআরবের মদীনায় মসজিদে নববিতে ইফতার ও নামাজ শেষে আমাদের সকলের জন্য দোয়া করছেন ডরমিটরির বাসিন্দা অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আহাদ। তিনি আজ (২০ রমজান) থেকে মক্কায় বায়তুল্লাহ শরীফে সস্ত্রীক ইতিকাফ করবেন। ট্রেন কমলাপুর থেকে একঘন্টা বিলম্বে ছাড়লেও ড্রাইভার ভালোভাবে চালালে রাত সাড়ে ৭টায় ট্রেন সিলেট পৌঁছায়, রাইড মোটরসাইকেলে দশ মিনিটে বাসায় পৌঁছে যাই, এশা ও তারাবির নামাজ পড়ার শংকা দূর হয়।
২২ মার্চ ২০২৫ নিজ মহল্লায় (সিলেটের খারপাড়ায়) প্রিয় ভাগ্নে আহমদ কায়সার মাসুমের বাসায় ইফতারে অংশ নেই।
২৩ মার্চ ২০২৫ দুপুরে ছুটিতে থাকায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যাই। সদ্য অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া প্রিয় স্বজন মোহাম্মদ আলী আকতার এর সাথে দেখা করে অভিনন্দন জানাই। এসময় অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান স্যারের সাথে দেখা হয়, তাঁকে বই উপহার দেই। বিবিটিএ থেকে বদলি হয়ে আসা অফিসার তাশরিফুল ইসলাম আজ সিলেট অফিসে যোগদান করেছে, বখতিয়ার উদ্দিনসহ আমার সাথে দেখা করে। নির্বাহী পরিচালক খালেদ আহমদ স্যারের সাথে দেখা করি। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদ, সিলেট এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আজ দুপুরে অনুষ্ঠিতব্য রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভায় অংশ নেয়ার অনুরোধ করলে মসজিদে যাই, আলোচনা শুনে জোহরের নামাজ পড়ি। ক্যাশ বিভাগের দু’জন অতিরিক্ত পরিচালক মোঃ ইমাম উদ্দিন ও মোঃ আব্দুল হাদীর সাথে দেখা হয়। অফিস থেকে ফেরার সময় মসজিদ কমিটির পক্ষ থেকে দেয়া ইফতার প্যাকেট প্রদান করেন প্রিয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আকতার। আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন প্রিয়জন মোঃ শাহজাহান মজুমদার। পদোন্নতি দিয়ে তাঁকে চট্টগ্রাম অফিস থেকে সিলেট অফিসে বদলি করা হয়েছে।
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ৩৭০জন অসহায় ব্যক্তিকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ১০ লক্ষাধিক টাকা আজ ২৪ মার্চ ২০২৫ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নগদ অর্থ বিতরণ করা হয়। আমার (বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পাল। অনুষ্ঠানে প্রধান অতিথিকে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’উপহার দেই। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র স্থানীয় প্রতিনিধি মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় মাওলানা রশিদ আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,রাগীব-রাবেয়া কলেজের সহকারি অধ্যাপক খালেদ উদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুস সাত্তার মুন্না। বক্তব্য রাখেন পোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউএস এর স্থানীয় প্রতিনিধি আবু শাহাদাত মোহাম্মদ হাদি,জাকির আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলজার আহমদ হেলাল, রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ্দিন ও গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মাসুদুল হুদা চৌধুরী ও কয়েকজন ইউনিয়ন প্রতিনিধির হাতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার তুলে দেই।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নগরীর একটি রেস্টুরেন্টে আজকের ইফতার মাহফিলে অংশ নিয়ে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাঃ শামীমুর রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক ও ড. মোহাম্মদ ইকবাল, বিশিষ্ট সাংবাদিক এনামুল হক জুবের, আমজাদ হোসেইন, আব্দুল কাদের তাপাদার, হুমায়ুন রশীদ চৌধুরী, খালেদ আহমদ, সেলিম আউয়াল,কবির আহমদ, এডভোকেট তাজ উদ্দিন, মোহাম্মদ লুৎফুর রহমান, সাব্বির আহমদ, শফি আহমদ, শেখ আব্দুল মজিদ, আবিদুর রহমানসহ অনেক প্রিয়জনের সাথে দেখা হলো। ইফতার শেষে সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর সিলেট ব্যুরো চিফ জনাব হুমায়ুন রশীদ চৌধুরীর হাতে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব রহমান এর উপস্থিতিতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ তুলে দেই। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও ইফতার আয়োজন কমিটির সভাপতি এনামুল হক জুবের ভাইকে বিশেষ ধন্যবাদ। ইফতার ও মাগরিবের নামাজ শেষে জেলরোড কারাগার মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ আলোচনা হলো। সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক মাহবুব রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, হুমায়ুন রশীদ চৌধুরী, আব্দুল কাদের তাপাদার, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আমরা কয়েকজন পাশ্ববর্তী ঘোষ ডেইরিতে গিয়ে চা পান করি। চা পান শেষে বন্ধু সাংবাদিক মাহবুব রহমান কে শাহজালাল উপশহরের পৌঁছে দিয়ে আমি বাসায় যাই। অনেকদিন পর পুরনো দিনের সাংবাদিক বন্ধুদের সাথে দেখা ও আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। ২৫ মার্চ ২০২৫ বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাদী ও অতিরিক্ত পরিচালক (পিআরএল) মোঃ বাবুল আক্তারকে বই উপহার দেই। বাংলাদেশ ব্যাংক মসজিদে জোহরের নামাজ পড়ি, পরিচালক (প্রশাসন ও ব্যাংকিঃ) মোঃ আমিনুল ইসলাম স্যারসহ অনেকের সাথে দেখা হয়।
আজ ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে ২৬ রমজানের তারাবির নামাজ মালনীছড়া চা বাগান বাংলোয় আদায় করি। এখানে আজ খতম তারাবীহ সমাপ্ত হলো। চারজন হাফিজ সাহেব নামাজ পড়ান, মোনাজাত করেন প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ। দানবীর ড. সৈয়দ রাগীব আলী কাল থেকে ইতিকাফে ঢুকবেন। যুক্তরাজ্য থেকে দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন সিনিয়র সাব এডিটর বন্ধু মাহবুব রহমান দেশে এসেছে, তাঁকে নিয়ে দানবীর রাগীব আলীর সাথে দেখা করতে দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন ভাইয়ের অফিসিয়াল গাড়িতে চড়ে মালনীছড়া চা বাগানের বাংলায় যাই। বিলম্বে পৌঁছায় এশার জামাত মিস হয়। আমাদের পাশাপাশি সময়ে পৌঁছান লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন। আমাদের এশার নামাজ আদায় করার জন্য তারাবির নামাজের হাফেজ সাহেবকে অপেক্ষা করতে বলেন দানবীর রাগীব আলী। ভিসি স্যারের ইমামতিতে আমরা এশার নামাজ আদায় করি। তারাবির নামাজ শেষে দোয়ার আগে প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুর রউফ ভিসি স্যারের সহি শুদ্ধ তেলাওয়াতের প্রশংসা করেন।
আজ রাতে তারাবির নামাজ আদায় শেষে দৈনিক সিলেটের ডাক এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর হাতে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ তুলে দেই। এসময় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: তাজ উদ্দিন, দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মোঃ আব্দুল হাই, অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সাবেক সিনিয়র সাব এডিটর মাহবুব রহমান, ছহিফাগঞ্জ এস,ডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুর রউফ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দানবীর রাগীব আলী উপস্থিত সকলের সম্মুখে নব্বইয়ের দশকে মোহামেডান ফ্যান ক্লাব আম্বরখানা সিলেট এর জেট মোহামেডান মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনে আমার নেতৃত্বের প্রশংসা করেন। প্রতি বছর বিজয় দিবসের ভোরে তাঁর সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তিনি স্মরণ করলেন। দানবীর রাগীব আলীর আজ শরীর খুব একটা ভালো না, ক্লান্ত লাগছে। মালনীছড়া চা বাগানের বাংলো থেকে ফেরার পথে ট্রাকের লম্বা সারি পাড়ি দিতে অনেক বিড়ম্বনা পোহাতে হয়। আম্বরখানা বড়বাজার এসে আমি ও মাহবুব গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নূরজাহান ক্লিনিকে পার্ক করা মোটরসাইকেল নেই। পথে দেখা হয় আম্বরখানা কলোনির বাল্যবন্ধু সুহেল রানার সাথে। সে এখনও আগের মত পান খেয়ে ঠোঁট লাল করে চলেছে। সাথে থাকা তার স্ত্রীকে আমার সাথে পরিচয় করিয়ে দিল। আমাদের কৈশোরে সুহেল ভাল গোলরক্ষক ছিল। ঈদবাজারে সরগরম সিলেট নগরীতে মধ্যরাতে জিন্দাবাজার পালকি রেস্টুরেন্টে আমি ও মাহবুব রুটি শিককাবাব ও চা দিয়ে নাস্তা করলাম।
আজ ২৭ মার্চ ২০২৫ দুপুরে এসএসসি চুরাশিয়ান তিন বন্ধু সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলী আকবর ও চীফ একাউন্টস অফিসার আবু নছর মোহাম্মদ মনসুফ এর সাথে আজ তাঁদের কার্যালয়ে দেখা করে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে আজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার নন্দী, মোঃ আব্দুল গফফার ও বিনয় ভূষণ রায় এবং সহকর্মী ছালেহ আহমদ’র সাথে দেখা হয়, তাঁদের বই উপহার দেই। সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী প্রাক্তন সাংবাদিক কবি দেলোয়ার হোসেন দিলু ও সাংবাদিক ফয়সল আহমদ বাবলু’র সাথে আজ দেখা হলো। প্রিয় দু’জন স্বজনকে আমার দ্বিতীয় বই ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ উপহার দেই। ঈদের আগে পাঁচদিন ছুটি নিয়ে সিলেটে দিনে ব্যস্ত সময় আর রাতে ইবাদত বন্দেগীর মধ্যে কাটছে। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেন ও পরিচালক মোঃ ছাইফুল ইসলাম স্যারদের সাথে মোবাইলে কথা বললাম। আজ ২৭ রমজানের রাত পবিত্র লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা। সিলেটের পূর্ব মিরাবাজার খারপাড়া আরজদ আলী জামে মসজিদে আজ তারাবির নামাজ আদায় করি, খতমে কোরআন শেষ হলো। নামাজ ও দোয়া শেষে মসজিদ কমিটির সাথে রমজান মাসে ইমাম, মোয়াজ্জিন হাফিজগণের জন্য এলাকাবাসী ও মুসল্লিদের নিকট থেকে সংগৃহীত অর্থ গণনায় উপস্থিত থাকি। অতিথি হাফিজ সাহেব সকলের কাছy বিদায় নিলেন, তাঁকে খামে ভর্তি হাদিয়া দেয়া হলো।আগামী ২/৩ রাত ছুরা তারাবীহ পড়তে হবে। ২৮ মার্চ ২০২৫ পবিত্র জুমাতুল বিদা সিলেটে ঝেরঝেরিপাড়া জামে মসজিদে আদায় করি। জুমার নামাজ শেষে জানাজায় অংশ নেই। ফেসবুকে মৃত্যু ও জানাজার বিষয়ে অবহিত হয়ে অংশ নেই। আজ খারপাড়া আরজদ আলী জামে মসজিদে ইফতার করি। মসজিদের মোতওয়াল্লি শাহীন আহমদ এর আমন্ত্রণে ইতিফাকে থাকা তিনজন ও মুসল্লিদের সাথে ইফতারে অংশ নিয়ে খুবই ভালো লাগলো। তিনি মসজিদের দ্বিতীয় মোতওয়াল্লীআরজদ আলী জামে মসজিদে ২০১৩ সালে টিনশেড ঘরে প্রথম নামাজ আদায় শুরু হয়। ২০১৭ সালে পুননির্মিত বর্তমান ভবনে নামাজ আদায় শুরু হয়। আরজদ আলীর দৌহিত্র মরহুম মোঃ নুরুল ইসলাম বাচ্চু প্রথম মোতওয়াল্লি ছিলেন। মোঃ মখলিছুর রহমান, প্রকৌশলী মোঃ ফখরুদ্দিন এর পর মোঃ গোলজার আহমদ বর্তমানে মসজিদের সেক্রেটারি। ২৯ মার্চ ২০২৫ সৌদিআরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ৩০ মার্চ ২০২৫ ঈদ উল ফিতর পালিত হবে। আজ বিকালে ছুটিতে সিলেট থাকা ছোটভাই জুবেদ আহমদ কে নিয়ে চাচী জমজম খানমকে দেখে আসি। ৭৭ বছর বয়সে খাওয়া দাওয়ায় কঠোর নিয়ম মেনে তিনি বেশ সুস্থ রয়েছেন। জিন্দাবাজারে স্টেপসের শোরুমে মোঃ জাহেদুজ্জামান ও সালাউদ্দিন বাবলুর সাথে দেখা ও জরুরি কিছু কথাও হয়।
রমজানের শেষ দশকে সিলেটে আমাদের মহল্লার আরজদ আলী জামে মসজিদে জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি। ছুটিতে সিলেট থাকায় রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারি। রাত সোয়া দুইটায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টায় ধীরলয়ে আট রাকাত নামাজ করা হতো। চার রাকাতের পর ইতিকাফে থাকা মসজিদ কমিটির সেক্রেটারি হাজী গোলজার আহমদের বানানো এরাবিয়ান কফি (গাওয়া) পরিবেশন করা হতো, সাথে থাকত খেজুর। বিরতির সময় ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল হালিম সংক্ষিপ্ত বয়ান করতেন, নামাজ পড়াতেন মোয়াজ্জিন হাফিজ মোঃ মাহবুবুর রহমান। এবারের রমজানে ঢাকায় সেহরির সময় শেষ হলেই মসজিদে ফজরের আজান দেয়া শুরু হত। এটা আরবের নিয়ম, মাগরিবের আজান শুনে ইফতার করা, ফজরের আজান শুনে সেহরি শেষ করা। সিলেটে সেহরির সময় পেরোনোর পাঁচ মিনিট পর মসজিদে আজান দেয়া হয়। মাইকে সেহরির সময় শেষ বলে দেয়া হয়।
৩০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন এর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা যাওয়ায় ৩১ মার্চ ২০২৫ বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। স্যোশাল মিডিয়ায় ঈদের বারতা আগের রাত থেকেই আসা শুরু হয়েছে, আজ তীব্রতা বেড়েছে। বাহারি ডিজাইনের ঈদ কার্ড মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আসছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ সর্বত্র বাজানো শুরু হয়েছে। রোজার ঈদে এ গান যেন অপরিহার্য। শেষ মুহূর্তের ঈদ প্রস্তুতি চলছে। রাত দশটার পর রিকাবিবাজার ও জিন্দাবাজার ঘুরে এলাম। জিন্দাবাজারের বিপনী বিতানগুলোতে সড়ক ফুটপাতে সব জায়গায় মানুষ আর মানুষ। ধনী গরীব সবাই কেনাকাটায় ব্যস্ত। সব দামের মালামাল রয়েছে বাজারে। আমি গেঞ্জি ও আতর কিনলাম চাঁদরাতে। জিন্দাবাজারে দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন ভাই, আমাদের স্টেপসের শোরুমে চাচাতো মোঃ জাহেদুজ্জামান, মোঃ আবেদুজ্জামান ও এটিএম ইকরামের সাথে দেখা হয়। ভিডিও কলে যুক্তরাজ্য প্রবাসী চাচাতো ভাই মোঃ খালেদুজ্জামান (জামান খালেদ) এর সাথে কথা হলো। মধ্যরাতে খারপাড়া মিতালী-২২ নম্বর বাসার গ্যাসলাইনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় এলাকায় ভীতির সঞ্চার হয়। ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুততম সময়ে দুটি গাড়ি আসে। সড়ক সরু থাকায় গাড়ি দুটি গলির মুখে অবস্থান নিয়ে পাইপ দিয়ে পানি ও লিকুইড দিয়ে আগুন নিভালে আশপাশের লোকজনের মনে স্বস্তি আসে। চরম বিপদের সময় গলির ভিতরের লোকজন সড়কের প্রশস্ততা অনুভব করে।
আজ ৩১ মার্চ ২০২৫ শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর।
প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আজ ঈদ উল ফিতরের নামাজ আদায় করি। খারপাড়ার বাসা থেকে দুই ছেলেসহ (সামিন ও হাসিন) পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আসা করি। আজকের আবহাওয়া ছিল খুবই শীতল। আকাশ ছিল মেঘলা, রোদ ওঠেনি, তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী। নামাজ শুরুর আগে সকাল সোয়া ৮টা পর্যন্ত বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খাঁন, নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন, নামাজ শেষে আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা দোয়া পরিচালনা করেন। নামাজ শুরুর আগে শাহী ঈদগাহ কমিটির সভাপতি সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আয় ব্যয়ের হিসাব পড়ে শোনান। বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সরকারের অতিরিক্ত সচিব খান মোঃ রেজাউন নবী বক্তব্য রাখেন। মহল্লার মসজিদে পরিচিতজনের সাথে কোলাকুলি, দেশ বিদেশের স্বজনদের সাথে মোবাইলে কথা বলে ঈদের প্রথম দিন কাটে।
সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়া আরজদ আলী জামে মসজিদের প্রাক্তন সেক্রেটারি প্রকৌশলী মোঃ ফখরুদ্দিন এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের ৩১ মার্চ তিনি ইন্তেকাল করেন। আরজদ আলী জামে মসজিদ পুনঃনির্মাণ কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টিনশেডের মসজিদ থেকে পাঁচ তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল মসজিদ ভবন তাঁর সময়ে সম্পন্ন হয়। প্রকৌশলী মোঃ ফখরুদ্দিন এর নিরলস প্রচেষ্টায় মাত্র পাঁচ মাসের মধ্যে পুনঃনির্মাণ কাজ শেষে আরজদ আলী জামে মসজিদে নামাজ আদায় শুরু করা সম্ভব হয়েছিল। আজকের দিনে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। আজ বাদ আছর আরজদ আলী জামে মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।