জাবেদ আহমদ
২০২৫ খ্রিস্টাব্দের প্রথম দিন শুরু হয় ছুটিতে সিলেট অবস্থান করে। ১ জানুয়ারি দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে গিয়ে অতিরিক্ত পরিচালক প্রসুন কান্তি সামন্তের চেম্বারে চা পান করি। ডাক্তার উম্মে কুলসুম ম্যাডামের সাথে দেখা করে ডিসপেনসারি থেকে ঔষধ নিয়ে বাসায় ফিরে আসি। ২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া তিনজন সহকর্মী আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্দুল হাদী ও বিপ্লব চন্দ্র দত্ত কে হলুদ দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে অংশ নেই। একই দিনে ময়মনসিংহ অফিস থেকে ফিরে আসা যুগ্ম পরিচালক আব্দুল ফাত্তাহ মোঃ আলমগীর চৌধুরীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পক্ষ থেকে দেয়া দশটি ক্যালেন্ডার নির্ধারিত ব্যক্তিদের সাথে দেখা করে পৌঁছে দেই। দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সাথে দেখা করি। ৩ জানুয়ারি ২০২৫ গ্রামের বাড়িতে গিয়ে গোলাপগঞ্জ উপজেলার শেরপুর জামে মসজিদে জুমার নামাজ পড়ি। ২০২১ সালে মসজিদটির পুনঃনির্মাণ কাজ শেষ হলেও এখন মিনারের কাজ চলছে। পারিবারিক কবরস্থান জিয়ারত করি।
৫ জানুয়ারি ২০২৫ নতুন বছরে প্রথম ঢাকা এলাম। প্রতি সপ্তাহে সিলেট - ঢাকা আসা যাওয়া চলেছে, যাওয়া আসা কিছুটা কমাতে হবে। সিলেট অফিস থেকে বদলি হয়ে রেবা রাণী রায় আজ প্রধান কার্যালয়ে যোগদান করেন, মোবাইলে কথা হয়েছে। সন্ধ্যায় তাঁকে ইএমডি -১ এ বহালের সার্কুলার বের হয়। ৬ জানুয়ারি ২০২৫ অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আনোয়ারুল আমিন অফিসে এসে আমার সাথে দেখা করেন। তাঁকে আমার 'ইউরোপের সাত দেশে বাইশ দিন'বই উপহার দেই। রেবা রাণী রায়ও এসে দেখা করেন। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর একটি পলিসি সংক্রান্ত বিষয়ে আমরা (পরিচালক মোঃ দেওয়ান সিরাজ স্যার, আমি ও সহকারী পরিচালক মোঃ মামুন অর রশিদ) নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ ও ডেপুটি গভর্নর-১ নুরুন নাহার ম্যাডামের সাথে গিয়ে দেখা করি। ঢাকায় ১১মাসের চাকুরিকালে অফিসিয়াল কাজে ডেপুটি গভর্নর মহোদয়ের কাছে এটা আমার প্রথম যাওয়া। এর আগে সাংগঠনিক কাজে হলুদ দলের সাথে একাধিকবার যাওয়া হয়েছে। সন্ধ্যায় ডরমেটরির ছাদে যোগব্যায়ামের জন্য আমি ও ইকবাল হাসান বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন স্টেডিয়াম মার্কেট থেকে সাতশত টাকা করে দুটি ম্যাট কিনেছি। ৭ জানুয়ারি ২০২৫ ভোরে বাংলাদেশ ব্যাংক ক্লাব ঢাকার সভাপতি মোঃ জহুরুল হকের সাথে কমলাপুর রেলস্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে হাঁটতে যাই। আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পান রংপুরের কৃতি সন্তান মোঃ ফজলার রহমান। আর কে মিশন রোড ডরমিটরিতে আমরা (মোঃ ফজলার রহমান, আমি, মোঃ ইকবাল হাসান ও মোঃ আব্দুল আহাদ) সকালবেলা একসাথে হাঁটাচলা করি। পরিচালক পদে পদোন্নতি ও সদরঘাট অফিসের অফিস প্রধান করায় রাতে আমরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাই। তিনি ডরমিটরির সকল কর্মকর্তাদের রুমে রুমে গিয়ে মিষ্টিমুখ করান। ৮ জানুয়ারি ২০২৫ ভোরে রমনা পার্কে গিয়ে আমরা (মোঃ ফজলার রহমান, মোঃ বেলাল উদ্দিন, আমি ও মোঃ আব্দুল আহাদ) তাঁর পদোন্নতি উদযাপন করি। হাটখোলার দেশবন্ধু মিষ্টান্নে নাস্তা করি। ৮ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় পিঠা উৎসব শুরু হলেও সাজসজ্জার কাজ দুপুর থেকেই চলে। নিউ বেইলী রোডের পিঠা ঘর থেকে আট পদের পিঠা আনা হয়। যুগ্মপরিচালক শারমিন আক্তার ও ইশরাত জাহান উৎসব আয়োজনে উদ্যোগ নিলে ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেন। পরিচালক মোঃ দেওয়ান সিরাজ স্যার আমাকে ও মোঃ আব্দুল জলিল কে আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বলেন। আমরা সবসময় আয়োজকদের সাথে যোগাযোগ রাখি। আগের দিন বিকালে নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ ও পরিচালক মোঃ দেওয়ান সিরাজ স্যারদ্বয়কে নিয়ে আমরা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর নুরুন নাহার ম্যাডামের সাথে দেখা করে পিঠা উৎসবের দাওয়াত দেই। উৎসবে প্রধান অতিথি হিসেবে নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ স্যার অংশ নেন। তিনি পিঠা উৎসব আয়োজনের প্রশংসা করে আগামীতে ফল উৎসব, বিশেষ করে কাঁঠাল উৎসব আয়োজনের পরামর্শ দেন। পিঠা উৎসব উপলক্ষে অনেক সহকর্মী রঙিন শাড়ি ও পাঞ্জাবি পরে আসেন। উৎসবে বিভাগের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ, অতিরিক্ত পরিচালক মোঃ ছাইফুল ইসলাম, মোঃ আব্দুল জলিল-৯, মোঃ জাবেদ আহমদ, মোঃ ওবায়দুল হক, মোঃ আমির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, মোঃ ইউনুছ আলী, বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
৯ জানুয়ারি ২০২৫ সকালে ইএমডি-১ এর অতিরিক্ত পরিচালক রেবা রাণী রায় আমার অফিস কক্ষে আসেন, তিনি নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ স্যারের সাথে দেখা করতে চান। তাঁকে নিয়ে স্যারের মূল ভবনের ৭ম তলার চেম্বারে গেলে জানা যায় তিনি গভর্নর স্যারের সাথে একটি সভায় রয়েছেন। আমরা পাশে লাইব্রেরিতে কর্মরত অতিরিক্ত পরিচালক সাবেক কৃতি এ্যাথলেট আঞ্জুমান আরা'র অফিস কক্ষে চলে যাই। সেখানে আসেন মতিঝিল অফিসের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) সুধাংশু রঞ্জন দেব। আমরা সিলেট অফিসের সাবেক চারজন চা পান করার সাথে কিছুক্ষণ গল্প করি। লাইব্রেরীর সম্মানিত পরিচালক তাসনীম ফাতেমা ম্যাডামের সাথে দেখা করি। দুপুরে নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ স্যারের সাথে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক ও অতিরিক্ত পরিচালকগনের পূর্ব নির্ধারিত সভায় অংশ নেই।
বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের সিনিয়র কেয়ারটেকার আনোয়ার হোসেন আনুর জানাজা ১২ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি মতিঝিল নিবাসে মারা যান। জানাজায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান ও ড. মোঃ কবির আহাম্মদ, মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মোঃ আমজাদ হোসেন খাঁন, কারেন্সি অফিসার আমিনুল ইসলাম আকন্দসহ অনেক কর্মকর্তা কর্মচারী জানাজায় অংশ নেন। আনু ভাইয়ের সাথে ঢাকা কোঅপারেটিভ অফিসে নানান অনুষ্ঠানে প্রায়ই দেখা হতো। বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘ, কেন্দ্রীয় কমিটি আনু ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক চত্বরে ব্যানার লাগিয়েছে। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক খুলনার বন্ধু সুমন সরকার এর সাথে সাত বছর পর আবার দেখা হলো। আমরা এখন প্রধান কার্যালয়ে কর্মরত, ঢাকার আর কে মিশন রোড ডরমিটরির বাসিন্দা। ২০১৮ সালে অফিসিয়াল প্রশিক্ষণে শ্রীলঙ্কা সফরে আমরা দশজন মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে গিয়েছিলাম। অনেক দিন পর একসাথে চলাফেরা করছি টিম১০ এর প্রিয়মুখ তরুণ এডিশনাল ডিরেক্টর সুমন সরকারের সাথে।
১৬ জানুয়ারি দুপুরে বাংলাদেশ ব্যাংক লাইব্রেরিতে পোষ্য কোটায় নিয়োগ পাওয়া সিলেট অফিসের সহকর্মী মরহুম মোঃ ইজ্জত আলী, মোঃ আবুল কালাম, মোঃ জুবের আহমদ ও মোঃ কুতুব আলীর ছেলেদের দেখতে যাই। এসময় অতিরিক্ত পরিচালক আঞ্জুমান আরা সাথে ছিলেন। পরে আমরা নির্বাহী পরিচালক ছৈয়দ আহমদ স্যারের চেম্বারে যাই। স্যার আমাদের কফি ও কেক খাওয়ান। ১৬ জানুয়ারি ২০২৫ মুসলিম জাতিসত্তার প্রাণপুরুষ নবাব স্যার সলিমুল্লাহ'র ১১০তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকার চতুর্থ নবাব খাজা সলিমুল্লাহ'র জন্ম ৭জুন ১৮৭১, মৃত্যু ১৬ জানুয়ারি ১৯১৫। তাঁর পিতা নবাব খাজা আহসান উল্লাহ, পিতামহ নবাব খাজা আব্দুল গনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব সলিমুল্লাহ বিশেষ ভূমিকা রাখেন। যদিও জীবদ্দশায় তিনি বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেন নি। বাংলাদেশ মুসলিম লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসীন রশীদ ও সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের নবাব স্যার সলিমুল্লাহ কে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঢাকার দেয়ালে পোস্টার সাটিয়েছেন, যা অনেকের দৃষ্টি কেড়েছে।
১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার জুমার নামাজ পূর্ব মিরাবাজার খারপাড়া আরজদ আলী জামে মসজিদে আদায় করি। পাড়ার মুরব্বিদের সাথে দেখা হলো। সন্ধ্যায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হোস্টেলে মেয়ের সাথে দেখা করে এশার নামাজ আদায় করি উত্তর পশ্চিম বাগবাড়ি বায়তুল হামদ জামে মসজিদে। এ মসজিদের সাথে আমার বিশেষ আবেগ রয়েছে। ৮ বছর (২০০৭-২০১৪) এ মহল্লায় বসবাস করেছি। দেখা হলো মোতওয়াল্লী হাজী মোঃ আলা মিয়া, মুরব্বি হাজী মোঃ নুর উদ্দিন, সেক্রেটারি কয়েছুর রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ ইমরান উদ্দিন, ইকবাল আহমদসহ মুসল্লিদের সাথে। বাদ এশা মধুশহীদ এলাকায় আমাদের পৈত্রিক নিবাস গোলাপগঞ্জের শেরপুর জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভায় অংশ নেই। বড়ভাই প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ মল্লিক চৌধুরীর অফিসে সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়। প্রাক্তন চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সুহেদ আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী ফারুক, ফরিদ উদ্দিন ত্বকি, সাজন চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। মোহাম্মদ উবেদ আহমদ চৌধুরী শিক্ষা ট্রাস্ট সিলেট এর পক্ষ থেকে শেরপুর জামে মসজিদের মিনার নির্মাণের কাজে ৫০ হাজার টাকার চেক প্রদান করি।
আজ (১৮ জানুয়ারি ২০২৫) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজা ম্যানশন গ্রাফিক্স ইউনিভার্সালে আমার প্রকাশিতব্য 'চব্বিশের ঢাকার ডায়েরি' বইয়ের কাজ করি। বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ আতিকুর রহমান এখানে এসে দেখা করলেন। মাগরিবের নামাজের পর দৈনিক আমার দেশ সিলেট ব্যুরো অফিসে ঢুকে ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ এর সাথে কিছুক্ষণ কথা বলি। সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র করেসপন্ডেন্ট বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়ালের বাসায় যাই। চা চক্রের সময় খালাম্মা, মিসেস আফিয়া সুলতানা, মিসেস দিদার, ছোটবোন শিউলি, যুক্তরাষ্ট্র থেকে আসা সেলিম ভাইয়ের মেয়ে ডাক্তার নাদিরা নুসরাত মাশিয়াত, ছেলে জুন্নুরাইন কদর তাজিমসহ পরিবারের অনেকের সাথে দেখা হয়। প্রবীণ বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোঃ মিসবাহ উদ্দিনের ইমামতিতে আজ এশার নামাজ পড়ি মধুশহীদ জামে মসজিদে। ১৯৯৯ সাল থেকে এ মসজিদের সাথে আমার বিশেষ সম্পর্ক। রাতে সিলেট অবস্থান করা গোলাপগঞ্জ ফাউন্ডেশন, টরেন্টো অন্টারিও কানাডার সংগঠক জনাব ছাদ চৌধুরীর সাথে আলাপ হলো। মহতী একটি কাজে তাঁর সিলেট আসার সংবাদ দেন টরেন্টোতে বসবাস করা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের বিশিষ্ট নেতা জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক মিছবাহুল কাদির চৌধুরী ফাহিম চেয়ারম্যান। কথা হলো সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএসসি চুরাশিয়ান বন্ধু মোঃ আলী আকবর এর সাথে। রাতের ট্রেনে ঢাকার পথে সিলেট ত্যাগ করছি। আজ রাতে ট্রেন ঘড়ির কাঁটায় কাঁটায় (১১.৩০) ছেড়েছে। ট্রেনের স্নিগ্ধা শ্রেণীর 'গ' বগিতে অতিরিক্ত কোন যাত্রি নেই। আজকের ট্রেনের পরিবেশ দেখতে অনেকটা ইউরোপের মতো। রেল ভ্রমণও সবসময় স্বস্তির হয়না। ঠিক সময়ে ছেড়েও যান্ত্রিক সমস্যায় ঢাকায় পৌঁছতে চার ঘণ্টা দেরি করে। সিলেট থেকে ছাড়া উপবন এক্সপ্রেস ট্রেন কুলাউড়ার কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। সিলেট থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে দুঘন্টা পর পুনরায় যাত্রা শুরু করলেও ঘন কুয়াশায় রেলের চাকা পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ধীরলয়ে চলে। ট্রেন আজ (১৯ জানুয়ারি) সকাল ৬টার স্থলে ১০টায় ঢাকার কমলাপুরে পৌঁছে।
২২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ক্যাশ) পদে সুপার নিউমারারী হিসেবে পদোন্নতি পান বীর চট্টলার কৃতি সন্তান মোঃ এহসানুল হক চৌধুরী। তিনি চট্টগ্রাম ও সিলেট অফিসে সফলতার সাথে কাজ করে এখন মতিঝিল অফিসে। তিনি পরদিন ২৩ জানুয়ারি ২০২৫ কর্মদিবস শেষে অবসর উত্তর ছুটিতে গমণ করবেন। ক্যারিয়ারের শেষদিকে এসে ক্যাশ বিভাগের সর্বোচ্চ পদ পরিচালক হিসেবে কর্তৃপক্ষের সদয় সিদ্ধান্তে পদোন্নতিতে পাওয়ায় তিনি খুবই খুশি। পদোন্নতির অর্ডার প্রকাশের পর মতিঝিল অফিসের ক্যাশ বিভাগে মিষ্টিমুখ ও আনন্দ উদযাপন শুরু হয়। মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর -৩ মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন, কারেন্সি অফিসার (নির্বাহী পরিচালক) আকন্দ, পরিচালক মোঃ জবদুল ইসলাম স্যারদের সাথে দেখা করে এহেসানুল হক চৌধুরী কৃতজ্ঞতা জানান। এসময় তাঁর সাথে মতিঝিল অফিসের পরিচালক (ক্যাশ) সৈয়দা নাসিমা সুলতানা ও আমি ছিলাম। আর কে মিশন রোড অফিসার্স ডরমিটরিতে রাতেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডরমিটরির রুমে রুমে মিষ্টি পাঠানো হয়।
২৩ জানুয়ারি ২০২৫ সকালে রমনা পার্কে নিয়মিত হাঁটা শেষে ফিটনেস ক্লাবের সদস্যদের পক্ষ থেকে এহেসানুল হক চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকালবেলা পদোন্নতি সেলিব্রেশন করতে মতিঝিল হীরাঝিল রেস্টুরেন্টে সকলকে উন্নতমানের নাস্তা করানো হয়। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক হলুদ দল কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম অফিস হলুদ দলের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক ক্লাব চট্টগ্রাম এর প্রাক্তন সভাপতি এহেসানুল হক চৌধুরী পরিচালক (ক্যাশ) পদে পদোন্নতি পাওয়ায় ঢাকা কোঅপারেটিভ অফিসে সম্বর্ধণা প্রদান করে। হলুদ দলের এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, সহ-সভাপতি মোঃ ফয়েজ আহমদ, ঢাকা কোঅপারেটিভ এর সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, দলের সিনিয়র নেতা মোস্তফা আজাদ কামাল, মোঃ জাবেদ আহমদ, মোঃ ইকবাল হাসান, মোঃ দেলোয়ার হোসেন, আবুল বাশার আব্দুল ওয়াহিদ খান, মোঃ জহুরুল হক, রত্না বিশ্বাস, আঞ্জুমান আরা, আসাদুজ্জামান খান তানিন, মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। পদোন্নতি উপলক্ষে এহেসানুল হক চৌধুরী দলীয় নেতা কর্মীদের মিষ্টিমুখ করান।
আজ (২৪ জানুয়ারি ২০২৫) এসএসসি চুরাশিয়ান বাংলাদেশ এর কেন্দ্রীয় মিলনমেলা ২০২৫ এ অংশ নিতে সারাদিন ঢাকার ঠিকানা রিসোর্টে ছিলাম। টবের ফুলে সজ্জিত ঠিকানা রিসোর্ট ১০০ ফুট সড়ক সংলগ্ন বেরাইদ, বাড্ডায়। সারাদেশের আড়াই হাজার রেজিস্ট্রেশন করা এসএসসি চুরাশিয়ান বন্ধু সবকটি জেলা থেকে মিলনমেলায় অংশ নেন। ঢাকার এডমিন বন্ধুদের সাথে দেখা হলো। দেখা ও কথা হলো চুরাশিয়ান বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পিতা বদরুল ইসলাম জামির, ডাক্তার মান্নান ও কৌতুক অভিনেতা কাজল, ইদ উদ্দিন মন্ডল এর সাথে। সিলেট থেকে বন্ধুদের সাথে সারাদিন ছিলাম। সিলেট জেলার ২২জন বন্ধু কেন্দ্রীয় মিলনমেলা ২০২৫ এ নাম রেজিস্ট্রেশন করে ২০জন আসেন। মোঃ নজরুল ইসলাম ও ডাঃ মোহাম্মদ নুরুল আফসার বদরুল সিলেট থেকে বিমান চড়ে দুপুরে এসে ঠিকানায় পৌঁছান। শাখাওয়াত আলী শাহী, মোঃ ফয়সল মাহমুদ, মোঃ আনোয়ার রশিদ, মোঃ মোজাম্মেল হোসেন নান্টু, শেখ আজাদ, মানজারুল করিম শামীম, আবু জাফর, সুয়েব আদমজী, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, মোঃ কামরুল ইসলাম, মোঃ মিফতাহ উল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামাল হোসেন, মোঃ শামীম আহমদ, মোঃ আইয়ুব আলী সিলেট থেকে সড়কপথে আসেন। ড. এনামুল হক সর্দার ও মোঃ দেলোয়ার হোসেন বাবর রেজিস্ট্রেশন করেও মিলনমেলায় আসতে পারেন নি। ভিন্ন জেলার হয়ে রেজিস্ট্রেশন করলেও সবসময় সিলেট দলের সাথেই থাকে মোহাম্মদ হাসরুল হক, নেপাল কৃষ্ণ দত্ত, অধ্যাপিকা শামীমা আক্তার, হাসিনা বেগম ও মেরী নার্গিস। মিলনমেলায় বাংলাদেশ ব্যাংক ঢাকার বন্ধু আনোয়ার হোসেন মুন্নার সাথে দেখা হয়। জুমার নামাজ আদায় করি বেড়াইদ আরাইদ্দা পাড়া জামে মসজিদে।
ঠিকানা রিসোর্টে যেতে ভাটেরা থানার নতুনবাজার থেকে লেগুনায় ২০টাকা ভাড়ায় বেরাইদ বাজারে যাওয়া যায়। সেখান থেকে পায়ে হেঁটে ৮ মিনিট, ব্যাটারি রিকশায় ২০ টাকায় ঠিকানা রিসোর্টে পৌঁছে যাবেন। ভাটেরা থানার কাছ থেকে মটরসাইকেলে ১২০-১৫০ ভাড়ায়ও ঠিকানায় যেতে পারবেন। ঢাকার গুলিস্তান ও মানিকনগর/মুগদা থেকে বাসে ভাটেরা যাওয়া যায়।
২৫ জানুয়ারি ২০২৫ দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম সিটি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ গিয়ে সন্ধ্যায় মতিঝিল ফিরলাম। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং সাপ্তাহিক ছুটির দিনে অলস সময় কাটাতে সহকর্মী মোঃ ইকবাল হাসান কে নিয়ে এ ঘুরে আসা। সোনারগাঁওয়ের ইছানগরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং আদমপুরে পানামা সিটি। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রবেশ ফি ৫০ টাকা এবং বড় সর্দারবাড়ি দেখতে ১০০ টাকার টিকিট এবং পানামা সিটিতে ঢুকতে ২০ টাকার টিকিট কাটা লাগে। উভয় স্থানে যাতায়াতের জন্য ব্যাটারি রিকশা ও টমটম রয়েছে, বাহিরে খাবারের সুবিধা রয়েছে। পানামা সিটিতে ৫২ টি ছোট বড় পরিত্যক্ত বাড়ি রয়েছে। একটি বাড়ির নামফলকে 'কাশিনাথ ভবন স্থাপিত ১৩০৫ বঙ্গাব্দ' লেখা রয়েছে। অন্য ভবনগুলো আরও পুরনো, বেশকটি ধ্বংসের দ্বারপ্রান্তে। নারায়ণগঞ্জ থেকে কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম সিটিতে যাওয়ার জন্য বাস সার্ভিস রয়েছে। ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে আসা বাসে মহাসড়ক থেকে টমটমে স্পটে যাওয়া যায়।
জোহরের নামাজ ইছা পাড়া দীঘিরপাড় জামে মসজিদে, আসরের নামাজ পানামা সিটি সংলগ্ন পাঠালপাড়া বাইতুন নূর জামে মসজিদে এবং মাগরিবের নামাজ মিতালী মার্কেট জামে মসজিদ, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এ পড়ি।
২৬ জানুয়ারি ২০২৫ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে দেখা হলো নির্বাহী পরিচালক রূপ রতন পাইন স্যারের সাথে। তিনি এক বছর রাজশাহী অফিসের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আজ ঢাকায় ফিরেছেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে নিজে গাড়ি চালিয়ে বাসায় না গিয়ে বাংলাদেশ ব্যাংকে সতীর্থদের সাথে দেখা করতে চলে এসেছেন।
২৮ জানুয়ারি ২০২৫ ফোনে কথা হয় কানাডার টরেন্ট জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি ছাদ চৌধুরীর সাথে। তাঁর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট কানাডার প্রতিষ্ঠাতা সদস্য। এসময় তাঁর স্বজন আমার এসএসসি চুরাশিয়ান বন্ধু পূবালী ব্যাংকের ডিজিএম মশিউর রহমান খানের সাথেও কথা হয়। পরে যুক্তরাজ্য থেকে আসা প্রিয় স্বজন ব্যাংকার জুয়েলুর রব চৌধুরীর সাথে ফোনে আলাপ হয়। আজ (২৮ জানুয়ারি ২০২৫ ভোর থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে উচ্চ পর্যায়ে ম্যারাথন মিটিং শেষে ৩০ ঘন্টা পর কর্মবিরতি শেষের ঘোষণা আসে। ২৯ জানুয়ারি ২০২৫ থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ২৮ জানুয়ারি ঢাকা থেকে টিকিট বাতিল করে ৩০ জানুয়ারি আমি সিলেট যাত্রা করি। ২৮ জানুয়ারি রাতে আম্বরখানা কলোনির প্রিয় স্বজন আখলাকুল আম্বিয়া চৌধুরী শায়েস্তা ভাই ফোন করে জানালেন ৫ নম্বর বিল্ডিং এর প্রাক্তন বাসিন্দা মরহুম মোঃ বাহাদুর আলীর বড় ছেলে সেলিম আহমদ ইন্তেকাল করেছেন। শায়েস্তা ভাই ইউএসএ থেকে দেশে এসেছেন।
২৯ ও ৩০ জানুয়ারি মোঃ ফজলার রহমান ও আব্দুল আহাদ এর সাথে সকালে আর কে মিশন রোড অফিসার্স ডরমিটরি থেকে দিলকুশা - বক চত্বর বলাকা ভবন - মতিঝিল সড়ক - বঙ্গভবনের সীমানা দেয়াল ঘুরে ইত্তেফাক মোড় হয়ে টানা চল্লিশ মিনিট হেঁটে খুবই ভালো লাগে। ২৯ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আমার সাথে দেখা করতে আসেন এসএসসি চুরাশিয়ান বন্ধু সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলী আকবর। তিনি অফিসিয়াল কাজে ঢাকা এসেছিলেন, কাজ শেষে সময় থাকায় আমার সাথে দেখা করতে আসেন। বন্ধু আলী আকবর খুবই সামাজিক, বন্ধুদের সহযোগিতা করতে পারলে খুশি হন। আজ (৩০ জানুয়ারি ২০২৫) দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর অতিরিক্ত পরিচালক মোঃ ইউনুছ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেই। তিনি বদলী হয়ে ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এ যাচ্ছেন। সন্ধ্যায় রেলযোগে সিলেট আসার পথে ঢাকা কোঅপারেটিভ এর সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ডাইরেক্টর-১ স্নেহাশিস মিঠুন দাস ঢাকায় তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করার দাওয়াত দেয়, ধন্যবাদ দিয়ে সিলেট চলে যাচ্ছি বলে বলে অনুষ্ঠানের সফলতা কামনা করি। প্রিয় মিঠুন দাস এর নতুন জীবন সুন্দর হোক এ কামনা করছি।
আজ (৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার) রাতে যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত ব্যাংকার্স ক্লাব, সিলেট এর প্রাক্তন সংগঠক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর প্রাক্তন কর্মকর্তা মোঃ জুয়েলুর রব চৌধুরীর সাথে দেখা হলো। তিনি এখন সিলেট অবস্থান করছেন। প্রবাসে থাকলেও প্রিয় জুয়েল ভাই ফোনে যোগাযোগ রাখেন, দেশে আসার পূর্বে ও এসে যোগাযোগ করেন। ২০২২ সালের আগস্ট মাসে আমার ইউরোপ সফরে লন্ডনের ব্রিকলেনে তাঁর আইএফআইসি মানি এক্সচেঞ্জে দুই বন্ধুকে (সাংবাদিক আহমেদ শামীম ও নাহিন হালিম মাহমুদ) নিয়ে লাঞ্চ করেছিলাম, আজও তাঁর আমন্ত্রণে সিলেটের জল্লারপাড়ে গ্র্যান্ড প্যালেসে বেশ কয়েকজন স্বজন বন্ধুদের সাথে ডিনার করলাম। ফুলেল শুভেচ্ছার পর প্রিয় জুয়েলুর রব চৌধুরীর হাতে তুলে দিলাম আমার 'ইউরোপের সাত দেশে বাইশ দিন' বই টি। লন্ডনে থাকা প্রিয়জন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার জালাল আহমদ এর জন্যও একটি বই তাঁর কাছে দিলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) খালেদ আহমদ, অতিরিক্ত পরিচালক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম, জালালাবাদ গ্যাসের দু'জন উর্ধ্বতন কর্মকর্তা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মতিউর রব চৌধুরী ও জুয়েলুর রব চৌধুরী দু'জন সহোদর উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ আব্দুল বাতিন ফয়সল
সহ-সম্পাদকঃ আব্দুল মুহিত দিদার
মোবাইলঃ ০১৭৩০১২২০৫১
sylhetexpress.net