ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা


ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে,কেমুসাস সাহিত্য আসর কক্ষে ১৩ এপ্রিল রবিবার
ফিলিস্তিনে নির্বিচারে নির্যাতন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে- এক প্রতিবাদ সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়
লোক গবেষক আবুসালেহ আহমদ এর এর সভাপতিত্বে- এতে প্রধান অতিথি ছিলেন -যমুনা অয়েল কোম্পানি লিমিটেড পরিচালক, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু।
প্রধান আলোচক ছিলেন -দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কেমুসাস সিলেট
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -আব্দুল মুকিত অপি,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,মহানগর দায়রা জজ আদালত সিলেট। লেখক ও সাংবাদিক শওকত আলী।
সঞ্চালনায় ছিলেন – নাসরিন সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক, ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত থেকে কবিতা পাঠ ও আলোচনা করেন, সিনিয়র সহ সভাপতি কবি গবেষক শাহেদ বীন জাফর,সহ সভাপতি কবি ছয়ফুল আলম পারুল,যুগ্ম সম্পাদক ফাতাউর রহমান,সিনিয়র সদস্য কবি আব্দুল মোহিত,সাহিত্য সম্পাদক আরাফাত মিয়া প্রচার সম্পাদক,কবি নিয়াজ আহমদ, কবি কুবাদ বখত চৌধুরী, সহ প্রচার সম্পাদক কবি সুয়েজ আহমেদ,গীতি কবি সাংগঠনিক সম্পাদক শাহিনা জালালি পিয়ারা,কার্যকরি সদস্য কবি জিয়াউর রহমান জিয়া, কবি মকসুদ আহমদ লাল,কবি শামসুর রহমান,লেখিকা শেলিনা আক্তার, কবি আকলিছুর রহমান সাগর প্রমুখ

শেয়ার করুন