
ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন মুক্ত ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেটে প্রতিবাদ র্যালি ও সংহতির কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ৯০ বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সিলেটের নবীন প্রবীণ লেখকরা অংশ নেন।
হযরত শাহজালালের মাজার গেইটে সাহিত্য সংসদের নিজস্ব ভবনের সামনে প্রতিষ্ঠানের সহসভাপতি সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সহসভাপতি রুহুল ফারুক, কোষাধ্যক্ষ জাহেদুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রসহ অন্যান্য কল্যাণ রাষ্ট্রের দাবিদারদের ভ‚মিকায় বিস্ময় প্রকাশ করেন। তারা ইসরাইলি বর্বরতায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জেগে ওঠার আহবান জানিয়ে বলেন, ইসরাইলিদের বর্বরতা মানবজাতির ইতিহাসের কলংকজনক অধ্যায়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, কার্যকরী পরিষদ সদস্য মো. ফয়জুল হক, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, বাছিত ইবনে হাবীব, ছয়ফুল আলম পারুল, সাজ্জাদ আহমদ সাজু, রেজুয়ানুর রহমান চৌধুরী, হুসাইন ফাহিম, সৈয়দ লিসান, লুৎফুর রহমান তোফায়েল, মাহমুদুর রহমান দিলওয়ার, সাংবাদিক নূর আহমদ, রায়হান কবির, হোসাইন আহমদ, আব্দুল মুছাব্বির, আজিজুল হক, তাওহিদুল ইসলাম মারুফ, এস এম মানজিদ রশিদ, ফয়সল আহমদ, শাহাব আল দীন, জেনারুল ইসলাম, ইউসুফ আল আজাদ, মোয়াজ আফসার, মো. লুৎফুর রহমান, ওমর শরিফ নোমান, সাজিদ নওফেল, মো. নাসির উদ্দিন, এস এম ফাহিম, আল মার্জান প্রমুখ।