গল্পকার সেলিম আউয়ালের ঈদের অনুভুতি

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সাংবাদিক গল্পকার সেলিম আউয়ালের পারিবারিক ঈদ উদযাপন নিয়ে নিজের অনুভুতি শেয়ার করলেন তার ফেসবুক পেইজে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে চমৎকার কিছু অনুভুতি লিখেন।

দুটো ঈদছবি। ঐতিহাসিক শাহী ঈদগাহে।
প্রথম ছবিটি ঈদুল ফিতর ২০২৫-এর। এই ছবিতে আমাদের সহোদর ফয়সল ও তার পুত্র নাফি অনুপস্থিত, তারা কানাডায়। অনুপস্থিত আমার ছেলে তাজিম, সে আমেরিকায়। তবে এই ছবিতে উপস্থিত আমার যুক্তরাজ্যপ্রবাসী সহোদর ইকবাল, সে ১৭ বছর পর আমাদের সাথে ঈদ করছে। অনুপস্থিত রয়েছে তার পুত্র ইব্রাহিম ও মুসা। [ছবির ডান থেকে ভাগ্নে তালহা, তাওসিফ, ইকবাল, সেলিম, দিদার]


দ্বিতীয় ছবিটি আগের বছরের, এতে আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই ও আমাদের তিন পুত্র। সেই ছবিতে আমাদের যুক্তরাজ্য প্রবাসী সহোদর ইকবাল ও তার ছেলে ইব্রাহিম অনুপস্থিত ছিল। [ছবির ডান থেকে দিদার, খালাতো ভাইয়ের ছেলে ওমর, তাওসিফ, সেলিম, নাফি, ফয়সল, তাজিম]
ছবিতে অনুপস্থিত আমাদের দুই কন্যা- মাশিয়াত ও মালিহা। মাশিয়াত আমেরিকায় বাস করলেও সে এবার দেশে আমাদের সাথে ঈদ করছে। অপর কন্যা মালিহা কানাডায়।
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি।
আমরা সবসময় সবার দোয়া কামনা করি।

শেয়ার করুন