
সাদেক লিপন
ঈদের চাঁদে লুকিয়ে থাকে
সাম্য প্রীতির সূর
মিলেমিশে হেঁটে চলার
একটা নতুন ভোর।
যে ভোরেতে সূর্য় হাসে
খুশির ঝিলিক নিয়ে
খোলা মাঠে মিললো সবে
ত্যাগের বার্তা দিয়ে ।
ঈদের শিক্ষা
ভোরের পাখি ডাক দি বলে
আজকে ঈদের দিন
খোকনসোনা ঠিকই জানে
ঈদ ইজ মিন।
সকল মানুষ সমান সমান
ঈদ শিক্ষা এই
ভোক্তা নয় ত্যাগই হলো
ঈদ আনন্দ তাই।
ঈদের দিনে
ঈদের দিনে ছোট বড়
তুলোনা কেউ করেনা
ঈদের শেষে এ কথাটা
কার কী মনে পড়েনা?
ঈদ শিক্ষা সকল সময়
শান্তি ভালোবাসি
মজলুমের কষ্ট ভাগে
সবাই ছুটে আসি।
ঈদ মোবারক
ঈদের বাঁকা চাঁদের মাঝে
খুশির ছবি ফোটে
ঈদ মোবারক ঈদ মোবারক
সবার মুখে উঠে।
ঈদের বাঁকা চাঁদের মাঝে
সাম্য প্রীতির সূর
ঈদই পারে আসতে নিয়ে
ভালো একটা ভোর।
৩০ মার্চ ২০২৫
টরোন্টো কানাডা