চব্বিশের ঢাকার ডায়েরি : লেখকের মেসেঞ্জারে পাঠকের চিঠি…

আসসালামু আলাইকুম স্যার।
স্যার আপনার উপহার দেয়া চব্বিশের ঢাকার ডায়ররি বইটি যতটুকু পড়েছি আমি অভিভূত হয়ে গিয়েছি। ডাইরি পরেও যে আনন্দ পাওয়া যায় তা আপনার এই বইটি না পড়লে জানতে পারতাম না।

চব্বিশের ঢাকার ডাইরি বইয়ে আপনার ঢাকায় অবস্থানকালীন দিনগুলোর বর্ণনা এমন সুন্দর ভাবে দিয়েছেন যে পরে সামান্য ক্লান্তি বোধ হচ্ছে না।

আপনার এই বইটি যতই পড়ছি ততোই ভালো লাগছে।

স্যার দুঃখজনক হলেও সত্য আমার বই পড়ার অভ্যাস খুবই কম। আপনার এই বইয়ের আগে সর্বশেষ কবে বই পড়েছিলাম ভুলে গিয়েছি। আপনার এই বইটি পড়ে এত ভালো লাগছে যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

স্যার আপনার এই বইটি পড়াকালীন আপনার প্রথম প্রকাশিত বই ইউরোপের বাইশ দিন পড়ার আগ্রহ অটোমেটিক তৈরি হয়ে গেল।

ইউরোপের সাত দেশে বাইশ দিন বইটি পড়ার জন্য মনের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে।

আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ কাহিনী পড়তে খুব পছন্দ করি। স্যার যদি আপনার সংগ্রহে একটি কপি তাকে আমাকে দয়া করে দিলে উপকৃত হব।

আপনার ঢাকা ডাইরি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সহজ ভাষায় বর্ণনা করা।
স্যার আপনি বইয়ে ঘটনাগুলো এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যে কারো মনে হবে না এটা আপনার দ্বিতীয় প্রকাশিত বই। আপনার লেখার দক্ষতা দেখে আমার মনে হচ্ছে যে আপনি অনেকগুলো বই ইতোমধ্যে প্রকাশিত করেছেন।

সবকিছুর জন্য আবারো অনেক ধন্যবাদ স্যার।

জিহাদ মান্নান
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

শেয়ার করুন